স্কুল ছুটির তালিকা ২০২৩ pdf (সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়)

২০২৩ সালের সরকারি-বেসরকারি স্কুল ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) স্কুলের এই ছুটির তালিকা প্রকাশ করেছে।

এই প্রতিবেদন থেকে, দেশের সকল মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক শিক্ষাপঞ্জি ও ছুটির প্রজ্ঞাপনের pdf ক্যালেন্ডার দেখুন।

২০২৩ সালের সরকারি-বেসরকারি মাধ্যমিক স্কুল ছুটির তালিকা pdf download

২০২৩ সালের দেশের সকল সরকারি-বেসরকারি মাধ্যমিক স্কুল ছুটির তালিকা প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে, শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোছামাৎ রহিমা আক্তার স্বাক্ষরিত ছুটির প্রজ্ঞাপন জারি করেন।

স্কুল ছুটির প্রজ্ঞাপনের পিডিএফ কপি ২৯ ডিসেম্বর ২০২২ খ্রি. তারিখে, শিক্ষা অধিদপ্তরের দাপ্তরিক ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

২০২৩ সালের স্কুল ছুটির প্রজ্ঞাপন অনুসারে, প্রতিষ্ঠান প্রধানের সংরক্ষিত ছুটি সহ মোট ৭৬ দিন মাধ্যমিক স্কুলে ছুটি থাকবে।

নিচের অনুচ্ছেদে দীর্ঘ দিনের একটানা প্রধান-প্রধান ছুটি সমূহ উল্লেখ করা হলো। এছাড়া জাতীয় ও ধর্মীয় দিবস সমূহের ছুটিগুলো দেখুন এই প্রতিবেদনে যুক্ত ছুটির পিডিএফ তালিকা থেকে।

আরো জানুন:

সরকারি ছুটির তালিকা ২০২৩ বাংলাদেশ সরকারের ক্যালেন্ডার pdf

২০২৩ সালের সরকারি-বেসরকারি কলেজের ছুটির তালিকা pdf

মাধ্যমিক ও নিম্ন-মাধ্যমিক স্কুল ছুটির তালিকা (সরকারি-বেসরকারি) pdf download

২৩ মার্চ ২০২৩ থেকে ২৭ এপ্রিল ২০২৩ খ্রি. তারিখ পর্যন্ত ২৬ দিন স্কুলে একটানা ছুটি থাকবে। যেসব কারণে এসব দিনে ছুটি থাকবে তা হলো- পবিত্র রমান, স্বাধীনতা ও জাতীয় দিবস, ইস্টার সানডে, বৈশাবী, নববর্ষ, শব-ই-ক্বদর, জুমাতুল-বিদা ও ঈদুল-ফিতর।

পবিত্র ঈদুল-আযহার জন্য ৯ দিন দেশের সকল মাধ্যমিক স্কুল বন্ধ থাকবে। ২৫ জুন হতে ৫ জুলাই ২০২৩ খ্রি. তারিখ পর্যন্ত স্কুলে ছুটি থাকবে।

২০ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত ১০ দিন গ্রীষ্মকালীন অবকাশ, হিজরী নববর্ষ ও আশুরা উপলক্ষে স্কুল বন্ধ থাকবে।

দূর্গাপুজা, ফাতেহা-ইয়াজ-দাহাম, শ্রী শ্রী লক্ষ্মীপূজা, প্রবারণা পূর্ণিমা উপলক্ষে ২০ অক্টোবর হতে ২৮ অক্টোবর ২০২৩ পর্যন্ত স্কুলে ছুটি থাকবে।

১৩ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর ২০২৩ খ্রি. তারিখ পর্যন্ত সবশেষ একটানা ১১ দিন স্কুল ছুটি থাকবে। শীতকালীন অবকাশ, বিজয় দিবস, যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে এসব দিনে মাধ্যমিক স্কুল বন্ধ থাকবে।

নিচের অনুচ্ছেদে যুক্ত ছুটির তালিকা থেকে সকল  জাতীয় ও ধর্মীয় দিবসের ছুটির বিবরণ দেখুন।

স্কুল ছুটির তালিকা ২০২৩

মাধ্যমিক স্কুলের ছুটির তালিকা ২০২২

মাধ্যমিক স্কুলের অর্ধ-বার্ষিক, বার্ষিক, প্রাক-নির্বাচনী, নির্বাচনী পরীক্ষার সময়সূচি

২০২৩ সালের ছুটির তালিকায় দেশের সকল মাধ্যমিক স্কুলের শিক্ষা বর্ষপঞ্জি নির্ধারণ করেছে শিক্ষা অধিদপ্তর। স্কুলের সকল শ্রেণির পরীক্ষার তারিখ নির্ধারণ করে দেওয়া হয়েছে।

যেসব সময়সূচি অনুসারে স্কুলের পরীক্ষা সমূহ অনুষ্ঠিত হবে তার তারিখ নিম্নে উল্লেখ করা হলো-

