শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি বাড়ছে। আরো ২ সপ্তাহ দেশের স্কুল-কলেজ, মাদ্রাসা ও সমমান প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
এর আগে জারি করা এক প্রজ্ঞাপনে দেশের স্কুল-কলেজ ২১ জানুয়ারি থেকে বন্ধ ঘোষণা করা হয়। এবিষয়ে বিস্তারিত জানুন নিচের প্রতিবেদন থেকে।
স্কুল কলেজ বন্ধের নোটিশ: চলবে অ্যাসাইনমেন্ট ও অনলাইন ক্লাস
২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের সপ্তাহিক অ্যাসাইনমেন্ট
HSC Assignment 2022: এইচএসসি পরীক্ষার সাপ্তাহিক অ্যাসাইনমেন্ট
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ২১ ফেব্রুয়ারি পর্যন্ত (স্কুল-কলেজ, মাদ্রসা ও সমমান প্রতিষ্ঠান)
করোনা সংক্রমণের কারণে বন্ধ থাকা স্কুল-কলেজের চলমান ছুটি আরো ২ সপ্তাহ বাড়ানো হয়েছে।
করোনা ভাইরাসের উর্ধ্বগতি অব্যাহত থাকায়, শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আরো ২ সপ্তাহ বাড়ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের শিক্ষামন্ত্রীর এ বক্তব্যের কথা জানান। ২ ফেব্রুয়ারি সাংবাদিকদের এসব কথা জানান তিনি।
বর্তমানের চলমান ছুটি বাড়িয়ে ২১ ফেব্রুয়ারি ২০২২ পর্যন্ত করা হয়েছে। এবিষয়ে মন্ত্রীপরিষদ বিভাগ থেকে ৩ জানুয়ারি এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এসময় অ্যাসাইনমেন্ট ও অনলাইনে শিক্ষা কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তাই নতুন করে আবারো অ্যাসাইনমেন্ট প্রকাশ করছে শিক্ষা অধিদপ্তর।
এর আগে শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত দেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এসময় তিনি বলেন, “এখন শিশুদের মধ্যে সংক্রমণ ঘটছে। এটি আগে ছিল না। এটা আমলে নিতে হয়েছে। মাঠের চিত্রের ওপর ভিত্তি করেই বন্ধের সিদ্ধান্ত হয়েছে।”
২১ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের (ছুটির) প্রজ্ঞাপন
মন্ত্রীপরিষদ বিভাগ ২১ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের প্রজ্ঞাপন জারি করেছে। ৩ ফেব্রুয়ারি নতুন জারি করা প্রজ্ঞাপনে স্কুল-কলেজ সম পর্যায়ের প্রতিষ্ঠান বন্ধ সহ জনসাধারণের চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়।
নতুন এই বিধি নিষেধ এই বিধি-নিষেধ আগামী ০৭ ফেব্রুয়ারি ২০২২ তারিখ হতে ২১ ফেব্রুয়ারি ২০২২ তারিখ দিবাগত রাত ১২:০০ ঘটিকা পর্যন্ত বলবৎ থাকবে।
এর আগের এক প্রজ্ঞাপনে, ২১ জানুয়ারি হতে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ও জনসাধারণের চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়।
এবিষয়ে বিস্তারিত জানুন নিচের প্রজ্ঞাপন থেকে।
উল্লেখ্য, এর আগে ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১১ সেপ্টেম্বর পর্যন্ত, দেশের শিক্ষা প্রতিষ্ঠান একটানা বন্ধ ছিলো।
১২ সেপ্টেম্বর থেকে স্কুল-কলেজ সীমিত আকারে খুললে, এসএসসি-এইচএসসি সমমান পরীক্ষা গ্রহণ করা হয়।
তবে করোনার নতুন ভ্যারিয়ান্ট ওমিক্রণের সংক্রমণ বাড়ায়, আবারো দেশের শিক্ষা প্রতিষ্ঠান নতুন করে বন্ধের মুখে পড়ে।
এদিকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা হতাশ হয়ে পড়েছেন। এমনিতেই আগের বন্ধে শিক্ষার্থীর শিক্ষা জীবনের অনেক মূল্যবান সময় নষ্ট হয়েছে।
এরপর নতুন করে আবারো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধে, সে হতাশাকে আরো বাড়িয়ে দিচ্ছে বলে মনে করেন অভিজ্ঞ মহল।
আরো দেখুন:
৬ষ্ঠ-৯ম শ্রেণির অ্যাসাইনমেন্ট: মাউশি মাধ্যমিক স্কুল অ্যাসাইনমেন্ট
Dakhil Assignment 2022: দাখিল পরীক্ষার্থীদের সাপ্তাহিক এসাইনমেন্ট
Alim Assignment 2022: আলিম পরীক্ষার্থীদের সাপ্তাহিক এসাইনমেন্ট
তথ্যসূত্র-
সবশেষ আপডেট: ০৩/০২/২০২২ খ্রি. তারিখ ০৬:৫৫ অপরাহ্ন।