Home » সরকারি স্কুলের ভর্তি ফলাফল ২০২৪ (gsa.teletalk.com.bd)

সরকারি স্কুলের ভর্তি ফলাফল ২০২৪ (gsa.teletalk.com.bd)

সরকারি স্কুলের ভর্তি লটারির ফলাফল ২০২৪

২০২৪ শিক্ষাবর্ষের সরকারি মাধ্যমিক স্কুলের ভর্তি ফলাফল ২৮ নভেম্বর সকাল ১১টার সময় প্রকাশ করা হবে। gsa.teletalk.com.bd ওয়েবসাইট হতে সরাসরি ভর্তির মেধা ও অপেক্ষমান তালিকার রেজাল্ট দেখুন।

অনলাইন ছাড়াও মোবাইল এসএমএস (SMS)-এর মাধ্যমে স্কুল ভর্তির ফলাফল জানা যাবে। নিচের অনুচ্ছেদ থেকে ভর্তি ফল দেখার নিয়ম জানুন।

সরকারি স্কুলের ভর্তি ফলাফল ২০২৪: gsa.teletalk.com.bd Result 2024

২০২৪ শিক্ষাবর্ষের দেশের সকল মাধ্যমিক স্কুলের ভর্তি লটারির ফলাফল ২৮ নভেম্বর ২০২৩ খ্রি. তারিখ সকাল ১১টার সময় প্রকাশ করা হবে।

ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষা মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্তকর্তাদের উপস্থিতিতে, ভর্তির ডিজিটাল লটারি অনুষ্ঠিত হবে।

স্কুল ভর্তির ডিজিটাল লটারি ফলাফল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। এছাড়া লটারি অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়ের উধ্বর্তন কর্মকর্তাগণ উপস্থিত থাকবেন।

দুপুর ২ টায় ভর্তি লটারির অনুষ্ঠানের পর হতে, অনলাইনে ভর্তি ওয়েবসাইট হতে লটারিতে নির্বাচিত শিক্ষার্থীদের ফলাফল দেখা যাবে। স্কুল ভর্তি রেজাল্ট এসএমএস-এর মাধ্যমেও জানা যাবে।

নিচের অনুচ্ছেদের নির্দেশনা অনুসারে মাধ্যমিক বিদ্যালয়ে নির্বাচিত শিক্ষার্থীদের লটারির ফলাফল দেখুন।

আরো জানুন:

সরকারি স্কুলে ভর্তি ২০২৩: ১ম-৯ম শ্রেণির ভর্তি মেধাতালিকার রেজাল্ট

সরকারি স্কুলে ভর্তির বয়স ২০২৩ (১ম-৯ম শ্রেণির ভর্তির বয়সসীমা)

স্কুল ভর্তির gsa.teletalk.com.bd ওয়েবসাইট হতে ভর্তি রেজাল্ট দেখুন

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভর্তি লটারির রেজাল্ট শিক্ষা অধিদপ্তরের ভর্তি ওয়েবসাইট থেকে সরাসরি দেখা যাবে। নিচের ওয়েবসাইটের লিংকটি ব্রাউজ করে লটারিতে নির্বাচিত শিক্ষার্থীদের মেধা ও অপেক্ষমান তালিকার রেজাল্ট জানা যাবে।

https://gsa.teletalk.com.bd/

অথবা নিচের লিংক থেকে সরাসরি সরকারি স্কুলের মেধা ও অপেক্ষমাণ ভর্তি রেজাল্ট জানতে পারবেন।

https://gsa.teletalk.com.bd/gov/student/lottery-result/result-menu.php

উপরের লিংকটি কপি করে ব্রাউজারের অ্যাড্রেসবারে পেস্ট করে ব্রাউজ করুন।

ভর্তি রেজাল্টের সার্চ পাতা ওপেন হলে, শিক্ষার্থীর ভর্তি আবেদনের সময় পাওয়া ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে রেজাল্ট সার্চ করুন।

