ঈদের সরকারি ছুটি বাড়ছে, ২৭ জুন নির্বাহী আদেশে ছুটির প্রজ্ঞাপন
২০২৩ সালের ঈদের সরকারি ছুটি বাড়ছে, ২৭ জুন নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে করে পবিত্র ঈদুল আজহার সরকারি ছুটি ১দিন বাড়ানো হয়েছে।
২০ জুন তারিখের জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এতে করে ঈদের ছুটিজনিত কারণে সরকারি অফিস বন্ধ থাকছে ২৭ জুন থেকে ১ জুলাই পর্যন্ত।
ঈদের সরকারি ছুটি বাড়ছে, ২৭ জুন ২০২৩ নির্বাহী আদেশে ছুটির প্রজ্ঞাপন
২০২৩ সালের ঈদুল আজহার সরকারি ছুটি একদিন বাড়ানো হয়েছে। ২০ জুন তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপন দ্বারা বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঈদুল আজহা উপলক্ষে ২৭ জুন মঙ্গলবার সাধারণ ছুটি থাকবে। এতে করে পূর্বনির্ধারিত ছুটির সাথে একদিন যুক্ত হয়ে ঈদে সরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে ২৭ জুন থেকে-৩০ জুন পর্যন্ত। এরপর ১ জুলাই শনিবার হওয়ায় সেদিনও সরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
উল্লেখ্য, এর আগে আইনশৃঙ্খলা বিষয়ক মন্ত্রিসভা কমিটি পবিত্র ঈদুল আজহার ছুটি একদিন বাড়ানোর সুপারিশ করেছিল। সে প্রেক্ষিতে জনপ্রশাসন মন্ত্রণালয় ২৭ তারিখে সাধারণ ছুটি ঘোষণা করে।
আরো পড়ুন:
স্কুল ছুটির তালিকা ২০২৩ pdf (সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়)
২০২৩ সালের সরকারি-বেসরকারি কলেজের ছুটির তালিকা pdf
যেভাবে ঈদুল আজহার ছুটি বাড়ছে
মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুসারে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৭ জুন মঙ্গলবার নির্বাহী আদেশে সরকারি অফিসগুলো ছুটি থাকবে।
এতে করে ঈদের পূর্ব ঘোষিত ছুটির সাথে একদিন যোগ হয়ে, সরকারি প্রতিষ্ঠানের ঈদের ছুটি থাকবে ২৮ থেকে ৩০ জুন পর্যন্ত।
১ জুলাই শনিবার অফিস সাপ্তাহিক ছুটির কারণে বন্ধ হওয়ায়, সরকারি অফিস খুলবে ২ জুলাই ২০২৩ খ্রি. তারিখ রবিবারে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৭ জুন তারিখের সরকারি ছুটির প্রজ্ঞাপন দেখুন।
২০২৩ সালের ঈদুল আজহার ঈদের ছুটি সম্পর্কে কোন তথ্য জানার থাকলে আমাদের কাছে লিখুন।
তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।
আরো দেখুন:
মাদ্রাসার ছুটির তালিকা ২০২৩ pdf [সরকারি-বেসরকারি মাদ্রাসা]
প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকা ২০২৩ pdf (সরকারি-বেসরকারি)
ব্যাংক ছুটির তালিকা ২০২৩ (সরকারি-বেসরকারি ব্যাংকের বন্ধের দিন)
তথ্যসূত্র-