March MPO 2022: এমপিওভুক্ত প্রতিষ্ঠানের মার্চের বেতনের চেক ছাড়

March MPO 2022 (School-College Madrasah Technical): এমপিওভুক্ত স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের মার্চ মাসের বেতনের চেক ছাড়ের খবর জানুন।

March MPO 2022: এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মার্চ মাসের বেতনের চেক ছাড়

দেশের এমপিওভুক্ত বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের মার্চ মাসের বেতন-ভাতা অনুদান বণ্টনকারী ব্যাংকে হস্তান্তর শেষ হয়েছে।

৩১ মার্চ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর মাদ্রাসার মার্চ মাসের বেতনের চেক সংশ্লিষ্ট ব্যাংকে হস্তান্তর করেছে বলে নিশ্চিত খবর পাওয়া গেছে।

৫ এপ্রিল কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের মার্চ মাসের বেতনের চেক অনুদান বণ্টনকারী ব্যাংকে হস্তান্তর করা হয়েছে।

সবশেষ এমপিওভুক্ত স্কুল-কলেজ বেতনের চেক ৭ এপ্রিল হস্তান্তর করা হয়েছে বলে সংশ্লিষ্ট অধিদপ্তর সূত্রে জানানো হয়েছে।

বেসরকারি প্রতিষ্ঠানের মার্চ মাসের বেতন ও এমপিও সিট প্রকাশের খবরের বিস্তারিত জানুন নিচের অনুচ্ছেদ থেকে।

মাদ্রাসার মার্চ মাসের বেতনের চেক হস্তান্তর

মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের মার্চ মাসের বেতন-ভাতার চেক অনুদান বণ্টনকারী ব্যাংকে হস্তান্তর করা হয়েছে।

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে মার্চের বেতন হস্তান্তরের বিজ্ঞপ্তি ৩১ মার্চ ২০২২ খ্রি. তারিখে প্রকাশ করা হয়।

মাদ্রাসার মার্চের বেতন ভাতা উত্তোলন করা যাবে ০৭/০৪/২০২২ খ্রি. তারিখ পর্যন্ত।

নিচের বিজ্ঞপ্তিতে মার্চের বেতনের স্মারক নং উল্লেখ আছে। নিচের অনুচ্ছেদে মার্চের বেতনের এমপিও শিট সংগ্রহের লিংক দেওয়া হয়েছে।

মাদ্রাসার মার্চ মাসের বেতনের চেক হস্তান্তর

Madrasah March MPO Sheet 2022: মার্চ মাদ্রাসা এমপিও শিট ২০২২

নিচের লিংক থেকে মাদ্রাসার মার্চের এমপিও শিট সংগ্রহ করুন।

https://drive.google.com/drive/folders/1MA1yWdQ1vccWulNuvD8PcqM3Siu1OgIK?usp=sharing

আরো জানুন:

রমজানে স্কুল-কলেজ খোলা ২০ এপ্রিল ২০২২ পর্যন্ত

জেএসসি রেজিস্ট্রেশন eSIF ফরম পূরণের সময়সূচি ও নিয়ম জানুন

কারিগরির মার্চের বেতনের চেক ছাড়

দেশের বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের মার্চ মাসের বেতন-ভাতার চেক অনুদান বন্টনকারী ব্যাংকে হস্তান্তর করা হয়েছে।

৫ এপ্রিল শিক্ষা অধিদপ্তর থেকে শিক্ষক-কর্মচারীদের মার্চের বেতনের ১২টি চেক অনুদান বণ্টনকারী সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে পাঠানো হয়েছে।

কারিগরি অধিদপ্তরের এমপিও শাখার সহকারী পরিচালক বিমল কুমার মিশ্র মার্চ মাসের বেতন-ভাতা হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন।

কারিগরির শিক্ষক-কর্মচারীরা স্ব-স্ব অ্যাকাউন্ট থেকে ১১ এপ্রিল ২০২ খ্রি. তারিখ পর্যন্ত বেতন-ভাতা উত্তোলন করতে পারবেন।

Technical March MPO Sheet 2022: কারিগরি মার্চ এমপিও শিট ২০২২

নিচের লিংক থেকে কারিগরি শিক্ষক-কর্মচারীদের মার্চ মাসের বেতনের এমপিও শিট সংগ্রহ করা যাবে।

http://service.dte.gov.bd/notice_mpo_order/

স্কুল-কলেজের মার্চ মাসের বেতন-ভাতা হস্তান্তর

এমপিওভুক্ত বেসরকারি স্কুল-কলেজের মার্চ মাসের বেতনের চেক অনুদান বণ্টনকারী ব্যাংকে হস্তান্তর করা হয়েছে।

শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (সাঃ প্রশাঃ) বিপুল চন্দ্র বিশ্বাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে, মার্চের বেতনের চেক ছাড়ের তথ্য নিশ্চিত করা হয়েছে।

৭ এপ্রিল ২০২২ খ্রি. তারিখে স্কুল-কলেজের মার্চ মাসের বেতন-ভাতার চেক ব্যাংকে হস্তান্তর করা হয়।

এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীরা আগামী ১৩ এপ্রিল পর্যন্ত বেতন-ভাতার সরকারি অংশ তুলতে পারবেন।

স্মারক নং-৩৭.০২.০০০০.১০২.৩৭.০০৪.২০২০/২০৮০/৪, তারিখ: ০৭/০৪/২০২২

নিচের অনুচ্ছেদে এমপিও শিট সংগ্রহের লিংক দেওয়া আছে।

স্কুল-কলেজের মার্চ মাসের বেতনের নোটিশ ২০২২

স্কুল-কলেজ মার্চ এমপিও শিট ২০২২: School-College March MPO Sheet 2022

নিচের লিংক থেকে স্কুল-কলেজের মার্চের এমপিও শিট সংগ্রহ করা যাবে।

https://drive.google.com/drive/folders/1QqXVbObX5qoModDcrJwo_z7jAHbX4hWK?usp=sharing

আরো দেখুন:

স্কুল ছুটির তালিকা ২০২২: সকল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষাপঞ্জি

২০২২ সালের মাদ্রাসার ছুটির তালিকা (সরকারি-বেসরকারি মাদ্রাসা)

কলেজ ছুটির তালিকা ২০২২ (সরকারি-বেসরকারি কলেজের শিক্ষাপঞ্জি)

তথ্যসূত্র-

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর

সবশেষ আপডেট: ০৭/০৪/২০২২ খ্রি. তারিখ ১১:৩০ পূর্বাহ্ন।

5 Comments

  1. Rithna বলেছেন:

    akhane ki abtedayi madrasar o beton dibe.

    1. না, এখনো এবতেদায়ী মাদ্রাসার বেতন হয়নি।

    2. আসাদ। বলেছেন:

      উৎসব ভাতা দেবেন না।

    3. এখনো উৎসব ভাতার কোন তথ্য আমরা পায়নি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

3 × one =