স্নাতক (ডিগ্রি) ১ম বর্ষ উপবৃত্তি সংক্রান্ত নোটিশ ২০২৩

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট ২০২৩ সালের স্নাতক (ডিগ্রি সমমান শ্রেণির ১ম বর্ষ) উপবৃত্তি সংক্রান্ত নোটিশ প্রকাশ করেছে। অনলাইনে pmeat.gov.bd ওয়েবসাইটে শিক্ষার্থীদের এই আবেদন করতে হবে।

কলেজ-মাদ্রাসার ডিগ্রি উপবৃত্তির অনলাইন আবেদন শুরু হয়েছে ১৫ মার্চ থেকে। আবেদন করা যাবে ৬ এপ্রিল ২০২৩ খ্রি. তারিখ পর্যন্ত।

স্নাতক (ডিগ্রি সমমান ১ম বর্ষ) উপবৃত্তি সংক্রান্ত নোটিশ ২০২৩

২০২০-২০২১ শিক্ষাবর্ষের স্নাতক ও সমমান শ্রেণির দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি দিবে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট।

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট হতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়/কলেজ/মাদ্রাসায় অধ্যয়নরত স্নাতক ও সমমান পর্যায়ের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান করা হবে।

ইতোমধ্যে সকল বিশ্ববিদ্যালয়, কলেজ ও মাদ্রাসায় ২০২০-২১ শিক্ষাবর্ষের ডিগ্রি সমমান পর্যায়ের ভর্তি পরীক্ষা গ্রহণ এবং শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি প্রায় সম্পন্ন হয়েছে। এসব শিক্ষার্থীদের উপবৃত্তির জন্য অনলাইন আবেদন করতে বলেছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট।

ডিগ্রি শিক্ষার্থীদের ১৫ মার্চ থেকে ৬ এপ্রিল ২০২৩ খ্রি. তারিখের মধ্যে স্নাতক উপবৃত্তি আবেদন করতে হবে।

অনলাইনে https://estipend.pmeat.gov.bd/ এই ঠিকানায় গিয়ে ভর্তি সহায়তা আবেদন করতে হবে।

যেসব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপবৃত্তি পাবেন

জাতীয় বিশ্ববিদ্যালয়, ইসলামি আরবি বিশ্ববিদালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত ডিগ্রি ১ম বর্ষ সমমান অধ্যায়নরত শিক্ষার্থীরা উপবৃত্তি পাবেন।

২০২০-২০২১ শিক্ষাবর্ষের ডিগ্রি উপবৃত্তি পাওয়ার শর্ত

উপবৃত্তি প্রাপ্তির জন্য শিক্ষার্থীকে ডিগ্রি (পাস)/ফাজিল পর্যায়ে অধ্যয়নরত নিয়মিত শিক্ষার্থী হতে হবে।

নিয়মিত শিক্ষার্থী হিসেবে শ্রেণীকক্ষে (ক্লাস) কমপক্ষে ৭৫% উপস্থিত থাকতে হবে।

উপবৃত্তি প্রাপ্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীর অভিভাবকের বার্ষিক আয় মোট ১,০০,০০০/- (এক লক্ষ) টাকার কম হতে হবে।

অভিভাবক/পিতা-মাতার মোট জমির পরিমাণ সিটি কর্পোরেশন এলাকায় বসবাসকারী ০.০৫ (দশমিক শূন্য পাঁচ) শতাংশ এবং অন্যান্য এলাকায় ০.৭৫ (দশমিক পঁচাত্তর) শতাংশের কম জমি থাকতে হবে।

আরো জানুন:

