Home » সরকারি স্কুলে ভর্তির বয়স ২০২৪ (১ম-৯ম শ্রেণির ভর্তির বয়সসীমা)

সরকারি স্কুলে ভর্তির বয়স ২০২৪ (১ম-৯ম শ্রেণির ভর্তির বয়সসীমা)

সরকারি স্কুলে ভর্তির বয়স ২০২৪

২০২৪ শিক্ষাবর্ষের দেশের সকল সরকারি-বেসরকারি স্কুলে ভর্তির বয়স নির্ধারণ করে নতুন নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

এই প্রতিবেদন থেকে মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের ১ম থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের ভর্তির নির্ধারিত বয়সসীমা সম্পর্কে জানুন।

সরকারি-বেসরকারি স্কুলে ভর্তির বয়স ২০২৪ (প্রাথমিক ও মাধ্যমিক স্কুল ১ম-৯ম শ্রেণি)

২০২৪ শিক্ষাবর্ষের সরকারি-বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীদের ভর্তির বয়স নির্ধারণ করে নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়।

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভর্তি নীতিমালায়, কোন শ্রেণিতে একজন শিক্ষার্থীর ভর্তির বয়স ন্যূনতম কত বছর হতে হবে তার সুস্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়েছে।

প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ভর্তির সময় প্রায়ই অভিভাবকই বিষয়টি নিয়ে অনিশ্চয়তায় ভোগেন। এই অনিশ্চয়তা দূর করতে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষার্থীদের ভর্তির ন্যূনতম বয়স নির্ধারণ করে দিয়েছেন।

শিক্ষা মন্ত্রণালয়ের জাতীয় জাতীয় শিক্ষানীতি-২০১০ অনুযায়ী শিক্ষার্থীদের ১ম শ্রেণিতে ভর্তির বয়স নির্ধারণ করেছেন। জাতীয় শিক্ষানীতিতে বলা হয়েছে, প্রথম শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থীর বয়স ৬+ বছর হতে হবে।

প্রথম শ্রেণির বয়স ৬+ ধরে অন্য সব শ্রেণির ভর্তির বয়স নির্ধারিত হবে। নিচের অনুচ্ছেদে কোন শ্রেণিতে ভর্তিতে শিক্ষার্থীর কত বয়স হতে হবে তার তালিকা দেখুন।

উল্লেখ্য, ২০২৪ শিক্ষাবর্ষের সরকারি-বেসরকারি স্কুলে ভর্তিতে এবারও ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হবে। অনলাইনে ভর্তি আবেদন শুরু হবে ২৪ অক্টোবর থেকে।

আরো জানুন:

সরকারি স্কুলে ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪: আবেদন শুরু ২৪ অক্টোবর তারিখে

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৩ (সিলেবাস, মানবন্টন ও পরীক্ষার তারিখ)

সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ভর্তির বয়সসীমা ২০২৪

জাতীয় শিক্ষানীতি-২০১০ অনুযায়ী প্রথম শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থীর বয়স ৬ বছরের বেশী হতে হবে। সে হিসেবে ২য় হতে ৯ম শ্রেণির ভর্তির বয়স নির্ধারিত হবে।

উপরোক্ত নিয়ম অনুসারে ১ম শ্রেণি হতে ৯ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তির বয়স হবে নিম্নরূপ।

১ম শ্রেণিতে ভর্তির বয়স ৬ বছরের বেশী।

২য় শ্রেণিতে শিক্ষার্থীর বয়স হতে হবে ৭ বছরের বেশী।

৩য় শ্রেণিতে একজন শিক্ষার্থীকে ভর্তি হতে বয়স হতে হবে ৮ বছরের বেশী।

৪র্থ শ্রেণিতে ভর্তি হতে শিক্ষার্থীর বয়স হতে হবে ৯ বছরের বেশী।

৫ম শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থীর বয়স ১০ বছরের বেশী হতে হবে।

