শিক্ষক বাতায়ন (www.teachers.gov.bd) ওয়েবসাইটে সদস্য নিবন্ধন, লগইন ও পাসওয়ার্ড পুনরুদ্ধার করার প্রক্রিয়া জানুন। এই প্রতিবেদন থেকে শিক্ষক বাতায়নে রেজিস্ট্রেশন সহ এর ব্যবহারের নির্দেশনা জানা যাবে।
Shikkhok Batayon Registration Login [শিক্ষক বাতায়ন নিবন্ধন ও লগইন]
শিক্ষা কোন একটি জাতির ‘মেরুদণ্ড স্বরূপ’- একথা প্রায়শঃ বলা হয়ে থাকে। জাতিকে শিক্ষিত করতে, শিক্ষকের ভূমিকা সবচেয়ে বেশী। আধুনিক ও যুগোপযোগী শিক্ষা ব্যবস্থার জন্য দরকার দক্ষ, প্রশিক্ষিত ও মানসম্মত শিক্ষক।
বর্তমানে ডিজিটাল বাংলাদেশের ধারণা প্রবর্তনে, শিক্ষায় তথ্য-প্রযুক্তির ছোঁয়া লেগেছে। তথ্য-প্রযুক্তির জ্ঞান সম্পন্ন আধুনিক জাতি বিনির্মাণের অংশ হিসেবে, শিক্ষায় তথ্য প্রযুক্তি ব্যবহার শুরু হয়েছে।
গতানুগতিক ধারণা পাল্টে এখন মাল্টিমিডিয়া শ্রেণি কক্ষে পাঠদান চলছে। অনলাইনে পাঠদান থেকে শুরু করে, সকল শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে বেশ দক্ষতার সাথে।
ডিজিটাল বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে আরো এগিয়ে নিতে, এটুআই প্রোগ্রাম এর তত্ত্বাবধানে, শিক্ষা মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেছে শিক্ষক বাতায়ন নামে একটি ওয়েবসাইট।
শিক্ষক বাতায়নে দেশের প্রশিক্ষিত শিক্ষকগণ মাল্টিমিডিয়া কন্টেন্ট আপলোড করে থাকেন। আর যে কেউ এসব কন্টেন্ট ডাউনলোড করে, মাল্টিমিডিয়া শ্রেণি কক্ষে প্রদর্শন করে, শ্রেণি শিক্ষা কার্যক্রমকে আরো বেশী আকর্ষনীয় ও আনন্দময় করে তুলতে পারেন।
শিক্ষক বাতায়ন ওয়েবসাইটে কন্টেন্ট আপলোড করতে শিক্ষকদের নিবন্ধন করতে হবে। এছাড়া, অন্য কারো কন্টেন্টে রেটিং, মন্তব্য ও শিক্ষক ব্লগে লিখতে পারেন কেবল নিবন্ধিত শিক্ষকরা। তবে আপলোডকৃত কন্টেন্ট ডাউনলোড করতে, নিবন্ধনের প্রয়োজন নেই।
এই প্রতিবেদনে, শিক্ষক বাতায়ন ওয়েবসাইটে শিক্ষক নিবন্ধন, লগইন ও হারানো পাসওয়ার্ড পুনরুদ্ধারের প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হবে।
লেখাটি কয়েকবার পড়লে, আপনিও খুব সহজে বাতায়নে সদস্য হতে পারবেন।
আর পড়ুন:
২০২৩ সালের সরকারি-বেসরকারি কলেজের ছুটির তালিকা pdf
শিক্ষক বাতায়ন নিবন্ধন [Shikkhok Batayon Website Registration]
শিক্ষক বাতায়নে নিবন্ধন করতে হলে, প্রয়োজন হবে একটি ইমেইল ঠিকানা। এক্ষেত্রে আরো প্রয়োজন হবে, একটি মোবাইল নম্বর। ইমেইল আইডি না থাকলে, বিনামূল্যে জিমেইলে থেকে খুলে নিন।