ভর্তির মেধা ও অপেক্ষমান-দুই তালিকায় রেজাল্ট সার্চ করে দেখুন, কোন তালিকায় শিক্ষার্থী নির্বাচিত হয়েছে। লটারিতে নির্বাচিত হলে যে স্কুলে নির্বাচিত হয়েছে সে স্কুলের নাম দেখা যাবে।

কোন স্কুলের সকল নির্বাচিত শিক্ষার্থীর তালিকা কেবল প্রতিষ্ঠান প্রধান দেখতে পাবেন। এক্ষেত্রে প্রতিষ্ঠানের ই.আই.আই.এন নম্বর ও পাসওয়ার্ড প্রয়োজন হবে।

সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান তার নিজের ড্যাশবোর্ডে প্রবেশ করে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা ডাউনলোড করতে পারবেন।

মোবাইল এসএমএস-এর মাধ্যমে স্কুল ভর্তি ফলাফল জানার নিয়ম

টেলিটক মোবাইল ফোনের মাধ্যমে সরকারি স্কুলের ভর্তি ফলাফল জানতে নিচের ফরম্যাটে মেসেজ পাঠাতে হবে।

মেসেজ অপশনে গিয়ে প্রথমে লিখতে হবে GSA, এরপর স্পেস দিতে হবে। এরপর লিখতে হবে RESULT, সবশেষে শিক্ষার্থীর ইউজার আইডি (USERID) লিখে 16222 নম্বরে পাঠিয়ে দিতে হবে।

ফিরতি মেসেজে শিক্ষার্থীর ভর্তি লটারির ফলাফল জানা যাবে। কেবলমাত্র টেলিটক মোবাইল থেকে মেসেজে ভর্তি ফল জানা যাবে।

২০২৪ শিক্ষাবর্ষের সরকারি স্কুলের ভর্তি লটারির ফলাফল দেখতে সমস্যা হলে আমাদের লিখে জানান।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

সরকারি স্কুল ভর্তি রেজাল্ট ২০২৩: লটারির ফলাফল দেখার নিয়ম

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৩: (সিলেবাস, মানবন্টন ও পরীক্ষার রুটিন)

তথ্যসূত্র-

শিক্ষা মন্ত্রণালয়

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

14 Comments

  1. rahat বলেছেন:

    আমি সরকারি বিদ্যালয়ের ভর্তির রেজাল্ট অনলাইনে বের করতে পারছিনা,id-GVKACGHRZF

    1. মেধাতালিকার ফলাফলে GVKACGHRZF ইউজার আইডি ফলাফল নেই। মানে চান্স হয়নি। অপেক্ষমান তালিকা প্রকাশ হলে আবারো দেখুন।

    2. Md saimum sami বলেছেন:

      Class 3

  2. Istiaz বলেছেন:

    কোন একটি স্কুলের ভর্তির লটারির ফলাফল Waiting-1 দেখাচ্ছে। এটা দ্বারা কি বুঝা যায়?

    1. মেধাতালিকার থাকা শিক্ষার্থীরা ভর্তি না হলে ওয়েটিং থেকে শিক্ষার্থী ভর্তি করা হবে।

    2. মিছবাহ বলেছেন:

      result ki vabe dekbo

  3. NUSRAT JAHAN বলেছেন:

    আমি সরকারি বিদ্যালয়ের ভর্তির রেজাল্ট অনলাইনে বের করতে পারছিনা,id-GVBR6933HHPH

  4. মিছবাহ বলেছেন:

    রেজাল্ট কি ভাবে দেখবো?

  5. Rabeya Akter বলেছেন:

    সরকারি বিদ্যালয়ের ভর্তির রেজাল্ট অনলাইনে বের করতে পারছিনা id- GV4BUJ65RNCG

  6. সৈকত বলেছেন:

    রেজাল্ট দেখতে পারছি না

    1. স্কুলের ভর্তি রেজাল্ট দেখা যাচ্ছে।

  7. মামুন বলেছেন:

    GVDAHB9TUYG4
    রেজাল্ট দেখতে পাচ্ছি না

    1. ভর্তি রেজাল্ট দেখা যাচ্ছে। অভিজ্ঞ কারো সাহায্য নিন।