Home » ভর্তি » গুচ্ছের ২২ বিশ্ববিদ্যালয়ের চুড়ান্ত ভর্তি আবেদন করার নিয়ম

গুচ্ছের ২২ বিশ্ববিদ্যালয়ের চুড়ান্ত ভর্তি আবেদন করার নিয়ম

গুচ্ছের ২২ বিশ্ববিদ্যালয়ের চুড়ান্ত ভর্তি আবেদন

গুচ্ছের ২২ বিশ্ববিদ্যালয়ের চুড়ান্ত ভর্তি আবেদন ১৭ অক্টোবর থেকে ২৭ অক্টোবর পর্যন্ত। জিএসটি ওয়েবসাইটে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তির অনলাইন আবেদন করার নিয়ম জানুন।

গুচ্ছের ২২ বিশ্ববিদ্যালয়ের চুড়ান্ত ভর্তি আবেদন ১৭-২৭ অক্টোবর, আবেদন করার নিয়ম

গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের চুড়ান্ত ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। ১৭ অক্টোবর থেকে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে অনার্স ১ম বর্ষ ভর্তি আবেদন করা যাচ্ছে। এই আবেদন চলবে ২৭ অক্টোবর ২০২২ খ্রি. তারিখ পর্যন্ত।

গুচ্ছের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ৫০০/= টাকা ফি পরিশোধ করে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের সকল ইউনিটে ভর্তি আবেদন করা যাবে।

তবে বিশেষ কিছু বিষয়ে (ব্যবহারিক পরীক্ষা আছে এমন বিষয়ে) অতিরিক্ত আরো ৩০০/= টাকা ফি দিতে হবে। ২৮ অক্টোবর পর্যন্ত ফি পরিশোধ করা যাবে।

জিএসটি ভর্তি ওয়েবসাইটের Apply to Individual University লিংকের মাধ্যমে গুচ্ছ ভুক্ত বিশ্ববিদ্যালয় সমূহের লিংক পাওয়া যাবে। এই লিংক ব্যবহার করে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে আবেদন করা যাবে।

জিএসটি ভর্তি ওয়েবসাইটের ঠিকানা: https://gstadmission.ac.bd

আরো পড়ুন:

খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) ভর্তি তথ্য ২০২২: যোগ্যতা ও আসন সংখ্যা

গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদনের নিয়ম

কোন একটি বিশ্ববিদ্যালয়ে চুড়ান্ত ভর্তি আবেদনের ক্ষেত্রে লগইন-এর জন্য GST Application ID এবং GST Password ব্যবহার করতে হবে।

GST Application ID এবং GST Password ভুলে গেলে শুধুমাত্র জিএসটি ওয়েবসাইট থেকে তা Recover করা যাবে।

অনলাইন আবেদনের কোন এক পর্যায়ে আবেদনকারীর মোবাইল নম্বরটি ওটিপি-এর মাধ্যমে ভেরিফাই করা হবে।

কোন কারণে মোবাইল নম্বর পরিবর্তন করতে চাইলে, জিএসটি ওয়েবসাইটের মাধ্যমে প্রয়োজনীয় কাগজপত্রসহ অনলাইনে আবেদনপূর্বক তা পরিবর্তন করা যাবে।

গুচ্ছের প্রতিটি বিশ্ববিদ্যালয়ের বিভাগসমূহ তিনটি ইউনিট যেমন-এ, বি, সি-এ বিভক্ত। যে কোন আবেদনকারী শুধুমাত্র সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত শর্তসাপেক্ষে আবেদনযোগ্য বিভাগ সমূহে আবেদন করতে পারবে। নির্ধারিত সময়ের পর আর বিভাগ পরিবর্তন করা যাবে না।

বিস্তারিত আবেদন পদ্ধতি ও ভর্তি সংক্রান্ত নির্দেশিকা সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। এই বিষয়ে বিস্তারিত তথ্য পেতে আপনি যে বিশ্ববিদ্যলয়ের ভর্তি আবেদন করতে চান সেসব বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ব্রাউজ করে তথ্য নিন।

সমূদয় ভর্তি প্রক্রিয়া দুই ধাপে সম্পন্ন হবে। প্রথম ধাপে প্রাথমিক ভর্তি ও প্রয়োজনীয় মাইগ্রেশন জিএসটি ওয়েবসাইটের মাধ্যমে
অনলাইনে পরিচালিত হবে।

এ বিষয়ে বিস্তারিত তথ্য জানতে জিএসটি ওয়েবসাইটে প্রকাশিত চুড়ান্ত ভর্তি আবেদনের নির্দেশিকা পড়ুন।

গুচ্ছের ২২ বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি ২০২২

গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি আবেদন করার নিয়ম

গুচ্ছের ২২ সাধারণ ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চুড়ান্ত ভর্তি আবেদন সম্পর্কে কোন তথ্য জানার থাকলে লিখুন।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

মাস্টার্স রেজাল্ট পুনঃনিরীক্ষণ আবেদন ৩১ অক্টোবর ২০২২ পর্যন্ত

তথ্যসূত্র-

জিএসটি ভর্তি ওয়েবসাইট

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।