Home » ডিগ্রি ভর্তি সার্কুলার ২০২৩: ভর্তির যোগ্যতা ও আবেদনের তারিখ

ডিগ্রি ভর্তি সার্কুলার ২০২৩: ভর্তির যোগ্যতা ও আবেদনের তারিখ

জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি পাস ১ম বর্ষের ভর্তি সার্কুলার ২০২৩

জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ডিগ্রি ১ম বর্ষ ভর্তি সার্কুলার প্রকাশ করেছে। অনলাইনে www.nu.ac.bd/admissions ওয়েবসাইটে ভর্তি আবেদন করতে হবে।

ডিগ্রি ভর্তি আবেদন করা যাবে ২ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত। প্রাথমিক অনলাইন আবেদন ফি ২৫০/= টাকা।

জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি ভর্তি সার্কুলার ২০২৩: আবেদনের যোগ্যতা ও ভর্তির তারিখ

দেশের সরকারি-বেসরকারি কলেজের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ডিগ্রি (পাস) ১ম বর্ষের ভর্তি সার্কুলার প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

৩১ আগস্ট ২০২৩ খ্রি. তারিখে বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক ওয়েবসাইটে (www.nu.ac.bd) ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুলের ডিন প্রফেসর ড. মোহাম্মদ বিন কাশেম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে, ডিগ্রি (পাস) কোর্স ভর্তির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

অনলাইনে ডিগ্রি ভর্তির প্রাথমিক আবেদন শুরু হবে২ আগস্ট থেকে। আবেদন করা যাবে ৩০ আগস্ট ২০২৩ খ্রি. তারিখ পর্যন্ত।

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভর্তির প্রাথমিক আবেদন ফি হিসাবে ২৫০/= টাকা মোবাইল ব্যাংকিং-এর মাধ্যমে পরিশোধ করতে হবে।

আরো জানুন:

জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজ ট্রান্সফার হওয়ার নিয়ম [NU TC Rules]

ইনকোর্স পরীক্ষা সংক্রান্ত জরুরী বিজ্ঞপ্তি: জাতীয় বিশ্ববিদ্যালয়

2023 সালের ডিগ্রি পাস ১ম বর্ষ ভর্তির তারিখ (সময়সূচি)

2023 সালের ডিগ্রি ১ম বর্ষ ভর্তির অনলাইন আবেদন শুরু হবে ২ আগস্ট বিকাল ৪টা থেকে। অনলাইনে আবেদন করা যাবে ৩০ আগস্ট ২০২৩ খ্রি. তারিখ রাত ১২টা পর্যন্ত।

প্রাথমিক আবেদন ফি বাবদ ২৫০/- (দুইশত পঞ্চাশ) টাকা কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে জমা দিতে হবে। এই ফি পরিশোধ করতে হবে ৩১ আগস্ট ২০২৩ তারিখের মধ্যে।

প্রাথমিক আবেদন ফরম কলেজ কর্তৃক অনলাইনে নিশ্চায়ন করতে হবে ৩/৮/২০২৩ থেকে ৩/৯/২০২৩ খ্রি. তারিখের মধ্যে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে অনলাইন আবেদন ফরম পূরণ করতে হবে।

অনলাইনে নিচের ঠিকানায় আবেদন করতে হবে।

ভর্তি আবেদনের ঠিকানা: www.nu.ac.bd/admissions

২০২২-২০২৩ শিক্ষাবর্ষে স্নাতক (পাস) কোর্সে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস ২৫ সেপ্টেম্বর ২০২৩ তারিখ থেকে শুরু হবে।

ডিগ্রি পাস ১ম বর্ষের ভর্তি আবেদনের যোগ্যতা ও শর্তাবলী

ক) বাংলাদেশে স্বীকৃত যে কোন শিক্ষা বোর্ড/উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল শাখা থেকে ২০১৮/২০১৯/২০২০ সালের SSC ও সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.০ এবং ২০২০/২০২১/২০২২ সালের HSC ও সমমান পরীক্ষায় ৪র্থ বিষয় সহ ন্যূনতম জিপিএ ২.০ প্রাপ্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।

খ) বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে শুধুমাত্র এইচ.এস.সি. (ভোকেশনাল), এইচ.এস.সি. (বিজনেস ম্যানেজেন্ট) ও ডিপ্লোমা-ইন-
কমার্স পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা অনুচ্ছেদ-১ এর ক নং শর্তপূরণ সাপেক্ষে আবেদন করতে পারবে।

ডিগ্রি পাস শ্রেণির ভর্তি যোগ্যতা সম্পর্কে আরো জানুন নিচের অনুচ্ছেদে যুক্ত ভর্তি সার্কুলার থেকে।

O-Level ও A-Level শিক্ষার্থীদের ভর্তি যোগ্যতা

গ) ২০১৮/২০১৯/২০২০ সালের O-Level পরীক্ষায় তিনটি বিষয়ে ‘বি’ গ্রেডসহ অন্তত চারটি বিষয়ে উত্তীর্ণ এবং ২০২০/২০২১/২০২২ সালের A- Level পরীক্ষায় একটি বিষয়ে ‘বি’ গ্রেডসহ অন্তত দুইটি বিষয়ে উত্তীর্ণ শিক্ষার্থীরা এ ভর্তি কার্যক্রমে অন্যান্য শর্তপূরণ সাপেক্ষে আবেদন করতে পারবে ।

এ সকল শিক্ষার্থী অনলাইনে আবেদন না করে নির্ধারিত সময়ের মধ্যে ডিন, স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুল, জাতীয় বিশ্ববিদ্যালয় বরাবর সরাসরি/ইমেইল অ্যাড্রেসে (degpassnu@gmail.com) আবেদন পত্র প্রেরণ করবে।

