জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ১ম বর্ষের ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪

২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষের ভর্তি (সার্কুলার) প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। ভর্তির অনলাইন আবেদন শুরু হয়েছিলো ২২ জানুয়ারি থেকে।

তবে পুনরায় ভর্তি আবেদন ফরম পূরণ চলবে ১৮ থেকে ২৮ ফেব্রুয়ারি তারিখ পর্যন্ত। ভর্তির অনলাইন আবেদনের সময়সূচি ও ভর্তির যোগ্যতা সম্পর্কে জানুন।

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ১ম বর্ষের ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩-২০২৪

২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত কলেজ সমূহের স্নাতক (সম্মান) শ্রেণির ১ম বর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

১৪ জানুয়ারি ২০২৪ খ্রি. তারিখে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক ভর্তি ওয়েবসাইটে অনার্স প্রথম বর্ষের ভর্তি সার্কুলার প্রকাশ করা হয়।

পরবর্তীতে ১৫ ফেব্রুয়ারি তারিখে ভর্তি আবেদনের নতুন সময়সূচি ও ভর্তি যোগ্যতার জিপিএ পয়েন্ট কমিয়ে নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয়।

বিশ্ববিদ্যালয়ের ভর্তির অফিসিয়াল ওয়েবসাইটে বর্ধিত সময়ে ১৮ থেকে ২৮ ফেব্রুয়ারির মধ্যে আবেদন ফরম পূরণ করতে হবে। প্রাথমিক আবেদন ফি ৩৫০/- (তিনশত পঞ্চাশ) টাকা।

অনলঅইন ভর্তি আবেদন ও ভর্তি বিষয়ক তথ্য পাওয়ার ঠিকানা: http://app1.nu.edu.bd

এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতিটি কলেজের জন্য আলাদাভাবে বিষয় ভিত্তিক মেধা তালিকা প্রণয়ন করা হবে।

বরাবরের মত শিক্ষার্থীদের বিগত দুই পরীক্ষার রেজাল্টের ভিত্তিতে ভর্তি  করা হবে।এবারও ভর্তির জন্য কোন পরীক্ষা গ্রহণ করা হবে না।

অনার্স ১ম বর্ষের ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস ১০ মার্চ ২০২৪ খ্রি. তারিখ থেকে শুরু হবে বলে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আরো জানুন:

জাবি ভর্তি পরীক্ষার তারিখ (সময়সূচি) ও প্রশ্নের নতুন মানবন্টন ২০২৪

রাজশাহী বিশ্ববিদ্যালয় স্নাতক (সম্মান) ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ভর্তি তথ্য ২০২৩-২০২৪ (CU Admission)

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ অনার্স বর্ষে ভর্তির যোগ্যতা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষ ভর্তিতে এইচএসসি ও সমমান পরীক্ষার পঠিত বিষয় সমূহ থেকে ভর্তি যোগ্য বিষয় নির্ধারণ করা হবে।

তবে উক্ত পঠিত বিষয়ে (২০০ নম্বরের) ন্যূনতম গ্রেড পয়েন্ট ৩.০ থাকতে হবে।

মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের ভর্তির যোগ্যতা

বাংলাদেশে স্বীকৃত যে কোন শিক্ষা বোর্ড/উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা থেকে ২০২০/২০২১ সালের এসএসসি ও সমমান পরীক্ষা

এবং ২০২২/২০২৩ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় ৪র্থ বিষয় সহ ন্যূনতম জিপিএ ৬.০ প্রাপ্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।

তবে কোন পরীক্ষায় পৃথকভাবে জিপিএ ২.৫০ এর নিচে থাকা যাবে না।

বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের ভর্তি যোগ্যতা

বাংলাদেশে স্বীকৃত যে কোন শিক্ষা বোর্ড/উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান শিক্ষা শাখা থেকে ২০২০/২০২১ সালের এসএসসি ও ২০২২/২০২৩ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় ৪র্থ বিষয় সহ ন্যূনতম জিপিএ ৬.৫০ প্রাপ্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।

তবে কোন পরীক্ষায় পৃথকভাবে জিপিএ ৩.০০ এর নিচে থাকা যাবে না।

কারিগরি বোর্ডের যেসব শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে শুধুমাত্র এইচ.এস.সি. (ভোকেশনাল) এইচ.এস.সি. (বিজনেস ম্যানেজমেন্টে) ও ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে ।

