সমন্বিত ৯ ব্যাংকে অফিসার জেনারেল ১৭৬৩ পদে নিয়োগ সার্কুলার প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক ব্যাংকার্স সিলেকশন কমিটি। আবেদন ২০ জানুয়ারি পর্যন্ত।
বাংলাদেশ ব্যাংক সমন্বিত ৯ ব্যাংকে অফিসার (জেনারেল) ১৭৬৩ পদে নিয়োগ সার্কুলার (বিজ্ঞপ্তি)
বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটি (বিএসসি) অফিসার জেলারেল পদে লোক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সমন্বিত ৯ ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানে ১৭৬৩ জনকে অফিসার জেলারেল পদে নিয়োগ প্রদান করা হবে।
Bangladesh Bank eRecruitment System-এর দাপ্তরিক ওয়েবসাইটে সমন্বিত ৯ ব্যাংকের নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়।
ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্য সচিব ও ব্যাংকের মহাব্যবস্থাপক, মোঃ আজিজুল হক স্বাক্ষরিত নিয়োগ বিজ্ঞপ্তি ২১ ডিসেম্বর ২০২১ খ্রি. তারিখে প্রকাশ করা হয়েছে।
অফিসার (জেলারেল) পদের অনলাইন নিয়োগ আবেদনের রেজিষ্ট্রেশন শুরু হয়েছে। অনলাইনে আবেদন করা যাবে ২০ জানুয়ারি ২০২২ খ্রি. তারিখ পর্যন্ত।
একই সাথে সমন্বিত ৭ ব্যাংকে অফিসার (ক্যাশ) পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এবিষয়ে বিস্তারিত জানুন নিচের প্রতিবেদন থেকে।
বাংলাদেশ বাংক সমন্বিত ৯ ব্যাংকে অফিসার (জেনারেল) পদের যোগ্যতা
অফিসার জেনারেল পদের নিয়োগ আবেদন কেবলমাত্র অনলাইনে করা যাবে। নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম: অফিসার (জেনারেল)-২০২০ সাল ভিত্তিক।
জব আইডি নম্বর: 10147 (আবেদনের ফি পরিশোধের সময় এই নম্বর প্রয়োজন হবে)।
বেতন স্কেল: ১৬,০০০-১৬,৮০০-১৭,৬৪০-৩৮,৬৪০ টাকা।
বয়স: অনূর্ধ্ব ৩০ বছর (২৫ মার্চ ২০২০ তারিখে)। মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর/স্নাতক/স্নাতক (সম্মান)। এসএসসি/সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ে কমপক্ষে দুটি প্রথম বিভাগ/শ্রেণি/সমমান। তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়।
আরো জানুন: প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ লিখিত পরীক্ষার সময়সূচি
সমন্বিত ৯ ব্যাংকের অফিসার (জেনারেল) পদের পদ সংখ্যা (ব্যাংক ভিত্তিক)
পদ সংখ্য: মোট ১৭৬৩ টি। সোনালী ব্যাংক (২২৭), জনতা ব্যাংক (১১৬২), রূপালী ব্যাংক (৮৭), বাংলাদেশে ডেভলপমেন্ট ব্যাংক (১৭), আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক (১৬৩), রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (৭৭), প্রবাসী কল্যাণ ব্যাংক (১৫), কর্মসংস্থান ব্যাংক (১৩), ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (২)।
বাংলাদেশ ব্যাংক নিয়োগ: অফিসার (জেনারেল) পদে অনলাইন আবেদনের সময়সূচি
অনলাইনে আবেদনের ঠিকানা: https://erecruitment.bb.org.bd
আবেদন দাখিল ও ফি প্রদানের শেষ তারিখ ২০/০১/২০২২ খ্রি. তারিখ রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত।
ভেরিফাই পেমেন্ট ও ট্রাকিং পেজ সংগ্রহের শেষ সময় ২৪/০১/২০২২ খ্রি. তারিখ ১১:৫৯ মিনিট পর্যন্ত।
আবদেন ফি ২০০/= (দুই শত টাকা)। ডাচ বাংলা ব্যাংকে মোবাইল ব্যাংকিং সিস্টেম রকেট এর মাধ্যমে পরিশোধ করতে হবে।
নিচের বিজ্ঞপ্তিতে থেকে অফিসার (জেনারেল) পদের নিয়োগ সম্পর্কে বিস্তারিত জানুন।
বাংলাদেশ ব্যাংক সমন্বিত ৯ ব্যাংকে অফিসার (জেনারেল) ১৭৬৩ পদে নিয়োগ সার্কুলার ভালোভাবে পড়ে অনলাইনে আবেদন করুন।
ব্যাংকের অফিসার (জেনারেল) পদের নিয়োগ সার্কুলার সম্পর্কে কোন তথ্য জানার থাকলে লিখে জানান। তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।
আরো দেখুন: ৪৪ তম বিসিএস নিয়োগ সার্কুলার: 44th BCS Circular 2021
তথ্যসূত্র-