২০২৪ সালের সরকারি-বেসরকারি কলেজের ছুটির তালিকা প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। এবারে অধ্যক্ষের সংরক্ষিত ছুটি সহ মোট ৭১ দিন কলেজ বন্ধ থাকবে। শিক্ষা মন্ত্রণালয় অনুমোদিত কলেজ ছুটির প্রজ্ঞাপনের pdf ক্যালেন্ডার দেখুন।
২০২৪ সালের সরকারি-বেসরকারি কলেজের ছুটির তালিকা pdf download
২০২৪ সালের দেশের সকল সরকারি-বেসরকারি কলেজের ছুটির তালিকা প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
১২ ডিসেম্বর ২০২৩ খ্রি. তারিখে, মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদিত কলেজ ছুটির তালিকা প্রকাশ করা হয়।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে, কলেজের ছুটির তালিকা ও একাডেমিক শিক্ষা বর্ষপঞ্জি (ক্যালেন্ডার) প্রকাশ করা হয়েছে।
কলেজের ছুটির তালিকার তথ্য অনুসারে, সাপ্তাহিক ছুটির দিন ব্যতিত অধ্যক্ষের সংরক্ষিত ছুটি সহ মোট ৭১ দিন কলেজ বন্ধ থাকবে।
শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদিত এই ছুটির প্রজ্ঞাপন, দেশের সকল সরকারি-বেসরকারি কলেজ সমূহের জন্য প্রযোজ্য হবে।
এখানে উল্লেখ করা প্রয়োজন যে, ২০২৪ সালে দেশের কলেজ সমূহে সপ্তাহে শুক্রবার ও শনিবার ০২ (দুই) দিন ছুটি থাকবে। শিক্ষা মন্ত্রনালয় ইতোপূর্বে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি দুই দিন নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে।
আরো দেখুন:
স্কুল ছুটির তালিকা ২০২৪ (সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়)
ব্যাংক লেনদেনের সময়সূচি ২০২৪ (ব্যাংকের অফিস খোলার সময়)
কলেজ ছুটির তালিকা ২০২৪ (সরকারি-বেসরকারি কলেজের শিক্ষাপঞ্জি)
সরকারি ও বেসরকারি কলেজ সমূহের ২০২৪ সালের (১৪৩০-১৪৩১ বঙ্গাব্দ) বাৎসরিক ছুটির তালিকায় শিক্ষা মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে। এরপর মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে ছুটির প্রজ্ঞাপন ১১ ডিসেম্বর ২০২৩ খ্রি. তারিখে প্রকাশ করেছে।
কলেজ ছুটির তালিকায় থাকা দীর্ঘ দিনের ছুটিগুলো নিম্নে উল্লেখ করা হলো। এছাড়া বিভিন্ন জাতীয় ও ধর্মীয় দিবসে ১ দিন করে কলেজ বন্ধ থাকবে।
কলেজের দীর্ঘ সময়ের ছুটির মধ্যে ১০ মার্চ থেকে ১৮ এপ্রিল ২০২৪ খ্রি. তারিখ পর্যন্ত ৩০ দিন কলেজ বন্ধ থাকবে। পবিত্র রমজান, স্বাধীনতা ও জাতীয় দিবস, পূন্য শুক্রবার, ইস্টার সানডে, বৈশাবী, বাংলা নববর্ষ, শব-ই-কদর, জুমাতুল বিদ, পবিত্র ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে মোট ৩০ দিন ছুটি থাকবে।
পবিত্র ইদুল-আযহা উপলক্ষ্যে ১৩ জুন ২০২৪ থেকে ২৩ জুন ২০২৪ খ্রি. তারিখ পর্যন্ত মোট ৭ দিন কলেজ বন্ধ থাকবে।
৯ অক্টোবর থেকে ১৭ অক্টোবর ২০২৪ পর্যন্ত কলেজে ছুটি থাকবে। দূর্গাপূজা, ফাতেহা-ইয়াজ-দাহম, লক্ষ্মীপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে এই ৭ দিন কলেজ বন্ধ থাকবে।
১৬ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর ২০২৪ খ্রি. তারিখ পর্যন্ত কলেজ বন্ধ থাকবে। বিজয় দিবস, বড়দিন ও শীতকালীন অবকাশের জন্য এই ১২ দিন কলেজে ছুটি থাকবে।
বিভিন্ন জাতীয় ও ধর্মীয় দিবসের ছুটিগুলো দেখুন নিচের অনুচ্ছেদে যুক্ত ছুটির প্রজ্ঞাপনের পিডিএফ কপি থেকে। স্টার চিহ্নিত (×) ছুটিগুলো চাঁদ দেখার উপর নির্ভরশীল। তাই এই ছুটিগুলোর দিন-তারিখ পরিবর্তন হতে পারে।
কলেজের একাদশ-দ্বাদশ শ্রেণির একাডেমিক কার্যক্রমের সময়সূচি
কলেজের একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম শুরু হবে ৯ জুন থেকে। একাদশের ক্লাস শুরু হবে ২১ জুলাই ২০২৪ খ্রি. তারিখে।
একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা শুরু হবে ২৬ জুন থেকে। ফলাফল প্রকাশ ১৬ জুলাই, ২০২৪ খ্রি. তারিখ।
দ্বাদশ শ্রেণির নির্বাচনী পরীক্ষা শুরু হবে ফেব্রুয়ারি-২০২৪ মাসে। ফলাফল প্রকাশ করতে হবে মার্চ-২০২৪ মাসের মধ্যে।
কলেজের ছুটির তালিকা ২০২৪: শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনা
কলেজের ছুটির তালিকা বিশেষ কিছু নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এসব নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।
১. কোনো সরকারি কর্মকর্তার পরিদর্শন উপলক্ষে প্রতিষ্ঠান ছুটি দেওয়া যাবে না এবং সংবর্ধনা/পরিদর্শন উপলক্ষে শিক্ষার্থীদের ক্লাস বন্ধ করা যাবে না।
সংবর্ধিত/পরিদর্শনকারী ব্যক্তির প্রতি সম্মান প্রদর্শনের জন্য শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করানো যাবে না।
২. জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ দিবস যথা: ২১ ফেব্রুয়ারি, ১৭ মার্চ, ২৬ মার্চ, ১৫ আগস্ট ও ১৬ ডিসেম্বর ক্লাস বন্ধ থাকবে।
তবে সংশ্লিষ্ট দিবসের বিষয় ভিত্তিক বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে দিবসটি উদযাপন করতে হবে।
২০২৪ সালের সরকারি-বেসরকারি কলেজের ছুটির তালিকা সম্পর্কে কোন প্রশ্ন থাকলে আমাদের লিখে জানান।
তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।
আরো দেখুন:
মাদ্রাসার ছুটির তালিকা ২০২৪ pdf [সরকারি বেসরকারি মাদ্রাসা]
২০২৪ সালের সরকারি ছুটির ক্যালেন্ডার (সরকারি ছুটির তালিকা)
তথ্যসূত্র-
রোজার ছুটি ৩৬ দিন কিন্তু দেওয়া আছে ২৬ দিন ।
২৩ মার্চ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত ৩৬ দিন হয়।
এখানে সপ্তাহিক ছুটির দিন শুক্রবার শনিবার বাদ দিয়ে হিসাব করা হয়েছে।
Will the college be closed in December?
২০২৩ সালের কলেজের ছুটির তালিকা ছুটি রয়েছে ১৩ হতে ৩১ ডিসেম্বর পর্যন্ত।