ইংরেজী মাধ্যমের শিক্ষার্থীদের ভর্তি যোগ্যতা

২০২০/২০২১ সালের O-Level পরীক্ষায় তিনটি বিষয়ে ‘বি’ গ্রেডসহ অন্তত চারটি বিষয়ে উত্তীর্ণ হতে হবে।

২০২২/২০২৩ সালের ALevel পরীক্ষায় একটি বিষয়ে ‘বি’ গ্রেড সহ অন্তত দুইটি বিষয়ে উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তি কার্যক্রমে অন্যান্য শর্ত পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবে।

এ সকল শিক্ষার্থী অনলাইনে আবেদন না করে নির্ধারিত সময়ের মধ্যে ডিন, স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুল, জাতীয় বিশ্ববিদ্যালয় বরাবর সরাসরি/ই-মেইল ঠিকানায় (deanug@nubd.info) আবেদন পত্র প্রেরণ করবে।

সাদা কাগজে লিখিত আবেদন পত্রে আবেদনকারীর নাম, পিতা-মাতার নাম, ভর্তিচ্ছু বিষয়, প্রতিষ্ঠানের নাম ও নিবন্ধিত ব্যক্তিগত মোবাইল নম্বর উল্লেখ করতে হবে।

উল্লেখ্য যে, ভর্তিচ্ছু বিষয়টি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে অধিভূক্ত থাকতে হবে। এছাড়া আবেদন পত্রের সঙ্গে আবেদনকারীর OLevel ALevel পরীক্ষার ট্রান্সক্রিপ্ট ও পাসপোর্ট সাইজের দুই কপি সত্যায়িত ছবি সংযুক্ত করতে হবে।

বিদেশী সার্টিফিকেটধারী শিক্ষার্থীদের ভর্তি তথ্য

বিদেশী সার্টিফিকেটধারী শিক্ষার্থীদের ক্ষেত্রে বাংলাদেশে স্বীকৃত যে কোন শিক্ষা বোর্ড কর্তৃক তাদের অর্জিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের নম্বর পত্রের সমতা নিরূপণ করা হলে তারাও এ ভর্তি কার্যক্রমে আবেদন করতে পারবে ।

এ সকল শিক্ষার্থী অনলাইনে আবেদন না করে নির্ধারিত সময়ের মধ্যে ডিন, স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুল, জাতীয় বিশ্ববিদ্যালয় বরাবর সরাসরি/ই-মেইল ঠিকানায় (deanug@nubd.info) আবেদন পত্র প্রেরণ করবে।

সাদা কাগজে লিখিত আবেদন পত্রে আবেদনকারীর নাম, পিতা-মাতার নাম, ভর্তিচ্ছু বিষয়, প্রতিষ্ঠানের নাম ও নিবন্ধিত ব্যক্তিগত মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। উল্লেখ্য যে, ভর্তিচ্ছু বিষয়টি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে অধিভুক্ত থাকতে হবে।

এছাড়া আবেদন পত্রের সঙ্গে আবেদনকারীর সকল পরীক্ষার ট্রান্সক্রিপ্ট, শিক্ষা বোর্ড কর্তৃক সমতা নিরুপণের কপি ও পাসপোর্ট সাইজের দুই কপি সত্যায়িত ছবি সংযুক্ত করতে হবে।

জাতীয় বিশ্ববিদ্যলয়ের অনার্স ভর্তি আবেদনের সময়সূচী (বর্ধিত)

দ্বিতীয় ভর্তি বিজ্ঞপ্তি অনুসারে, অনলাইনে প্রাথমিক আবেদন ১৮ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ২৮ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ পর্যন্ত গ্রহণ করা হবে।

সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ২৯ ফেব্রুয়ারি ২০২৪ খ্রি. তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্সের ভর্তির প্রাথমিক আবেদন ফি ৩৫০/- (তিনশত পঞ্চাশ) টাকা।

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ১ম বর্ষের ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩-২০২৪

নিচের যুক্ত বিজ্ঞপ্তি হতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ অনার্স ভর্তি আবেদনের যোগ্যতা ও সময়সূচি সম্পর্কে বিস্তারিত জানুন। কোন বিষয় বুঝতে সমস্যা হলে অভিজ্ঞ কারো পরামর্শ নিন।

অনার্স ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪

২০২৪ সালের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের ভর্তি বিজ্ঞপ্তিতে বর্ণিত ভর্তি যোগ্যতা ও সময়সূচি সম্পর্কে আরো জানতে আমাদের কাছে লিখুন।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