সাদা কাগজে লিখিত আবেদন পত্রে আবেদনকারীর নাম, পিতা-মাতার নাম, ভর্তিচ্ছু কোর্সের নাম, প্রতিষ্ঠানের নাম ও নিবন্ধিত ব্যক্তিগত মোবাইল নম্বর উল্লেখ করতে হবে।

উল্লেখ্য যে, ভর্তিচ্ছু কোর্সটি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে অধিভুক্ত থাকতে হবে। এছাড়া আবেদন পত্রের সঙ্গে আবেদনকারীর O-Level ও A-Leve পরীক্ষার ট্রান্সক্রিপ্ট ও পাসপোর্ট সাইজের দুই কপি সত্যায়িত ছবি সংযুক্ত করতে হবে।

বিদেশী সার্টিফিকেটধারী শিক্ষার্থীদের ভর্তি যোগ্যতা

ঘ) বিদেশী সার্টিফিকেটধারী শিক্ষার্থীদের (বাংলাদেশের নাগরিক হতে হবে) ক্ষেত্রে বাংলাদেশের স্বীকৃত যে কোন শিক্ষা বোর্ড কর্তৃক তাদের অর্জিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের নম্বরপত্রের সমতা নিরূপণ করা হলে, তারাও এ ভর্তি কার্যক্রমে অনুচ্ছেদ-১ এর ক নং শর্তপূরণ সাপেক্ষে আবেদন করতে পারবে।

এ সকল শিক্ষার্থী অনলাইনে আবেদন না করে নির্ধারিত সময়ের মধ্যে ডিন, স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুল, জাতীয় বিশ্ববিদ্যালয় বরাবর সরাসরি/ইমেইল অ্যাড্রেসে (degpassnu@gmail.com) আবেদন পত্র প্রেরণ করবে।

সাদা কাগজে লিখিত আবেদন পত্রে আবেদনকারীর নাম, পিতা-মাতার নাম, ভর্তিচ্ছু কোর্সের নাম, প্রতিষ্ঠানের নাম ও নিবন্ধিত ব্যক্তিগত মোবাইল নম্বর উল্লেখ করতে হবে।

উল্লেখ্য যে, ভর্তিচ্ছু কোর্সটি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে অধিভুক্ত থাকতে হবে। এছাড়া আবেদন পত্রের সঙ্গে আবেদনকারীর সকল পরীক্ষার ট্রান্সক্রিপ্ট , বোর্ড কর্তৃক সমতা নিরূপণের কপি ও পাসপোর্ট সাইজের দুই কপি সত্যায়িত ছবি সংযুক্ত করতে হবে।

যারা ডিগ্রি পাস কোর্সে ভর্তি হতে পারবে না

উ) জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২০-২০২১ অথবা ২০২১-২০২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান), স্নাতক (সম্মান) প্রফেশনাল ও স্নাতক (পাস) নিয়মিত/ প্রাইভেট কোর্সে ভর্তি হওয়ার পর রেজিস্ট্রেশন কার্ড ইস্যু হয়ে থাকলে, সে সকল শিক্ষার্থী ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (পাস) কোর্সে ভর্তি হতে পারবে না।

তবে নির্ধারিত সময়ের মধ্যে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিলপূর্বক ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (পাস) কোর্সে ভর্তি হতে পারবে।

চ) একই শিক্ষাবর্ষে অথবা দুটি ভিন্ন শিক্ষাবর্ষে কোন শিক্ষার্থী স্নাতক (সম্মান), স্নাতক (সম্মান) প্রফেশনাল অথবা স্নাতক (পাস) নিয়মিত/প্রাইভেট কোর্সে দ্বৈত ভর্তি হলে তার উভয় ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি ১ম বর্ষ ভর্তি সার্কুলার ২০২২-২০২৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস কোর্স ১ম বর্ষ ভর্তি আবেদন করার আগে ভর্তি বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে নিন। কোন বিষয় বুজতে সমস্যা হলে সহপাঠী বন্ধুদের সাথে আলোচনা করুন।

ডিগ্রি ভর্তি সার্কুলার ২০২৩

ডিগ্রি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস কোর্সের ভর্তি নোটিশ ২০২৩

২০২৩ সালের ডিগ্রি ১ম বর্ষ ভর্তি সার্কুলার সম্পর্কে কোন প্রশ্ন থাকলে আমাদের কাছে লিখুন।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

ডিগ্রি ৩য় বর্ষের ফরম ফিলাপ শুরু ১৯ জুলাই ২০২৩ [ফি ১৪০০ টাকা]

ডিগ্রি ২য় বর্ষের পরীক্ষার রুটিন ২০২৩ [NU Degree routine 2023]

অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষার রুটিন ২০২৩ pdf (সংশোধিত)

তথ্যসূত্র-

জাতীয় বিশ্ববিদ্যালয়

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

12 Comments

    1. ডিগ্রি ভর্তি সার্কুলারে কোন কোন বছরের শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে তা বলা হয়েছে। প্রতিবেদনে সংযুক্ত ভর্তি বিজ্ঞপ্তি পড়ুন।

  1. আমি ২০২২ সালে এইস এস সি পাস করেছি।
    ৪/১০/২০২২ ডিগ্রি অনলাইন ফ্রম পুরোন করেছি কিন্তু ফি দেওয়া হয়নি।আমি কি পরবর্তীতে ভর্তি হতে পারবো

  2. আমি এইচ.এস.সি ২০২১ এর শিক্ষার্থী আমি ডিগ্রিতে প্রথমবার আবেদন করতে পারিনি।। আমি কি এখন আর আবেদন করতে পারবো? যদি পারি তাহলে কিভাবে করবো আমার এখন করণীয় কি?