Home » স্কুল-কলেজের নতুন ক্লাস রুটিন (ষষ্ঠ-দ্বাদশ শ্রেণি) ৩১ আগস্ট প্রকাশিত

স্কুল-কলেজের নতুন ক্লাস রুটিন (ষষ্ঠ-দ্বাদশ শ্রেণি) ৩১ আগস্ট প্রকাশিত

স্কুল-কলেজের নতুন ক্লাস রুটিন (ষষ্ঠ-দ্বাদশ শ্রেণি)

স্কুল-কলেজের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির নতুন ক্লাস রুটিন ৩১ আগস্ট ২০২২ খ্রি. তারিখে প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে সপ্তাহে ২ দিন ছুটি কার্যকর হওয়ার প্রেক্ষিতে, ৬ দিনের শ্রেণি কার্যক্রম সমন্বয় করে ৫ দিনের জন্য পরিমার্জিত ক্লাসের সময়সূচি প্রকাশ করা হয়েছে।

স্কুল-কলেজের নতুন ক্লাস রুটিন (ষষ্ঠ-দ্বাদশ শ্রেণি) ৩১ আগস্ট ২০২২ মাউশি প্রকাশিত সময়সূচি

দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে শুক্রবার ও শনিবার ২দিন সাপ্তাহিক ছুটি কার্যকর করা হয়েছে। শিক্ষার্থীদের যাতে শিখন ঘাটতি সৃষ্টি না হয় এবং শিক্ষাক্রমের বিষয়-কাঠামো অক্ষুন্ন রেখে ক্লাসের নতুন সময়সূচি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

স্কুল-কলেজের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির জন্য শিক্ষা প্রতিষ্ঠানের পূর্বের সময়সূচি পরিবর্তন করে মাউশি শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

৩১ আগস্ট ২০২২ খ্রি. তারিখে অধিদপ্তরের পরিচালক (কলেজ ও প্রশাসন) প্রফেসর মোঃ শাহেদুল খবির চৌধুরী স্বাক্ষরিত স্কুল-কলেজের রুটিন প্রকাশ করা হয়। নিচের বিজ্ঞপ্তিতে ক্লাসের সময়সূচি সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

আরো জানুন: শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল-কলেজ) সাপ্তাহিক ছুটি দুই দিন: প্রজ্ঞাপন

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাসের নতুন সময়সূচি

নতুন সময়সূচি অনুসারে স্কুল-কলেজের ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস পরিচালনার নির্দেশ দিয়েছে মাউশি অধিদপ্তর। নিচের সময়সূচি অনুসারে শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাস পরিচালনা করতে হবে।

স্কুলের ষষ্ঠ থেকে দশম শ্রেণি

রবিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন ৭টি করে সপ্তাহে মোট ৩৫ টি শ্রেণি কার্যক্রম (পিরিয়ড) পরিচালিত হবে।

এক শিফট বিশিষ্ট প্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রমের ব্যাপ্তি দৈনিক সমাবেশ ১৫ মিনিট, বিরতি ৩০ মিনিট সহ মোট ৬ ঘন্টা ১০ মিনিট
হবে।

দুই শিফট বিশিষ্ট প্রতিষ্ঠানে প্রতি শিফটে শ্রেণি কার্যক্রমের ব্যাপ্তি দৈনিক সমাবেশ ১৫ মিনিট, বিরতি ২০ মিনিট সহ মোট ৫ ঘন্টা
০৫ মিনিট হবে।

প্রথম শিফট সকাল ৭ টায় শুরু হয়ে ১২.০৫ মিনিটে শেষ হবে। দ্বিতীয় শিফট ১২.২০ মিনিটে শুরু হয়ে ৫.২৫ মিনিটে শেষ হবে।

কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণি

প্রতিটি শ্রেণি কার্যক্রমের ব্যাপ্তি হবে ৫০ মিনিট।

বাংলা, ইংরেজি এবং শাখাভিত্তিক ৩টি নৈর্বাচনিক বিষয়ের জন্য সপ্তাহে প্রতি বিষয়ে ৫টি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের

জন্য ৩টি শ্রেণি কার্যক্রম (পিরিয়ড) পরিচালিত হবে। অর্থাৎ সপ্তাহে মোট ২৮ টি (২৫+৩) শ্রেণি কার্যক্রম পরিচালিত হবে।

ঐচ্ছিক বিষয়ের জন্য ৫টি শ্রেণি কার্যক্রম (পিরিয়ড) পরিচালিত হবে। এক্ষেত্রে ঐচ্ছিক বিষয় আছে এমন শিক্ষার্থী সপ্তাহে ৩৩টি
শ্রেণি কার্যক্রমে অংশগ্রহণ করবে।

নিচের পরিমার্জিত সময়সূচির (সংযুক্তি ০১ থেকে ০৪) বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ব্যাবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

নিচের বিজ্ঞপ্তি থেকে স্কুল-কলেজের নতুন ক্লাস রুটিন সম্পর্কে বিস্তারিত জানুন।

স্কুল-কলেজের নতুন ক্লাস রুটিন

৬ষ্ঠ থেকে ১২শ শ্রেণির ক্লাস রুটিন ২০২২

মাউশি স্কুল-কলেজ নতুন ক্লাস রুটিন ২০২২

মাউশি প্রকাশিত স্কুল-কলেজের নতুন ক্লাস রুটিন সম্পর্কে আরো জানতে আমাদের কাছে লিখুন।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

স্কুল ছুটির তালিকা ২০২২: সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষাপঞ্জি

কলেজ ছুটির তালিকা ২০২২ (সরকারি-বেসরকারি কলেজের শিক্ষাপঞ্জি)

তথ্যসূত্র-

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।