Home » শিক্ষা সংবাদ » উপবৃত্তি নোটিশ ২০২২: উপবৃত্তির টাকা পেতে তথ্য সংশোধনের নির্দেশ

উপবৃত্তি নোটিশ ২০২২: উপবৃত্তির টাকা পেতে তথ্য সংশোধনের নির্দেশ

উপবৃত্তি নোটিশ ২০২২ (স্কুল-কলেজের ষষ্ঠ-একাদশ শ্রেণি)

উপবৃত্তি নোটিশ ২০২২: প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের সমন্বিত উপবৃত্তি কর্মসূচি টাকা পেতে তথ্য সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে।

শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা ও টিউশন ফি বিতরণ শুরু হয়েছে, কিন্তু কিছু শিক্ষার্থীর ব্যাংক অ্যাকাউন্ট নম্বর বা তথ্যে ভুল থাকায় টাকা পাঠানো সম্ভব হয়নি বলে জানানো হয়েছে।

এইচএসপি-এমআইএস সার্ভারে ১১ ডিসেম্বর পর্যন্ত এসব শিক্ষার্থীর ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ও তথ্য সংশোধন করতে প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশনা দেওয়া হয়েছে।

যেসব কারণে উপবৃত্তির টাকা পাঠানো সম্ভব হয়নি, সেসব কারণ দূর করে ১১ ডিসেম্বরের মধ্যে উপবৃত্তির তথ্য সংশোধন করতে হবে।

উপবৃত্তির তথ্য সংশোধন বিষয়ে বিস্তারিত জানুন নিচের বিজ্ঞপ্তি থেকে।

উপবৃত্তির তথ্য সংশোধনের নোটিশ ২০২২

উপবৃত্তি নোটিশ ২০২২

সদ্য খবর:  স্নাতক সমমান শিক্ষার্থীদের ভর্তির জন্য উপবৃত্তি সহায়তা দেওয়া হবে। এ বিষয়ে বিস্তারিত জানুন নিচের প্রতিবেদন থেকে।

স্নাতক (অনার্স-ডিগ্রি) ভর্তি সহায়তা উপবৃত্তি সংক্রান্ত নোটিশ ২০২২

উপবৃত্তি নোটিশ ২০২২: মাউশির রাজস্ব খাতভুক্ত মেধাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য এন্ট্রির নির্দেশনা

বৃত্তির টাকা পেতে এমআইএস সফটওয়্যারে শিক্ষার্থীদের তথ্য এন্ট্রির ৬ দফা নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে বৃত্তির টাকা পেতে, শিক্ষার্থীদের তথ্য MIS Softwear-এ এন্ট্রি করতে হয়। তথ্য এন্ট্রির কাজটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে করা হয়।

কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীদের তথ্য ভুলভাবে এন্ট্রি করায় বৃত্তির টাকা পাঠাতে জটিলতা সৃষ্টি হয়। অনেক ক্ষেত্রে শিক্ষার্থীদের বৃত্তির টাকা বাউন্স ব্যাক হয় বা টাকা শিক্ষার্থীদের অ্যাকাউন্টে জমা না হয়ে ফেরত যায়।

এসব জটিলতায় এড়াতে বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের তথ্য, এমআইএস সফটওয়্যারে অন্তর্ভুক্তিতে ছয় দফা নির্দেশনা দিয়েছে মাউশি অধিদপ্তর।

৭ মার্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক  অধ্যাপক নেহাল আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে, অধিদপ্তর থেকে ছয় দফা নির্দেশনা দেওয়া হয়।

বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের তথ্য এমআইএস সফটওয়্যারে অন্তর্ভুক্তিতে ছয় দফা নির্দেশনা

বৃত্তির তথ্য এন্ট্রির নির্দেশনায় বলা হয়, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের এন্ট্রি করা তথ্য যথাযথভাবে এন্ট্রি হয়েছে কিনা তা মনিটরিং করার জন্য দুই জন শিক্ষককে দায়িত্ব দিতে হবে।

