Home » ডিপিই সংবাদ » প্রাইমারি নিয়োগের ২য় ধাপের মৌখিক পরীক্ষা: যেসব কাগজপত্র লাগবে

প্রাইমারি নিয়োগের ২য় ধাপের মৌখিক পরীক্ষা: যেসব কাগজপত্র লাগবে

প্রাইমারি সহকারি শিক্ষক নিয়োগ ২য় ধাপের মৌখিক পরীক্ষা ২০২২

২০২২ সালের প্রাইমারি সহকারি শিক্ষক নিয়োগের ২য় ধাপের মৌখিক পরীক্ষায় যেসব কাগজপত্র লাগবে তার তালিকা প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। ১৮ জুনের মধ্যে এসব কাগজপত্র প্রার্থীর নিজ জেলার প্রাথমিক শিক্ষা অফিসে জমা দিতে হবে।

প্রাইমারি শিক্ষক নিয়োগের ২য় ধাপের মৌখিক পরীক্ষা ২০২২: যেসব কাগজপত্র জমা দিতে হবে

প্রাইমারি শিক্ষক নিয়োগের ২য় ধাপের লিখিত পরীক্ষার ফলাফল, ৯ জুন দিবাগত মধ্যরাতে প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

প্রাথমিক নিয়োগের দ্বিতীয় দফায় ২৯ জেলার (আংশিক/সম্পূর্ণ) প্রার্থীদের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। মোট ৫৩ হাজার ৫৯৫ জন প্রার্থীকে পরবর্তী মৌখিক পরীক্ষার জন্য নির্বাচন করা হয়েছে।

প্রাথমিকের ২য় দফায় লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য, প্রয়োজনীয় কাগজপত্র জমাদানের নির্দেশ দিয়েছে অধিদপ্তর।

মৌখিক পরীক্ষার জন্য প্রার্থীর প্রয়োজনীয় কাগজপত্র নিজ জেলা প্রাথমিক শিক্ষা অফিসে, ১৮ জুন ২০২২ খ্রি. তারিখের মধ্যে জমা দিতে হবে।

এসব কাগজপত্র নির্ধারিত সময়ের মধ্যে জমা না দিলে, সংশ্লিষ্ট প্রার্থীর মোখিক পরীক্ষার কার্ড ইস্যু করা হবে না বলে সতর্ক করেছে অধিদপ্তর।

মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্দিষ্ট কাগজপত্রের কপি সত্যায়িত করে, জেলা প্রাথমিক শিক্ষা অফিসে জমা দিতে হবে। এসব কাগজপত্র জমা দিয়ে প্রার্থীদের শিক্ষা অফিস থেকে স্বীকারপত্র সংগ্রহ করতে হবে।

আরো জানুন:

প্রাইমারি ২য় ধাপের রেজাল্ট ২০২২: প্রাথমিক নিয়োগ ফলাফল দেখুন

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার রেজাল্ট ২০২২ (১ম ধাপ)

প্রাথমিক নিয়োগের ১ম ধাপের মৌখিক পরীক্ষার জরুরী বিজ্ঞপ্তি

প্রাথমিক সহকারি শিক্ষক নিয়োগ ২য় ধাপের মৌখিক পরীক্ষা ২০২২: যেসব কাগজপত্র লাগবে

প্রাইমারি শিক্ষক  নিয়োগের ২য় দফার ফল প্রকাশের বিজ্ঞপ্তি, যেসব কাগজপত্র মৌখিক পরীক্ষার জন্য লাগবে তার তালিকা দেওয়া হয়েছে।

২য় দফার প্রার্থীদের মোখিক পরীক্ষার জন্য নিম্নের প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে-

  1. মনোনীত প্রার্থীদের অনলাইনে আবেদনের আপলোড করা ছবি;
  2. অনলাইন আবেদনের কপি;
  3. লিখিত পরীক্ষার প্রবেশপত্র;
  4. নাগরিকত্ব সনদ;
  5. স্থায়ী ঠিকানার স্বপক্ষে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলরের সনদপত্র;
  6. জাতীয় পরিচয় পত্র;
  7. শিক্ষাগত যোগ্যতার সনদ;
  8. প্রযোজ্য ক্ষেত্রে পোষ্য সনদ ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র।

উপরোক্ত কাগজপত্র ৯ম গ্রেডের গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত কপি প্রার্থীর নিজ জেলার প্রাথমিক শিক্ষা অফিসের জমা দিতে হবে। এসব কাগজপত্র জমা দেওয়ার সময় এর মূল কপি দেখাতে হবে।

সকল কাগজপত্র জেলা প্রাথমিক শিক্ষা অফিসে জমাদানের পর প্রাপ্তি স্বীকারপত্র সংগ্রহ করতে হবে। ১৮ জুন তারিখের মধ্যে এসব কাগজপত্র জমা দিতে হবে। জমা দিতে ব্যার্থ হলে মৌখিক পরীক্ষার জন্য কার্ড প্রদান করা হবে না বলে আগেই সতর্ক করা হয়েছে।

উল্লেখ্য, মৌখিক পরীক্ষার সময় প্রার্থীর সকল সনদপত্র, প্রাপ্তি স্বীকারপত্র ও অন্যান্য কাগজপত্রের মূল কপি সঙ্গে আনতে হবে।

মৌখিক পরীক্ষার তারিখ পরবর্তীতে জানানো হবে। মৌখিক পরীক্ষার সময়সূচি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট ও জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে জানা যাবে।

নিচের বিজ্ঞপ্তি হতে প্রাথমিকের ২য় ধাপের নিয়োগের মৌখিক পরীক্ষার জন্য প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা ও নির্দেশাবলী জানুন।

প্রাইমারি নিয়োগের ২য় ধাপের মৌখিক পরীক্ষা ২০২২

২০২২ সালের প্রাইমারি শিক্ষক নিয়োগের ২য় ধাপের মৌখিক পরীক্ষা সম্পর্কে আরো জানার থাকলে আমাদের কাছে লিখুন।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

প্রাইমারি নিয়োগের মৌখিক পরীক্ষা: প্রার্থীর হাতের লেখা যাচাই যেভাবে

প্রাথমিক নিয়োগের ভাইভা (মৌখিক) পরীক্ষার নম্বর বিভাজন যেভাবে

প্রাথমিক শিক্ষক নিয়োগের ১ম ধাপের মৌখিক পরীক্ষার তারিখ ২০২২

তথ্যসূত্র-

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

4 Comments

    1. প্রাথমিক নিয়োগ রেজাল্টের প্রাপ্ত নম্বর দেখার কোন ব্যবস্থা নেই। আপনি শুধু লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন কিনা তা দেখতে পারবেন।

    2. ১৮ জুন যেহেতু কাগজপত্র জম দেওয়ার শেষ তারিখ সেহেতু ফিস খোরা থাকার কথা। তবে আপনি আগেভাগে জমা দেওয়ার চেষ্টা করুন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।