December MPO 2022: এমপিও প্রতিষ্ঠানের বেতনের চেক ছাড়ের খবর

December MPO 2022: বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি এমপিও প্রতিষ্ঠানের ডিসেম্বর মাসের বেতন-ভাতার চেক হস্তান্তর শুরু হয়েছে। এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতনের চেক ছাড়ের খবর জানুন।

December MPO 2022: এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতনের চেক ছাড়ের খবর

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ডিসেম্বর মাসের এমপিও, বেতন-ভাতার চেক ছাড়ের প্রক্রিয়া শুরু হয়েছে।

ইতোমধ্যে মাদ্রাসা স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের ডিসেম্বর মাসের বেতনের চেক অনুদান বণ্টনকারী ব্যাংকে হস্তান্তরের নিশ্চিত খবর পাওয়া গেছে।

২৯ ডিসেম্বর ২০২২ খ্রি. তারিখে মাদ্রাসার চেক ছাড়ের বিজ্ঞপ্তি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

১ জানুয়ারি ২০২৩ খ্রি. তারিখে স্কুল-কলেজের বেতনের চেক ব্যাংকে হস্তান্তরের খবর পাওয়া গেছে। অধিদপ্তরে এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

সবশেষ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ডিসেম্বরের বেতন-ভাতা, ৪ জানুয়ারি হস্তান্তর করা হয়েছে বলে অধিদপ্তর সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীগণ প্রতি মাসে শিক্ষা মন্ত্রণালয়ের এমপিও অর্ডারের মাধ্যে বেতন-ভাতা প্রাপ্ত হন।

আরো জানুন:

সরকারি ছুটির তালিকা ২০২৩ বাংলাদেশ সরকারের ক্যালেন্ডার pdf

ডিসেম্বর এমপিও ২০২২: মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের বেতন-ভাতার চেক হস্তান্তর

মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের ২০২২ সালের ডিসেম্বর মাসের বেতন-ভাতার চেক অনুদান বণ্টনকারী ব্যাংকে হস্তান্তর করা হয়েছে।

২৯ ডিসেম্বর ২০২২ খ্যি. তারিখে মাদ্রাসা অধিদপ্তরের দাপ্তরিক ওয়েবসাইটে ডিসেম্বরের চেক ছাড়ের নোটিশ প্রকাশ  করা হয়েছে।

অধিদপ্তরের উপ-পরিচালক (অর্থ) মোহাম্মদ শামসুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে, মাদ্রাসার বেতনের চেক হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

মাদ্রাসার শিক্ষক-কর্মচারীগণ ডিসেম্বর মাসের বেতন-ভাতা ব্যাংক থেকে উত্তোলন করতে পারবেন ৫ জানুয়ারি ২০২৩ খ্রি. তারিখ পর্যন্ত।

মাদ্রাসার ডিসেম্বরের বেতনের আদেশের স্মারক নম্বর : ৫৭.২৫.০০০০.০১১.০৬.০০২.২১-২৯৭ তারিখ ২৯-১২-২০২২ খ্রিষ্টাব্দ।

মাদ্রাসার ডিসেম্বর মাসের বেতন ২০২২

Madrasah December MPO Sheet 2022: মাদ্রাসা ডিসেম্বর এমপিও সীট ২০২২

নিচের অনুচ্ছেদে দেওয়া লিংক থেকে মাদ্রাসার ডিসেম্বর মাসের এমপিও সীট সংগ্রহ করুন।

https://drive.google.com/drive/folders/15qEAvojA2WCmyaRJ6gekRgI0uP_LfLFU?usp=share_link

উপরের লিংক থেকে মাদ্রাসার ডিসেম্বর মাসের এমপিও সীটের পিডিএফ কপি সংগ্রহ করা যাবে।

স্কুল-কলেজের ডিসেম্বর মাসের বেতনের চেক হস্তান্তর

বেসরকারি স্কুল-কলেজের ডিসেম্বর মাসের বেতন-ভাতার চেক হস্তান্তর করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

১ জানুয়ারি ২০২৩ খ্রি. তারিখে ডিসেম্বরের বেতনের চেক ছাড়ের বিজ্ঞপ্তি শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছ।

স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীগণ ডিসেম্বর মাসের বেতন-ভাতা উত্তোলন করতে পারবেন ৮ জানুয়ারি ২০২৩ খ্রি. তারিখ পর্যন্ত।

নিচের বিজ্ঞপ্তি হতে স্কুল কলেজের ডিসেম্বর বেতন-ভাতা সম্পর্কে বিস্তারিত জানুন।

স্কুল-কলেজ ডিসেম্বর এমপিও ২০২২

নিচের লিংক থেকে স্কুল-কলেজের ডিসেম্বরের এমপিও সীট সংগ্রহ করুন।

https://drive.google.com/drive/folders/1dToNVWgtusDqEEpN135jA8XZKRU7bfjc?usp=share_link

কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ডিসেম্বর মাসের বেতনের চেক হস্তান্তর

এমপিওভুক্ত বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ডিসেম্বর মাসের বেতন-ভাতার চেক হস্তান্তর করা হয়েছে।

৪ জানুয়ারি ২০২৩ খ্রি. তারিখে কারিগরি অধিদপ্তরের ওয়েবসাইটে, ডিসেম্বর মাসের চেক ছাড়ের নোটিশ প্রকাশ করা হয়েছে।

এমপিওভুক্ত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের বেতন-ভাতা উত্তোলন করা যাবে ৯ জানুয়ারি ২০২৩ খ্রি. তারিখে।

কারিগরি ডিসেম্বর এমপিও স্মারক নং-৫৭.০৩.০০০০.০৯১.২০.০০৫.২৩.১৯৪৬.১৯৪৭.১৯৪৭.১৯৪৯ তারিখ ৩/১/২০২৩ খ্রিঃ।

কারিগরি ডিসেম্বর এমপিও ২০২২

নিচের লিংক থেকে কারিগরির এমপিও সীট সংগ্রহ করা যাবে।

http://service.dte.gov.bd/notice_mpo_order/

২০২২ সালের স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ডিসেম্বর মাসের বেতনের চেক ছাড়ের খবর জানতে প্রতিবেদনটিতে যুক্ত থাকুন।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

২০২৩ সালের সরকারি-বেসরকারি কলেজের ছুটির তালিকা pdf

ব্যাংক ছুটির তালিকা ২০২৩ (সরকারি-বেসরকারি ব্যাংকের বন্ধের দিন)

তথ্যসূত্র-

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।