নবম শ্রেণির রেজিস্ট্রেশন ২০২২: বিভাগ পরিবর্তন ও পুনঃ রেজিস্ট্রেশন

২০২১-২০২২ শিক্ষাবর্ষে ৯ম শ্রেণিতে অধ্যয়নরত (এসএসসি) রেজিস্ট্রেশন করা শিক্ষার্থীদের বিভাগ পরিবর্তন, বিষয় কোড, ধর্ম, ছবি ও তথ্য সংশোধন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা শিক্ষা বোর্ড।

এছাড়া ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ৯ম শ্রেণিতে অধ্যয়নরত বাদপড়া শিক্ষার্থীদের, অনলাইনে রেজিস্ট্রেশন করা যাবে বলে পৃথক এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

নবম শ্রেণির রেজিস্ট্রেশন ২০২২ (এসএসসি): বিভাগ পরিবর্তন ও বাদ পড়া শিক্ষার্থীদের পুনঃ রেজিস্ট্রেশন নোটিশ

২০২১-২০২২ শিক্ষাবর্ষে ৯ম শ্রেণিতে অধ্যয়নরত রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থীদের বিভাগ পরিবর্তন, বিষয় কোড, ধর্ম, ছবি পরিবর্তন ও প্রয়োজনীয় তথ্যাদি সংশোধন করার জরুরী বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

৩ অক্টোবর ২০২২ খ্রি. তারিখে ঢাকা শিক্ষা বোর্ডের দাপ্তরিক ওয়েবসাইটে নবম শ্রেণিতে অধ্যায়নরত শিক্ষার্থীদের বিভাগ পরিবর্তন সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

একই তারিখের পৃথক এক বিজ্ঞপ্তিতে, ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ৯ম শ্রেণিতে অধ্যয়নরত বাদপড়া শিক্ষার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশন করার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বোর্ডের বিজ্ঞপ্তির সময়সূচি অনুসারে, নবম শ্রেণিতে অধ্যায়নরত শিক্ষার্থীদের বিষয়, বিভাগ সহ অন্যান্য বিষয় সংশোধন করতে বলা হয়েছে। আর নবমের বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে বিজ্ঞপ্তিতে নির্ধারিত সময় সূচি অনুসারে।

নিচের অনুচ্ছেদে বর্ণিত সময়সূচি আলোকে, নবম শ্রেণিতে অধ্যায়নরত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যাবলী সম্পন্ন করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

আরো জানুন:

শিক্ষার্থীদের ইউনিক আইডি অনলাইন আবেদন ফরম পূরণ সময়সূচি

এসএসসি-এইচএসসি পরীক্ষা ২০২৩ সংক্ষিপ্ত সিলেবাস (সকল বোর্ড)

২০২৩ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষা অনুষ্ঠানের আপডেট খবর

২০২১-২০২২ শিক্ষাবর্ষের ৯ম শ্রেণিতে অধ্যয়নরত রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থীদের বিভাগ ও বিষয় পরিবর্তন

ঢাকা বোর্ডের আওতাধীন অনুমোদিত ও স্বীকৃতিপ্রাপ্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ৯ম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম ইতিপূর্বে শেষ হয়েছে।

তবে নবম শ্রেণির রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থীদের বিভাগ পরিবর্তন, বিষয় কোড, ধর্ম, লিঙ্গ ও ছবি পরিবর্তন সহ প্রয়োজনীয় সকল তথ্যাদি সংশোধন করা যাবে।

ঢাকা শিক্ষা বোর্ড ১০/১০/২০২২ তারিখ হতে ২৫/১০/২০২২ খ্রি. তারিখ পর্যন্ত এসব তথ্য অনলাইনে সংশোধন করতে নির্দেশনা দিয়েছে।

রেজিস্ট্রেশন কার্ড প্রিন্ট হবার পর কোন অবস্থায় এসব তথ্য সংশোধন করা যাবে না বলে বোর্ডের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

২০২১-২০২২ শিক্ষাবর্ষের ৯ম শ্রেণিতে অধ্যয়নরত রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থীদের বিভাগ ও বিষয় কোড পরিবর্তনের নোটিশ দেখুন।

নবম শ্রেণির রেজিস্ট্রেশন ২০২২

২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ৯ম শ্রেণিতে অধ্যয়নরত বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন

২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ৯ম শ্রেণিতে অধ্যয়নরত বাদপড়া শিক্ষার্থীদের অনলাইনে পুনরায় রেজিস্ট্রেশন করার সুযোগ দিয়েছে ঢাকা বোর্ড।

ঢাকা বোর্ডের ৩ অক্টোবর ২০২২ খ্রি. তারিখে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে, ৯ম শ্রেণিতে অধ্যয়নরত বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সুযোগ দেওয়া হয়।

নবম শ্রেণিতে রেজিস্ট্রেশন হতে বাদ পড়া শিক্ষার্থীরা, বিলম্ব ফি ব্যতিত আগামী ১০/১০/২০২২ তারিখ হতে ১০/১১/২০২২ খ্রি. তারিখ পর্যন্ত অনলাইনে রেজিষ্ট্রেশন করতে পারবেন।

এই সময়ের মধ্যে পূর্বে রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থীদের বিভাগ পরিবর্তন, বিষয় কোড, ধর্ম, লিঙ্গ, ছবি ইত্যাদি সংশোধন করা যাবে বরে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে বিস্তারিত জানুন ঢাকা বোর্ডের প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে।

৯ম শ্রেণিতে অধ্যয়নরত বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন

২০২২ সালের নবম শ্রেণির রেজিস্ট্রেশন সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে আমাদের লিখে জানাতে পারেন।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১ অনলাইন প্রশিক্ষণ করুন (মুক্তপাঠ)

সংক্ষিপ্ত সিলেবাস ২০২৩ (এসএসসি-এইচএসসি দাখিল-আলিম পরীক্ষা)

এসএসসি-এইচএসসি ২০২৩ পরীক্ষা সব বিষয়ে ও সংক্ষিপ্ত সিলেবাসে

তথ্যসূত্র-

ঢাকা শিক্ষা বোর্ড

2 Comments

  1. অরণ্য বলেছেন:

    ২০২২-২০২৩ শিক্ষাবর্ষ নবম শ্রেণীর রেজিষ্ট্রেশন এর জন্ম তারিখ ভুল হয়েছে। এখন এই জন্মনিবন্ধন পরিবর্তন করার সুযোগ আছে কি না?

    1. বোর্ডে সংশোধন আবেদন করুন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।