৬ষ্ঠ শ্রেণিতে ভর্তিতে শিক্ষার্থীকে ১১ বছরের বেশী বয়সী হতে হবে।

৭ম শ্রেণিতে ভর্তি হতে শিক্ষার্থীর বয়স হতে হবে ১২ বছরের বেশী।

৮ম শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থীর বয়স ১৩ বছরের বেশী হতে হবে।

৯ম শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থীকে ১৪ বছরের বেশী বয়সী হতে হবে।

১ জানুয়ারি ২০২৪ তারিখ ধরে শিক্ষার্থীর বয়স হিসাব করতে হবে। এই তারিখে শিক্ষার্থীর উপরোক্ত শ্রেণিতে ভর্তিতে নির্ধারিত বয়স হতে হবে।

বিশেষ সুবিধা সম্পন্ন শিক্ষার্থীদের বয়স নির্ধারণে সর্বোচ্চ ৫ বছরের অতিরিক্ত সুবিধা দেওয়া যাবে বলে ভর্তির বয়সের নীতিমালায় উল্লেখ করা হয়েছে।

তবে ভর্তির বয়সের ঊর্ধ্বসীমা সংশ্লিষ্ট বিদ্যালয় নির্ধারণ করবে।  শিক্ষার্থীর বয়স নির্ধারণের জন্য ভর্তির আবেদন ফরমের সাথে অনলাইন জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে।

এ বিষয়ে বিস্তারিত জানুন সরকারি-বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ভর্তি নীতিমালার ২ নম্বর অনুচ্ছেদ থেকে।

সরকারি-বেসরকারি স্কুলে ভর্তি বয়স ২০২৪

২০২৪ শিক্ষাবর্ষের সরকারি প্রাথমিক ও মাধ্যমিক স্কুলে ভর্তির বয়স সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে আমাদের লিখে জানান।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

বেসরকারি স্কুল ভর্তি লটারি বিজ্ঞপ্তি ২০২৪: আবেদনের তারিখ ও ফি

সরকারি স্কুল ভর্তি রেজাল্ট ২০২৪: লটারির ফলাফল দেখার নিয়ম

তথ্যসূত্র-

শিক্ষা মন্ত্রনালয়

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

59 Comments

  1. জান্নাত বলেছেন:

    ক্লাস ৬ এ বয়স ১০ বছরের বেশি হলে কি আবেদন করা যাবে না?

    1. MD Rimon বলেছেন:

      আমি অষ্টম শ্রেণিতে ভর্তি হতে চাই এখন আমার বয়স ২০বছর আমি কী পারব ভর্তি
      হতে জানাবেন

    2. সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে যোগাযোগ করুন।

    3. manzur kader বলেছেন:

      আমার মেয়ে জন্ম তারিখ ২৬/০২/২০১৮। আগামী ০১/০১/২০২৪ তারিখে ওর বয়স হবে ৫বছর ১০ মাস ৭ দিন, ওকে কি ১ম শ্রেণীতে ভর্তি করা যাবে?

    4. 6+ না হলে ভর্তি করাতে পারবেন না।

  2. ইসমাইল বলেছেন:

    চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের ভর্তি বিজ্ঞাপ্তি সম্পর্কে জানাবেন। কোন কোন ক্লাসে ভর্তি করা হবে। গভঃ মুসলিম স্কুলেরটাও জানাবেন

    1. ২০২৩ শিক্ষাবর্ষের সরকারি স্কুলের ভর্তি বিজ্ঞপ্তি এখনো প্রকাশ করা হয়নি।

  3. Md. Shahinoor Alam বলেছেন:

    6 years means till which month of 2022?Please inform me.Thanks

    1. ১ম শ্রেণিতে ভর্তিতে শিক্ষার্থীর বয়স ৬ বছরের বেশী হতে হবে।

  4. মো : কামরুল ইসলাম বলেছেন:

    যারা এখন ক্লাস এইটে পড়ে ২৩সালে নবম শ্রেণিতে পড়বে এখন তার বয়স ১৩ বছর সে কী নবম শ্রেনিতে এডমিশন পাবেনা?

