ডিগ্রি অনার্স সমমান স্নাতক উপবৃত্তি নোটিশ ২০২৩

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট ২০২৩ সালের স্নাতক (অনার্স, ডিগ্রি সমমান শ্রেণির ১ম বর্ষ) উপবৃত্তি সংক্রান্ত নোটিশ প্রকাশ করেছে।

অনলাইনে pmeat.gov.bd ওয়েবসাইটে শিক্ষার্থীদের এই আবেদন করতে হবে। উপবৃত্তির অনলাইন আবেদন চলবে ৭ আগস্ট থেকে ২১ সেপ্টেম্বর তারিখ পর্যন্ত।

ডিগ্রি অনার্স সমমান স্নাতক উপবৃত্তি সংক্রান্ত নোটিশ ২০২৩: ১ম বর্ষ ভর্তি সহায়তা আবেদন

২০২২-২০২৩ শিক্ষাবর্ষের স্নাতক অনার্স, ডিগ্রি ও সমমান শ্রেণির দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের ভর্তি সহায়তা উপবৃত্তি প্রদান করবে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট।

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট হতে দেশের সকল সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও সমমান প্রতিষ্ঠানে অধ্যয়নরত স্নাতক ও সমমান পর্যায়ের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের ভর্তি সহায়তা উপবৃত্তি প্রদান করা হবে।

ইতোমধ্যে সকল বিশ্ববিদ্যালয়, কলেজ ও মাদ্রাসায় ২০২২-২৩ শিক্ষাবর্ষের অনার্স, ডিগ্রি ও সমমান পর্যায়ের শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি প্রায় সম্পন্ন হয়েছে।

ভর্তিকৃত এসব শিক্ষার্থীদের ভর্তি সহায়তা উপবৃত্তির জন্য অনলাইন আবেদন করতে বলেছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট।

স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের ০৭/৮/২০২৩ থেকে ২১/৯/২০২৩ খ্রি: তারিখের মধ্যে ভর্তি সহায়তা উপবৃত্তি আবেদন করতে হবে (বর্ধিত সময়)।

এ বিষয়ে বিস্তারিত জানুন নিচের বিজ্ঞপ্তি হতে।

স্নাতক ভর্তি সহায়তা উপবৃত্তি আবেদন নোটিশ ২০২৩

আরো জানুন:

উপবৃত্তির জন্য আবেদন ২০২৩: আবেদন ফরম পূরণ করার নিয়ম

সরকারি ছুটির তালিকা ২০২৩ বাংলাদেশ সরকারের ক্যালেন্ডার pdf

pmeat.gov.bd ওয়েবসাইটে উপবৃত্তি আবেদন করতে যেসব কাগজপত্র লাগবে

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃক ওয়েবসাইটের ভর্তি সহায়তা সেবা বক্সে আপলোডকৃত নির্ধারিত ফর্ম ডাউনলোড ও প্রিন্ট করে শিক্ষার্থী যে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিকৃত, সে শিক্ষা প্রতিষ্ঠান/বিভাগীয় প্রধানের নিকট থেকে সুপারিশ গ্রহণ করে আবেদন করতে হবে।

প্রজাতন্ত্রের বেসামরিক কর্মে নিয়োজিত সকল সরকারি-আধাসরকারি-স্বায়ত্তশাসিত দপ্তর ও সাংবিধানিক প্রতিষ্ঠানে কর্মরত ‘জাতীয় বেতন স্কেল, ২০১৫’ অনুযায়ী ১৩ থেকে ২০তম গ্রেডের সকল কর্মচারীর সন্তানগণকে আবেদনপত্রের সাথে অফিস প্রধান কর্তৃক প্রদত্ত পিতা/মাতা/অভিভাবকের বেতনের গ্রেড সংক্রান্ত প্রত্যয়ন সংযুক্ত করবেন।

এছাড়া, অন্যান্য শিক্ষার্থীর ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান/বিভাগীয় প্রধান কর্তৃক প্রদত্ত শিক্ষার্থীর পিতা/মাতা/অভিভাবকের বাৎসরিক আয় দুই লক্ষ টাকার কম মর্মে প্রত্যয়নপত্র সংযুক্ত করতে হবে।

প্রতিবন্ধী শিক্ষার্থী, এতিম শিক্ষার্থী, ভূমিহীন পরিবারের সন্তান, নদী ভাঙ্গন পরিবারের সন্তান, অস্বচ্ছল মুক্তিযোদ্ধার সন্তান/সন্তানের সন্তানগণ ভর্তি সহায়তা প্রাপ্তির ক্ষেত্রে অগ্রাধিকার প্রাপ্তির স্বপক্ষে প্রমাণপত্র সংযুক্ত করতে হবে।

