জাবি ভর্তি পরীক্ষার তারিখ (সময়সূচি) ও প্রশ্নের নতুন মানবন্টন ২০২২
২০২২ সালের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ১ম বর্ষ অনার্স ভর্তি পরীক্ষার তারিখ (সময়সূচি), আসন বিন্যাস ও প্রশ্নের নতুন মানবন্টন প্রকাশ করেছে।
সদ্য খবর: জাবির ভর্তি পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ করা হয়েছে। ভর্তিচ্ছু শিক্ষার্থীর নিজ নিজ সিট প্লান জানতে নিচের প্রতিবেদনটি পড়ুন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ভর্তি পরীক্ষার সময়সূচি ও প্রশ্নের মানবন্টন ২০২২
২০২১-২০২২ শিক্ষাবর্ষের ১ম বর্ষ অনার্স ভর্তি পরীক্ষার সময়সূচি সম্বলিত ভর্তির তারিখ প্রকাশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
২৮ এপ্রিল তারিখে, বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক ভর্তি ওয়েবসাইটে, ভর্তির পরীক্ষার সময়সূচি ও পরীক্ষার প্রশ্নের নম্বর বন্টন (মানবন্টন) প্রকাশ করা হয়।
২০২২ সালের জাবির ভর্তির অনলাইন আবেদন শুরু হয় ১৮ মে থেকে। আবেদন করা গেছে ১৬ জুন পর্যন্ত ২০২২ খ্রি. তারিখ পর্যন্ত।
এবারের ভর্তি পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে এ, বি, সি ও ই-ইউনিটের জন্য ৯০০/= টাকা এবং ডি-ইউনিটের জন্য ৬০০/= টাকা।
আরো পড়ুন:
গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ ২০২২
কৃষি গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি সার্কুলার ২০২২: আবেদন ১৬ আগস্ট পর্যন্ত
জাবি ১ম বর্ষ অনার্স ভর্তি আবেদনের তারিখ ও প্রশ্নের নতুন নম্বর বন্টন ২০২২
২০২১-২০২২ শিক্ষাবর্ষের জাবি ১ম বর্ষ অনার্স ভর্তির অনলাইন আবেদন শুরু হয় ১৮ মে থেকে। আবেদন করা গেছে ১৬ জুন পর্যন্ত ২০২২ খ্রি. তারিখ পর্যন্ত।
জাবির ভর্তি বিজ্ঞপ্তির তথ্য অনুসারে, ভর্তির পরীক্ষা ৩১ জুলাই থেকে ১১ আগস্ট ২০২২ খ্রি. তারিখের মধ্যে অনুষ্ঠিত হবে। পরবর্তীতে ভর্তি পরীক্ষার সুর্নিদিষ্ট দিন-তারিখ সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছে। নিচের অনুচ্ছেদে ভর্তি পরীক্ষার দিন-তারিখ সম্পর্কে প্রকাশিত বিজ্ঞপ্তি দেখুন।
ভর্তি আবেদন সহ ভর্তির সকল তথ্য https://juniv-admission.org অথবা https://www.juniv.edu ওয়েবসাইট থেকে জানা যাবে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ১ম বর্ষ অনার্স ভর্তি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হবে। এবারের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রের নতুন করে নম্বর বন্টন করা হয়েছে।
এছাড়া ভর্তি আবেদনের সময় অনুসরণীয় কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের তা পালন করতে বিশেষ ভাবে বলা হয়েছে।
জাবি ভর্তি পরীক্ষার বিস্তারিত সময়সূচি ও পরীক্ষার নির্দেশনা সম্পর্কীত বিজ্ঞপ্তি দেখুন।
আরো জানুন:
গুচ্ছ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ভর্তি ২০২২ (রুয়েট কুয়েট চুয়েট ইঞ্জিনিয়ারিং)
বুয়েট ভর্তি পরীক্ষার যোগ্যতা ২০২২ (BUET Admission 2022)
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার নতুন মানবন্টন ২০২২
