উপবৃত্তির জন্য আবেদন ২০২২: আবেদন ফরম পূরণ করার নিয়ম
উপবৃত্তির জন্য আবেদন ২০২২ (স্কুল-কলেজ) : ষষ্ঠ ও একাদশ শ্রেণির উপবৃত্তি অনলাইন আবেদন ফরম পূরণ করার নিয়ম ও সময়সূচি সম্পর্কে জানুন।
উপবৃত্তির জন্য আবেদন ২০২২: HSP-MIS ওয়েবসাইটে অনলাইন আবেদন ফরম পূরণ নিয়ম ও সময়সূচি (বর্ধিত)
২০২২ সালের সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় স্কুল-কলেজে ভর্তিকৃত ষষ্ঠ ও একাদশ শ্রেণির উপবৃত্তি যোগ্য শিক্ষার্থী নির্বাচন পদ্ধতি নির্ধারণ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
শিক্ষার্থীদের উপবৃত্তির জন্য অনলাইনে আবেদন ফরম পূরণের সময়সূচি সহ আবেদন ফরম পূরণের নির্দেশনা দিয়েছে শিক্ষা অধিদপ্তর।
এছাড়া উপবৃত্তি যোগ্য শিক্ষা প্রতিষ্ঠানকে HSP-MIS ওয়েবসাইটে শিক্ষার্থীদের তথ্য কিভাবে এন্টি করতে হবে তারও নির্দেশনা দিয়েছে মাউশি।
শিক্ষা প্রতিষ্ঠানকে উপবৃত্তির অনলাইন আবেদন ফরম ১০ মার্চ ২০২২ তারিখ থেকে ১৩ এপ্রিল ২০২২ খ্রি. তারিখের মধ্যে এন্ট্রি করতে হবে (বর্ধিত সময়)।
আরো দেখুন:
উপবৃত্তি নোটিশ ২০২২: মাউশি মেধা বৃত্তির টাকা পেতে তথ্য এন্ট্রির নির্দেশনা
শিক্ষা মন্ত্রণালয় অনুদান আবেদন ২০২২ (শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারী, প্রতিষ্ঠান)
মাউশি উপবৃত্তির অর্থ দ্রুত উত্তোলনের নির্দেশ (স্কুল-কলেজ ষষ্ঠ-দ্বাদশ শ্রেণি)
মাউশি HSP-MIS ওয়েবসাইটে অনলাইন উপবৃত্তি আবেদন ফরম পূরণ ১৩ এপ্রিল পর্যন্ত
শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল-কলেজে) অনলাইনে উপবৃত্তির অনলাইন আবেদন এন্ট্রি শুরু হয় ১০ মার্চ ২০২২ তারিখ থেকে। ১০ এপ্রিল পর্যন্ত উপজেলায় প্রেরণের সময় নির্ধারিত ছিলো।
তবে বিশেষ বিবেচনায় শিক্ষা প্রতিষ্ঠান পর্যায় থেকে HSP-MIS-এ শিক্ষার্থীর তথ্য এন্টি এবং উপজেলায় প্রেরণ করার সময়সীমা আগামী ১৩ এপ্রিল ২০২২ খ্রি. তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
১১ এপ্রিল মাধ্যমিক এ উচ্চ শিক্ষা অধিদপ্তরে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে, ষষ্ঠ ও একাদশ শ্রেণির উপবৃত্তির জন্য অনলাইনে আবেদন ফরম পূরণ সময়সীমা বৃদ্ধি করা হয়।
নতুন সময়সূচি অনুসারে ১৩ এপ্রিল ২০২২ খ্রি. তারিখ রাত ১২ টার মধ্যে শিক্ষার্থীদের তথ্য এন্ট্রির পর সফটওয়্যারের নির্ধারিত অপশন ব্যবহার করে উপজেলা/থানা শিক্ষা কর্মকর্তার নিকট প্রেরণ করতে হবে। নির্ধারিত সময়ের পর এন্ট্রির সুবিধা স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।
উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা উপবৃত্তি কমিটির মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক HSP-MIS এন্ট্রি করা তথ্যাদি যাচাই-বাছাই করবেন।
যাচাই-বাছাইকৃত তথ্য ২১ এপ্রিল ২০২২ খ্রি. তারিখের মধ্যে. উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নির্ধারিত অপশন ব্যবহার করে HSP-PMEAT-তে প্রেরণ করবেন (বর্ধিত সময়)।
স্কুল-কলেজের ৬ষ্ঠ ও একাদশ শ্রেণির উপবৃত্তির জন্য আবেদন প্রেরণের সময়সীমা বৃদ্ধির নোটিশ দেখুন।
আরো জানুন:
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট উপবৃত্তি (স্নাতক/ফাজিল পাস শিক্ষার্থী)
মাদ্রাসা-কারিগরি শিক্ষা অনুদান ২০২২ (শিক্ষক-শিক্ষার্থী ও প্রতিষ্ঠান)
উপবৃত্তি পাওয়ার যোগ্যতা ২০২২: যারা উপবৃত্তির জন্য আবেদন করতে পারবেন
দারিদ্র্য ও প্রক্সি মিন্স টেস্টিং যৌথ পদ্ধতির মাধ্যমে প্রাতিষ্ঠানিক পর্যায়ে তথ্যাদি যাচাই বাছাই করে একটি বিশেষায়িত সফটওয়্যারের মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হবে।