    1. ৯ম শ্রেণিতে ভর্তির বয়সের বিষয়টি প্রতিবেদনে বলা হয়েছে।

  5. সরকারি নিয়ম অনুযায়ী 15 দিন কম হলে কি আবার 1 বছর অপেক্ষা করতে হবে?

    1. বয়সের নীতিমালা অনুসারে তেমনটাই বলা যাচ্ছে।

  6. অন্য
    আমার মেয়ের বয়স 6 বছর হইতে 15th জানুয়ারি 2023 লাগবে সেই ক্ষেত্রে কি আরো 1 বছর অপেক্ষা করতে হবে

    1. ১ জানুয়ারি ২০২৩ তারিখে ৬+ বছর হতে হবে।

  7. harun বলেছেন:

    আমি কী শুধু আমার নিজ থানার স্কুলে আবেদন করতে পারব অন্য থানার কোন স্কুলে আবেদন করতে পারব না। আমি থানা পরিবর্তন করে আবেদন করতে পারব কী। দয়া করে জানাবেন

    1. ঢাকা বা বিভাগীয় শহরে ভর্তি আবেদনের জন্য সুষ্পষ্ট নির্দেশনা ভর্তি বিজ্ঞপ্তিতে দেওয়া আছে। আপনি ভর্তি বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ুন।

  8. ফিরোজ বলেছেন:

    প্রথম শ্রেনীতে ভর্তির জন্য বয়স ৬+ বলা হয়েছে কিন্তু যদি ১-১-২০২৩ তারিখে বয়স ৬ হয় তাহলে আবেদন করা যাবে কিনা?

  9. মজিবুল হক বলেছেন:

    1-1-23 এ আমার সন্তানের বয়স ৫বছর হতে 22দিন কম, অর্থাৎ তার জন্ম 23-01-2018. এ ক্ষেত্রে সে 2023 এ প্রাক প্রাথমিকে ভর্তির জন্য আবেদন করতে পারবে কি না?

    1. প্রাক প্রাথমিকে ভর্তি করতে পারলেও পরবর্তীতে ১ম শ্রেণিতে ভর্তি হতে সমস্যা হতে পারে। কারণ ১ম শ্রেণিতে ভর্তি হতে ৬+ বছর বয়স হতে হবে।

  10. Arpana chakma বলেছেন:

    বাচ্চার বাবা অথবা মা মৃত হলে কিভাবে আবেদন করতে হবে।কারণ ভর্তি ফরমে বাবা, মা দুজনেরই আইডি নাম্বার দিতে হয়।মৃত ব্যক্তির আইডি নাম্বার তো দেয়া সম্ভব নয়। তাছাড়া ভর্তি ফরমে বিকল্প কোন অপশন নেই। এ ধরনের সমস্যা কিভাবে সমাধান করা যায় একটু জানাবেন প্লিজ।

    1. বিষয়টি আমাদের জানা নেই।

  11. Shimanto বলেছেন:

    Dhaka uttarkhan highschool e 6 e vortir jonno cluster er ghore A,B,C er konta select korbo?

    1. যে এলাকার স্কুলে ভর্তি হতে চান।

  12. md shahadut hossain বলেছেন:

    আমার মেয়ের জন্ম ০৬/০১/২০১৪. এখন সরকারি স্কুলে লটারিতে উর্ত্তীণ্ণ হয়েছে। কিন্তু ৬ দিন কম হওয়ায় তাকে ৪র্থ শ্রেণিতে ভর্তি নিচ্ছে না।বলে ১দিনের কম হলেও ভর্তি নিবে না।তাহলে আবেদন করার সময় যদি জন্ম তারিখ ব্লক করে দিতো তাহলে আবেদন করতাম না। এরকম সমস্যা হলে তাকে কেনো প্রথম শ্রেণিতে ভর্তি নিল। জনাবেন প্লিজ।

    1. স্কুল ভর্তি বিজ্ঞপ্তিতে বয়সের বিষয়টি গুরুত্ব সহকারে উল্লেখ করা ছিলো। এখন এমন জটিলতার সমাধান শিক্ষা মন্ত্রণালয় বা অধিদপ্তর দিতে পারবে।

  13. উমর আলী বলেছেন:

    আমার সন্তানের জন্ম তারিখ ৩১-১২-২০১৬ সে প্রথম শ্রেণিতে ভর্তি হতে পারবে কি না?

