Alim Short Syllabus 2023: আলিম পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস ২০২৩

Alim Syllabus Short 2023 (Mark Distribution): ২০২৩ সালের আলিম পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস, বিষয় কাঠামো, বিষয় ভিত্তিক প্রশ্নপত্রের ধারা ও নম্বরবণ্টন প্রকাশ করেছে মাদ্রাসা শিক্ষা বোর্ড।

উল্লেখ্য, ২০২২ সালের আলিম পরীক্ষার্থীদের জন্য প্রণীত সংক্ষিপ্ত সিলেবাসের ভিত্তিতে, ২০২৩ সালের আলিম পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাই ২৬ জুলাই তারিখে বোর্ডের ওয়েবসাইটে সিলেবাসের কপি নতুন করে আবারো প্রকাশ করা হয়েছে।

Alim Short Syllabus pdf 2023: আলিম পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস, বিষয় কাঠামো ও প্রশ্নের মানবণ্টন ২০২৩

মাদ্রাসা শিক্ষা বোর্ড ২০২৩ সালে অনুষ্ঠিতব্য আলিম পরীক্ষার পুনবিন্যাসকৃত সংক্ষিপ্ত সিলেবাস (পাঠ্যসূচি) প্রকাশ করেছে।

একই সাথে মাদ্রাসা বোর্ডের আলিম পরীক্ষার বিষয় কাঠামো, বিষয় ভিত্তিক প্রশ্নের ধারা ও নম্বরবণ্টন প্রকাশ করা হয়েছে।

মাদ্রাসা বোর্ডের দাপ্তরিক ওয়েবসাইটে (bmeb.gov.bd), ২৬ জুলাই ২০২২ খ্রি. তারিখে আলিম পরীক্ষার সিলেবাস প্রকাশ করা হয়।

১২ এপ্রিল ২০২২ খ্রি. তারিখে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, ২০২৩ সালের আলিম পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হবে। তিনি আরো জানিয়েছেন, আলিম সমমান পরীক্ষা জুন মাসে অনুষ্ঠিত হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সংক্ষিপ্ত সিলেবাস ও পরীক্ষা অনুষ্ঠানের বিষয়টি নিশ্চিত করেছেন।

(নিচের অনুচ্ছেদের লিংক থেকে পিডিএফ ভার্সনের, একাদশ-দ্বাদশ শ্রেণির আলিম পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস সংগ্রহ করুন)

আরো জানুন:

এসএসসি-এইচএসসি দাখিল-আলিম পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস ২০২৩

আলিম পরীক্ষা 2022: সংক্ষিপ্ত সিলেবাস ও বিষয়-প্রশ্ন পত্রের নম্বর বিভাজন

দাখিল পরীক্ষার ফরম ফিলাপ ২০২২: Dakhil eFF Form Fill-up 2022

আলিম পরীক্ষার সিলেবাস, বিষয় কাঠামো ও প্রশ্নের নম্বরবণ্টন ২০২৩ (একাদশ-দ্বাদশ শ্রেণি)

শিক্সামন্ত্রীর তথ্য অনুসারে, ২০২৩ সালের আলিম, এইচএসসি সমমান পরীক্ষা জুন মাসে অনুষ্ঠিত হবে। সব বিষয়ে পূর্ণ নম্বরে বোর্ড নির্ধারিত দিন-তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

২০২৩ সালে মাদ্রাসা ও  কলেজের আলিম ও এইচএসসি পরীক্ষার্থীদের ক্লাস চলবে মার্চ পর্যন্ত। জুন মাসে পরীক্ষা গ্রহণ করা হবে।

আলিম একাদশ-দ্বাদশ শ্রেণির সংক্ষিপ্ত সিলেবাস ও বিষয় কাঠামো ও নম্বরবণ্টন সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে, নিচের লিংকগুলোর একটিতে ক্লিক করুন।

Madrasah Board Alim Short Syllabus Mark Distribution 2023

২০২৩ সালের আলিম পরীক্ষা, ২০২২ সালের আলিমের সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হবে। ২৬ জুলাই ২০২২ খ্রি. তারিখে বোর্ডের ওয়েবসাইটে ২০২৩ সালের আলিম পরীক্ষার পুনর্বিন্যাসকৃত সিলেবাস প্রকাশ করা হয়েছে।

আগামী বছেরর আলিম সকল বিষয়ে অনুষ্ঠিত হবে। প্রশ্নপত্রের পূর্ণ নম্বর ও সময় স্বাভাবিক সময়ের মত থাকবে বলে জানানো হয়েছে।

মাদ্রাসা বোর্ডের আলিম পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাসের পিডিএফ পেতে এখানে ক্লিক করুন

উপরের লিংক থেকে কোন কারণে সিলেবাস পেতে সমস্যা হলে, নিচের গুগল ড্রাইভ লিংক থেকে তা সংগ্রহ করতে পারেন।

গুগল ড্রাইভে সংরক্ষিত আলিম পরীক্ষার সিলেবাস পেতে এখানে ক্লিক করুন

২০২৩ সালের আলিম পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস সংগ্রহ করতে অসুবিধা হলে, আমাদের লিখে জানান। তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

দাখিল পরীক্ষা ২০২২: সংক্ষিপ্ত সিলেবাস ও পরীক্ষার নম্বর বিভাজন

ইবতেদায়ী সিলেবাস ২০২২ (১ম-৫ম শ্রেণি ও শিক্ষা সমাপনী পরীক্ষা)

২০২২ সালের জেডিসি পরীক্ষার সিলেবাস (৬ষ্ঠ-৮ম শ্রেণির নম্বর বণ্টন)

তথ্যসূত্র-

মাদ্রাসা শিক্ষা বোর্ড

30 Comments

  1. Md Sakibul Hasan বলেছেন:

    আমার 2023 সালের আলিম পরিক্ষার্থীদের সিলেবাস চাই আমি একটা ইমেল দিতেচি কষ্ট করে এই নাম্বারে পাঠিয়ে দিয়েন.

