ঈদের সরকারি ছুটি বাড়ছে, ২০ এপ্রিল নির্বাহী আদেশে ছুটির প্রজ্ঞাপন

২০২৩ সালের ঈদের সরকারি ছুটি বাড়ছে, ২০ এপ্রিল নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি  করা হয়েছে। এতে করে পবিত্র ঈদুল ফিতরের ছুটি ৫ দিন হচ্ছে বলে জানা গেছে।

১০ এপ্রিল তারিখের এক সাংবাদিক সম্মেলনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এতে করে ঈদের ছুটি ৫ অথবা ৬ দিন হতে পারে।

ঈদের সরকারি ছুটি বাড়ছে, ২০ এপ্রিল ২০২৩ নির্বাহী আদেশে ছুটির প্রজ্ঞাপন

২০২৩ সালের ঈদুল ফিতরের সরকারি ছুটি একদিন  বাড়ছে বলে জানা গেছে। ১০ এপ্রিল সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মো. মাহবুব হোসেন এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন।

জাতীয় সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে বৈঠকে ঈদের ছুটি বাড়ানো এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সভায় সভাপতিত্ব করেন।

সভার সিদ্ধান্ত অনুসারে, আগামী ২০ এপ্রিল বৃহস্পতিবার নির্বাহী আদেশে সরকারি অফিসগুলো ছুটি থাকবে। এতে করে পূর্বের ছুটির সাথে একদিন যোগ হয়ে সরকারি প্রতিষ্ঠানের ঈদের ছুটি থাকবে ৫ দিন।

আরো পড়ুন:

স্কুল ছুটির তালিকা ২০২৩ pdf (সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়)

২০২৩ সালের সরকারি-বেসরকারি কলেজের ছুটির তালিকা pdf

যেভাবে ঈদুল ফিতরের ছুটি বাড়ছে

এবারের ২০২৩ সালের ঈদুল ফিতরের ঘোষিত সরকারি ছুটি ছিলো ৩ দিন যার মধ্যে দুই দিন শুক্র ও শনিবার পড়েছে। রমজান মাস ২৯ দিন ধরে ২২ এপ্রিল শনিবার ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ করা হয়েছে।

এরই মধ্যে ১৯ এপ্রিল শবে কদরের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। ২০ এপ্রিল বৃহস্পিতবার নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করায় ঈদের ছুটি হলো একটানা পাঁচ দিন।

ঈদুল ফিতরের ছুটি আগামী ২১ এপ্রিল থেকে ২৩ এপ্রিল পর্যন্ত। রমজান মাস ৩০ দিনে হলে ছুটি একদিন বাড়বে। সেক্ষেত্রে ২৪ এপ্রিলও সরকারি অফিসগুলো বন্ধ থাকবে। সেক্ষেত্রে মোট ছয় দিন সরকারি ও স্বায়ত্ত্বশাসিত অফিসগুলো বন্ধ থাকবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০ এপ্রিল তারিখের সরকারি ছুটির প্রজ্ঞাপন দেখুন।

ঈদের ছুটি বৃদ্ধির মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন

২০২৩ সালের ঈদের ছুটি সম্পর্কে কোন তথ্য জানার থাকলে আমাদের কাছে লিখুন।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

মাদ্রাসার ছুটির তালিকা ২০২৩ pdf [সরকারি-বেসরকারি মাদ্রাসা]

প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকা ২০২৩ pdf (সরকারি-বেসরকারি)

ব্যাংক ছুটির তালিকা ২০২৩ (সরকারি-বেসরকারি ব্যাংকের বন্ধের দিন)

তথ্যসূত্র-

মন্ত্রীপরিষদ বিভাগ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

nineteen + four =