অনলাইনে বৃত্তির এন্ট্রি কৃত তথ্যের সঠিকতা যাচাইয়ের জন্য প্রিন্টকপি শিক্ষার্থীদের দিতে হবে।

এন্ট্রি কৃত তথ্য সঠিক আছে বলে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকগণ এবং শিক্ষার্থীদের কাছ থেকে প্রত্যয়ন গ্রহণ করতে হবে।

যেসব বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী বৃত্তির টাকা এখনও পায়নি তাদের তথ্য পুনরায় যাচাই করে প্রয়োজনীয় সংশোধনের ব্যবস্থা গ্রহণ করতে হবে।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ব্যাংক সংক্রান্ত তথ্য (ব্যাংক হিসাব নম্বর) এন্ট্রির ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।

শিক্ষার্থীদের ভুল হিসাব নম্বর দেয়ার ফলে বৃত্তির টাকা অন্য কোন একাউন্টে চলে গেলে প্রতিষ্ঠান প্রধানরা দায়ী থাকবেন।

এ বিষয়ে আরো জানুন নিচের উপবৃত্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি থেকে।

উপ বৃত্তির টাকা পেতে তথ্য এন্ট্রির নির্দেশনা

স্কুল-কলেজের ষষ্ঠ-একাদশে ভর্তিকৃত শিক্ষার্থীদের তথ্য সংগ্রহের নির্দেশ

ষষ্ঠ-একাদশ শ্রেণির নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের তথ্য সংগ্রহের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট এর আওতাধীন, সমন্বিত উপবৃত্তি কর্মসূচির অধীনে বৃত্তি পেতে এই সব তথ্যের প্রয়োজন হবে।

উপবৃত্তি কর্মসূচির স্কিম পরিচালক শরীফ মোর্তজা মামুন স্বাক্ষরিত উপবৃত্তি নোটিশ, ১২ জানুয়ারি ২০২২ খ্রি. তারিখে প্রকাশিত হয়।

২০২২ সালের স্কুল-কলেজে ভর্তির কিছু দিনের মধ্যে, উপবৃত্তির জন্য তথ্য সংগ্রহ শুরু করবে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট।

তাই আগে থেকে স্কুল-কলেজের সকল শিক্ষার্থীর প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে রাখতে হবে। নির্ভুল আবেদনের জন্য এই সব তথ্য প্রয়োজন হবে।

এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ের স্নাতক (পাস) ও মাদ্রাসার ফাজিল শ্রেণির উপবৃত্তির আবেদন শুরু হয়েছে। এবিষয়ে বিস্তারিত জানুন নিচের প্রতিবেদন থেকে।

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির জন্য ৬ষ্ঠ-১১শ শ্রেণির শিক্ষার্থীদের যে সব তথ্য প্রয়োজন

৬ষ্ঠ-১১শ শ্রেণির নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের যেসব তথ্য সংগ্রহ করে রাখতে হবে তার তালিকা দেওয়া হয়েছে। প্রতিষ্ঠান প্রধানদের এই সব তথ্য শিক্ষার্থীদের কাছ থেকে সংগ্রহ করে রাখতে বলা হয়েছে।

কিছুদিনের মধ্যে উপবৃত্তির জন্য অনলাইনে আবেদন এইচএসপি-এমআইএস সফটওয়্যারে এন্ট্রি করা শুরু হলে, এই সব তথ্যের প্রয়োজন হবে।

নিচের তথ্যগুলো শিক্ষার্থীদের কাছ থেকে সংগ্রহ করে রাখতে হবে-

১৭ সংখ্যা বিশিষ্ট শিক্ষার্থীর জন্মনিবন্ধন সনদের ফটোকপি।

১০ বা ১৭ সংখ্যা বিশিষ্ট বাবা ও মায়ের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।

