Home » ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ফাজিল (স্নাতক) পাস পরীক্ষা স্থগিত

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ফাজিল (স্নাতক) পাস পরীক্ষা স্থগিত

ফাজিল (স্নাতক) পাস পরীক্ষা ২০২০

২০২০ সালের ফাজিল (স্নাতক) পাস পরীক্ষা (১ম. ২য়, ৩য় বর্ষ) সরকারের নির্দেশনা মোতাবেক স্থগিত ঘোষণা করেছে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়।

লক্ষ্য করুনঃ ফাজিলের স্থগিত পরীক্ষা ৮ ফেব্রুয়ারি ২০২২ খ্রি. তারিখ থেকে পূর্বের সময়সূচি অনুযায়ী পুনরায় শুরু হচ্ছে। স্থগিত পরীক্ষার রুটিন ও এবিষয়ে বিস্তারিত জানুন নিচের প্রতিবেদন থেকে।

ফাজিল (স্নাতক) পাস পরীক্ষা-২০২০ (১ম. ২য়, ৩য় বর্ষ) স্থগিত ঘোষণা করেছে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ২০২০ সালের ফাজিল (স্নাতক পাস) ১ম, ২য়, ৩য় বর্ষের পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ

২৪ জানুয়ারি ২০২২ খ্রি. তারিখে প্রকাশিত, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস. এম. গাউসুল আজম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পরীক্ষা স্থগিতের তথ্য জানানো হয়েছে।

এর আগে ২৩ তারিখের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে, ফাজিল পাস ১ম, ২য় ও ৩য় বর্ষের পরীক্ষা-২০২০ গত ০৫/০১/২০২২ খ্রি তারিখে প্রকাশিত  সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হওয়ার কথা বলা হয়।

তবে করোনার সংক্রমণের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার কারণে, সরকারের নির্দেশনায় শেষ পর্যন্ত এসব পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়।

আরো জানুন:

২০২০ সালের ফাজিল (স্নাতক) পাস ১ম, ২য়, ৩য় বর্ষ পরীক্ষার রুটিন

সকল পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ২০২০ সালের ফাজিল (১ম. ২য়, ৩য় বর্ষ) পরীক্ষা স্থগিত

বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২০ সালের ফাজিল পরীক্ষা ০৬/০২/২০২২ খ্রি. তারিখ পর্যন্ত স্থগিত থাকবে।

০৬/০২/২০২২ খ্রি. তারিখের পরের পরীক্ষাগুলো, রুটিনে নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হওয়ার কথা বলা হয়েছে। স্থগিতকৃত পরীক্ষার সময়সূচি পরে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এবিষয়ে বিস্তারিত জানুন নিচের যুক্ত বিজ্ঞপ্তি থেকে।

২০২০ সালের ফাজিল (১ম. ২য়, ৩য় বর্ষ) পরীক্ষা স্থগিত নোটিশ

এদিকে জাতীয় বিশ্ববিদ্যালয় চলতি সকল পরীক্ষা স্থগিত ঘোষণার পর আবারো পুনঃ নির্ধারিত পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে জাতীয় বিশ্ববিদ্যালয় স্থগিতকৃত পরীক্ষা ৭ ফেব্রুয়ারি থেকে নেওয়ার ঘোষণা দেয়।

তবে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এখনো স্থগিতকৃত পরীক্ষার নতুন সময়সূচি জানানো হয়নি। আশা করা যাচ্ছে খুব শীঘ্রই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠানের বিষয়ে নতুন সময়সূচি ঘোষণা করবে।

২০২০ সালের ফাজিল (স্নাতক) পরীক্ষা অনুষ্ঠানের বিষয়ে কোন প্রশ্ন থাকলে আমাদের লিখে জানাতে পারেন। তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

২০২২ সালের মাদ্রাসার ছুটির তালিকা (সরকারি-বেসরকারি মাদ্রাসা)

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট উপবৃত্তি (স্নাতক/ফাজিল পাস শিক্ষার্থী)

শিক্ষা মন্ত্রণালয় অনুদান আবেদন ২০২২ (শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারী, প্রতিষ্ঠান)

তথ্যসূত্র-

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়

সবশেষ আপডেট: ২৬/০১/২০২২ খ্রি. তারিখ ১০:২০ অপরাহ্ন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

3 Comments

  1. রাসেল বিন আঃ খালেক পটুয়াখালী বলেছেন:

    সকালে বলে পরীক্ষা হবে আবার বিকালে বলে হবেনা।২০২০সালের পরীক্ষা এখন‌ও পর্যন্ত দিতে পারলাম না এমন দেশে বাস করি।

  2. হানিফ সিকদার বলেছেন:

    ০২/০৯/২০২২
    তারিখ থেকে ফাজিল তৃতীয় বর্ষের পরীক্ষা শুরু হবে কিনা, সঠিক ভাবে জানার ইচ্ছা।

    1. স্থগিত হওয়া পরীক্ষা সম্পর্কে এখনো কোন তথ্য প্রকাশ করেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।