    1. এই প্রতিবেদনের লিংক থেকে সিলেবাস সংগ্রহের চেষ্টা করুন। অভিজ্ঞ কোন ব্যক্তির সাহায্য নিন। না পারলে পরে চেষ্ঠা করে দেখবো।

    2. Farukul islam বলেছেন:

      আমাকে দুই সালের সংক্ষিপ্ত সিলেবাস দেন

    3. এই প্রতিবেদনে ২০২২ সালের আলিম সিলেবাস সংগ্রহের লিংক দেওয়া আছে। ২০২২ সালের সিলেবাস ২০২৩ সালের আলিম পরীক্ষার জন্য প্রযোজ্য হবে। শিক্ষামন্ত্রী এমনটা বলেছেন।

    4. Sumon বলেছেন:

      Sumon

    5. বলেছেন:

      কুরআন

    6. Md sakebul Islam Tanvir বলেছেন:

      আমার ২০২৩ সাল এ আলিম পরিক্ষা এর সিলেবাস লাগবে আমার মেইলে পাঠালে ভালো হয়।

    7. এই প্রতিবেদনের দেওয়া লিংক থেকে সহজে আলিমের সংক্ষিপ্ত সিলেবাস সংগ্রহ করতে পারবেন। অভিজ্ঞ কারো সাহায্য নিন।

    8. Md Masud Rana বলেছেন:

      Alim Short syllabus 2023 lagbe

    9. এই প্রতিবেদনে সিলেবাসের কপি সংগ্রহের লিংক দেওয়া আছে। সংগ্রহ করুন।

  2. Abu Naim বলেছেন:

    আলিম ২০২৩ এ কি আই.সি.টি. পরীক্ষা হবে?

    1. 2023 সালে সব বিষয়ের পরীক্ষা হবে। তবে এই সব পরীক্ষা ২০২২ সালের সংক্ষিপ্ত সিলেবাস অনুসরণ করে অনুষ্ঠিত হবে।

  3. Maria বলেছেন:

    ইংরেজি সিলেবাসের মানবন্টন দেন প্লিজ।

    1. ২০২৩ সালের মানবন্টন এখনো প্রকাশ করা হয়নি। তবে সংক্ষিপ্ত সিলেবাসে, প্রশ্নের পূর্ণ নম্বর ও সব বিষয়ে পরীক্ষা হবে।

    2. Md Riaz Hossain বলেছেন:

      Hmm

  4. Tafsir বলেছেন:

    ২০২৩সালে আলিম এর পূর্ণ বিন্যাকৃত
    শর্ট সিলেবাস

  5. মুহাম্মদ দেলোয়ার হোসেন দিপু বলেছেন:

    সিলেবাস ডাউনলোড হচ্ছে নাহ।

    1. মোবাইলে সিলেবাস ডাউনলোড করতে সমস্যা হতে পারে। আপনি অভিজ্ঞ লোকের সাহায্য নিন।

    2. Abdus Samad বলেছেন:

      2023 সিলেবাস জন্য আবেদন

    3. Rakibul Islam Farid বলেছেন:

      তাদের সংশোধন সিলেবাস পকাশ হলেছে কবে

  6. সোহেল রানা বলেছেন:

    বিষয় কি কমানো হবে নাকি ?

    1. না, কমানো হবে না।

  7. Arkanur Rahman Nayemi বলেছেন:

    ২০২৩ সালের শর্ট সিলেবাস পাচ্ছি না দয়া করে ব্যবস্থা করে দিন

    1. ২০২৩ সালের আলিম পরীক্ষার সিলেবাস এই প্রতিবেদনে যুক্ত করা আছে। অভিজ্ঞ কারো সাহায্য নিয়ে সংগ্রহ করুন।

  8. MD Nuruzzaman বলেছেন:

    ২০২৩ সালের পরীক্ষা কোন মাসে অনুষ্ঠিত হবে এবং সব সিলেবাসের পরীক্ষা হবে কিনা বিশেষ করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ( ict ) এই সাবজেক্টটি পরীক্ষা হবে কিনা দয়া করে জানাবেন

    1. ২০২৩ সালের পরীক্ষার দিন-তারিখ এখনো নির্ধারিত হয়নি। সব বিষয়ে পরীক্ষা হবে সংক্ষিপ্ত সিলেবাসে।

    1. এই প্রতিবেদনে সর্ট সিলেবাসের লিংক দেওয়া আছে।

  9. MD Santo বলেছেন:

    আলিম 2023এর সংক্ষিপ্ত সিলেবাসটা দিবেন প্লিজ

    1. এই প্রতিবেদনে আলিমের সর্ট সিলেবাস কপি সংগ্রহের লিংক দেওয়া আছে। অভিজ্ঞ ব্যক্তির সাহায্য নিয়ে সংগ্রহ করুন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।