এনটিআরসিএ ৪র্থ গণবিজ্ঞপ্তি ২০২২: ৬৮ হাজার ৩৯০ পদে আবেদন শুরু
২০২২ সালের এনটিআরসিএ ৪র্থ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এমপিওভুক্ত বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে ৬৮ হাজার ৩৯০ পদে শিক্ষক নিয়োগ করবে এনটিআরসিএ কর্তৃপক্ষ।
এনটিআরসিএ ৪র্থ গণবিজ্ঞপ্তি ২০২২: অনলাইনে ৬৮ হাজার ৩৯০ পদে আবেদন শুরু ২৯ ডিসেম্বর
২০২২ সালের এনটিআরসিএ ৪র্থ গণবিজ্ঞপ্তি শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতিক্রমে প্রকাশ করা হয়েছে। এবারে এমপিওভুক্ত স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৬৮৩৯০ পদে চতুর্থ গণবিজ্ঞপ্তিতে নিয়োগ পাবেন।
এর মধ্যে স্কুল-কলেজে ৩১৫০৮ জনকে নিয়োগ করা হবে। বাকিগুলো বিভিন্ন মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের বলে জানা গেছে।
২১ ডিসেম্বর ২০২২ খ্রি. তারিখে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) দাপ্তরিক ওয়েবসাইটে, ৪র্থ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বেসরকারি প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের অনলাইন আবেদন গ্রহণ শুরু হয়েছে ২৯ ডিসেম্বর বেলা ১২ টার পর হতে। একই দিনে শিক্ষা প্রতিষ্ঠানের শূন্যপদের তালিকা প্রকাশ করা হয়েছে। নিচের অনুচ্ছেদের প্রতিবেদন থেকে শূন্য পদের তালিকা দেখুন)।
শিক্ষক নিয়োগের আবেদন গ্রহণ চলবে ২৯ জানুয়ারি ২০২৩ খ্রি. তারিখ রাত ১২টা পর্যন্ত। ১০০০/= টাকা আবেদন ফি পরিশোধ করে সর্বোচ্চ ৪০টি শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন করা যাবে।
শিক্ষক নিয়োগ বিষয়ে সকল তথ্য পাওয়া যাবে http://www.ntrca.gov.bd এই ঠিকানায়।
অনলাইন আবেদনের ঠিকানা: http://ngi.teletalk.com.bd/
স্কুল ও মাদ্রাসার সংশোধিত সবশেষ এমপিও নীতিমালা সম্পর্কে জানতে নিচের প্রতিবেদন পড়ুন।
এনটিআরসিএ শিক্ষক নিয়োগে শূন্য পদের তালিকা pdf (৪র্থ গণবিজ্ঞপ্তি)
এমপিও নীতিমালা ও জনবল কাঠামো (সংশোধিত): স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি
এনটিআরসিএ ৪র্থ গণবিজ্ঞপ্তি ২০২২: নিয়োগ আবেদনের যোগ্যতা
এনটিআরসিএ কর্তৃক প্রকাশিত গণবিজ্ঞপ্তির তথ্য অনুসারে, শিক্ষক নিয়োগে আবেদনকারীকে নিম্নোক্ত যোগ্যতা সম্পন্ন হতে হবে।
ক. সংশ্লিষ্ট বিষয়, পদ ও প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী নিবন্ধনকারী হতে হবে।
খ. এনটিআরসিএ কর্তৃক প্রকাশিত সম্মিলিত মেধা তালিকার অন্তর্ভুক্ত থাকতে হবে
গ. মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে জারিকৃত সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী কাম্য শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হতে হবে।
লক্ষ্য করুন: কাম্য শিক্ষা যোগ্যতার বিবরণ দেখার জন্য NTRCA-এর ওয়েবসাইটের ‘চতুর্থ গণবিজ্ঞপ্তি’ নামক সেবা বক্সে ক্লিক করে বিস্তারিত জানা যাবে
২০২২ সালের এনটিআরসিএ গণবিজ্ঞপ্তিতে প্রার্থীদের বয়স ছাড়
সরকারি প্রতিষ্ঠানে নিয়োগের বয়স ছাড়ের সাথে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগেও বয়সের ছাড় থাকবে বলে জানা গেছে।
৪র্থ গণবিজ্ঞপ্তিতে শিক্ষক হতে নিবন্ধিত প্রার্থীদের আবেদনের ক্ষেত্রে তাদের বয়স ২০২০ খ্রিষ্টাব্দে ২৫ মার্চ তারিখে ৩৫ বছরের মধ্যে থাকতে হবে।
করোনা মহামারির কারণে নিয়োগ প্রত্যাশীদের ছাড় দেয়া হচ্ছে বলে জানা গেছে। তবে নির্ধারিত তারিখের পর যাদের বয়স পঁয়ত্রিশ বছরে বেশি হয়ে গেছে তারা শিক্ষক হতে আবেদনের সুযোগ পাবেন না।
ইতোমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় এর পক্ষ হতে চাকুরীর বয়স বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানতে নিচের প্রতিবেদনটি পড়ুন
চাকরির বয়স বৃদ্ধি সংক্রান্ত জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন ২০২২
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক নিয়োগ এনটিআরসিএ ৪র্থ গণবিজ্ঞপ্তি ২০২২
এনটিআরসিএ প্রকাশিত ৪র্থ গণবিজ্ঞপ্তির সকল তথ্য পড়ে যথাসময়ে অনলাইনে নির্ভুল আবেদন করুন। কোন অসত্য ও ভুল তথ্য দিলে নিয়োগ আবেদন বাতিল ও পরবর্তীতে সমস্যা হতে পারে। তাই সঠিক তথ্য দিয়ে অনলাইনে আবেদন করুন।
নিচের অনুচ্ছেদে চতুর্থ গণবিজ্ঞপ্তি অনুলিপি সংযুক্ত করা হয়েছে।
২০২২ সালের এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগের ৪র্থ গণবিজ্ঞপ্তি সম্পর্কে কোন প্রশ্ন থাকলে আমাদের লিখে জানান।
তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।
আরো দেখুন:
এনটিআরসিএ চতুর্থ গণবিজ্ঞপ্তি: আবেদন ২৯ ডিসেম্বর-২৯ জানুয়ারি
শিক্ষক নিবন্ধন: এনটিআরসিএ হালনাগাদ মেধাতালিকা (১ম-১৬তম)
তথ্যসূত্র-
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ।
সবশেষ আপডেট: ২৯/১২/২০২২ খ্রি. তারিখ ১২:১৫ অপরাহ্ন।
ntrca এ তে কি প্রথমে exam দিয়ে সনদ অর্জন করতে হয়,তারপর নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করা লাগে?
হ্যাঁ, এনটিআরসিএ সনদের জন্য পরীক্ষা দিয়ে পাশ করার পর গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে হয়। ধন্যবাদ।
মহিলা কোটায় পুরুষ প্রার্থী আবেদন করতে পারবে কিনা। যদি মহিলা পাওয়া না যায়, সেক্ষেত্রে পুরুষ সিলেক্ট হবে কিনা ?
মহিলা কোটা শুধু মহিলাদের জন্য।