FAQs: সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নাবলী

Teacher News BD-টিচার নিউজ বিডি

Teacher News BD FAQs (Frequently Asked Questions)

Teacher News BD সম্পর্কে আপনাদের ব্যাপক আগ্রহ ও মনোযোগ আমাদের অনুপ্রাণিত করেছে। আপনারা প্রায়ই সময় আমাদের কাছে যা জানতে চান, বা যে বিষয়গুলোতে আপনাদের কৌতূহল-  সে সব বিষয় সমূহ সম্পর্কে জানাতে বা উত্তর দিতে আমরা আনন্দ বোধ করি।

পরস্পরের মধ্যে জানা-শোনার মধ্য দিয়ে, আমাদের সম্পর্ক আরো দৃঢ় ও মজবুত হবে বলে আমরা বিশ্বাস করি।

Teacher News BD সম্পর্কে সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নাবলী (সজিপ্র)

বিভিন্ন সময়ে আপনাদের জানতে চাওয়া প্রশ্নের আলোকে, এখানে আমরা আপনাদের কিছু প্রশ্নের উত্তর দেব। আশা করি এতে আপনাদের জানা ও কৌতূহল পূরণে অনেকটা সহায়ক হবে।

এখানে Teacher News BD কী, এবং কোন লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আমরা আপনাদের মাঝে এসেছি, তা প্রশ্নোত্তরের মাধ্যমে তুলে ধরবো।

Teacher News BD কী?

Teacher News BD হলো, বাংলাদেশের বহুল প্রচারিত শিক্ষা ও শিক্ষক সংবাদ বিষয়ক অনলাইন সংবাদ মাধ্যম।

Teacher News BD ওয়েবসাইটের নামকরণের সার্থকতা কী?

বাংলাদেশের সকল শিক্ষক এর প্রয়োজনীয় তথ্য ও সংবাদ পরিবেশন করে, Teacher News BD নামক নিউজ পোর্টাল।

পরিবেশিত সংবাদ এর বিষয়বস্তু ও নির্ধারিত পাঠকের কারণে এর নামকরণ যথার্থ হয়েছে বলে আমরা মনে করি।

Teacher News BD ওয়েবসাইটের তথ্য ও সংবাদের উৎস কী?

আমাদের পরিবেশিত সকল শিক্ষা, শিক্ষক সংক্রান্ত তথ্য ও সংবাদের উৎস হলো, শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট অধিদপ্তর সমূহের দাপ্তরিক ওয়েবসাইট।

বোর্ডের তথ্য আমরা শিক্ষা বোর্ড এর দাপ্তরিক ওয়েবসাইট থেকে সংগ্রহ করে পরিবেশন করি। এনটিআরসিএ এর শিক্ষক নিবন্ধন সংক্রান্ত তথ্য সংশ্লিষ্ট দপ্তরের ওয়েবসাইটের।

এছাড়াও দেশের স্বনামধন্য কলেজ, বিশ্ববিদ্যালয় এর ওয়েবসাইট থেকে আমরা তথ্য সংগ্রহ করি।

Teacher News BD এর তথ্য, সংবাদ কতটা বস্তুনিষ্ঠ ও নির্ভরযোগ্য?

আমাদের প্রকাশিত সকল তথ্য, সংবাদ শতভাগ বস্তুনিষ্ঠ এবং নির্ভরযোগ্য। কারণ আমরা শিক্ষা সম্পর্কীত সরকারী দপ্তরের ওয়েবসাইট হতে তথ্য সংগ্রহ করে সরবরাহ করি। আমরা অসত্য, অর্ধসত্য, আনুমানিক তথা মনগড়া তথ্য ও সংবাদ পরিবেশন থেকে বিরত থাকি।

আমাদের প্রতিবেদনের শেষে তথ্যসূত্র উল্লেখ করা থাকে। তাই আমাদের পরিবেশিত তথ্য ও সংবাদে শতভাগ আস্থা রাখতে পারেন।

Teacher News BD ওয়েবসাইটে কী আমরা প্রশ্ন, মতামত বা আলোচনা করতে পারবো?

হ্যাঁ, পারবেন। আমাদের গোপনীয়তার নীতি, কুকি পলিসি, ব্যবহারের শর্তাবলী ইত্যাদি মেনে, আমাদের ওয়েবসাইট বিনামূল্যে পড়তে, প্রশ্ন করতে, মতামত দিতে বা শিক্ষা বিষয়ে আলোচনা করতে পারবেন।

আমরা অতিথি লেখককে নীতিমালা মেনে, এই ওয়েবসাইটের মতামত বিভাগে লিখতে অনুমতি দিই। লিখতে যোগাযোগ করুন।

আপনাদের আরো কোন বিষয়ে জানার আগ্রহ থাকলে, আমাদের যোগাযোগ পাতার ঠিকানায় যোগাযোগ করতে পারেন।

আমাদের সম্পর্কে আরো জানতে পড়ুন: About Us