উপবৃত্তির জন্য আবেদন ২০২৩: আবেদন ফরম পূরণ করার নিয়ম

এ বিষয়ে বিস্তারিত জানুন নিচের বিজ্ঞপ্তি হতে।

ডিগ্রি উপবৃত্তি আবেদন ২০২৩

pmeat.gov.bd ওয়েবসাইটে উপবৃত্তি আবেদন ফরম পূরণ করার নিয়ম

অনলাইনে ভর্তি সহায়তার উপবৃত্তির আবেদন করতে নিচের ঠিকানাটি ব্রাউজ করুন।

https://estipend.pmeat.gov.bd/

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট এর অনলাইন পেজে পৌঁছালে, এখানে আবেদন করার নিয়মাবলী ও নির্দেশনা পাওয়া যাবে।

কোন একজন শিক্ষার্থীকে উপবৃত্তির আবেদন করতে প্রথমেই অনলাইনে নিবন্ধন  করতে হবে। পূর্বে নিবন্ধন থাকলে নতুন করে করার দরকার নাই। সেক্ষেত্রে লগইন করে আবেদন করতে হবে।

নিবন্ধন করা শেষ হলে শিক্ষা সহায়তা ট্রাস্ট এর ওয়েবসাইটে লগইন করে, শিক্ষার্থীর সকল তথ্য পূরণ করে অনলাইনে আবেদনপত্র প্রেরণ করতে হবে।

২০২৩ সালের স্নাতক (ডিগ্রি সমমান ১ম বর্ষের) উপবৃত্তি আবেদন করতে অসুবিধা হলে আমাদের লিখে জানান।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

মাদ্রাসার ভর্তি সহায়তা উপবৃত্তি আবেদন ১-৩০ মার্চ ২০২৩ পর্যন্ত

তথ্যসূত্র-

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট

34 Comments

  1. Abidur rahman বলেছেন:

    Abedon korar shomoy father er nid card a bul hoye gase. Akon ke taka ta pete problm hobe. Baki shob kesu tik ase

    1. এটা স্নাতক শ্রেণিতে ভর্তি সহায়তা উপবৃত্তির আবেদনের নোটিশ। আপনার বাবার এনআইডি ভুল হয়ে থাকলে প্রতিষ্ঠানে যোগাযোগ করুন।

    2. Al-Amin বলেছেন:

      Sir apnare je websider link dicen sei linke tw 28/29 tarik projonto cheast korteci kintu linke tw dhuktesena

  2. মোসাঃ লিমা খাতুন বলেছেন:

    স্যার নিবন্ধন করার সময় অন্য একজনের মোবাইল নম্বার দিয়ে দিয়েছি এখন কি উপায়

    1. আবেদন এডিট করার অপশন আছে কীনা তা দেখুন।

    1. আপনি যে প্রতিষ্ঠানে ভর্তি হয়েছেন সেখান থেকে।

  3. MD Abu sayem বলেছেন:

    এখন আবেদন করতে করতে পারছি না কেন?

    1. বিজ্ঞপ্তি দেখুন। আবেদনের সময় পার হয়ে গেছে কি না দেখুন।

  4. Sonia বলেছেন:

    ami abedon koresi kintu college er information dei nii ekhon r oi page a dhukte parsi na ekhon amr ki kora uchit

    1. আপনি একজন অভিজ্ঞ কম্পিউটার অপারেটরের সাহায্য নিন।

  5. Masuma বলেছেন:

    website error kno?,,apply to korte partesi na

    1. এটা সার্ভারের সমস্যা হতে পারে।

    2. hafeez hussain বলেছেন:

      server problem last date kobe jano nah ki

  6. সেলিম হুসাইন বলেছেন:

    ভাই অনার্স ২য় বর্ষে ভর্তি সহায়তার জন্য আবেদন করতে পারতেছি না,,, সমস্যা কি জানাবেন প্লিজ

  7. Ahad বলেছেন:

    আজকে লাস্ট ডেট ২৯/৯/২০২২ইং ভতি সহায়তা আবেদন সাইটটি ওপেন হচ্ছেনা কেন

  8. eqbalhasan বলেছেন:

    আমি বিগত কয়েকদিন যাবত আবেদনের চেষ্টা করছি কিন্তু কোন ভাবেই করতে পারছি না। লেখা আসতেছে This site can’t be reached

  9. Ahad sorkar বলেছেন:

    সার/ জনাব,,আমি স্নাতক ভতি সহায়তার জন্য আবেদন করেছি, কিন্তু আবেদন সাইটি বন্ধ থাকার কারনে প্রতিষ্টানের প্রতায়ন পএ/ সুপারিশ ফরম জমা দিতে পারছিনা, আজকেই লাষ্ট ডেট (২৯-৯-২০২২)৷৷৷ Please help me.

