Home » March MPO 2024: স্কুল-কলেজের মার্চের বেতনের চেক ছাড়

March MPO 2024: স্কুল-কলেজের মার্চের বেতনের চেক ছাড়

March MPO 2022 (মার্চ এমপিও ২০২২)

March MPO 2024 (School-College): এমপিওভুক্ত স্কুল-কলেজের মার্চ মাসের বেতনের চেক ছাড় করা হয়েছে। মার্চের বেতন-ভাতা উত্তোলন করা যাবে ৯ এপ্রিল ২০২৪ খ্রি. তারিখ পর্যন্ত।

School-College March MPO 2024: স্কুল-কলেজের মার্চ মাসের বেতনের চেক ছাড়

দেশের এমপিওভুক্ত বেসরকারি স্কুল-কলেজের মার্চ মাসের বেতন-ভাতা অনুদান বণ্টনকারী ব্যাংকে হস্তান্তর করা হয়েছে।

এমপিওভুক্ত স্কুল-কলেজ বেতনের চেক ২ এপ্রিল হস্তান্তর করা হয়েছে বলে সংশ্লিষ্ট অধিদপ্তর সূত্রে জানানো হয়েছে।

বেসরকারি প্রতিষ্ঠানের মার্চ মাসের বেতন ও এমপিও সিট প্রকাশের খবরের বিস্তারিত জানুন নিচের অনুচ্ছেদ থেকে।

স্কুল-কলেজের মার্চ মাসের বেতন-ভাতা হস্তান্তর

এমপিওভুক্ত বেসরকারি স্কুল-কলেজের মার্চ মাসের বেতনের চেক অনুদান বণ্টনকারী ব্যাংকে হস্তান্তর করা হয়েছে।

শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (সাঃ প্রশাঃ) বিপুল চন্দ্র বিশ্বাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে, মার্চের বেতনের চেক ছাড়ের তথ্য নিশ্চিত করা হয়েছে।

২ এপ্রিল ২০২৪ খ্রি. তারিখে স্কুল-কলেজের মার্চ মাসের বেতন-ভাতার চেক অনুদান বণ্টনকারী ব্যাংকে হস্তান্তর করা হয়।

এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীরা আগামী ৯ এপ্রিল পর্যন্ত বেতন-ভাতার সরকারি অংশ তুলতে পারবেন।

স্মারক নম্বর : ৩৭.০২.০০০০.১০২.৩৭.০০১.২০২৩/৯৯৬/০৪ তারিখ : ০১/০৪/২০২৪।

নিচের অনুচ্ছেদে এমপিও শিট সংগ্রহের লিংক দেওয়া আছে।

স্কুল-কলেজের মার্চ মাসের এমপিও নোটিশ ২০২৪

স্কুল-কলেজ মার্চ এমপিও শিট ২০২৪: School-College March MPO Sheet 2024

নিচের লিংক থেকে স্কুল-কলেজের মার্চের এমপিও শিট সংগ্রহ করা যাবে।

https://drive.google.com/drive/folders/1MG9WRJqZRypXe8z2h5EKnTVUYiQ4BSxz?usp=sharing

আরো দেখুন:

মাদ্রাসার মার্চ মাসের বেতনের এমপিও চেক হস্তান্তর

ইবতেদায়ী মাদ্রাসার বেতন ভাতা হস্তান্তর (জানুয়ারি-মার্চ ২০২৪)

তথ্যসূত্র-

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

5 Comments

  1. Rithna বলেছেন:

    akhane ki abtedayi madrasar o beton dibe.

    1. না, এখনো এবতেদায়ী মাদ্রাসার বেতন হয়নি।

    2. আসাদ। বলেছেন:

      উৎসব ভাতা দেবেন না।

    3. এখনো উৎসব ভাতার কোন তথ্য আমরা পায়নি।