স্কুলের নতুন কারিকুলামের ইন হাউজ প্রশিক্ষণ ২৫ ফেব্রুয়ারির মধ্যে

মাধ্যমিক স্কুলের নতুন কারিকুলামের (জাতীয় শিক্ষাক্রম ২০২১) ইন হাউজ প্রশিক্ষণ গ্রহণ করতে হবে ২৫ ফেব্রুয়ারি ২০২৩ তারিখের মধ্যে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, জাতীয় শিক্ষাক্রমের ইন হাউজ প্রশিক্ষণ বিষয়ে বিশেষ নির্দেশনা দিয়ে নোটিশ জারি করেছে।

মাধ্যমিক স্কুলের নতুন কারিকুলাম ইন হাউজ প্রশিক্ষণ ২৫ ফেব্রুয়ারি ২০২৩ তারিখের মধ্যে

নতুন কারিকুলাম বিস্তরণ বিষয়ে “ইন হাউস” প্রশিক্ষণের আয়োজন করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

১৪ ফেব্রুয়ারি তারিখে অধিদপ্তরের সহকারী পরিচালক (মাধ্যমিক-১) দূর্গা রানী সিকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি এসব তথ্য জানানো হয়।

প্রতিষ্ঠান প্রধানের তত্ত্বাবধানে সকল স্কুলের বিষয় ভিত্তিক শিক্ষক ও অন্যান্য শিক্ষকদের সমন্বয়ে এই প্রশিক্ষণ গ্রহণ করতে হবে।শিক্ষা অধিদপ্তরের অধিন সকল সরকারি-বেসরকারি মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের এই প্রশিক্ষণ গ্রহণ করতে বলা হয়েছে।

মাধ্যমিক শিক্ষকদের নতুন কারিকুলামের ইন হাউজ প্রশিক্ষণ ২৫ ফেব্রুয়ারি ২০২৩ খ্রি. তারিখের মধ্যে গ্রহণ করতে হবে।

উল্লেখ্য, নতুন কারিকুলাম (জাতীয় শিক্ষাক্রম-২০২১) বিস্তরণ বিষয়ক বিষয় ভিত্তিক শিক্ষকদের প্রশিক্ষণ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। উক্ত প্রশিক্ষণে অংশগ্রহণকারী বিষয় ভিত্তিক শিক্ষক ও অন্যান্য শিক্ষকদের সমন্বয়ে এই প্রশিক্ষণ, প্রতিষ্ঠান প্রধানের তত্ত্বাবধানে নিজ প্রতিষ্ঠানে সম্পন্ন করতে হবে।

আরো জানুন:

প্রাথমিক শিক্ষকদের মুক্তপাঠ হতে জাতীয় শিক্ষাক্রম প্রশিক্ষণের নিয়ম

ব্যাংক ছুটির তালিকা ২০২৩ (সরকারি-বেসরকারি ব্যাংকের বন্ধের দিন)

এ বিষয়ে বিস্তারিত জানুন নিচের যুক্ত বিজ্ঞপ্তি থেকে।

নতুন কারিকুলাম ইন হাউজ প্রশিক্ষণ ২০২৩

মাধ্যমিক স্কুলের জাতীয় শিক্ষাক্রম ২০২১ পরবর্তী নতুন কারিকুলামের ইন হাউজ প্রশিক্ষণ নিয়ে কোন প্রশ্ন থাকলে আমাদের লিখে জানান।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

স্কুল ছুটির তালিকা ২০২৩ pdf (সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়)

সরকারি ছুটির তালিকা ২০২৩ বাংলাদেশ সরকারের ক্যালেন্ডার pdf

তথ্যসূত্র-

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর

মন্তব্য করুন