মাধ্যমিক স্কুলের অর্ধ-বাষিক ও প্রাক-নির্বাচনী পরীক্ষা শুরু হবে ১ জুন ২০২৩ খ্রি. তারিখ বৃহস্পতিবার থেকে। পরীক্ষা গ্রহণ চলবে ১৮ জুন ২০২৩ খ্রি. তারিখ রবিবার পর্যন্ত। ফলাফল প্রকাশ ১২ জুলাই ২০২৩ খ্রি. তারিখে।

স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে ১ অক্টোবর হতে ১৬ অক্টোবর ২০২৩ খ্রি. তারিখ পর্যন্ত। ফলাফল প্রকাশিত হবে ১ নভেম্বর ২০২৩ খ্রি. তারিখে।

স্কুলের সকল শ্রেণির বার্ষিক পরীক্ষা গ্রহণ চলবে ২৩ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর ২০২৩ খ্রি. তারিখ পর্যন্ত। ২৮ ডিসেম্বর বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করতে হবে।

মাউশি অধিদপ্তরের ছুটির প্রজ্ঞাপন: শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি নির্দেশনা

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) ছুটির প্রজ্ঞাপনে, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি ১১টি বিশেষ নির্দেশনা দিয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানকে এসব নির্দেশাবলী মেনে চলতে হবে।

১. শিক্ষাবর্ষ হবে ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর ২০২৩ খ্রি: পর্যন্ত সরকার ঘোষিত নির্দেশনার আলোকে পাঠ্যপুস্তক বিতরণ
করতে হুবে।

২. পরীক্ষার সময়সূচি অনুযায়ী অর্ধ-বার্ষিক পরীক্ষা, প্রাক নির্বাচনী পরীক্ষা ও বার্ষিক পরীক্ষা গ্রহণ নিশ্চিত করতে হবে।

বার্ষিক পরীক্ষার উত্তরপত্র অন্তত ১ (এক) বছর সংরক্ষণ করতে হবে। প্রতি পরীক্ষার সময় ১২ কর্মদিবসের বেশি হবে না৷

৩. স্ব-স্ব বিদ্যালয়ের পরীক্ষার প্রশ্নপত্র (পাবলিক পরীক্ষা ব্যতিত) নিজেরাই প্রণয়ন করবেন। কোনো অবস্থাতেই অন্য কোনো উৎস থেকে সংগৃহীত প্রশ্নপত্রে পরীক্ষা নেয়া যাবে না।

৪. পরীক্ষার নির্ধারিত তারিখ কোনভাবেই পরিবর্তন করা যাবে না। তবে কোনো বিশেষ কারণে পরীক্ষার তারিখ পরিবর্তন করতে হলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পূর্বানুমতি গ্রহণ করতে হবে।

৫. মাধ্যমিক স্কুলে বছরে মোট ছুটি থাকবে ৭৬ দিন ((শুক্র ও শনিবার ব্যতিত)।

৬. কোনো সরকারি কর্মকর্তার পরিদর্শন উপলক্ষে বিদ্যালয় ছুটি দেয়া যাবে না এবং সংবর্ধনা/পরিদর্শন উপলক্ষে শিক্ষার্থীদের ক্লাস
যাবে না৷

কোন সংবর্ধিত/পরিদর্শনকারী ব্যক্তির প্রতি সম্মান প্রদর্শনের জন্য শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করানো যাবে না৷

৭. ছুটিকালীন অনুষ্ঠেয় ভর্তি কার্যক্রম সম্পাদন ও অন্যান্য পরীক্ষা অনুষ্ঠানের জন্য প্রয়োজনে বিদ্যালয় খোলা রাখতে হুবে।

৮. এসএসসি পরীক্ষার সময় পরীক্ষা কেন্দ্র ব্যতিত অন্যান্য বিদ্যালয় সমুহে যথারীতি শ্রেণি কার্যক্রম চালু থাকবে।

৯. জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ দিবস যেমন- ২১ ফেব্রুয়ারি, ১৭ মার্চ, ২৬ মার্চ, ১৫ আগস্ট ও ১৬ ডিসেম্বর যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে বিদ্যালয়ে দিবস সমূহ উদ্‌যাপন করতে হবে।

১০. শেখ রাসেল দিবস (১৮ অক্টোবর) যথাযথ মর্যাদায় উদ্যাপন করতে হবে।

১১. প্রতিটি বিদ্যালয়ে সরকার কর্তৃক ঘোষিত সময়সূচি অনুযায়ী বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা আয়োজন ও শিক্ষাসপ্তাহ পালন করতে হবে।

২০২৩ সালের মাধ্যমিক স্কুলের ছুটি তালিকা সম্পর্কে কোন প্রশ্ন থাকলে আমাদের লিখে জানান।

আরো দেখুন:

ব্যাংক ছুটির তালিকা ২০২৩ (সরকারি-বেসরকারি ব্যাংকের বন্ধের দিন)

ব্যাংক লেনদেনের সময়সূচি ২০২৩ (সকল ব্যাংকের অফিস খোলার সময়)

তথ্যসূত্র-

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।