গুচ্ছ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ভর্তি ২০২৪ (রুয়েট কুয়েট চুয়েট)

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ভর্তি তথ্য ২০২৪

গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ ২০২৪

তথ্যসূত্র-

জাতীয় বিশ্ববিদ্যালয়

“জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ১ম বর্ষের ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪”-এ 20-টি মন্তব্য

  1. Md Ibrahim

    এসএসসি ৩.০০ এবং এইচএসসি ৩.৫০ করা হোক

    জবাব
    • মতামতের জন্য ধন্যবাদ।

    • নজরুল ইসলাম

      আসসালামুয়ালাইকুম।
      আমার এসএসসিতে ৩.৪৫
      সেক্ষেত্রে আমি কি ভর্তির জন্য আবেদন করতে পারবো?

    • জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি আবেদন করতে এসএসসি ৩.৫ থাকতে হবে।

    • Ukrinyang Marma

      Right

  2. রনি সরদার

    Ssc 3:00 hsc 3:50 হলে ভালো হতো,,,
    হঠাৎ করে পয়েন্ট এত বাড়িয়ে দেওয়া সব কিছু উল্টা পাল্টা হয়ে গেছে,, কি করব ভেবে পাচ্ছি না আমি

    জবাব
    • মতামতের জন্য ধন্যবাদ।

  3. নাহিদ হাসান

    আমার ssc তে GPA 3.17 এবং hsc তে 4.83 দুটা মিলে আমার GPA 8
    এর পরেও আবেদন করতে পাবো না , এর থেকে হতাশাজনক আর কিছুই নেই।

    জবাব
    • মানবিক শাখা থেকে ২০১৮/২০১৯ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.৫ পেতে হবে। আর বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখা থেকে এসএসসি ও সমমানে ন্যূনতম জিপিএ ৩.৫ পেতে হবে।

  4. হৃদয় ইসলাম

    হঠাৎ এই সিদ্ধান্ত দিবে তা আশাজনক ছিল না,,
    কেউ আছে অপেক্ষায় ১বছর নষ্ট করে,তো কেউ আছে পাশ করে জাতীয় পর্যায়ে ভর্তির আবেদনের জন্য,,
    সিদ্ধান্তটা কিভাবে নিব ভাবতে পারছি না।
    আবার আগের মতো আবেদন যোগ্যতা করা হলে কৃতজ্ঞতা স্বীকার করতাম!

    জবাব
    • মতামতের জন্য ধন্যবাদ।

  5. Amon Bhowmik

    আমি ও ভাই কি করবো আগে এস এস সি পরিক্ষা অনেক কঠিন হয়েছিল।

    জবাব
  6. Shrabon chakma

    ssc3:00 hsc 3:50করানো হোক এখন হঠাৎ করে পয়েন্ট বারানো হয়েছে কি করবো ভেবে পাচ্ছিলাম না।।

    আমাদের ও একটা স্বপ্ন আছে৷।।
    আমার স্বপ্ন হচ্ছে যদি বা বিশ্ববিদ্যালয়ে সান্স না পাই তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবো

    এখন ঢাকা্ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে কি জাতীয় বিশ্ববিদ্যালয় বড় হয়েছে।

    জনাব

    জবাব
    • মতামতের জন্য ধন্যবাদ।

  7. jorolal baishnab

    আমি একবার ভর্তির আবেদন করছি,,কিনতু টাকা পেমেন্ট করি নাই,,,এখন কি নতুন করে আবেদন করতে পারব

    জবাব
    • চেষ্টা কর দেখুন। বোধ হয় পারবেন।

  8. সাজায়েল হাসান

    আমি আবেদন করেছি কিন্তু মানি রিসিট ও আবেদনের কাগজ জমা দেইনি এ জন্য আমাকে নিশ্চয়ন করা হয়নি।এর কি আর কুনু ডেইট ভাড়ানু হবে

    জবাব
    • সময় বৃদ্ধির কোন নোটিশ এখনো প্রকাশ করা হয়নি।

  9. Biplob

    আমি sscতে ২.৮৩ এবং hsc তে ৪.৩৫ পেয়ে কি আবেদন করতে পারব বিশ্ববিদ্যালয়ে

    জবাব
    • আগামী বছর ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ হলে বিষয়টি নিয়ে নিশ্চিত করে বলা যাবে।

মন্তব্য করুন