  14. উমর বলেছেন:

    আমার সন্তানের জন্ম তারিখ ৩১-১২-২০১৬ সে ৩০২৩ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে ভর্তি হতে পারবে কি না?

  15. শেখ মো: রফিকুল ইসলাম বলেছেন:

    ১ম শ্রেনীতে ভর্তির জন্য ৬ বছর হতে তিন মাস কম হলেও কি আবেদন বিবেচিত হবে বা আবেদন করা যাবে

    1. ১ দিন কম হলেও সমস্যা হতে পারে।

  16. Md. Jahangir Alam বলেছেন:

    বয়সের নীতিমালা পছন্দ হয়নি। ক্লাস ওয়ানে ভর্তির জন্য ৫ বছর বয়স ধরা উচিত ছিল।

    1. মতামতের জন্য ধন্যবাদ।

    2. মো. খায়রুল ইসলাম বলেছেন:

      জ্বি, ঠিক বলেছেন। আমিও তাই মনে করি।

  17. আরিফা বলেছেন:

    আমার মেয়ের বয়স ১-১-২০১৮….এখন ১-১-২০২৪ সালে ওর বয়স ৬নাকি ৬+ হয়?ও কি প্রথম শ্রেনীতে ভর্তি হতে পারবে? দয়া করে একটু জানাবেন,,,

    1. 6+ বছর বয়স হতে হবে। প্রতিবেদনটি ভালোভাবে পড়ে দেখুন।

  18. আরিফা বলেছেন:

    1-1-2018 date of birth….1-1-2024. তারিখে বাচ্চার বয়স ৬ বছর হয় ও কি প্রথম শ্রেনীতে ভ র্তি হতে পারবে?

  19. আরিফা বলেছেন:

    ১-১-২০১৭ তারিখে যার জন্ম ১-১-২০২৪ তারিখে তার বয়স পূর্ণ ৭ বছর হয় সে কি প্রথম শ্রেনীতে ভর্তি হতে পারবে?

    1. পারবে, তবে স্কুলগুলো ভর্তির ঊর্ধ্বসীমা নির্ধারণ করবে।

  20. Golam Kibria বলেছেন:

    আমার শিশুর বয়স আগামী ২৮ ফ্রেবরুয়ারীতে ৮ বছর পূর্ণ হবে। তৃতীয় শ্রেনিতে কি ভর্তির জন্য আবেদন করা যাবে?

    1. প্রতিবেদন কোন শ্রেণিতে ভর্তিতে কত বছর লাগবে তার নির্দেশনা দেওয়া হয়েছে।

    2. শিক্ষার্থীর ছবি আর প্রয়োজনীয় কিছু তথ্যের প্রয়োজন হবে।

  21. গোপাল নাথ, ফেনী। বলেছেন:

    সরকারি স্কুলে ৩য় শ্রেণিতে ভর্তির বয়স বলা হয়েছে ৮+, আবার ঊর্ধ্বোসীমা কোন কোন স্কুল নির্ধারক করলো হয়তো ৮ বছর ৫ মাস বা ৬/৭ মাস। কিন্তু যাদের বয়স ৮বছর থেকে ৫/১০ দিন কম, তারা কি এ বছর আবেদন করতে পারবে? আগামী বছর তো বয়স হবে ৮ বছর ১১ মাসের কিছু বেশি আবার ৯ বছরের কম। এরা কোন দিকে যাবে?

    1. বয়সের নীতিমালা অনুসারে ভর্তি করার নির্দেশনা আছে শিক্ষা মন্ত্রণালয়ের।

  22. Munir hossain বলেছেন:

    freedom fighters ar children and grand children ar Jon no age ar kno fasality asa ki? please help me with information about this.