শিক্ষক বাতায়নে সদস্য নিবন্ধনের জন্য এর হোমপেজে যেতে হবে।
হোমপেজের ঠিকানা- www.teachers.gov.bd
কম্পিউটার অথবা মোবাইলের একটি ব্রাউজার ওপেন করে ঠিকানাটি টাইপ করুন।
এবার কী-বোর্ডের Enter অথবা Go বাটনে ক্লিক করে এর হোমপেজে যান।
উপরোক্ত ঠিকানা সঠিকভাবে লিখে, শিক্ষক বাতায়নের হোমপেজে অবস্থান করছেন।
কম্পিউটারে দেখলে, হোমপেজের নেভিগেশন মেন্যুতে ডানদিকে সবার শেষে, লগইন/নিবন্ধন লেখা লিংকে ক্লিক করুন।
আর মোবাইল ব্রাউজার হলে, সার্চ আইকনের বামে আড়াআড়িভাবে তিনটি দাগ দেওয়া মেন্যু আইকনে ক্লিক করুন। মেন্যুর সবশেষে, লগইন/নিবন্ধন লেখা লিংকটি পেয়ে যাবেন।
উপরোক্ত প্রক্রিয়া অবলম্বন করতে না পারলে, নিচের সংযুক্ত লিংকটি ব্রাউজারে কপি করে পেষ্ট করুন। এরপর তা ব্রাউজ করুন।
পাতাটি ওপেন হলে লগইন ফরম দেখতে পাবেন। কিন্তু আমাদের প্রয়োজন নিবন্ধন ফরম। এটা পেতে, নিচের ছবির মত নিবন্ধন করুন লেখা লিংকে ক্লিক করুন।
আশা করি, আপনারা নিচের ছবির মত নিবন্ধন পাতায় অবস্থান করছেন।
উপরের ছবির মত সদস্য নিবন্ধন ফরমে প্রয়োজনীয় তথ্য দিন।
- আপনার নাম লিখুন। পরে অবশ্য নাম সম্পাদনা করা যাবে।
- ইমেইল ঠিকানা দিন। এখানে আপনার সদস্যতার তথ্য ও পরে পাসওয়ার্ড ভুলে গেলে তা উদ্ধারে প্রয়োজন হবে।
- মোবাইল নম্বর ইংরেজী সংখ্যায় লিখুন।
- পাসওয়ার্ড দিন। পাসওয়ার্ড এমন কতকগুলো অক্ষর, সংখ্যা বা চিহ্ন দিন, যাতে অন্যরা সহজে অনুমান করতে না পারে। অবশ্যই ৬ সংখ্যার বা তার উপরে দিতে হবে।
- আগের পাসওয়ার্ডটি আবারও লিখুন। লক্ষ্য রাখুন, পাসওয়ার্ড দুটি যেন একই হয়।
- সবশেষে বৃত্ত চিহ্নিত লিংকে ক্লিক করে নিবন্ধন কার্যক্রম শেষ করুন।
আশা করি, “আপনার নিবন্ধন সফল হয়েছে। অনুগ্রহ করে প্রোফাইল আপডেট করুন।” বার্তাটি দেখতে পাচ্ছেন।
আপনি শিক্ষক বাতায়নে নিবন্ধিত হতে পেরেছেন এবং আপনার প্রোফাইল পেজে অবস্থান করছেন।
এখন আপনি চাইলে, আরো তথ্য দিয়ে প্রোফাইল পেজটি আপডেট করতে পারেন।
আরো জানুন:
স্কুলের বিষয়ভিত্তিক ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা
Shikkhok Batayon Login [শিক্ষক বাতায়ন লগইন]
শিক্ষক বাতায়নে কন্টেন্ট আপলোড বা ব্লগে লিখতে হলে, আপনাকে অবশ্যই লগইন করতে হবে। এছাড়া অন্যের কন্টেন্টে রেটিং ও মতামত দিতে গেলেও লগইন করা বাধ্যতামূলক।
এবার লগইন করতে উপরের নিবন্ধন প্রক্রিয়ার মত, লগইন/নিবন্ধন পাতায় যেতে হবে।
লগইন পাতার ঠিকানা –