২০২১-২০২২ শিক্ষাবর্ষে জাবির ভর্তি পরীক্ষা, ২০২১ সালের এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হবে। নিচের ইউনিট ভিত্তিক প্রশ্নের মানবন্টন দেখুন।
১. A-ইউনিট (গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি)
বাংলা ৩, ইংরেজি ৩, গণিত ২২, পদার্থবিজ্ঞান ২২, রসায়ন ২২ এবং আইসিটি ৮ নম্বর।
২. B-ইউনিট (সমাজবিজ্ঞান অনুষদ ও আইন অনুষদ)
বাংলা ২৫, ইংরেজি ২৫, সাধারণ গণিত ০৫, এবং সাধারণ জ্ঞান, সাম্প্রতিক বিষয় ও আইকিউ ২৫ নম্বর।
৩. C-ইউনিট (কলা ও মানবিক অনুষদ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট)
বাংলা ১৫, ইংরেজি ১৫ এবং সাধারণ জ্ঞান ও বিভাগ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় ৫০ নম্বর।
৪. D-ইউনিট (জীববিজ্ঞান অনুষদ)
বাংলা ও ইংরেজি ৮, রসায়ন ২৪, উদ্ভিদবিজ্ঞান ২২, প্রাণিবিদ্যা ২২ এবং বৃদ্ধিমত্তা ৪ নম্বর।
৫. E-ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ ও ইনস্টিটিউট অব বিজনেস এ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ-জেইউ)
বাংলা ১০, ইংরেজি ৩০, গণিত ২৫ এবং সমসাময়িক ব্যবসায়িক বিষয়াবলী ১৫ নম্বর।
জাবির ভর্তির বিষয়ের আরো বিস্তারিত তথ্য জানুন নিচের যুক্ত ভর্তি সার্কুলার থেকে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ অনার্স ভর্তি বিজ্ঞপ্তি ২০২১-২০২২
জাবি ভর্তি বিজ্ঞপ্তিতে ভর্তি আবেদনের সময়সূচি, পরীক্ষার ফি, প্রশ্নের নম্বরবন্টন, সিলেবাস সহ সকল বিষয় বিস্তারিত বলা আছে। ভর্তি আবেদন করার আগে ভর্তি বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে নিন।
২০২২ সালের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ১ম বর্ষ অনার্স ভর্তি পরীক্ষার তারিখ বা নম্বরবন্টন (মানবন্টন) সম্পর্কে কোন প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন।
তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করতে পারেন।
আরো দেখুন:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ভর্তি তথ্য ২০২২
রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২২
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ভর্তি তথ্য (সার্কুলার) ২০২১-২০২২
তথ্যসূত্র-
স্যার,দয়া করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের A ও D ইউনিটের ভতি’ পরিক্ষার তারিখটা জানিয়ে দিবেন?
ইউনিট ভিত্তিক ভর্তি পরীক্ষার নির্দিষ্ট দিন তারিখ প্রকাশ করা হয়নি। তবে ৩১ জুলাই থেকে ১১ আগস্ট ২০২২ খ্রি. তারিখের মধ্যে ভর্তি পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে বলে ভর্তি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা আছে।
c ইউনিট এর পরীক্ষা কবে?
সি-ইউনিট বাণিজ্য বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০/০৮/২০২২ খ্রি. তারিখে।
এখনো জানানো হয় নি
বিজ্ঞান বিভাগের পরিক্ষা কবে?
প্রতিবেদনটিতে এ বিষয়ের তথ্য আছে।
বি ইউনিটের ভর্তি পরীক্ষা কবে
প্রতিবেদনে জাবি ভর্তি পরীক্ষার বিস্তারিত সময়সূচির বিজ্ঞপ্তি যুক্ত করা আছে।
Sir Kon hole sit porse ki Kore bojbu
এই লিংক থেকে ভর্তি পরীক্ষার রোল নম্বর দিয়ে সিট প্লানের বিস্তারিত জানুন।