বাবা-মায়ের অনুপস্থিতিতে অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।

আগের শ্রেণির বা পরীক্ষার নাম, প্রযোজ্য ক্ষেত্রে রেজিস্ট্রেশন নম্বর, ফল ও পাসের সনদের ফটোকপি।

শিক্ষার্থীর অভিভাবকের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে খোলা সচল ও বৈধ মোবাইল ব্যাংকিং অথবা ব্যাংক অ্যাকাউন্ট নম্বর।

(বিঃ দ্রঃ– বাবা অভিভাবক হলে বাবার জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে অ্যাকাউন্ট খুলতে হবে। আর মা অভিভাবক হলে মায়ের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে অ্যাকাউন্ট খুলতে হবে)।

উপবৃত্তি নোটিশ ২০২২ (ষষ্ঠ-একাদশ শ্রেণি)

শিক্ষার্থীদের তথ্যগুলো সাজিয়ে রাখার প্রয়োজনে উপবৃত্তির ফরম সংগ্রহ করতে চাইলে এখানে ক্লিক করুন

শিক্ষা মন্ত্রণালয় সমন্বিত উপবৃত্তি কর্মসূচির (স্কুল-কলেজ) বৃত্তি সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন।

আর তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

শিক্ষা মন্ত্রণালয় অনুদান আবেদন ২০২২ (শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারী, প্রতিষ্ঠান)

স্কুল ছুটির তালিকা ২০২২: সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষাপঞ্জি

কলেজ ছুটির তালিকা ২০২২ (সরকারি-বেসরকারি কলেজের শিক্ষাপঞ্জি)

আরো পড়ুন:

তথ্যসূত্র-

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর

সবশেষ আপডেট: ০৩/১২/২০২২ খ্রি. তারিখ ০৯:২৮ অপরাহ্ন।

137 Comments

    1. এই উপবৃতি সম্পর্কে সাধারণ মানুষের জানান যানা। কারণ সাধারণ বিশেষ করে যারা গামে বাস করেন তারা তো এ সম্পর্কে জানতেই পারবেন না। যেমন আমার মতো সাধারণ মানুষ যারা মোবাইল চালাতেই জানেন না। আমিতোই পারছি না সাধারণ মানুষ কীবাবে পাবে। আমিও কীকরে পাব আমি কীব্বে পাবএটি জানি becoes I’m telanted। উপবৃতি একটি গুরুত্বপূর্ণ সকলের জন্য টেলেনটের জন্য এর বিকল্প নেই।

    2. আামার মেয়ে ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তি করিয়েছি। আমার বাবা ছিলেন একজন বীর মুক্তি্যোদ্ধা। উপবৃত্তি পাওয়ার জন্য আমি কিভাবে কি করবো বুঝতে পারছি না। ফরম ডাউনলোড করতে পারতেছি না। দয়া করে যদি একটু ধারণা দেন। দন্যবাদ

    3. স্কুল-কলেজের উপবৃত্তির জন্য আবেদন এন্ট্রি করবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। আপনাকে শুধু ওই প্রতিষ্ঠান প্রধানের কাছে উপবৃত্তির জন্য আবেদন করতে হবে। প্রতিষ্ঠান উপযুক্ত শিক্ষার্থীর তালিকা পাঠাবে। আপনি প্রতিষ্ঠানে যোগাযোগ করুন।

    4. আমার চার ভাই বোন পরা লেখা করি আমার বাবা একজন সমানো কৃষক আমাদের অনেক কষ্ট হয় পরা লেখা করতে তার জন্য আপনাদের কাছে আমি একটা আবেদন করি আমি কিছু টাকা দিয়ে সাহায্য করেন 🖐🖐

    5. কলেজ
      আমি বর্তমানে দ্বাদশ শ্রেনিতে ভর্তি হয়েছি।
      আমি একাদশ শ্রেনিতে উপবৃত্তি পেয়েছিলাম। এ বছর ও কি উপবৃত্তি পাব?যদি পাই তাহলে কি আবার আবেদন করতে হবে?আর যদি আবেদন না করে পাই তাহলে কবে আর কত টাকা পাব?

      দয়া করে জানাবেন।

    1. নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের উল্লেখিত তথ্য সংগ্রহ করতে বলা হয়েছে। পরবর্তীতে অনলাইনে আবেদনের সময় যাতে সহজে উপবৃত্তি আবেদন করা যায়। ধন্যবাদ।

    2. আমি এবার দ্বাদশ শ্রেনীতে পড়ি।আমার বন্ধুদের উপবৃত্তি আসছে।কিন্তু আমার টাকা আসেনি।আমি কলেজে যোগাযোগ করলে জানতে পারি আমার টাকা দিয়ে দিছে।তার প্রমাণ ও দেখালো কিন্তু আমার একাউন্টে আসেনি।আমার তথ্য যাচাই করলাম সব সঠিক আছে।তাহলে এ টাকা গেল কার পকেটে?আমার আরো দুই বন্ধুর একই সমস্যা।আমি মনে করি এমন অনেক ছাত্রছাত্রীদের টাকা মেরে খাচ্ছে শিক্ষা বোর্ডের কর্মকর্তারা

  1. শহরের স্কুলের ছাত্র/ছাত্রী উপবৃত্তি র জন্য আবেদেন করতে পারবে কি ? শহরে ও অনেক অসচ্ছল পরিবার আছে । পারলে কি ভাবে – ধন্যবাদ

    1. শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ করে রাখার জন্য প্রতিষ্ঠান প্রধানদের বলা হয়েছে। উপবৃত্তি আবেদন কখন হবে তার খবর প্রতিষ্ঠান প্রধানের কছ থেকে জানতে পারবেন। ধন্যবাদ।

    1. উপবৃত্তির টাকা বাউন্স ব্যাক করেছে ব্যাংক একাউন্ট active
      না থাকার কারনে। এখন একাউন্ট active করা হয়েছে। একাউন্ট গুলতে টাকা আনতে শিক্ষা প্রতিষ্ঠান থেকে কি করতে হবে।

    1. মতামতের জন্য ধন্যবাদ। সঠিক কথা বলেছেন। আশা করি শিক্ষা প্রশাসন বিষয়টিতে উপযুক্ত পদক্ষেপ নিবেন। ধন্যবাদ।

  2. উপবৃত্তি নতুন ফরম/2022 এন্টির সময় সার্ভরের সমস্যা যাতে না হয় বিভাগ ওয়ারী সময় তারিখ দেওয়া হলে ভাল হবে বলে মনে হয়।

  3. দ্বাদশ শ্রেণিতে উঠে ২০২২ সালের ২৩ জানুয়ারিতে ২৪০০ টাকা পাইছি বাকি উপবৃত্তি কখন দিবে কেউ জানলে জানাবেন প্লিজ

  4. আমার ছেলের জন্য আবেদন করতে চেয়েছিলাম ৬ষ্ঠ শ্রেনির ।স্কুলের স্যার বললেন যাদের মা বাবা নেই তারা ছাডা অন্যরা নাকি আবেদন করতে পারবে না,এইটা কি ঠিক?জানালে উপকৃত হব।।

    1. উপবৃত্তির টাকা বাউন্স ব্যাক করেছে ব্যাংক একাউন্ট active
      না থাকার কারনে। এখন একাউন্ট active করা হয়েছে। একাউন্ট গুলতে টাকা আনতে শিক্ষা প্রতিষ্ঠান থেকে কি করতে হবে।

    1. শিক্ষা প্রতিষ্ঠানে যোগাযোগ করুন। তালিকায় আপনার নাম আছে কি না তা যাচাই করুন। এছাড়া ব্যাংক একাউন্ট নম্বর সঠিক আছে কি না তা জানুন।

  5. আমার কাছে একটা নাম্বার থেকে ফোন এসে কোড চাচ্ছে উপবৃত্তির টাকা দেওয়ার জন্য। কোড টা আমার দেওয়া উচিত?

