Home » শিক্ষা সংবাদ » বাংলাদেশের স্কুল কলেজ খুলবে ২২ ফেব্রুয়ারি: আজকের আপডেট খবর

বাংলাদেশের স্কুল কলেজ খুলবে ২২ ফেব্রুয়ারি: আজকের আপডেট খবর

স্কুল কলেজ খুলবে ২২ ফেব্রুয়ারি

বাংলাদেশের মাধ্যমিক পর্যায়ের স্কুল কলেজ খুলবে ২২ ফেব্রুয়ারি। শিক্ষা প্রতিষ্ঠান খোলার সর্বশেষ আজকের আপডেট খবর জানুন।

আজকের আপডেট খবর: বাংলাদেশের স্কুল, কলেজ, মাদ্রাসা ও সমপর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান খুলবে ২২ ফেব্রুয়ারি

অবশেষে বাংলাদেশের মাধ্যমিক পর্যায়ের স্কুল-কলেজ, মাদ্রাসা ও সম পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান খুলছে। শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে আপডেট খবর হচ্ছে- করনার সংক্রমণ কমায় দেশের শিক্ষা প্রতিষ্ঠান আবারো ২২ ফেব্রুয়ারি থেকে খোলা হচ্ছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। নতুন করে আর ২১ ফেব্রুয়ারির পর স্কুল-কলেজের ছুটি বাড়ছে না।

১৭ ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে, তিনি স্কুল-কলেজ খুলে দেওয়ার বিষয়টি নিম্চিত করেছেন।

তবে দেশের প্রাথমিক বিদ্যারয়গুলো খোলা হবে আরো কিছু দিন পর। ১ মার্চ থেকে প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি শিক্ষা কার্যক্রম সশরীরে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ক্লাস পূর্বের নিয়মে শ্রেণি ভিত্তিক ক্লাস রুটিন অনুসারে পরিচালিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

আরো জানুন:

শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল-কলেজ) সাপ্তাহিক ছুটি দুই দিন: শিক্ষামন্ত্রী

কলেজ ছুটির তালিকা ২০২২ (সরকারি-বেসরকারি কলেজের শিক্ষাপঞ্জি)

২০২২ সালের মাদ্রাসার ছুটির তালিকা (সরকারি-বেসরকারি মাদ্রাসা)

স্কুল-কলেজ খুললেও যেভাবে শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাস নেওয়া হবে

স্কুল-কলেজ খুললেও, শিক্ষামন্ত্রী পূর্বের নিয়মে শ্রেণি শিক্ষা পরিচালনার নির্দেশ নিয়েছেন। এই নির্দেশনার আলোকে শিক্ষা প্রতিষ্ঠান খুললে, শ্রেণি কার্যক্রম পরিচালনা করতে হবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে।

সবশেষ ৩০ ডিসেম্বর তারিখে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাধ্যমিক স্তরের শ্রেণি কার্যক্রম পরিচালনায় বেশ কয়েকটি নির্দেশনা দেয়।

সেপ্টেম্বর থেকে জানুয়ারিতে বন্ধের আগ পর্যন্ত একাদশ ও দ্বাদশ শ্রেণিতে প্রতিদিনই ক্লাস হতো। আর পাঠদান করা হতো তিন বিষয়ের।

২০২২ সালের এসএসসি সমমান পরীক্ষার্থীদের সপ্তাহে প্রতিদিন চারটি বিষয়ের ওপর ক্লাস নেয়া হবে।

১০ম শ্রেণির শিক্ষার্থীদের সপ্তাহে প্রতিদিন ক্লাস হবে এবং দিনে তিনটি বিষয়ের ক্লাস নেয়া হবে।

অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য সপ্তাহে দুইদিন তিনটি করে বিষয়ের ওপর ক্লাস নেয়া হবে।

ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের জন্য সপ্তাহে একদিন তিনটি বিষয়ে ক্লাস নেয়া হবে।

২০২২ সালের এইচএসসি সমমান পরীক্ষার্থীদের প্রতিদিন চারটি বিষয়ের ক্লাস নিতে হবে প্রতিষ্ঠানগুলোকে।

তবে পরিস্থিতি বুঝে শিক্ষার্থীদের ক্লাসের সংখ্যা পরবর্তীতে বাড়ানো হবে বলে শিক্ষামন্ত্রী সম্প্রতি জানিয়েছেন।

আরো দেখুন:

২০২২ সালের সরকারি ছুটির তালিকা (বাংলাদেশ ক্যালেন্ডার)

স্কুল ছুটির তালিকা ২০২২: মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষাপঞ্জি

তথ্যসূত্র-

শিক্ষা মন্ত্রণালয়

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।