সরকারি স্কুলে ভর্তির বয়স ২০২৫ (১ম-৯ম শ্রেণির ভর্তির বয়সসীমা)

২০২৫ শিক্ষাবর্ষের দেশের সকল সরকারি বেসরকারি স্কুলে ভর্তির বয়স নির্ধারণ করে নতুন নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

এই প্রতিবেদন থেকে মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের ১ম থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের ভর্তির নির্ধারিত বয়সসীমা সম্পর্কে জানুন।

সরকারি বেসরকারি স্কুলে ভর্তির বয়স ২০২৪ (প্রাথমিক ও মাধ্যমিক স্কুল ১ম-৯ম শ্রেণি)

২০২৫ শিক্ষাবর্ষের সরকারি বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীদের ভর্তির বয়স নির্ধারণ করে নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়।

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভর্তি নীতিমালায়, কোন শ্রেণিতে একজন শিক্ষার্থীর ভর্তির বয়স ন্যূনতম কত বছর হতে হবে তার সুস্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়েছে।

প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ভর্তির সময় প্রায়ই অভিভাবকই বিষয়টি নিয়ে অনিশ্চয়তায় ভোগেন। এই অনিশ্চয়তা দূর করতে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষার্থীদের ভর্তির ন্যূনতম বয়স নির্ধারণ করে দিয়েছেন।

শিক্ষা মন্ত্রণালয়ের জাতীয় জাতীয় শিক্ষানীতি-২০১০ অনুযায়ী শিক্ষার্থীদের ১ম শ্রেণিতে ভর্তির বয়স নির্ধারণ করেছেন। জাতীয় শিক্ষানীতি অনুসারে, প্রথম শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থীর বয়স ৬+ হতে হবে।

তবে তবে কাঙ্খিত শিক্ষাবর্ষের ০১ জানুয়ারি তারিখে শিক্ষার্থীর সর্বনিম্ন বয়স ০৫ বছর এবং ৩১ ডিসেম্বর তারিখে সর্বোচ্চ ০৭ বছর পর্যন্ত হবে।

উদাহরণ: ২০২৫ শিক্ষাবর্ষে ভর্তি কালে কোন শিক্ষার্থীর বয়সসীমা সর্বনিম্ন ০৫ বছর হবে অর্থাৎ সর্বনিম্ন জন্মতারিখ হবে ০১ জানুয়ারি ২০২০ পর্যন্ত এবং সর্বোচ্চ বয়সসীমা-০৭ বছর পর্যন্ত অর্থাৎ জন্মতারিখ ৩১ ডিসেম্বর ২০১৭ পর্যন্ত।

পরবর্তী শ্রেণি সমূহে বয়স নির্ধারণের বিষয়টি প্রথম শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্ষেত্রে ধারাবহিকভাবে প্রযোজ্য হবে। নিচের অনুচ্ছেদে কোন শ্রেণিতে ভর্তিতে শিক্ষার্থীর কত বয়স হতে হবে তার তালিকা দেখুন।

উল্লেখ্য, ২০২৫ শিক্ষাবর্ষের সরকারি-বেসরকারি স্কুলে ভর্তিতে এবারও ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হবে।

আরো জানুন:

সরকারি স্কুলে ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪: আবেদন শুরু ২৪ অক্টোবর তারিখে

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৩ (সিলেবাস, মানবন্টন ও পরীক্ষার তারিখ)

প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ভর্তির বয়সসীমা (সরকারি বেসরকারি)

জাতীয় শিক্ষানীতি-২০১০ অনুযায়ী প্রথম শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থীর বয়স ৬+ হতে হবে। তবে ৫ বছর বয়স হলেও ভর্তি হতে পারবে। সে হিসেবে ২য় হতে ৯ম শ্রেণির ভর্তির বয়স নির্ধারিত হবে।

উপরোক্ত নিয়ম অনুসারে ১ম শ্রেণি হতে ৯ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তির বয়স হবে নিম্নরূপ।

  • ১ম শ্রেণিতে ভর্তির বয়স ৫ বছরের বেশী।
  • ২য় শ্রেণিতে শিক্ষার্থীর বয়স হতে হবে ৬ বছরের বেশী।
  • ৩য় শ্রেণিতে একজন শিক্ষার্থীকে ভর্তি হতে বয়স হতে হবে ৭ বছরের বেশী।
  • ৪র্থ শ্রেণিতে ভর্তি হতে শিক্ষার্থীর বয়স হতে হবে ৮ বছরের বেশী।
  • ৫ম শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থীর বয়স ৯ বছরের বেশী হতে হবে।
  • ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তিতে শিক্ষার্থীকে ১০ বছরের বেশী বয়সী হতে হবে।
  • ৭ম শ্রেণিতে ভর্তি হতে শিক্ষার্থীর বয়স হতে হবে ১১ বছরের বেশী।
  • ৮ম শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থীর বয়স ১২ বছরের বেশী হতে হবে।
  • ৯ম শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থীকে ১৩ বছরের বেশী বয়সী হতে হবে।

