Home » সরকারি স্কুল ভর্তি লটারি ফলাফল ২০২১ অনলাইনে জানবেন কীভাবে?

সরকারি স্কুল ভর্তি লটারি ফলাফল ২০২১ অনলাইনে জানবেন কীভাবে?

সরকারি স্কুল ভর্তি লটারি ফলাফল ২০২১

সরকারি মাধ্যমিক স্কুল ভর্তি লটারি ফলাফল ২০২১ (১ম-৯ম শ্রেণি) অনলাইনে সরাসরি জানতে, gsaresult.teletalk.com.bd লিংকে ক্লিক করুন।

দেশের সকল সরকারি স্কুল ভর্তি লটারি ফলাফল ২০২১ অনুষ্ঠান ও জানার প্রক্রিয়া

দেশের সকল সরকারি স্কুলের ভর্তি লটারি ফলাফল ১১/০১/২০২১ খ্রিষ্টাব্দ তারিখ সোমবার বিকাল ০৩:৩০ মিনিটে অনুষ্ঠিত হয়েছে।

এর কিছু সময় পর একই স্থানে মাধ্যমিক বিদ্যালয় ভর্তির অপেক্ষমান তালিকার লটারিও অনুষ্ঠিত হয়। (বিস্তারিত দেখুন নিচের অনুচ্ছেদে)।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এর মহাপরিচালক স্বাক্ষরিক ১০/০১/২০২১ খ্রিষ্টাব্দ তারিখের এক বিজ্ঞপ্তিতে, ফলাফল প্রকাশের খবর নিশ্চিত করা হয়েছিলো।

২০২১ খ্রিষ্টাব্দের সরকারি মাধ্যমিক স্কুলের ভর্তি লটারি, আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউট, সেগুনবাগিচা, ঢাকা এর অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

শিক্ষামন্ত্রী দীপু মনি, একই দপ্তরের উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, শিক্ষা সচিব মোঃ মাহবুব হোসেন উক্ত লটারি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সভার সভাপতিত্ব করেন, শিক্ষা অধিদপ্তর এর মহাপরিচালক ড. প্রফেসর মোঃ গোলাম ফারুক।

বিতর্ক এড়াতে লটারি অনুষ্ঠানটি, অধিদপ্তর এর ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল সহ দেশের বিভিন্ন টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হয়েছে।

মাধ্যমিক সরকারি স্কুল ভর্তি লটারি ফলাফল ২০২১ অনুষ্ঠানের বিজ্ঞপ্তি দেখুন

স্কুল ভর্তি লটারি ফলাফল ২০২১ অনুষ্ঠান বিজ্ঞপ্তি

লটারি অনুষ্ঠানের পর থেকে অনলাইনে ভর্তির মেধা তালিকা ও অপেক্ষমান তালিকার ফলাফল পাওয়া যাচ্ছে।

শিক্ষার্থীর ব্যক্তিগত ও গোটা প্রতিষ্ঠানের ফলাফল পাওয়া যাবে https://gsa.teletalk.com.bd ঠিকানায়।

সরকারি মাধ্যমিক স্কুলের ভর্তি লটারি ফলাফল ২০২১ জানবেন যেভাবে

ইন্টারনেটযুক্ত মোবাইল ও কম্পিউটার থেকে লটারির ফলাফল সহজে অনলাইনে জানা যাবে।

এক্ষেত্রে প্রয়োজন হবে, ভর্তি আবেদনের সময়কার ইউজার আইডি ও পাসওয়ার্ড। এই দুটি তথ্য হাতের কাছে রাখুন।

এবার ব্রাউজারের অ্যাড্রেসবারে https://gsa.teletalk.com.bd  ঠিকানাটি সঠিকভাবে লিখুন।

অথবা সম্পূর্ণ ঠিকানাটি কপি করে ব্রাউজারের অ্যাড্রেসবারে পেস্ট করে তা ব্রাউজ করুন।

