Home » Ntrca শিক্ষক নিয়োগে শূন্য পদের তালিকা pdf (৫ম গণবিজ্ঞপ্তি)

Ntrca শিক্ষক নিয়োগে শূন্য পদের তালিকা pdf (৫ম গণবিজ্ঞপ্তি)

এনটিআরসিএ শিক্ষক নিয়োগের শূন্য পদের তালিকা ২০২৪

৫ম গণবিজ্ঞপ্তি শূন্য পদের তালিকা: ২০২৪ সালের পঞ্চম গণবিজ্ঞপ্তির শিক্ষক নিয়োগের শূন্য পদের তালিকা প্রকাশ করেছে এনটিআরসিএ। জেলা ও উপজেলা ভিত্তিক স্কুল, কলেজ, মাদ্রাসা, ব্যবসায় ব্যবস্থাপনা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সকল বিষয়ের শূন্য পদের pdf তালিকা দেখুন।

Ntrca ৫ম গণবিজ্ঞপ্তি নিয়োগ ২০২৪: জেলা ও উপজেলা ভিত্তিক শূন্য পদের তালিকা pdf

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ), ৫ম গণবিজ্ঞপ্তি-২০২৪ এর শিক্ষক নিয়োগের শূন্যপদের তালিকা প্রকাশ করেছে।

১৭ এপ্রিল তারিখে, এনটিআরসিএ কর্তৃপক্ষের দাপ্তরিক ওয়েবসাইটে (www.ntrca.gov.bd) শূন্য পদের তালিকা প্রকাশ করা হয়েছে।

বিষয় ভিত্তিক জেলা ও উপজেলা ভিত্তিক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শূন্য শিক্ষক পদের তালিকা দেখা যাবে এনটিআরসিএ কর্তৃপক্ষের ওয়েবসাইট থেকে। (নিচের অনুচ্ছেদে শূন্য পদের তালিকা দেখার নিয়ম জানুন)।

অনলাইনে ১০০০/= টাকা আবেদন ফি পরিশোধ করে, সর্বোচ্চ ৪০টি শিক্ষা প্রতিষ্ঠানের শূন্য পদে নিয়োগের জন্য আবেদন করা যাবে।

শিক্ষক নিয়োগ আবেদনের ঠিকানা: http://ngi.teletalk.com.bd/

উল্লেখ্য, ১৭ এপ্রিল বেলা ১২টার পর হতে পর থেকে অনলাইনে ৫ম গণবিজ্ঞপ্তির শিক্ষক নিয়োগের আবেদন করা যাচ্ছে। আবেদন গ্রহণ চলবে ৯ মে ২০২৪ খ্রি. তারিখ পর্যন্ত।

আরো জানুন:

১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফলাফল ২০২৪ দেখার নিয়ম

শিক্ষক নিবন্ধন: এনটিআরসিএ হালনাগাদ মেধাতালিকা (১ম-১৭তম)

Ntrca শূন্য শিক্ষক পদের তালিকা 2024 pdf (জেলা ও উপজেলা ভিত্তিক)

এনটিআরসিএ কর্তৃপক্ষের ওয়েবসাইট থেকে ৫ম গণবিজ্ঞপ্তির জেলা ও উপজেলা ভিত্তিক শূন্য শিক্ষক পদের তালিকা পাওয়া যাবে। স্কুল-কলেজ, মাদ্রাসা, ব্যবসায় ব্যাবস্থাপনা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান মিলে মোট ৯৬ হাজার ৭৩৬ শূন্য পদে নিয়োগ দেওয়া হবে।

দেশের জেলা ও উপজেলার বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের বিষয় ভিত্তিক শূন্য পদের তালিকা দেখতে নিচের ওয়েবসাইট ব্রাউজ করুন।

http://www.ntrca.gov.bd/

উপরের ঠিকানাটি ব্রাউজ করলে এনটিআরসিএ ওয়েবসাইটে হোমপেজ দেখতে পাবেন। এবার নিচের ছবির মত অপশনটি খুঁজে বের করুন।