১ জানুয়ারি ২০২৫ তারিখ ধরে শিক্ষার্থীর বয়স হিসাব করতে হবে। এই তারিখে শিক্ষার্থীর উপরোক্ত শ্রেণিতে ভর্তিতে নির্ধারিত বয়স হতে হবে।

বিশেষ সুবিধা সম্পন্ন শিক্ষার্থীদের বয়স নির্ধারণে সর্বোচ্চ ৫ বছরের অতিরিক্ত সুবিধা দেওয়া যাবে বলে ভর্তির বয়সের নীতিমালায় উল্লেখ করা হয়েছে।

শিক্ষার্থীর বয়স নির্ধারণের জন্য ভর্তির আবেদন ফরমের সাথে অনলাইন জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে।

এ বিষয়ে বিস্তারিত জানুন সরকারি-বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ভর্তি নীতিমালার ২ নম্বর অনুচ্ছেদ থেকে।

সরকারি বেসরকারি স্কুলে ভর্তির বয়সের নীতিমালা ২০২৫

২০২৫ শিক্ষাবর্ষের সরকারি প্রাথমিক ও মাধ্যমিক স্কুলে ভর্তির বয়স সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে আমাদের লিখে জানান।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

বেসরকারি স্কুল ভর্তি লটারি বিজ্ঞপ্তি ২০২৪: আবেদনের তারিখ ও ফি

সরকারি স্কুল ভর্তি রেজাল্ট ২০২৪: লটারির ফলাফল দেখার নিয়ম

তথ্যসূত্র-

শিক্ষা মন্ত্রনালয়

“সরকারি স্কুলে ভর্তির বয়স ২০২৫ (১ম-৯ম শ্রেণির ভর্তির বয়সসীমা)”-এ 67-টি মন্তব্য

  1. চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের ভর্তি বিজ্ঞাপ্তি সম্পর্কে জানাবেন। কোন কোন ক্লাসে ভর্তি করা হবে। গভঃ মুসলিম স্কুলেরটাও জানাবেন

    জবাব
  2. আমি কী শুধু আমার নিজ থানার স্কুলে আবেদন করতে পারব অন্য থানার কোন স্কুলে আবেদন করতে পারব না। আমি থানা পরিবর্তন করে আবেদন করতে পারব কী। দয়া করে জানাবেন

    জবাব
    • ঢাকা বা বিভাগীয় শহরে ভর্তি আবেদনের জন্য সুষ্পষ্ট নির্দেশনা ভর্তি বিজ্ঞপ্তিতে দেওয়া আছে। আপনি ভর্তি বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ুন।

  3. 1-1-23 এ আমার সন্তানের বয়স ৫বছর হতে 22দিন কম, অর্থাৎ তার জন্ম 23-01-2018. এ ক্ষেত্রে সে 2023 এ প্রাক প্রাথমিকে ভর্তির জন্য আবেদন করতে পারবে কি না?

    জবাব
    • প্রাক প্রাথমিকে ভর্তি করতে পারলেও পরবর্তীতে ১ম শ্রেণিতে ভর্তি হতে সমস্যা হতে পারে। কারণ ১ম শ্রেণিতে ভর্তি হতে ৬+ বছর বয়স হতে হবে।

  4. বাচ্চার বাবা অথবা মা মৃত হলে কিভাবে আবেদন করতে হবে।কারণ ভর্তি ফরমে বাবা, মা দুজনেরই আইডি নাম্বার দিতে হয়।মৃত ব্যক্তির আইডি নাম্বার তো দেয়া সম্ভব নয়। তাছাড়া ভর্তি ফরমে বিকল্প কোন অপশন নেই। এ ধরনের সমস্যা কিভাবে সমাধান করা যায় একটু জানাবেন প্লিজ।

    জবাব
  5. আমার মেয়ের জন্ম ০৬/০১/২০১৪. এখন সরকারি স্কুলে লটারিতে উর্ত্তীণ্ণ হয়েছে। কিন্তু ৬ দিন কম হওয়ায় তাকে ৪র্থ শ্রেণিতে ভর্তি নিচ্ছে না।বলে ১দিনের কম হলেও ভর্তি নিবে না।তাহলে আবেদন করার সময় যদি জন্ম তারিখ ব্লক করে দিতো তাহলে আবেদন করতাম না। এরকম সমস্যা হলে তাকে কেনো প্রথম শ্রেণিতে ভর্তি নিল। জনাবেন প্লিজ।