লিংকটি ব্রাউজ করে নিচের ছবির মত পাতাটি ওপেন করুন।
উপরোক্ত ছবির মত লগইন ফরম পাতাটি ওপেন হলে এতে প্রয়োজনীয় তথ্য দিন।
- ইমেইল/ইউজার আইডি: প্রথম বক্সে নিবন্ধনের সময় দেওয়া ইমেইল ঠিকানাটি লিখুন।
- পাসওয়ার্ড: এখানে নিবন্ধনের সময়কার পাসওয়ার্ড সাবধানতার সাথে লিখুন।
- সবশেষে বৃত্ত চিহ্নিত লিংকে ক্লিক করে, লগইন প্রক্রিয়া সম্পন্ন করুন।
লগইন সফল হলে আপনার প্রোফাইল পেজে পৌঁছে যাবেন। এখানে আপনি আপনার ব্যক্তিগত তথ্য, আপলোডকৃত কন্টেন্ট, ব্লগ ইত্যাদি দেখতে পাবেন।
Shikkhok Batayon forgot Login password [শিক্ষক বাতায়ন লগইন পাসওয়ার্ড পুনরুদ্ধার]
শিক্ষক বাতায়নের লগইন পাসওয়ার্ড ভুলে গেলে তা পুনরুদ্ধার করা যাবে। এক্ষেত্রে প্রয়োজন হবে নিবন্ধনের সময় দেওয়া ইমেইল আইডি।
শিক্ষক বাতায়নের হারানো পাসওয়ার্ড ফিরে পেতে, নিচের লিংকটি ব্রাউজ করুন।
নিচের ছবির মত পাসওয়ার্ড পুনরুদ্ধার পাতাটি দেখা যাবে।
এখানে শুধুমাত্র ইমেইল লেখা বক্সে নিবন্ধনের সময় দেওয়া ইমেইল আইডি দিতে হবে। নিচের কোড পাঠান লিংকে ক্লিক করলে, ইমেইল ইনবক্সে কোড পাঠানো হবে। যেটা দিয়ে লগইন পাসওয়ার্ড পুনরুদ্ধার করা যাবে।
Shikkhok Batayon Registration করতে ও Login প্রক্রিয়ায় সমস্যা হলে আমাদের জানান।
লেখাটি অন্যকে জানাতে, সামাজিক মাধ্যমে শেয়ার করে অন্য শিক্ষকদের জানাতে পারেন।
আরো দেখুন:
স্কুল ছুটির তালিকা ২০২৩ pdf (সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়)
তথ্যসূত্র-
সবশেষ আপডেট: ০৭/০৭/২০২৩ খ্রি. তারিখ ০৬:২০ অপরাহ্ন।
Shikkhok batayon related Great article. Thanks.
শিক্ষক বাতায়ন সম্পর্কীত লেখায় মতামত প্রদানের জন্য ধন্যবাদ জানাচ্ছি। শুভকামনা রইল।
I am interested to open the Teachers Batayon
শিক্ষক বাতায়ন এর সদস্য হওয়ার আগ্রহ প্রকাশের জন্য ধন্যবাদ। এই প্রতিবেদনের নির্দেশনা মত শিক্ষক বাতায়নে নিবন্ধন করতে পারবেন। ধন্যবাদ।
ami ek jon memember hote parle khob khoshi hobo
প্রতিবেদনে উল্লেখিত নিয়ম অনুসারে শিক্ষক বাতায়নে নিবন্ধন করুন। ধন্যবাদ।
আমি শিক্ষক বাতায়নে নিবন্ধিত হতে চাই।
শিক্ষক বাতায়ন সম্পর্কে আগ্রহ প্রকাশের জন্য ধন্যবাদ। প্রতিবেদনের নির্দেশনা অনুসরণ করে সহজে শিক্ষক বাতায়নে নিবন্ধিত হতে পারবেন। ধন্যবাদ।
আমি নিবন্ধন করে প্রোফাইল আপডেট করে করে প্রোফাইলে ক্লিক করে দেখছি মোবাইল নম্বরটি ১০ ডিজিটে দেখাচ্ছে। অর্থাৎ সামনের 0 টি বাদ দিয়ে। এখন কি করতে পারি?
