Home » এমপিও সংবাদ » December MPO 2023: এমপিও প্রতিষ্ঠানের বেতনের চেক ছাড়ের খবর

December MPO 2023: এমপিও প্রতিষ্ঠানের বেতনের চেক ছাড়ের খবর

December MPO 2023

December MPO 2023: বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি এমপিও প্রতিষ্ঠানের ডিসেম্বর মাসের বেতন-ভাতার চেক হস্তান্তর শেষ হয়েছে। এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ডিসেম্বরের বেতনের চেক ছাড়ের খবর জানুন।

December MPO 2023: এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতনের চেক ছাড়ের খবর

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ডিসেম্বর মাসের এমপিও, বেতন-ভাতার চেক ছাড়ের প্রক্রিয়া সমাপ্ত হয়েছে।

স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরির শিক্ষক-কর্মচারীদের ডিসেম্বর মাসের বেতনের চেক অনুদান বণ্টনকারী ব্যাংকে হস্তান্তরের নিশ্চিত খবর পাওয়া গেছে।

১ জানুয়ারি ২০২৪ খ্রি. তারিখে স্কুল-কলেজের বেতনের চেক ব্যাংকে হস্তান্তরের খবর পাওয়া গেছে। অধিদপ্তরে এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

৪ জানুয়ারি তারিখে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে, মাদ্রাসা শিক্ষকদের ডিসেম্বর মাসের চেক ছাড়ের নোটিশ প্রকাশ করা হয়েছে।

কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ডিসেম্বরের বেতন-ভাতার চেক ছাড়ের নোটিশ, ৪ জানুয়ারি তারিখে প্রকাশের নিশ্চিত খবর পাওয়া গেছে।

উল্লেখ্য, বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীগণ প্রতি মাসে শিক্ষা মন্ত্রণালয়ের এমপিও অর্ডারের মাধ্যে বেতন-ভাতা প্রাপ্ত হন। আর শিক্ষকগণ বেতন-ভাতা প্রাপ্ত হন সংশ্নিষ্ট অধিদপ্তর থেকে।

আরো জানুন:

স্কুলের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির ক্লাস রুটিন ২০২৪ (মাউশি রুটিন)

মাদ্রাসার নতুন শিক্ষাক্রমের ক্লাস রুটিন ২০২৪ (৬ষ্ঠ-১০ম শ্রেণি)

স্কুল-কলেজের ২০২৩ সালের ডিসেম্বর মাসের বেতনের চেক হস্তান্তর

এমপিওভুক্ত বেসরকারি স্কুল-কলেজের ২০২৩ সালের ডিসেম্বর মাসের বেতন-ভাতার চেক হস্তান্তর করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

১ জানুয়ারি ২০২৪ খ্রি. তারিখে স্কুল-কলেজের ডিসেম্বরের বেতনের চেক ছাড়ের বিজ্ঞপ্তি শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছ।

স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীগণ ডিসেম্বর মাসের বেতন-ভাতা উত্তোলন করতে পারবেন ১০ জানুয়ারি ২০২৪ খ্রি. তারিখ পর্যন্ত।

স্কুল কলেজের ডিসেম্বর বেতন-ভাতার স্মারক নম্বর : ৩৭.০২.০০০০.১০২.৩৭.০০১.২০২৩/০১ তারিখ : ০১/০১/২০২৪ ইং।

স্কুল-কলেজের ডিসেম্বর মাসের বেতনের চেক ছাড়ের নোটিশ ২০২৩

নিচের লিংক থেকে স্কুল-কলেজের ডিসেম্বরের এমপিও সীট সংগ্রহ করুন।

https://drive.google.com/open?id=1dLo3w3C_I9b9KCQdLIsycQNzDFJYUIQd

মাদ্রসা শিক্ষকদের ডিসেম্বর মাসের বেতনের চেক ছাড়

বেসরকারি মাদ্রাসা শিক্ষকদের ডিসেম্বর মাসের বেতনের চেক ছাড় করা হয়েছে। ৪ ডিসেম্বর ২০২৪ খ্রি. তারিখে মাদ্রাসার বেতনের চেক ছাড়ের নোটিশ প্রকাশ করা হয়েছে।

মাদ্রাসার শিক্ষক-কর্মচারীগণ ডিসেম্বর মাসের বেতন-ভাতা ৮ জানুয়ারি ২০২৪ খ্রি. তারিখের পর হতে ব্যাংক থেকে উত্তোলন করতে পারবেন।

মাদ্রাসা ডিসেম্বর এমপিও ২০২৩

নিচের লিংক থেকে মাদ্রাসার ডিসেম্বর মাসের এমপিও শিটের কপি ডাউনলোড করা যাবে।

https://drive.google.com/drive/folders/10KPss14mo0St_VAKa15K9aoWNX19zkaV?usp=sharing

কারিগরি শিক্ষকদের ডিসেম্বরের চেক হস্তান্তরের নোটিশ

৪ জানুয়ারি তারিখে কারিগরির শিক্ষক-কর্মচারীদের ডিসেম্বর মাসের বেতন-ভাতার চেক হস্তান্তর নোটিশ প্রকাশ করা হয়েছে।

এমপিওভুক্ত বেসরকারি কারিগরির ডিসেম্বরের বেতন-ভাতা উত্তোলন করা যাবে ১০ জানুয়ারি ২০২৪ খ্রি. তারিখ পর্যন্ত।

ডিসেম্বরের বেতনের স্মারক নম্বর : ৫৭.০৩.০০০০.০৯১.২০.০০৫.২৪-২৭০৭, ২৭০৮, ২৭০৯, ২৭১০ তারিখ- ৪-১-২০২৪।

নিচের লিংক থেকে কারিগরির ডিসেম্বর মাসের এমপিও শিট উত্তোলন করা যাবে।

https://dteportal.xyz/notice_dte/images/mpo_sheet_dec_23.html

২০২৩ সালের স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ডিসেম্বর মাসের বেতনের চেক ছাড়ের খবর জানতে প্রতিবেদনটিতে যুক্ত থাকুন।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

২০২৪ সালের সরকারি-বেসরকারি কলেজের ছুটির তালিকা pdf

মাদ্রাসার ছুটির তালিকা ২০২৪ pdf [সরকারি বেসরকারি মাদ্রাসা]

স্কুল ছুটির তালিকা ২০২৪ (সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়)

তথ্যসূত্র-

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।