    জবাব
    • স্কুল ভর্তি বিজ্ঞপ্তিতে বয়সের বিষয়টি গুরুত্ব সহকারে উল্লেখ করা ছিলো। এখন এমন জটিলতার সমাধান শিক্ষা মন্ত্রণালয় বা অধিদপ্তর দিতে পারবে।

  6. সরকারি স্কুলে ৩য় শ্রেণিতে ভর্তির বয়স বলা হয়েছে ৮+, আবার ঊর্ধ্বোসীমা কোন কোন স্কুল নির্ধারক করলো হয়তো ৮ বছর ৫ মাস বা ৬/৭ মাস। কিন্তু যাদের বয়স ৮বছর থেকে ৫/১০ দিন কম, তারা কি এ বছর আবেদন করতে পারবে? আগামী বছর তো বয়স হবে ৮ বছর ১১ মাসের কিছু বেশি আবার ৯ বছরের কম। এরা কোন দিকে যাবে?

    জবাব
    • ভর্তির বয়সের বিষয়ের নীতিমালার অনুচ্ছেদ প্রতিবেদনে যুক্ত করা আছে। কেবলমাত্র বিশেষভাবে সক্ষম শিক্ষার্থীদের বয়সের ছাড় দেওয়া হয়েছে।

  7. #বিশষ_গুলো_জানার_ছিল#

    একজন শিক্ষার্থী পঞ্চম শ্রেণীতে উত্তীর্ণ হয়ে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়ে কিছুদিন ক্লাস করার পর। পারিবারিক সমস্যার কারণে ঐ স্কুল থেকে ট্রান্সফার সার্টিফিকেট নিয়েও জন্ম নিবন্ধন অনলাইন না থাকার কারণে অন্য স্কুলে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হতে পারে নাই। সে কোন স্কুলেই
    ষষ্ঠ শ্রেণীতে বার্ষিক পরীক্ষা দেয়নি। এখন কি সে সপ্তম শ্রেণীতে ভর্তি হতে পারবে?

    বিঃ দ্রঃ এখন সেই শিক্ষার্থী যে স্কুলে সপ্তম শ্রেণীতে ভর্তি হতে ইচ্ছুক। সেই স্কুল থেকে বলেছিল আগের স্কুলের ষষ্ঠ শ্রেণির পাশের ট্রান্সফার সার্টিফিকেট লাগবে। সেই শিক্ষার্থী আগের স্কুলে ষষ্ঠ শ্রেণীতে বার্ষিক পরীক্ষা দেয় নাই। এখন কি আগের স্কুল থেকে ট্রান্সফার সার্টিফিকেট দিবে। উপরোক্ত বিষয় গুলো জানার ছিল। জানালে খুব ভালো হত।

    জবাব
  8. প্রাক-প্রাথমিক এ ভর্তির বয়সের ক্ষেত্রে কোথাও বলা হচ্ছে ৫+, আবার কোথাও বলা হচ্ছে ৪+। প্রকৃত নিয়ম কি? আবার বলা হচ্ছে কিছু কিছু স্কুলে ৪+। বিস্তারিত জানতে চাই।

    জবাব
  9. চর ভেলাকোপা স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা কুড়িগ্রাম পৌরসভা সদর কুড়িগ্রাম। প্রথম শ্রেণিতে ভর্তির বয়সঃ৬বছর। দ্বিতীয় শ্রেণিতে ভর্তির বয়সঃ৭ বছর।তৃতীয় শ্রেণিতে ভর্তির বয়সঃ৮ বছর,চতুর্থ শ্রেণির ভর্তি র বয়সঃ৯ বছর।এবং পঞ্চম শ্রেণির ভর্তির বয়সঃ ১০ বছর।তবে পথ শিশু, প্রতিবন্ধি শিশু ও ঝরে পড়া শিশুদের জন্য শিথিল যোগ্য,,,,

    জবাব
  10. সু খবর সুখর সু খবর,চর ভেলাকোপা বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়,কুড়িগ্রাম পৌরসভা সদর কুড়িগ্রাম। প্রতিবন্ধী শিশুদের জন্য বছরে যে কোন সময় ভর্তির সুযোগ দেওয়া হয়,,,

    জবাব
  11. ৬ বছরের বেশি হতে হবে, চর ভেলাকোপা স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা কুড়িগ্রাম পৌরসভা সদর কুড়িগ্রাম,,,

    জবাব

মন্তব্য করুন