    1. ভর্তির বয়সের বিষয়ের নীতিমালার অনুচ্ছেদ প্রতিবেদনে যুক্ত করা আছে। কেবলমাত্র বিশেষভাবে সক্ষম শিক্ষার্থীদের বয়সের ছাড় দেওয়া হয়েছে।

  23. Sadia Sultana বলেছেন:

    আমার ছেলের জন্ম তারিখ 10-02-2018 সে কি 2024 এ প্রথম শ্রেণীর জন্য apply করতে পারবে?

    1. বয়সটা হিসাব করে দেখুন।

  24. জয়নাল আবেদীন বলেছেন:

    আমার মেয়ের জন্ম ০১.০১.২০১৬ ইং ,
    সে কি ২০২৬ সনে সরকারী বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেনীতে ভর্তি হতে পারবে ৷

  25. জিকন বলেছেন:

    শিশুর জন্ম জানুয়ারি ৭ তারিখে হলে, তারা কি নির্ধারিত ১ জানুয়ারির চেয়ে ৬ দিন কম হলে ভর্তি হতে পারবে কিনা?

    1. মন্ত্রণালয়ের নতুন নিয়ম না হলে ভর্তি করতে পারবেন না।

  26. Md Jahid Hasan বলেছেন:

    #বিশষ_গুলো_জানার_ছিল#

    একজন শিক্ষার্থী পঞ্চম শ্রেণীতে উত্তীর্ণ হয়ে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়ে কিছুদিন ক্লাস করার পর। পারিবারিক সমস্যার কারণে ঐ স্কুল থেকে ট্রান্সফার সার্টিফিকেট নিয়েও জন্ম নিবন্ধন অনলাইন না থাকার কারণে অন্য স্কুলে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হতে পারে নাই। সে কোন স্কুলেই
    ষষ্ঠ শ্রেণীতে বার্ষিক পরীক্ষা দেয়নি। এখন কি সে সপ্তম শ্রেণীতে ভর্তি হতে পারবে?

    বিঃ দ্রঃ এখন সেই শিক্ষার্থী যে স্কুলে সপ্তম শ্রেণীতে ভর্তি হতে ইচ্ছুক। সেই স্কুল থেকে বলেছিল আগের স্কুলের ষষ্ঠ শ্রেণির পাশের ট্রান্সফার সার্টিফিকেট লাগবে। সেই শিক্ষার্থী আগের স্কুলে ষষ্ঠ শ্রেণীতে বার্ষিক পরীক্ষা দেয় নাই। এখন কি আগের স্কুল থেকে ট্রান্সফার সার্টিফিকেট দিবে। উপরোক্ত বিষয় গুলো জানার ছিল। জানালে খুব ভালো হত।

    1. আপনি সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষকদের সাথে পরামর্শ করুন।

  27. Manir Hossain বলেছেন:

    প্রাক-প্রাথমিক এ ভর্তির বয়সের ক্ষেত্রে কোথাও বলা হচ্ছে ৫+, আবার কোথাও বলা হচ্ছে ৪+। প্রকৃত নিয়ম কি? আবার বলা হচ্ছে কিছু কিছু স্কুলে ৪+। বিস্তারিত জানতে চাই।

    1. ১ম শ্রেণিতে ৬+ হলে প্রাক-প্রাথমিকে ৫+ হবে।

  28. শরীফুল ইসলাম বলেছেন:

    আমার ভাগিনার জন্ম তারিখ ০২.০২.২০১৩ ইং ,
    সে কি ২০২৩ সনে ৮ম শ্রেণীতে ভর্তি হতে পারবে?

  29. মোঃ আফসার উদ্দিন বলেছেন:

    আমার মেয়ের বয়স ১০-০১-২০২০ সে কী ২০২৫ সালে ক্লাস-১ এ ভর্তি হতে পারবে

    1. প্রথম শ্রেণিতে ভর্তিতে ৬+ বছর হতে হবে।

  30. চর ভেলাকোপা স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা কুড়িগ্রাম পৌরসভা সদর কুড়িগ্রাম বলেছেন:

    ধন্যবাদ