ভর্তি সহায়তা আবেদন ফরম পূরণ করার নিয়ম

৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির ভর্তিকৃত শিক্ষার্থীদের ভর্তি সহায়তা আবেদন ফরম পূরণ করতে হবে ১৪ মার্চ ২০২৪ তারিখের মধ্যে। মাধ্যমিক ও সমমান পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ভর্তি সহায়তা উপবৃত্তি প্রদান করা হবে।

ভর্তি সহায়তা আবেদন ফরম পূরণ করার নিয়ম (৬ষ্ঠ-১০ম শ্রেণি)

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট এর মাধ্যমে দেশের সকল স্কুল, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ভর্তি সহায়তা উপবৃত্তি প্রদান করা হবে।

৬ষ্ঠ থেকে ১০ শ্রেণির ভর্তিকৃত শিক্ষার্থীরা ভর্তি সহায়তা উপবৃত্তির জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।

অনলাইনে www.eservice.pmeat.gov.bd ওয়েবসাইটে গিয়ে, প্রয়োজনীয় ডকুমেন্টস সহ ভর্তি সহায়তা ফরম পূরণ করে জমা দিতে হবে।

ভর্তি সহায়তা আবেদন ফরম পূরণের প্রয়োজনীয় ডকুমেন্টস

দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে আর্থিক সহায়তা প্রদান উপবৃত্তি আবেদন করতে যা প্রয়োজন হবে-

আবেদনে শিক্ষার্থী সর্বশেষ যে শ্রেণি বা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তার সত্যায়িত নম্বরপত্র বা সনদের কপি প্রয়োজন হবে।

এছাড়া শিক্ষার্থীর ছবি, স্বাক্ষর, জন্মনিবন্ধন সনদের কপি, পিতা/মাতা/অভিভাবকের জাতীয় পরিচয় পত্রের কপি, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের প্রদত্ত সুপারিশ (নির্ধারিত ফর্মে) অবশ্যই আপলোড করতে হবে।

ভর্তি সহায়তা উপবৃত্তি আবেদন করতে পারবেন যারা

সকল সরকারি-আধাসরকারি-স্বায়ত্তশাসিত দপ্তর ও সাংবিধানিক প্রতিষ্ঠানে কর্মরত ‘জাতীয় বেতন স্কেল, ২০১৫’ অনুযায়ী ১৩ থেকে ২০তম গ্রেডভুক্ত কর্মচারীর সন্তান ভর্তি সহায়তা প্রাপ্তির যোগ্য বিবেচিত হবে।

অন্যান্য ক্ষেত্রে পিতা/মাতা/অভিভাবকের বাৎসরিক আয় ২ (দুই) লক্ষ টাকার কম হতে হবে।

প্রতিবন্ধী শিক্ষার্থী, এতিম শিক্ষার্থী, ভূমিহীন পরিবারের সন্তান, অস্বচ্ছল মুক্তিযোদ্ধার সন্তান/সন্তানের সন্তান, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ, দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শিক্ষার্থী এবং দুস্থ পরিবারের সন্তান ভর্তি সহায়তা প্রাপ্তির ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।

ভর্তি সহায়তা আবেদন ফরম পূরণ করার নিয়ম

আরো দেখুন:

সরকারি-বেসরকারি কলেজের ছুটির তালিকা ২০২৪ pdf

স্কুল ছুটির তালিকা ২০২৪ (সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়)

মাদ্রাসার ছুটির তালিকা ২০২৪ pdf [সরকারি বেসরকারি মাদ্রাসা]

মন্তব্য করুন