Home » শিক্ষা সংবাদ » সরকারি ছুটির তালিকা ২০২৩ বাংলাদেশ সরকারের ক্যালেন্ডার pdf

সরকারি ছুটির তালিকা ২০২৩ বাংলাদেশ সরকারের ক্যালেন্ডার pdf

সরকারি ছুটির তালিকা ২০২৩

২০২৩ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। যে সব দিন দেশের সকল সরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে তার তালিকা প্রকাশ করা হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিষ্ঠান সমূহ যে সব দিনে ছুটি থাকবে তার ক্যালেন্ডার (বর্ষপঞ্জি) এর pdf কপি সংগ্রহ করুন।

সরকারি ছুটির তালিকা ২০২৩: বাংলাদেশ ছুটির ক্যালেন্ডার pdf download 2023

২০২৩ সালের সরকারি প্রতিষ্ঠান সমূহের ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বাংলাদেশের সকল সরকারি, আধা-সরকারি অফিস, সংবিধিবদ্ধ, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত সংস্থা সমূহের জন্য এই ছুটির তালিকা প্রযোজ্য হবে।

১ নভেম্বর ২০২২ খ্রি. তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোঃ মসিউর রহমান তালুকদার, রাষ্ট্রপতির আদেশক্রমে এই প্রজ্ঞাপন জারি করেন।

বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠান যে সব দিনে বন্ধ থাকবে তার তালিকা, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (mopa.gov.bd) প্রকাশ করা হয়েছে।

এর আগে, ৩১ অক্টোবর ২০২২ খ্রি. তারিখে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে, সরকারি প্রতিষ্ঠান সমূহের ছুটির তালিকা অনুমোদন দেয়া হয়।

আরো জানুন:

ব্যাংক ছুটির তালিকা ২০২৩ (সরকারি-বেসরকারি ব্যাংকের বন্ধের দিন)

স্কুল ছুটির তালিকা ২০২৩ pdf (সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়)

2023 সালের সরকারি প্রতিষ্ঠানের ছুটির তালিকা [জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন]

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা ছুটির প্রজ্ঞাপন অনুসারে, 2023 সালে মোট ৫১ দিন সরকারি অফিসে ছুটি থাকবে

তবে অনেক ছুটি সাপ্তাহিক ছুটির দিনে পড়ায় ১৭ দিন সাপ্তাহিক ছুটি বাদ দিলে, সরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে মোট ৩৪ দিন।

যেমন সাধারণ, নির্বাহী আদেশের ছুটি মিলিয়ে এই ২২ দিন সরকারি অফিস ছুটি থাকবে। তবে তবে এই ২২ দিনের মধ্যে ৮ দিনই পড়েছে শুক্র ও শনিবার। সে হিসাবে সাপ্তাহিক ছুটির দিন ব্যতিত এসব দিনে সরকারি অফিস বন্ধ থাকবে ১৪ দিন।

সরকারি প্রতিষ্ঠানে যেসব ছুটি থাকবে তার তালিকা দেখুন।

৪ দিন সাপ্তাহিক ছুটি সহ সাধারণ ছুটি মোট ১৪ দিন।

৪দিন সাপ্তাহিক ছুটি সহ নির্বাহী আদেশে সরকারি ছুটি মোট ৮দিন।

২দিন সাপ্তাহিক ছুটি সহ মুসলিম পর্বের ঐচ্ছিক ছুটি মোট ৫দিন।

৩দিন সাপ্তাহিক ছুটি সহ ঐচ্ছিক হিন্দু পর্বের মোট ছুটি ৯ দিন।

২দিন সাপ্তাহিক ছুটি সহ খ্রিষ্টান পর্বের ঐচ্ছিক ছুটি মোট ৮ দিন।

১দিন সাপ্তাহিক ছুটি সহ বৌদ্ধ পর্বের ঐচ্ছিক ছুটি মোট ৫দিন।

এছাড়া পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠীর অন্তর্ভুক্ত কর্মচারীদের জন্য ১ দিন ছুটি থাকবে।

নিচের অনুচ্ছেদে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা ছুটির তালিকার প্রজ্ঞাপনের, পিডিএফ (pDF) কপির রুপান্তরিত ইমেজ কপি সংযুক্ত করা হয়েছে।

সরকারি ছুটির তালিকা ২০২৩

বাংলাদেশ সরকারের ছুটির ক্যালেন্ডার ২০২৩

জনপ্রশাসন মন্ত্রণালয় ছুটির প্রজ্ঞাপন ২০২৩

সরকারি কর্মচারীদের ঐচ্ছিক ছুটি ও অফিসের সময়সূচির নির্দেশনা

একজন কর্মচারীকে তার নিজ ধর্ম অনুযায়ী বছরে অনধিক মোট ০৩(তিন) দিনের ঐচ্ছিক ছুটি ভোগ করার অনুমতি প্রদান করা যেতে পারে।

প্রত্যেক কর্মচারীকে বছরের শুরুতে নিজ ধর্ম অনুযায়ী নির্ধারিত (০৩তিন) দিনের ঐচ্ছিক ছুটি ভোগ করার জন্য উপযুক্ত কর্তৃপক্ষের পূর্বানুমোদন গ্রহণ করতে হবে।

সাধারণ ছুটি, নির্বাহী আদেশে সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটির সাথে যুক্ত করে ঐচ্ছিক ছুটি ভোগ করার অনুমতি দেয়া যেতে পারে।

যে সকল অফিসের সময়সূচি ও ছুটি তাদের নিজস্ব আইন-কানুন দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে অথবা যে সকল অফিস, সংস্থা ও প্রতিষ্ঠানের চাকরি সরকার কর্তৃক অত্যাবশ্যক হিসেবে ঘোষণা করা হয়েছে সেক্ষেত্রে সংশ্লিষ্ট অফিস, সংস্থা ও প্রতিষ্ঠান নিজস্ব আইন-কানুন অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে এ ছুটি ঘোষণা করবে।

Bangladesh Govt. Calendar PDF 2023 Download Link

বাংলাদেশ সরকারের ছুটির ক্যালেন্ডারের অরজিনাল পিডিএফ কপি সংগ্রহ করতে চাইলে নিচের লিংক থেকে সংগ্রহ করুন।

https://mopa.gov.bd/sites/default/files/files/mopa.gov.bd/public_holiday/4febaed1_174d_4308_bb3b_e525e024b8f0/reg4-2022-237.pdf

২০২৩ সালের সরকারি প্রতিষ্ঠানের ছুটির তালিকা দেখতে সমস্যা হলে আমাদের লিখে  জানান।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

২০২৩ সালের সরকারি-বেসরকারি কলেজের ছুটির তালিকা pdf

বেতন বৃদ্ধির খবর ২০২৩ (৫% ইনক্রিমেন্ট ৫% বিশেষ সুবিধা প্রণোদনা)

চাকরির বয়স বৃদ্ধি সংক্রান্ত জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন ২০২২

তথ্যসূত্র-

জনপ্রশাসন মন্ত্রণালয়।

3 Comments

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।