স্নাতক (পাস ও অনার্স)/সমমান শ্রেণিতে ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তিকৃত ১ম বর্ষের অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে ভর্তি সহায়তার আবেদনের সাথে সর্বশেষ যে শ্রেণি বা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তার সত্যায়িত নম্বরপত্র সংযুক্ত করতে হবে।

ভর্তি সহায়তা উপবৃত্তি আবেদন ফরম পূরণ করার নিয়ম (pmeat.gov.bd)

স্নাতক (পাস ও অনার্স) সমমান শ্রেণিতে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ভর্তিকৃত ১ম বর্ষের অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা ভর্তি নিশ্চিতকরণে ভর্তি সহায়তার আবেদনের ক্ষেত্রে ই-ভর্তি সহায়তার ব্যবহার নির্দেশিকা অনুসরণ করতে হবে।

অনলাইনে ভর্তি সহায়তার উপবৃত্তির আবেদন করতে নিচের ঠিকানাটি ব্রাউজ করুন।

https://www.eservice.pmeat.gov.bd/admission

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট এর অনলাইন পেজে পৌঁছালে, এখানে আবেদন করার নিয়মাবলী ও নির্দেশনা পাওয়া যাবে।

কোন একজন শিক্ষার্থীকে উপবৃত্তির আবেদন করতে প্রথমেই অনলাইনে নিবন্ধন  করতে হবে। পূর্বে নিবন্ধন থাকলে নতুন করে করার দরকার নাই। সেক্ষেত্রে লগইন করে আবেদন করতে হবে।

শিক্ষা সহায়তা ট্রাস্ট এর ওয়েবসাইটে লগইন করে, শিক্ষার্থীর সকল তথ্য পূরণ করে অনলাইনে আবেদনপত্র প্রেরণ করতে হবে।

২০২৩ সালের স্নাতক (অনার্স, ডিগ্রি সমমান ১ম বর্ষের) ভর্তি সহায়তা উপবৃত্তি আবেদন করতে অসুবিধা হলে আমাদের লিখে জানান।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

মাদ্রাসার ছুটির তালিকা ২০২৩ pdf [সরকারি-বেসরকারি মাদ্রাসা]

২০২৩ সালের সরকারি-বেসরকারি কলেজের ছুটির তালিকা pdf

ব্যাংক ছুটির তালিকা ২০২৩ (সরকারি-বেসরকারি ব্যাংকের বন্ধের দিন)

তথ্যসূত্র-

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট

“ডিগ্রি অনার্স সমমান স্নাতক উপবৃত্তি নোটিশ ২০২৩”-এ 35-টি মন্তব্য

  1. সার/ জনাব,,আমি স্নাতক ভতি সহায়তার জন্য আবেদন করেছি, কিন্তু আবেদন সাইটি বন্ধ থাকার কারনে প্রতিষ্টানের প্রতায়ন পএ/ সুপারিশ ফরম জমা দিতে পারছিনা, আজকেই লাষ্ট ডেট (২৯-৯-২০২২)৷৷৷ Please help me.

    জবাব
  2. আসসালামুয়ালাইকুম। এই শিক্ষা সহায়তা ট্রাস্ট এর লিঙ্ক এ সার্ভার ডাউন আজ শেষ তারিখ আজও একই অবস্থা এমন হলে তো আজ অনেকেই আবেদন করতে পারবেন না । এটার কোন সমাধান থাকলে জানান। না হলে সময় বাড়িয়ে দিক তাছাড়া আমরা অনেকেই যাদের দরকার আমরা এ সুবিধা হতে বঞ্চিত হব

    জবাব
  3. ভর্তি সহায়তা আবেদনে আমার মোবাইল নাম্বার ভুল হয়েছে। তুষার রায়, মোবাইল নাম্বার:০১৭৯০৪৮৩৫৮৪; জন্ম নিবন্ধন নাম্বার:২০০৩২৭১৩০৩১১০৬০৬৮

    জবাব
  4. আবেদনের রেজাল্ট কবে এবং কিভাবে দেওয়া হবে??? এই ব্যাপারে তো সুনির্দিষ্ট ভাবে কিছু বলে নাই, শুধু বলছে ফোনে এস এম এস আসবে কিন্তু এখনো আসে নাই কোনো এস এম এস এবং কবে পরজন্ত এস এম এস দিবে তাও বলে নাই 😭

    জবাব

মন্তব্য করুন