শুধুমাত্র ৬ষ্ঠ এবং ১১ শ্রেণির শিক্ষার্থীরা এ কর্মসূচির আওতায় উপবৃত্তি প্রাপ্তির আবেদন করতে পারবে।
তবে ৯ম শ্রেণির শিক্ষার্থীরা যারা উপবৃত্তি কর্মসূচি বর্হিভূত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৮ম শ্রেণি পাস করে নতুন ভর্তি হয়েছে তারা উপবৃত্তির জন্য আবেদন করতে পারবে। নিজ শিক্ষা প্রতিষ্ঠানে ৯ম শ্রেণির কোন শিক্ষার্থী উপবৃত্তির জন্য আবেদন করতে পারবে না।
শিক্ষার্থী অন্য কোনো সরকারি উৎস থেকে উপবৃত্তি অথবা অভিভাবক কর্তৃক শিক্ষাভাতা গ্রহণ করলে উপবৃত্তির জন্য যোগ্য বলে
বিবেচিত হবে না।
এছাড়াও শিক্ষা বোর্ড কর্তৃক মেধা/সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী উপবৃত্তি প্রাপ্তির জন্য অযোগ্য বলে বিবেচিত হবে।
2022 সালের উপবৃত্তির তথ্য এন্ট্রিতে শিক্ষার্থীদের যে সব তথ্য প্রয়োজন হবে
শিক্ষার্থীর ছবি।
শিক্ষার্থীর জন্মসনদ। জন্মসনদ নম্বর অবশ্যই ১৭ ডিজিটের হতে হবে।
পিতা/মাতা/অভিভাবকের জাতীয় পরিচয়পত্র নম্বর (১০ অথবা ১৭ সংখ্যা)। ১৩ সংখ্যার জাতীয় পরিচয়পত্রের ক্ষেত্রে প্রথমে জন্মসাল বসিয়ে ১৭ সংখ্যার রুপান্তর করতে হবে।
শিক্ষার্থীর উপবৃত্তি অর্থ প্রাপ্তির ক্ষেত্রে যে কোন বৈধ/সচল অনলাইন ব্যাংক/মোবাইল ব্যাংকিং একাউন্ট নম্বর।
অনলাইন/এজেন্ট ব্যাংক এর ক্ষেত্রে একাউন্ট নম্বর ১৩-১৭ ডিজিট এবং মোবাইল ব্যাংকিং এর ক্ষেত্রে একাউন্ট নম্বর ১১-১২ ডিজিট হতে হবে।
পিতা অথবা মাতার ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করতে চাইলে, তাদের নিজ জাতীয় পরিচয়পত্র দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে।
শিক্ষার্থীর অভিভাবক হবেন পিতা অথবা মাতা। কেবল মাত্র পিতা মাতার অনুপস্থিতিতে অন্য কোন ব্যক্তিকে ভাই/বোন/
দাদা/দাদী/নানা/নানী/ইত্যাদি) অভিভাবক হিসাবে নির্বাচন করা যাবে।
উপবৃত্তির জন্য অনলাইন আবেদন ফরম ২০২২ pdf
স্কুল-কলেজের ৬ষ্ঠ ও একাদশ শ্রেণির শিক্ষার্থীদের উপবৃত্তির জন্য আবেদন ফরম পূরণ করতে হবে। এই ফরম পূরণ করে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের কাছে জমা দিতে হবে।
শিক্ষার্থীদের জন্য উপবৃত্তির আবেদনের পিডিএফ ফরম (চার পাতা) শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাবে।
নিচের লিংক উপবৃত্তির ফরম ডাউনলোডের পর সকল তথ্য পূরণ করে, শিক্ষা প্রতিষ্ঠানে জমা দিয়ে উপবৃত্তির আবেদন করতে হবে।
- উপবৃত্তির পিডিএফ ফরম ডাউনলোড করা যাবে এখান থেকে।
স্কুল-কলেজের ৬ষ্ঠ ও একাদশ শ্রেণির উপবৃত্তি আবেদন সহ এ বিষয়ে আরো জানুন নিচের যুক্ত বিজ্ঞপ্তি থেকে।
২০২২ সালের উপবৃত্তির জন্য আবেদন ফরম পূরণ করার নিয়ম জানতে উপরোক্ত বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে দেখুন। কোন বিষয় জানার থাকলে আমাদের লিখে জানান।
তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।
আরো দেখুন:
স্কুল ছুটির তালিকা ২০২২: সকল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষাপঞ্জি
কলেজ ছুটির তালিকা ২০২২ (সরকারি-বেসরকারি কলেজের শিক্ষাপঞ্জি)
তথ্যসূত্র-
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
সবশেষ আপডেট: ১১/০৪/২০২২ খ্রি. তারিখ ০৮:২৫ অপরাহ্ন।
কি ভাবে অন লাইনে পুরন করব
উপবৃত্তি আবেদন প্রতিষ্ঠান পূরণ করবে। আপনি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যোগাযোগ করুন।
Amader clg e ajkei last date..ajk joma dite bolse..knt amr birth certificate songsudhon krte dwa hoyeche..akhono Hy nai.. kisudin er vitor Hoye jabe..akhon ki Korte pari?
