Home » এসএসসি ফরম ফিলাপের যত টাকা ফেরত পাচ্ছেন পরীক্ষার্থীরা

এসএসসি ফরম ফিলাপের যত টাকা ফেরত পাচ্ছেন পরীক্ষার্থীরা

এসএসসি ফরম ফিলাপের টাকা ফেরতের হিসাব

২০২১ সালের এসএসসি ফরম ফিলাপের আংশিক টাকা ফেরত পাচ্ছেন পরীক্ষার্থীরা। অব্যয়িত বোর্ড ও কেন্দ্র ফি এর টাকা ফেরতের হিসাব জানুন।

২০২১ সালের এসএসসি ফরম ফিলাপের টাকা ফেরত (বোর্ডও কেন্দ্র ফি) এর হিসাব

চলতি সালের এসএসসি পরীক্ষার অংশগ্রহণকারী পরীক্ষার্থীরা ফরমফিলাপের আংশিক টাকা ফেরত পাচ্ছেন বলে বোর্ড নিশ্চিত করেছে।

এবছর এসএসসির সকল বিষয়ে পরীক্ষা হচ্ছে না বলে, ফরমপূরণ বাবদ আদায়কৃত অর্থের অব্যয়িত অংশ ফেরত প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

কোভিড-১৯ মহামারীর কারণে ২০২১ সালের এসএসসি পরীক্ষা সংক্ষিপ্ত পরিসরে গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করে শিক্ষা মন্ত্রণালয়।

যেহেতু সকল বিষয়ের পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না, তাই পরীক্ষার্থীদের তত্ত্বীয়, ব্যবহারিক ও কেন্দ্র ফি বাবাদ আদায়কৃত অব্যয়িত অর্থ পরীক্ষার্থীরা ফেরত পাচ্ছেন।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির ৫৩৩ তম সভায় পরীক্ষার্থীদের ফরমফিলাপের আংশিক টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই সভায় ফেরত কৃত টাকার একটি হিসাবও দেওয়া হয়।

ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ৩ নভেম্বর প্রকাশিত ফরমফিলাপের টাকা ফেরত সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

নিচের বিজ্ঞপ্তি হতে ফেরতকৃত অর্থের পরিমান দেখুন।

আরো জানুন: এসএসসি পরীক্ষার সময় ও নম্বর বিভাজন (মানবন্টন) নির্দেশিকা ২০২১

সকল বোর্ডের এসএসসি পরীক্ষার ফরমফিলাপের টাকা ফেরতের হিসাব

বোর্ড ফি হিসাবে আদায় করা যে সব বিষয়ে পরীক্ষার্থীরা পরীক্ষার অংশগ্রহন করবে না, তাদের প্রতি পত্রে (তত্ত্বীয়) ৩০ টাকা করে ফেরত দেওয়া হবে।

পরীক্ষার্থীর ব্যবহারিক বিষয়ে (আইসিটি ব্যতিত) বোর্ডের আদায়কৃত অর্থের মধ্যে প্রতি বিষয়ে ২০ টাকা করে ফেরত দেওয়া হবে।

আইসিটি বিষয়ে ৩০ টাকা এবং চতুর্থ বিষয়ে ব্যবহারিক বোর্ড ফি ৩০ টাকা ফেরত প্রদান করা হবে।

কেন্দ্র ফি হিসাবে আদায় করা টাকার মধ্যে যে সব পরীক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহন করতে হবে তারা ১০০ টাকা ফেরত পাবেন।

আর আইসিটি বিষয়ে প্রতিষ্ঠান কর্তৃক আদায় করা ২৫ টাকা ও চতুর্থ বিষয়ে ব্যবহারিক ফি এর বাবদ আদায় করা ১০ টাকা ফেরত দেওয়া হবে।

২০২১ সালের পরীক্ষার জন্য ফরমপূরণ করেছে অথচ পরীক্ষা দিতে হবে না, এমন পরীক্ষার্থীরা কেন্দ্র ফি বাবাদ আদায় করা ৪০০ টাকা ফেরত পাবেন।

আইসিটি বিষয়ে অতিরিক্ত আরো ২৫ টাকা এবং চতুর্থ বিষয়ের ব্যবহারিকের জন্য প্রতিষ্ঠানের আদায় করা ১০ টাকা ফেরত প্রদান করার নির্দেশনা দেওয়া হয়েছে।

এ বিষযে বিস্তারিত ও নির্ভুল তথ্য পাওয়া যাবে, নিচের যুক্ত ঢাকা বোর্ডের টাকা ফেরতের বিজ্ঞপ্তি হতে।

২০২১ সালের এসএসসি ফরম ফিলাপের টাকা ফেরত এর হিসাব

সকল বোর্ডের ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের ফরম ফিলাপের টাকা ফেরত সংক্রান্ত কোন তথ্য জানার থাকলে লিখে জানাতে পারেন।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন: এসএসসি পরীক্ষার রুটিন (সময়সূচি): All Board SSC Routine 2021

তথ্যসূত্র-

ঢাকা শিক্ষা বোর্ড

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

10 Comments

  1. Das বলেছেন:

    চট্টগ্রাম বোর্ডে কোন টাকা পাঠায় নি কেন।আমাদের কখন টাকা ফেরত দেওয়া হবে।

    1. এখনও টাকা ফেরত দেওয়ার তারিখ ঘোষণা করা হয়নি। পরীক্ষার্থীরা কত টাকা ফেরত পাবে তার হিসাব দেওয়া হয়েছে। আপনার প্রতিষ্ঠানে ফেরত টাকা পৌঁছে যাবে। সেখান থেকে টাকা তুলতে পারবেন। ধন্যবাদ।

    2. Jahid Mia বলেছেন:

      আমি টাকা পাই নাই

  2. Md anower hossain বলেছেন:

    বডভিটা ফাজিল মাদরাসা*উপজেলা জলঢাকা*জেলা নিলফামারি আমাদের ফরম ফিলাপের টাকা একুশ শত টাকা নিছে*এখানে ফিরোত দিতেছে তিনশো টাকা*সরকার টাকা টা না দিলে পারতো*এই ভাবে হয়রানি করতেছে মাদরাসা কত্পক্ষ

    1. Estiak Ahammed বলেছেন:

      আমি টাকা পাইনাই

    2. প্রতিষ্ঠানে যোগাযোগ করুন।

  3. Md Hridoy বলেছেন:

    আমি ময়মনসিংহ বোর্ডের একজন ২০২১ এর এসএসসি পরীক্ষার্থী । আমাদের মোট কত টাকা ফেরত দিবে ? আমি বিজ্ঞান বিভাগের ছাত্র ।

    মোঃ মুস্তাকিম ইসলাম হৃদয়
    ময়মনসিংহ, জামালপুর , বকশীগঞ্জ।

    1. এই সংবাদটি গত বছরের। ২০২২ সালের পরীক্ষার্থীদের টাকা ফেরত দেওয়ার কোন তথ্য নেই।

  4. মমিনুর রহমান বলেছেন:

    জামালপুর জেলায় তথা ময়মনসিংহ শিক্ষা বোর্ডের আওতায় বিজ্ঞান,মানবিক ও ব্যবসায় শাখায় মোট কত করে ফরম পূরনের টাকা ফেরত দেওয়া হতে পারে?

    1. এটা গত বছরের রিপোর্ট।