    1. উপবৃত্তি দেওয়া শুরু হয়েছে। তবে আপনার প্রতিষ্ঠানে কবে নাগাদ উপবৃত্তি দেওয়া হবে তা নির্দিষ্ট করে বলতে পারছি না।

  6. একাদশ শ্রেণীর বিজ্ঞান শাখার ছাত্র ছাত্রী কত টাকা হারে মাসিক বৃত্তি পাবে,
    বিস্তারিত যানালে ভালো হয়…..

  7. টাকার নির্দিষ্ট পরিমান আমাদের জানা নেই। তবে আপনি আপনার প্রাপ্য টাকার কম পাবেন না।

  8. আমার ছোট ভাইয়ের উপবৃত্তির টাকা বিকাশ একাউন্ট নম্বরে ভুল হয়ে অন্য বিকাশ একাউন্ট নম্বরে টাকা চলে গেছে, এখন কি করণীয়

  9. আমি দশম শ্রেণীর ছাত্র আমি জানি আমার উপবৃত্তি টাকা আসে কিন্তু আমার ফোনে আসে না অন্য ফোনে যায় এখন আমার প্রশ্ন আমি কিভাবে নাম্বারটি পরিবর্তন করে আমার নিজের ফোনে টাকা আনতে পারি

  10. ২১-২২ উপবৃত্তি কারা পেয়েছে বা টাকা কাদের প্রধান করা হয়েছে এরকম কোন লিস্ট কি আছে আপনার কাছে?

  11. আমি আমার মায়ের একাউন্ট মাদ্রাসায় দিয়েছি সেভিংস একাউন্ট সেক্ষেত্রে টাকা আসেনি এখন কিভাবে সংশোধন করতে পারি?

  12. আমি উপবৃত্তি পেয়েছি কিন্তু স্কুল কর্তৃপক্ষ আমার বিকাশ নাম্বার ভুল দিয়েছে,এখন আমি কি সকল টাকা পাব?

  13. আমরা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদের পাস করে টাকা পাইনি। কারণ স্যার রা আমাদের উপবৃত্তির ফরম আপডেট করেনি।এখন আমাদের করণীয় কি। টাকা পাওয়ার জন্য দয়া করে তথ্য জানানো জন্য অনুরোধ করছি

  14. আমি একাদশ শ্রেণিতে পরি,,আমাদের মধ্যে অনেকেই ১২০০ টাকা পেয়েছে,এমনকি আমিও পেয়েছি ১২০০ টাকা আবার অনেকে ২৫০০,৫৫০০,বা ৬৩০০ টাকা করে পাইছে।এসএসসির রেজাল্ট অনুসারে দিলেওতো আরো বেশি দেয়ার কথা।আরো টাকা কি পাবো? প্লিজ রিপ্লাই দেন

  15. আমি একজন ভোকেশনাল 2022 সালের এসএসসি পরীক্ষার্থী। কারিগরি শিক্ষা বোর্ড থেকে যে উপবৃত্তি দেয়। ওইটা আমি নবম শ্রেণীতে ও পাইনি দশম শ্রেণীতে ও পাইনি। এখন কি আমি উপবৃত্তিটা পাব?পাইলে আবেদনটা কিভাবে করব আমাকে একটু জানিয়ে দিলে ভালো হবে।

  16. আমি একাদশ শ্রেণিতে পরি,উপবৃত্তির জন্য আবেদন করেছি, আমার বন্ধুরা যারা আবেদন করেছে তারা টাকা পেয়েছে কিন্তু আমার টাকা এখনও আসেনি।এখন আমার করণীয় কি?