দ্রুত প্রতিষ্ঠানে যোগাযোগ করুন। কেবল মাত্র শিক্ষা প্রতিষ্ঠান এবিষয়ে আপনাকে সঠিক তথ্য দিতে পারবে।
জি না ১৭ ডিজিট অনলাইন সংখ্যা জন্মনিবনধন লাগবে।
পরম পুরন করবো কোথায় হাতে কলমে?
..নাকি মোবাইলের মাদ্রমে
কোন এপস প্রয়োজন
প্রতিবেদনের লিংক থেকে উপবৃত্তি ফরম ডাউনলোড করে প্রিন্ট করুন। এরপর ফরম পূরণ করে শিক্ষা প্রতিষ্ঠানে জমা দিন। প্রতিষ্ঠান অনলাইনে উপবৃত্তির ফরম প্রেরণ সহ যাবতীয় কাজ করবে।
একাদশ শ্রেণির কোনো শিক্ষার্থী যদি দুই বারে ssc পাস করে আসে তবে কি সে উপবৃত্তির জন্য আবেদন করতে পারবে?
একাদশ শ্রেণির নতুন ভর্তিকৃত শিক্ষার্থীরা এই আবেদন করতে পারবে।
৫ম পর্যায়ের উত্তিণ শিক্ষার্থীরা কী আবেদন করতে পারবে
বিষয়টি আমাদের জানা নেই। আপনি সংশ্লিষ্ট বোর্ডে যোগাযোগ করে দেখুন।
আমার ওপবিত্তি পাওয়া দরকার
শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে উপবৃত্তির জন্য আবেদন করুন।
আমার উপবিতি পাওয়া দরকার
আমি খুব গরিব। তাই আমার উপবৃওি দরকার।
শিক্ষা প্রতিষ্ঠানে যোগাযোগ করুন।
মাদ্রাসার গুলো কোন সাইটে পূরণ করবো, জানাবেন দয়া করে
এটা স্কুল-কলেজের। মাদ্রাসার জন্য আপনার শিক্ষা প্রতিষ্ঠানে যোগাযোগ করুন।
শিক্ষার্থীর তথ্য এন্টি শেষ করার পর ও শিক্ষার্থীর তালিকা দেখা যায় না এন্টি শেষ করার পর প্রিন্ট কলাম দেখা যায় কিন্তু সব এন্টির পর তালিকা যায় না। দেখা যেতে হলে কি করতে হবে।
আসসালামু আলাইকুম
আমি এজন ইসটুডেন আমি যে সকল পিরাইমারি সরকারি বিদ্যলয় গুলো আছে আমি সেই বিদ্যলয় সকল ছাত্র ছাত্রী দের জন্য উপবৃত্ত জন্য আবেদন করতে চাই
প্রাথমিকের উপবৃত্তির আবেদনের জন্য সংশ্লিষ্ট বিদ্যালয়ে যোগাযোগ করুন।
আমি কলেজ থেকে প্রশংসা পত্র নিয়ে বাইরে আবেদন করছি উপবৃত্তির জন্য কোন কাগজ জমা দেয়নি কলেজে, ৩ মাস হয়েছে এখনো টাকা পাইনি..এখন কি করা যায়?
শিক্ষা প্রতিষ্ঠানে যোগাযোগ করুন।
আমি টাকা পাই নাই।
আমি উপবৃওির টাকা পাই নাই।
আমি উপবৃত্তি পাইনি গরিব কি করবো
আমি লংলা আধুনিক ডিগ্রি কলেজ এর শিক্ষাথী আমি খুব গরিব ছাত্রী আমার পিতা একজন কৃষক আমি উপবৃত্তি পাইনি এখন কি করবো আমার খুব প্রয়োজন উপবিত্তি। শিক্ষা মন্ত্রীর কাছে আমার আবেদন রইলো
শ্রেণিঃ একাদশ ২১-২২শিক্কাবষ
আমি অনেক গরিব আমার উপবৃতি দরকার
সরকারের কাছে আকুল আবেদন
আমাকে সাহায্য করুন৷
আমি কলেজ এর একজন ছাএী।আমি জমা দিয়েছি, আমি গরিব হয়ে ও পাই নাই,আমার থেকে যাদের আর্থিক অবস্থা ভালো তারা পেয়েছে.। আপনার কাছে আকুল আবেদন করিলাম আপনি মন্জুর করিয়া আমাকে বাধিত করিবেন।
আমিও উপবৃতীপাইনা এর জন্য আবেদন করব
আমি উপবৃর্তি চাই
প্লিজ উপবৃত্তির জন্য আবেদন এটা আমার খুব প্রয়োজন
আমার খুব দরকার