স্কুল-কলেজের মে মাসের বেতন-ভাতার চেক ছাড় ও এমপিও প্রকাশ
এমপিওভুক্ত বেসরকারি স্কুল-কলেজের মে মাসের বেতন-ভাতার চেক ছাড় ও এমপিও শিট প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
স্কুল-কলেজের মে মাসের বেতন ভাতার চেক ছাড় (May MPO 2022)
এক নজরে...
বেসরকারি এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের মে মাসের বেতন-ভাতার চেক অনুদান বণ্টনকারী ব্যাংকে ছাড় করা হয়েছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক বিপুল কুমার বিশ্বাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে, মে মাসের চেক ছাড়ের তথ্য নিশ্চিত করা হয়েছে।
০২/০৬/২০২২ খ্রি. তারিখে মাউশি শিক্ষা অধিদপ্তরের দাপ্তরিক ওয়েবসাইটে, এমপিও স্কু-কলেজের চেক ছাড়ের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
এখানে উল্লেখ্য যে, মে মাসের বেতনের সাথে এবারে এমপিও আপডেট করা হয়েছে। এতে করে নিয়োগপ্রাপ্ত নতুন শিক্ষক এমপিওভুক্ত হয়েছেন।
এছাড়া মে মাসের এমপিও’তে পূর্বের ইনডেক্সধারী শিক্ষক-কর্মচারীরা উচ্চতর স্কেল, বিএড স্কেল, সহাকারী অধ্যাপক স্কেল সহ প্রতিষ্ঠান প্রধানেরা অভিজ্ঞতার স্কেল পেয়েছেন।
স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীগণ মে মাসের বেতন-ভাতা ব্যাংকে থেকে উত্তোলন করতে পারবেন ০৯/০৬/২০২২ খ্রি. তারিখ পর্যন্ত।
মে মাসের বেতন-ভাতার স্মারক নং-৩৭.০২.০০০০.১০২.৩৭.০০৪.২০২০/৪১১৩/৪ তারিখ : ২-৬-২০২২।
আরো জানুন:
স্কুল ছুটির তালিকা ২০২২: সরকারি-বেসরকারি মাধ্যমিক স্কুলের শিক্ষাপঞ্জি
কলেজ ছুটির তালিকা ২০২২ (সরকারি-বেসরকারি কলেজের শিক্ষাপঞ্জি)
School-College May MPO Sheet 2022: স্কুল-কলেজ মে এমপিও শিট ২০২২
মে মাসের এমপিও আপডেটে নতুন শিক্ষকগণ যারা নতুন এমপিওভুক্ত হয়েছে তারা নিচের লিংক থেকে এমপিওভুক্তির তথ্য সংগ্রহ করতে পারবেন।
এছাড়া ইনডেক্সধারী শিক্ষকগণ যারা উচ্চ স্কেল পেয়েছেন তারাও একই এমপিও শিটে নিজের এমপিও আপডেট দেখে নিতে পারবেন।
এমপিও লিংক:
https://drive.google.com/drive/folders/1RmVqcfKNcviQ3ziJETDb3qRTvplbwfI9?usp=sharing
উপরের লিংকটি কপি করে ব্রাউজারের অ্যড্রেসবারে পেস্ট করে ব্রাউজ করুন। এমপিও সংগ্রহের পাতাটি ওপেন হলে ব্যাংকে নাম লেখা কতকগুলো ফোল্ডার দেখতে পাবেন।
আপনার প্রতিষ্ঠান যে ব্যাংকে থেকে বেতন-ভাতা উত্তোলন করে সে ফোল্ডার থেকে আপনার প্রতিষ্ঠানের মে মাসের এমপিও শিট সংগ্রহ করতে পারবেন।
স্কুল-কলেজের ২০২২ সালের মে মাসের এমপিও বা বেতন-ভাতার আরো তথ্য জানতে আমাদের কাছে লিখুন।
তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।
আরো দেখুন:
এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের মে মাসের বেতনের চেক ছাড়
এমপিও নীতিমালা (সংশোধিত): স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠান
তথ্যসূত্র-
কত পয়েন্ট হলে কলেজে ভর্তি হওয়া যাবে।
এই প্রতিবেদন থেকে বিস্তারিত জানুন।