Home » জুলাই এমপিও ২০২৩: এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের বেতনের খবর

জুলাই এমপিও ২০২৩: এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের বেতনের খবর

জুলাই মাসের এমপিও ২০২৩

জুলাই এমপিও ২০২৩ (July MPO 2023): এমপিওভুক্ত স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের জুলাই মাসের বেতন-ভাতার চেক ছাড়ের আপডেট খবর জানুন।

জুলাই এমপিও ২০২৩: এমপিওভুক্ত স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরির বেতনের চেক ছাড়ের খবর

বরাবরের মত দেশের শিক্ষা অধিদপ্তর সমূহ বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের জুলাই মাসের বেতন-ভাতার চেক ছাড়ের প্রক্রিয়া শেষ হয়েছে।

২ আগস্ট তারিখে স্কুল-কলেজের বেতনের চেক ছাড় করা হয়েছে বলে অধিদপ্তর সূত্রে নিশ্চিত খবর পাওয়া গেছে। শিক্ষা অধিদপ্তরে জুলাইয়ের বেতনের চেক হস্তান্তরের নোটিশ প্রকাশ করা হয়েছে।

৭ আগস্ট তারিখে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে জুলাই মাসের বেতনের চেক ছাড় করা হয়েছে। ৮ আগস্ট তারিখে এমপিও সীট প্রকাশ করা হয়েছে।

৮ আগস্ট তারিখে কারিগরি অধিদপ্তরের অধিন শিক্ষা প্রতিষ্ঠানের, জুলাইয়ের বেতনের চেক হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত খবর পাওয়া গেছে।

আরো জানুন:

এমপিও নীতিমালা (সংশোধিত): স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠান

মাদরাসা এমপিও শীট সংশোধন আবেদনে অধিদপ্তরের নতুন নির্দেশনা

মাদ্রাসা এমপিও আবেদন করার সময়সূচি ও কাগজ পত্রের তালিকা

July MPO 2023: স্কুল-কলেজ জুলাই মাসের বেতনের চেক হস্তান্তর

এমপিওভুক্ত বেসরকারি স্কুল-কলেজের জুলাই মাসের বেতন-ভাতার চেক অনুদান বণ্টনকারী ব্যাংকে হস্তান্তর করা হয়েছে।

২ আগস্ট ২০২৩ খ্রি. তারিখে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের দাপ্তরিক ওয়েবসাইটে জুলাই মাসের চেক ছাড়ের নোটিশ প্রকাশ করা হয়েছে।

স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীগণ জুলাই মাসের বেতন-ভাতা ব্যাংক থেকে উত্তোলন করতে পারবেন ৮ আগস্ট ২০২২ খ্রি. তারিখ পর্যন্ত।

স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের চেক হস্তান্তরের নোটিশ দেখুন। নিচের নোটিশে বেতনের স্বারক নাম্বার উল্লেখ আছে।

স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের নোটিশ ২০২৩

স্কুল-কলেজের জুলাই মাসের এমপিও শিটের কপি নিচের লিংক  থেকে ডাউনলোড করা যাবে।

https://drive.google.com/drive/folders/1NURIu_jHerdyzF8YoQ9cjzG5RgCUlDgH?usp=sharing

মাদ্রাসা শিক্ষকদের জুলাই মাসের বেতনের চেক হস্তান্তর

দেশের এমপিও ভুক্ত মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের জুলাই মাসের বেতন ভাতার চেক হস্তান্তর করা হয়েছে। ৭ আগস্ট তারিখে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে চেক ছাড়ের নোটিশ প্রকাশ করা হয়েছে।

মাদ্রাসা শিক্ষক কর্মচারীগণ জুলাই মাসের বেতন ভাতা উত্তোলন করতে পারবেন ১০/০৮/২০২৩ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত।

উল্লেখ্য, জুলাই মাসের বেতনের সাথে ইনক্রিমেন্ট ও বিশেষ সুবিধা প্রণোদনা যুক্ত করা হয়েছে বলে এমপিও নোটিশে জানানো হয়েছে।

এমপিওর স্মারক নম্বর : ৫৭.২৫.০০০০.০১১.০৬.০০২.২১-১৫ তারিখ ৭-৮-২০২৩ খ্রিষ্টাব্দ।

মাদ্রাসা অধিদপ্তর জুলাই এমপিও নোটিশ ২০২৩

Madrasah July MPO Sheet 2023: মাদ্রাসা জুলাই এমপিও শিট ২০২৩

মাদ্রাসার জুলাই মাসের এমপিও শিট ৮ আগস্ট তারিখে অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। নিচের লিংক থেকে এমপিও শিটের কপি ডাউনলোড করা যাবে।

https://drive.google.com/drive/folders/1HdoSgj3Tndr3gWXpd6TpBEsBTBtXPRqw?usp=sharing

কারিগরির জুলাই মাসের বেতনের চেক ছাড়

কারিগরি শিক্ষক-কর্মচারীদের জুলাই মাসের বেতনের চেক অনুদান বণ্টনকারী ব্যাংকে ছাড় করেছে কারিগরি শিক্ষা অধিদপ্তর।

৮ আগস্ট ২০২৩ খ্যি. তারিখে কারিগরির জুলাই মাসের বেতনের চেক হস্তান্তর করা হয়। অধিদপ্তরে চেক ছাড়ের নোটিশ প্রকাশ করা হয়েছে।

কারিগরি শিক্ষক-কর্মচারীগণ জুলাই মাসের বেতন-ভাতা ব্যাংক থেকে উত্তোলন করতে পারবেন ১৩/০৮/২০২৩ খ্রি. তারিখ পর্যন্ত।

উল্লেখ্য, কারিগরি শিক্ষক-কর্মচারীরা জুলাই মাসের বেতনের সাথে ৫% বিশেষ সুবিধা প্রণোদনা ও ৫% বার্ষিক ইনক্রিমেন্ট পেয়েছেন।

নিচের যুক্ত নোটিশে এমপিও স্মারক নম্বর আছে। প্রয়োজনে লিখে রাখুন।

কারিগরি জুলাই এমপিও নোটিশ ২০২৩

২০২৩ সালের এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের জুলাই মাসের বেতন-ভাতা সম্পর্কে আরো জানতে আমাদের কাছে লিখুন।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

Non-Govt. Teacher MPO: Monthly Pay Order News Update

MEMIS Madrasah MPO Sheet: মাদ্রাসা এমপিও শীট দেখার নিয়ম

DTE MPO Notice: কারিগরি চেক ছাড়ের নোটিশ, এমপিও শীট দেখার নিয়ম

তথ্যসূত্র-

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

2 Comments

  1. Md Rofiqul Islam বলেছেন:

    ধন্যবাদ memis cellcellকে

  2. Md radoan ullah বলেছেন:

    সকল সহকারী শিক্ষকদের বেতন কোড দশম গ্রেড চাই