Ntrca শূন্য শিক্ষক পদের তালিকা

উপরের ছবির মত ‘৫ম গণবিজ্ঞপ্তি-২০২৪’ লেখা অপশনটি খুজে বের করে, শূন্য পদের তালিকা লেখা লিংকটিতে ক্লিক করুন।

এই শূন্যপদের তালিকা লেখা লিংকটিতে সকল প্রতিষ্ঠানের বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগের শূন্যপদের তালিকা দেখা যাবে।

৫ম গণবিজ্ঞপ্তির শিক্ষক নিয়োগ আবেদন করার নিয়ম

চতুর্থ গণবিজ্ঞপ্তির এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক নিয়োগ আবেদন অনলাইনে করতে হবে। এনটিআরসিএ কর্তৃপক্ষের ওয়েবসাইটে এই আবেদন করতে হবে।

নিচের ঠিকানায় গিয়ে সরাসরি শূন্য পদের শিক্ষক নিয়োগের আবেদন করা যাবে।

http://ngiappcycle05.teletalk.com.bd:8182/

উপরের ঠিকানাটি কপি করে ব্রাউজারের অ্যাড্রেসবারে পেস্ট করে ব্রাউজ করুন। নিচের ছবির মত 5th Gono Biggopti, 2024 লেখা একটি পাতা ওপেন হবে।

৫ম গণবিজ্ঞপ্তি আবেদন করার নিয়ম

এখানে New applicant? go to application form লেখা লিংকে ক্লিক করে পরবর্তী পাতায় যান। এরপর আবেদনের General Instruction পাতা থেকে কিছু তথ্য জেনে নিয়ে প্রসিড লিংকে ক্লিক করে আবেদন শুরু করতে পারে।

২০২৪ সালের এনটিআরসিএ ৫ম গণবিজ্ঞপ্তির শূন্য শিক্ষক পদের তালিকা দেখতে সমস্যা  হলে আমাদের জানান।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

শিক্ষক নিবন্ধন সিলেবাস (স্কুল-কলেজ): NTRCA Syllabus 2024

NTRCA Recent Notice, News, Circular: এনটিআরসিএ সংবাদ

তথ্যসূত্র-

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

10 Comments

  1. মো : আলমগীর হোসেন বলেছেন:

    শুন্য পদের তালিকা দেখা যাচ্ছে না কেন?

    1. Md Milon বলেছেন:

      শুন্য পদের তালিকা দেখা যাচ্ছে না কেন??

    2. খুব সম্ভবত এনটিআরসিএ ওয়েবসাইটে তালিকা এখনো প্রকাশ করা হয়নি।

  2. জুবায়ের বলেছেন:

    ২০২২ সালের এনটিআরসিএ ৪র্থ গণবিজ্ঞপ্তির শূন্য শিক্ষক পদের তালিকা দেখতে পারছিনা।

    1. প্রতিবেদনে দেওয়া লিংকে এখনো শূন্যপদের তালিকা আপলোড করেনি। অপেক্ষা করুন।

  3. নুরুন নাহার বলেছেন:

    আসসালামু আলাইকুম। আমি গতকাল NTRCA পরীক্ষা দিয়েছি।এখন আমি কি এপ্লাই করতে পারবো

    1. সকল পরীক্ষা শেষে ফলাফল প্রকাশের পর সনদ পেলে পরের নিয়োগে আবেদন করতে পারবেন।

  4. Jannatul ferdaus বলেছেন:

    আসসালামু আলাইকুম
    আমি 31 ডিসেম্বর এ পরীক্ষা দিয়েছি শূন‍্য পদের শিক্ষক এর জন্য আবেদন করতে
    পারব কি?
    আমি সিলেটে একটি সরকারি কলেজে পাচ বছর থেকে Guest teacher হিসাবে চাকরি করছি।

    1. আপনি এনটিআরসিএ নিবন্ধন সনদ না পাওয়া পর্যন্ত আবেদন করতে পারবেন না।