দেখুন আগে কান্ট্রি কোড দেওয়া আছে কী না। যদি থাকে তাহলে পরের সংখ্যাগুলো দিন। ধন্যবাদ।
বর্তমানে আমি শিক্ষক বাতায়নে প্রবেশ করতে পারছিনা কেন?
কিছু পর সঠিক ইউজার এও পাসওয়ার্ড দিয়ে চেষ্টা করুন। ধন্যবাদ।
প্রোফাইল আপডেট করতে পারছিনা।
শিক্ষক বাতায়নের প্রোফাইলে সকল তথ্য দিয়ে, প্রোফাইল আপডেট করার জন্য জমা দিতে হবে। প্রয়োজনীয় কোন তথ্য বাদ পড়লে প্রোফাইল আপডেট করা যাবে না। ধন্যবাদ।
I want to be a member.
শিক্ষক বাতায়ন সম্পর্কে বিস্তারিত জানিয়ে প্রশ্ন করুন। ধন্যবাদ।
শিক্ষক বাতায়নে প্রবেশ করা যাচ্ছেনা কেন?
অনেক সময় সার্ভার সমস্যা জনিত কারণে এমনটা হয়ে থাকে। কিছু পরপর চেষ্টা করে দেখুন। ধন্যবাদ।
শিক্ষক বাতায়নে ঢুকতে পারছি না
কখনো সার্ভার সমস্যা জনিত কারণে লগইনের সমস্যা হতে পারে। তাই কিছু পরপর চেষ্টা করে দেখুন। আবার লগইন ইমেইল ও পাসওয়ার্ড সমস্যায় হতে পারে। এঘুলো চেক করুন। ধন্যবাদ।
অবশ্যই এই কনটেন্ট গুলো সুন্দর হয়েছে।
শিক্ষক বাতায়ন সম্পর্কে মন্তব্যের জন্য ধন্যবাদ।
নিজের ছবি না দিয়ে নিজ বিদ্যালয় বা ফুলের ছবি আপলোড করতে চাই।অনুগ্রহপূর্বক অনুমতির প্রত্যাশা রইল।দয়া করে বিষয়টি ধর্মীয়ভাবে বিবেচনা করবেন এই প্রতীক্ষায় থাকব।
উপরোল্লিখিত নির্দেশনার আলোকে নিবন্ধন করতে পারছিনা,সদস্য হতে চাই এখন কি নিবন্ধন বন্ধ?
সার্ভার এর সমস্যা হতে পারে। কিছু পরপর চেষ্টা করে দেখুন। ধন্যবাদ।
আমি সদস্য হতে চাই
Teen class
I want member of shikhok Batayon.
I want member of shikhok Batayon.
ইমেইল বিন্যাস অবৈধ বলছে-কেন?
ইমেইল ঠিকানা ঠিকভাবে লিখুন। হয়তো ইমেইল ঠিকানা সঠিকভাবে লিখছেন না বলে এমন মেসেজ দেখাচ্ছে। ধন্যবাদ।
শিক্ষক বাতায়নে দুইদিন যাবত লগ ইন করতে পারছি না।
খুব সম্ভবত সার্ভার সমস্যা। কিছু সময় পরপর চেষ্টা করে দেখুন।
আমি শিক্ষক বাতায়নের সদস্য হতে আগ্রহী
আমি শিক্ষক বাতায়ন সদস্য হতে চাই। এর আগে শিক্ষক বাতায়ন সদস্য ছিলাম। কিন্তু পাসওয়ার্ড ভূলে যাওয়ার কারণে লগইন করতে পারছি না।
পাসওয়ার্ড রিসেট করুন। প্রতিবেদনে এ বিষয়ে তথ্য দেওয়া আছে।
আমি কি আরো নতুন করে নিবন্ধন করতে হবে?
পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে না পারলে, নতুন করে নতুন ইমেইল দিয়ে নিবন্ধন করতে পারবেন। তবে আগের অ্যাকাউন্ট ফিরে পাওয়া ভালো হবে।
নতুন সদ্স্য হিসেবে যোগদান করতে চাই।
প্রতিবেদনের নির্দেশনা অনুসারে যোগদান করুন।