  17. উপবৃত্তির টাকা বাউন্স ব্যাক করেছে ব্যাংক একাউন্ট active ভুল জন্মনিবন্ধন ও অন্যান্য ভুল
    থাকার কারনে টাকা আসেনি ভুল সংসোধন করার সুযোগ দিয়ে উপবৃত্তি দিলে ভাল হত। একাউন্ট গুলতে টাকা আনতে শিক্ষা প্রতিষ্ঠান থেকে কি করতে হবে।যানালে ভাল হয়।

  18. আমার ভাগিনী দশম শ্রেনীর মেধাবী শিক্ষার্থী হিসাবে A+ রেজাল্ট নিয়ে গত বছর মাধ্যমিকে ভর্তি হয়েছিলো ৷ বিগত জানুয়ারী মাসে উপবৃত্তি তথ্য সংগ্রহের সময় সে তার সমস্ত তথ্য দিয়ে কলেজের করনীকের মাধ্যমে ফরম ফিলাপ করে ৷ এমতাবস্থায় বর্তমানে সে কোন উপবৃত্তি পায়নি ৷ কলেজ কতৃপক্ষকের সাথে যোগাযোগ করলে তারা বলে এই ক্ষেত্রে অর্থ মন্ত্রনালয় ভুল করেছে তাদের কিছু করার নেই ৷ বর্তমানে অর্থাভাবে আমার ভাগিনীর পড়াশুনা প্রায় বন্ধ করে দেবার উপক্রম হয়েছে ৷ আপনাদের কাছে যদি কোন সমাধান থাকে তাহলে দয়া করে উপবৃত্তির টাকাটা ভাগিনীটাকে প্রদান করলে সে হয়তো তার মেধার চর্চাটা করতে পারতো ৷ উল্লেখ্য আমার ভাগিনী সরকারী বঙ্গবন্ধু কলেজ গোপালগঞ্জ এর উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্রী এবং সে পঞ্চম এবং অষ্টম দুইটা পাবলিক পরীক্ষাতেই মেধাবৃত্তি অর্জন করেছিলো,কিন্তু দুঃখের বিষয় পঞ্ম শ্রেনীর মেধাবৃত্তির টাকা সে পেয়েছে কিম্তু অষ্টম শ্রেনীর কোন টাকা সে পায়নি ৷ তৎকালীন তার বিদ্যাপীঠ সরকারী বীনাপানি স্কুল গোপালগঞ্জের কতৃপক্ষও এই বিষয়ে কোন উদ্যোগ বা সমাধান তাকে দেয়নি ৷
    কি করনীয় জানালে কৃতার্থ হবো ৷
    আমার পার্সোনাল যোগাযোগের নাম্বার 01719162843

  19. আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অনলাইন তথ্য পূরন করার সময় ব্যাংক শাখার নাম ভুল দেওয়া হয়েছে। যার ফলে কোনো শিক্ষার্থীর একাউন্ট এ উপবৃত্তির টাকা আসেনি। এখন অনলাইন থেকে সংশোধন করা যাচ্ছে না। সংশোধন করার জন্য কি সুযোগ দেওয়া হবে?? কি করা যায় এখন জানাবেন প্লিজ?

  20. আমি একাদশ শ্রেণির ছাত্র,, আবেদন করছি এবং একাউন্ট খোলার জন্য মেসেজও আসছিল,তারপর আমি একাউন্ট খুলেছি কিন্তু টাকা পাইনি,এর কারন কি?

  21. আমাদের স্কুলে ৬ষ্ঠ শ্রেনীর উপবৃত্তি একাউন্ট এন্ট্রিতে ব্যাংক শাখার নাম ভুল করেছে। যার ফলে টাকা কোনো স্টুডেন্ট একাউন্ট এ জমা হয় নি। এখন কিভাবে সংশোধন করতে পারি?? হেল্প প্লিজ

  22. একটি পরিবার থেকে তিন
    জনকে উপবৃওি দেওয়া হতো। এখন একজনের আসে বাকি দুজনের আসে না। শিক্ষক জানিয়েছে, একই অভিবাবকের নামে উপবৃওির কার্ড হওয়ার কারণে নাকি দুইটা ব্লক করে দিয়েছে।এটা কি সত্য? নাকি অন্য কোনো কারণে টাকা আসেনি?