নিচের ছবির মত Government School Admission (GSA) 2021 লেখা হোমপেজ দেখতে পাবেন।

সরকারি স্কুল ভর্তি লটারি ফলাফল ২০২১

আশা করি উপরের ছবি মত, গর্ভমেন্ট স্কুল অ্যাডমিশন (জিএসএ) ২০২১ পাতাতে অবস্থান করছেন।

এখানে উপরের ছবিতে বৃত্ত চিহ্নিত Student Application Result লেখা লিংকটিতে দেখতে পাচ্ছেন নিশ্চয়।

এবার লিংকটির উপর ক্লিক করুন। লটারি ফলাফল সার্চ করার নতুন একটি পাতা ওপেন হবে।

অথবা সরাসরি http://gsaresult.teletalk.com.bd ঠিকানাটি কপি করে, ব্রাউজারে পেস্ট করে তা ব্রাউজ করুন।

নিচের ছবির মত একটি পাতা ওপেন হবে।

সরকারি মাধ্যমিক স্কুল ভর্তি লটারি ফলাফল ২০২১

উপরের পাতাতে দুইভাবে রেজাল্ট পাওয়া যাবে। এথম লিংকে শিক্ষার্থীর ব্যক্তিগত রেজাল্ট। আর দ্বিতীয় লিংকে গোটা প্রতিষ্ঠানের রেজাল্ট।

শিক্ষার্থীর ব্যক্তিগত রেজাল্ট ও প্রতিষ্ঠানের রেজাল্ট আবার দুইভাবে পাওয়া যাবে। যথা- মেধাতালিকা ও অপেক্ষমান তালিকা।

শিক্ষার্থীর মেধাতালিকার ফলাফল পাওয়া যাবে নিচের লিংক থেকে।

http://gsaresult.teletalk.com.bd/individual/index.php

অপেক্ষমান তালিকার ফলাফল জানা যাবে নিম্নোক্ত ঠিকানায়।

http://gsaresult.teletalk.com.bd/individual_waiting/index.php

গোটা প্রতিষ্ঠানের মেধাতালিকা ফলাফল পেতে নিচের লিংকটি ব্রাউজ করতে হবে।

http://gsaresult.teletalk.com.bd/institute/index.php

প্রতিষ্ঠানের অপেক্ষমান ফলাফল পাওয়া যাবে নিচের ঠিকানায়।

http://gsaresult.teletalk.com.bd/institute_waiting/index.php

প্রতিষ্ঠানের রেজাল্ট পেতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের EIIN নম্বর ও পাসওয়ার্ড প্রয়োজন হবে।

আর শিক্ষার্থীর রেজাল্ট দেখতে কেবলমাত্র ইউজার আইডি প্রয়োজন হবে। ভর্তি আবেদনের সময় ম্যাসেজের মাধ্যমে পাওয়া ইউজার আইডি দেখুন।

এবার সংশ্লিষ্ট শিক্ষার্থীর/প্রতিষ্ঠানের রেজাল্ট দেখতে কোন একটি লিংক ক্লিক করুন। এরপর প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজাল্ট সার্চ করুন।

এখানে অনলাইনে ভর্তি আবেদনের সময় পাওয়া EIIN/ইউজার আইডি ও পাসওয়ার্ড সঠিক ভাবে লিখুন।

সবশেষে নিচের Submit বাটনে ক্লিক করুন।

কিছু সময়ের মধ্যে আপনি আপনার কাঙ্খিত ফলাফল দেখতে পাবেন।

২০২১ খ্রিষ্টাব্দের সরকারি স্কুল ভর্তি লটারি ফলাফল জানতে অসুবিধা হলে আমাদের জানান।

লেখাটি অন্যকে জানাতে, সামাজিক মাধ্যমে শেয়ার করতে পারেন।

তথ্যসূত্র-

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকা।

সবশেষ আপডেট: ১২/০১/২০২১ খ্রিষ্টাব্দ তারিখ ১১:০4 পূর্বাহ্ন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

2 Comments