  10. Suja বলেছেন:

    Ami registation korse kintu web side loge in korta parsena tar karon kii…. ?

  11. Sadiya বলেছেন:

    আসসালামুয়ালাইকুম। এই শিক্ষা সহায়তা ট্রাস্ট এর লিঙ্ক এ সার্ভার ডাউন আজ শেষ তারিখ আজও একই অবস্থা এমন হলে তো আজ অনেকেই আবেদন করতে পারবেন না । এটার কোন সমাধান থাকলে জানান। না হলে সময় বাড়িয়ে দিক তাছাড়া আমরা অনেকেই যাদের দরকার আমরা এ সুবিধা হতে বঞ্চিত হব

  12. রাজ বলেছেন:

    আমি ভর্তি সহায়াতা পেজ এ আবেদন করতে পারছি না erorr দেখাচ্ছে আজকে ০৩/১০/২০২২ তারিখ প্লিজ হেল্প করেন

    1. ৬ তারিখ পর্যন্ত ভর্তি আবেদন করা যাবে। আপনি অভিজ্ঞ একজন কম্পিউটার অপারেটরের সাহায্য নিন।

  13. Jasim Uddin বলেছেন:

    স্যার
    এখনও ত আবেদন করা যাচ্ছে না কখন থেকে সার্ভার টা ভাল ভাবে চালু হবে

    1. ২ তারিখ বিকাল থেকে সার্ভার পুনরায় চালু হওয়ার কথা। আবেদন করা যাবে ৬ অক্টোর পর্যন্ত।

  14. তুষার রায় বলেছেন:

    ভর্তি সহায়তা আবেদনে আমার মোবাইল নাম্বার ভুল হয়েছে। তুষার রায়, মোবাইল নাম্বার:০১৭৯০৪৮৩৫৮৪; জন্ম নিবন্ধন নাম্বার:২০০৩২৭১৩০৩১১০৬০৬৮

  15. রুকাইয়া বলেছেন:

    স্যার, আমি আবেদন করেছি,এখন উপবৃত্তি হয়েছে কিনা সেটা কিভাবে জানবো?

    1. আপনার আবেদন গ্রহণযোগ্য হলে পরে জানতে পারবেন।

  16. রবিন বলেছেন:

    আবেদনের রেজাল্ট কবে এবং কিভাবে দেওয়া হবে??? এই ব্যাপারে তো সুনির্দিষ্ট ভাবে কিছু বলে নাই, শুধু বলছে ফোনে এস এম এস আসবে কিন্তু এখনো আসে নাই কোনো এস এম এস এবং কবে পরজন্ত এস এম এস দিবে তাও বলে নাই 😭

    1. রেজাল্ট প্রকাশের তথ্য পত্র পত্রিকা থেকে অনলাইনে জানতে পারবেন।

  17. রিপন আহমেদ বলেছেন:

    এই টাকা কবে নাগাদ দিবে

  18. তানজিলা আক্তার বলেছেন:

    Hon’s er jonno ki upobrittir abedon somoy kal ses??

  19. H M Amir বলেছেন:

    স্যার আমি আবেদন করছি,
    এখন প্রোফাইল চেক করলাম ।
    বলতেছে আপনার বর্তমান অবস্থা শিক্ষা প্রতিস্ঠান কর্তিক পেরিত।
    বিষয় টা কি..?

    1. বিষয়টি বুঝলাম না। তবে এখানে শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক আবেদন প্রেরণ করা কথাটা বোঝানো হতে পারে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

17 + eighteen =