  23. ডিসেম্বর এর ২ বা ৩ তারিখ এ ফোন এ মেসেজ আসছে যে উপবৃত্তির টাকা দেয়া হচ্ছে ৫৬০০ টাকা এবং ওই মেসেজ এ একটি নাম্বার দিয়ে বলা হয়েছে সেখানে যোগাযোগ করতে।আজকে ওই নাম্বার এ কল করায় তারা বিকাশ নাম্বার চায়।এটা কি দেয়া ঠিক হবে কি না বুঝতে পারছি না।ব্যাপার টা যদি একটু জানাতেন….

  24. জানানোর জন্য ধন্যবাদ।কিন্তু ওনারা কল করে নাই তো।মেসেজ এ একটা নাম্বার দিয়ে বলছে যোগাযোগ করতে।ওই নাম্বার এ আজকে আমি কল করেছিলাম।তখন তারা বলে যে আপনার বিকাশ নাম্বার না দেয়ায় টাকা পাঠানো হয় নাই।বিকাশ নাম্বার টা দেন।তারা এটা বলছে।

  25. প্রিয় শিক্ষাটি আপনার উপবৃত্তির টাকা দেওয়া হচ্ছে ******টাকা। *******নম্বরে যোগাযোগ করেন। মেসেজটা দেখতে কয়েকদিন দেরি হয়ে যাওয়ায় পরে ওই নম্বরে কল দিলে নম্বরটি বন্ধ পাওয়া যায়। উল্লেখ্য যে আমার দুইটা ছেলে কলেজে পড়ে। এখন কোথায় যোগাযোগ করলে আমি টাকাগুলো তুলতে পারব? কেউ জানলে একটু জানান pls।

    1. উপবৃত্তির টাকার জন্য কেউ আপনার সাথে যোগাযোগ করার কথা না। প্রতারক থেকে সাবধান থাকুন। আর শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের সাথে যোগাযোগ রাখুন।

  26. আমি ইন্টার সেকেন্ড ইয়ার এ পড়ি। আমার উপবৃত্তির ভুলের কারণে টাকা আসে নাই। সংসধনের সময় সংসধন করতে পারি নাই। এখন কিভাবে আমি সংসধন করতে পারবো

  27. জানানোর জন্য ধন্যবাদ। কলেজে গিয়েছিলাম ওনারা বলেছেন কিছু করা সম্ভব হলে জানাবেন। আপনার কাছে শুনতে চাচ্ছি আমি কি টাকাটা পাবো।

  28. আমার প্রতিবেশি একজন শ্রমজীবী মানুষের সন্তান , সে গত তিন কিস্তি উপবৃত্তির টাকা পচ্ছেনা । এবার সে এস এস সি পরিক্ষা দিবে । ছাত্রের নাম রিফাত মিয়া ,জন্ম নিবন্ধন নং ২০০৮১৯১৩৬৪৬০১৯১৩১ পিতা মোঃ আবুল কাশেম , মাতা মোসাম্মৎ শিউলি আখতার গ্রাম + ডাকঘর কাটারাপারা , উপজেলা দাউদকান্দি , জেলা কুমিল্লা , মোবাইল ০১৮৮৮২৫৬৮২৬ , স্কুলের নাম চিনামুরা লক্ষ্মী নারায়ন উচ্চ বিদ্যালয় ,দাউদকান্দি কুমিল্লা । সে কিভাবে উপবৃত্তি পেতে পারে অনুগ্রহ করে আমার ইমেইলে অথবা ছাত্রের মোবাইল নাম্বারে জানাবে ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।