চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ভর্তি তথ্য ২০২১-২০২২ (CU Admission)
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ভর্তি তথ্য ২০২১-২০২২ (Chittagong University Admission 2022): চবির ১ম বর্ষ অনার্স ভর্তি পরীক্ষা শুরু ১৬ আগস্ট।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ভর্তি ২০২১-২০২২: Chittagong University (CA) Admission 2022
২০২১-২০২২ শিক্ষাবর্ষ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্নাতক সম্মান প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
চবির ভর্তি পরীক্ষা ১৬ আগস্ট ২০২২ খ্রি. তারিখে শুরু করা হবে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
৭ এপ্রিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সচিব ও বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) এস. এম. আকবর হােছাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা ১৬-২৫ আগস্ট ২০২২ খ্রি. তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে।
আরো জানুন:
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ভর্তি তথ্য ২০২১-২০২২
রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি আবেদন ও পরীক্ষার তারিখ ২০২২
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ (সময়সূচি)
২০২১-২২ শিক্ষাবর্ষের চট্টগ্রাম (চবি) স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময়সূচি প্রকাশ করা হয়েছে।
সবকিছু ঠিক থাকলে ভর্তি পরীক্ষা ১৬ আগস্ট থেকে শুরু করা হবে বলে জানানো হয়েছে। চবির ভর্তি পরীক্ষা চলবে ২৫ আগস্ট ২০২২ খ্রি. তারিখ পর্যন্ত।
ভর্তির অনলাইন আবেদন, প্রবেশপত্র সংগ্রহ ও ভর্তি রেজাল্ট প্রকাশের সময়সূচি এখনো প্রকাশ করা হয়নি। ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হলে, এসব বিষয়ে জানা যাবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি হতে কত পয়েন্ট লাগবে?
২০১৯ খ্রিষ্টাব্দের এসএসসি/সমমান এবং ২০২১ খ্রিষ্টাব্দের এইচএসসি/সমমান পরীক্ষায় নিয়মিত উত্তীর্ণ শিক্ষার্থীরা প্রতিটি ইউনিটে চাহিদাকৃত যোগ্যতা সাপেক্ষে আবেদন করতে পারবে।
যেহেতু ভর্তি বিজ্ঞপ্তি এখনো প্রকাশ করা হয়নি, তাই ভর্তিতে কত পয়েন্ট লাগবে তা এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তবে বিগত সালের মতই ভর্তি যোগ্যতা নির্ধারণ করা হবে বলে জানা গেছে।
২০২২ সালের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ভর্তি বিষয়ে কোন তথ্য জানার থাকলে আমাদের কাছে লিখে জানাতে পারেন।
তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।
বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সময়সূচি ২০২১-২০২২
বঙ্গবন্ধু মেরিটাইম বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২২
তথ্যসূত্র-
আচ্ছা আমি, ২০১৬ সালে এসএসসি দিয়েছি, এবং বর্তমানে ২০২৩ এ বাউবি থেকে ইন্টার ফাইনাল দিয়ে বের হব, আমি কি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবো??
চবি ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হলে বিষয়টি নিশ্চিত জানা যাবে। এখনো বিষয়গুলো স্পষ্ট নয়।
চবি ভর্তি ফরম পূরণ এর সময় কি প্রকাশ করা হয়েছে?
না, এখনো চবি ভর্তি আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি।