বুয়েট ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি 2023: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সময়সূচি (তারিখ), আবেদনের যোগ্যতা ও প্রশ্নের মানবণ্টন সম্পর্কে জানুন।
বুয়েট ভর্তির প্রাক-বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০ মে তারিখে। চুড়ান্ত ভর্তির লিখিত পরীক্ষা হবে ১০ জুন ২০২৩ খ্রি. তারিখে অনুষ্ঠিত হবে।
বুয়েট ভর্তি বিজ্ঞপ্তি 2023: আবেদনের যোগ্যতা ও পরীক্ষার সময়সূচি (তারিখ)
এক নজরে...
বাংলাদেশে প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণিতে ভর্তির প্রাক-নির্বাচনী (প্রাথমিক বাছাই) ও চুড়ান্ত পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে।
বুয়েট ভর্তির দুই ধাপে পরীক্ষার প্রাথমিক বাছাই পরীক্ষা ২০ মে অনুষ্ঠিত হবে। চুড়ান্ত পরীক্ষা ১০ জুন ২০২৩ খ্রি. তারিখে অনুষ্ঠিত হবে।
২৫ ফেব্রুয়ারি বুয়েটের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে ভর্তি পরীক্ষার যোগ্যতা নির্ধারণ সহ অন্য সকল বিষয়ের তথ্য প্রকাশ করা হয়েছে। এবিষয়ে বিস্তারিত জানুন নিচের প্রতিবেদন থেকে।
প্রাক-প্রাথমিক ও চুড়ান্ত ভর্তি পরীক্ষার তারিখ (সময়সূচি) ২০২৩
বুয়েট ভর্তি আবেদন ও ভর্তির সকল তথ্য পাওয়ার ঠিকানা: http://ugadmission.buet.ac.bd
ভর্তির অনলাইনে আবেদনপত্র পূরণ ও সাবমিট শুরু ১ মার্চ বুধবার সকাল ১০ টা থেকে।
আবেদনপত্র পূরণ ও সাবমিট করা গেছে ১২ মার্চ রবিবার বিকেল ৩ টায়।
মোবাইল বা অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে আবেদন ফি প্রদান করা গেছে ১৩ মার্চ সোমবার বিকাল ৩ টায়।
২৬ মার্চ তারিখে প্রাক-নির্বাচনী পরীক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। নিচের অনুচ্ছেদ থেকে নির্বাচিত পরীক্ষার্থীদের তালিকা পাওয়া যাবে।
বরাবরের মত এবারও বুয়েটে দুই ধাপে ভর্তির জন্য শিক্ষার্থী নির্বাচন করা হবে। ভর্তির আবেদনকারী শিক্ষার্থীদের প্রথম ধাপের প্রাথমিক বাছাই (প্রাক-নির্বাচনী) পরীক্ষা ২০ মে অনুষ্ঠিত হবে।
১৮ হাজার শিক্ষার্থী প্রাথমিক বাছাই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। প্রাথমিক বাছাই পরীক্ষায় উত্তীর্ণ প্রথম ৬ হাজার জনকে চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়া হবে।
১০ জুন ২০২৩ খ্রি. তারিখে চুড়ান্ত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত অনুষ্ঠিত হবে। প্রাথমিক ও চুড়ান্ত পরীক্ষা বুয়েট ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।
বুয়েটের প্রাক-নির্বাচনী পরীক্ষার যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ
বুয়েট ভর্তিতে আবেদনকারীদের মধ্য হতে প্রাক-নির্বাচনী পরীক্ষার জন্য নির্বাচিত যোগ্য প্রার্থীদের তালিকা ২৬ মার্চ প্রকাশ করা হয়েছে।
নিচের দুই লিংক থেকে দুই শিফটে পরিচালিত পরীক্ষার জন্য নির্বাচিতদের তালিকা দেখা যাবে।
List of Eligible Candidates (For Preliminary Test Shift 1)
List of Eligible Candidates (For Preliminary Test Shift 2)
প্রথম শিফটের পরীক্ষা সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
দ্বিতীয় শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হবে বিকাল ৩ টা হতে ৪ টা পর্যন্ত।
প্রাক-নির্বাচনী পরীক্ষা বুয়েট ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। প্রবেশপত্রে পরীক্ষার কেন্দ্র ও সিট নাম্বার উল্লেখ থাকবে।
আরো জানুন:
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ভর্তি তথ্য ২০২২-২০২৩
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ভর্তি তথ্য ২০২২-২০২৩ (CU Admission)
বুয়েট প্রাক-নির্বাচনী পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড
বুয়েট ভর্তির প্রাক-নির্বাচনী পরীক্ষার প্রবেশপত্র প্রকাশ করা হয়েছে। ভর্তি ওয়েবসাইটে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ১৯ মে পর্যন্ত। ২০ মে তারিখে দুই শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বুয়েটের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করে ভর্তি ওয়েবসাইটে যেতে হবে। এরপর হোমপেজের নিচের দিকে প্রবেশপত্র ডাউনলোডের লিংক পাওয়া যাবে। লিংকে ক্লিক কররে নিচের ছবির মত একটা পাতা ওপেন হবে। এখানে পরীক্ষার্থীর Application Serial No ও Date of Birth দিয়ে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।
বুয়েট ভর্তি পরীক্ষার মানবণ্টন ও সিলেবাস
১০০ নম্বরের এমসিকিউ MCQ) বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হবে ১ ঘন্টা সময়ের মধ্যে। গণিত, পদার্থ ও রসায়ন বিষয়ে পরীক্ষা গ্রহণ করা হবে।
দ্বিতীয় ধাপের মুল ভর্তি (চুড়ান্ত) ১০ জুন ২০২৩ খ্রি. তারিখে অনুষ্ঠিত হবে। পরীক্ষায় ক-গ্রুপের জন্য মোট ৪০০ নম্বর ও খ-গ্রুপের জন্য মোট (৪০০+২৫০)=৬৫০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
২০২২ সালের পাঠ্যসূচী অনুসারে উচ্চ মাধ্যমিক শ্রেণির গণিত, পদার্থ ও রসায়ন বিষয়ে প্রশ্নপত্র প্রণয়ন করা হবে।
buet admission circular 2022-2023 pdf download
বুয়েট ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি ২৫ ফেব্রুয়ারি ২০২৩ খ্রি. তারিখে ভর্তি ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। ভর্তি সার্কুলারে ভর্তি আবেদনের সময়সূচি, আবেদনকারীর যোগ্যতা, পরীক্ষার সিলেবাস ও প্রশ্ন পত্রের মানবণ্টন প্রকাশ করা হয়েছে।
- ১০ পাতার বুয়েট ভর্তি বিজ্ঞপ্তির পিডিএফ কপি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
নিচের যুক্ত ভর্তি বিজ্ঞপ্তির অংশ বিশেষ থেকে থেকে বুয়েট ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন, বাছাই পরীক্ষা ও চুড়ান্ত পরীক্ষার সময়সূচির তথ্য জানা যাবে।
২০২৩ সালের বুয়েট ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি (সার্কুলার) সম্পর্কে কোন তথ্য জানার থাকলে আমাদের লিখে জানাতে পারেন।
তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।
আরো দেখুন:
রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ ২০২৩
বঙ্গবন্ধু মেরিটাইম বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩
তথ্যসূত্র-
বুয়েটের মার্ক কত সিলেকশনের জন্য
এটা আবেদনের পর বোঝা যাবে।