স্কুল-কলেজের মে মাসের বেতন-ভাতার চেক ছাড়

এমপিওভুক্ত বেসরকারি স্কুল-কলেজের ২০২৪ সালের মে মাসের বেতন-ভাতার চেক ছাড় করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

স্কুল-কলেজের মে মাসের বেতন ভাতা ব্যাংক থেকে উত্তোলন করা যাবে ১০ জুন ২০২৪ খ্রি. তারিখ পর্যন্ত। এমপিও শিট emis.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।

স্কুল-কলেজের মে-২০২৪ মাসের বেতন ভাতার চেক ছাড় (May MPO 2024)

বেসরকারি এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের মে-২০২৪ মাসের বেতন-ভাতার চেক অনুদান বণ্টনকারী ব্যাংকে ছাড় করা হয়েছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক বিপুল চন্দ্র বিশ্বাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে, মে মাসের চেক ছাড়ের তথ্য নিশ্চিত করা হয়েছে।

০৪/০৬/২০২৪ খ্রি. তারিখে মাউশি শিক্ষা অধিদপ্তরের দাপ্তরিক ওয়েবসাইটে, এমপিও স্কুল-কলেজের চেক ছাড়ের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

এখানে উল্লেখ্য যে, মে মাসের বেতনের সাথে এবারে এমপিও আপডেট করা হয়েছে। এতে করে নিয়োগপ্রাপ্ত নতুন শিক্ষক এমপিওভুক্ত হয়েছেন।

এছাড়া মে মাসের এমপিও’তে পূর্বের ইনডেক্সধারী শিক্ষক-কর্মচারীরা উচ্চতর স্কেল, বিএড স্কেল, সহাকারী অধ্যাপক স্কেল সহ প্রতিষ্ঠান প্রধানেরা অভিজ্ঞতার স্কেল পেয়েছেন।

স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীগণ বেতন-ভাতা ব্যাংকে থেকে উত্তোলন করতে পারবেন ১০/০৬/২০২৪ খ্রি. তারিখ পর্যন্ত।

স্কুল-কলেজের বেতনের স্মারক নং-৩৭.০২.০০০০.১০২.৩৭.০০১.২০২৩/১৫৮৮/০৪ তারিখ : ০৪/০৬/২০২৪।

আরো জানুন:

স্কুল ছুটির তালিকা ২০২৪ pdf (সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়)

School-College May MPO Sheet 2024: স্কুল-কলেজ মে এমপিও শিট ২০২৪

মে মাসের এমপিও আপডেটে যারা নতুন এমপিওভুক্ত হয়েছে তারা emis.gov.bd ওয়েবসাইটে থেকে এমপিওভুক্তির তথ্য সংগ্রহ করতে পারবেন।

এছাড়া ইনডেক্সধারী শিক্ষকগণ যারা উচ্চ স্কেল পেয়েছেন তারাও একই এমপিও শিটে নিজের এমপিও আপডেট দেখে নিতে পারবেন।

প্রতিষ্ঠান প্রধানদের ওয়েবসাইট (emis.gov.bd) থেকে নিজ নিজ প্রতিষ্ঠানের এমপিওর শিট ডাউনলোড করতে বলা হয়েছে।

স্কুল-কলেজের ২০২৪ সালের মে মাসের এমপিও বা বেতন-ভাতার আরো তথ্য জানতে আমাদের কাছে লিখুন।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

২০২৪ সালের সরকারি-বেসরকারি কলেজের ছুটির তালিকা pdf

এমপিও নীতিমালা (সংশোধিত): স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠান

তথ্যসূত্র-

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

“স্কুল-কলেজের মে মাসের বেতন-ভাতার চেক ছাড়”-এ 2-টি মন্তব্য

মন্তব্য করুন