ইবতেদায়ী মাদ্রাসার বেতন ভাতা হস্তান্তর (এপ্রিল-জুন ২০২৩)

ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের বেতন ২০২৩

ইবতেদায়ী মাদ্রাসার বেতন ভাতা হস্তান্তর করা হয়েছে। এপ্রিল-জুন ২০২৩ পর্যন্ত তিন মাসের স্বতন্ত্র ইবতেদায়ী শিক্ষকদের বেতনের চেক ছাড় করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।

স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের বেতন ভাতা হস্তান্তর (এপ্রিল-জুন ২০২৩)

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এর অধিন অনুদানভুক্ত বেসরকারি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের ৩ মাসের আর্থিক অনুদানের সরকারি অংশের চেক ছাড় দেওয়া হয়েছে।

২২ জুন ইবতেদায়ী শিক্ষকদের ২০২৩ সালের এপ্রিল-জুন মাসের বেতন-ভাতার হস্তান্তরের বিজ্ঞপ্তি মাদ্রাসা অধিদপ্তরে প্রকাশ করা হয়।

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (অর্থ) মোঃ আবুল বাসার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে, বেতন ছাড়ের তথ্য নিশ্চিত করা হয়েছে।

ইবতেদায়ী শিক্ষকগণ ২৬/০৬/২০২৩ খ্রি. তারিখ পর্যন্ত সংশ্লিষ্ট শাখা ব্যাংক হতে (এপ্রিল-জুন ২০২৩) ০৩ মাসের আর্থিক অনুদানের সরকারি অংশ উত্তোলন করতে পারবেন।

নিচের বিজ্ঞপ্তি হতে এবতেদায়ী মাসের বেতনের স্মারক নম্বর দেখুন।

এবতেদায়ী মাদ্রাসার বেতন ভাতার নোটিশ ২০২৩

আরো জানুন:

মাদ্রাসার ছুটির তালিকা ২০২৩ pdf (সরকারি-বেসরকারি মাদ্রাসা)

২০২৩ সালের সরকারি-বেসরকারি কলেজের ছুটির তালিকা pdf

স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার এমপিও শিট (এপ্রিল-জুন ২০২৩)

এবতেদায়ী মাদ্রাসার বেদন-ভাতার এমপিও শিটের কপি অধিদপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাবে। নিচের লিংক থেকে এমপিও শিটের কটি সংগ্রহ করা যাবে।

https://drive.google.com/drive/folders/1ciPzKwbJUR-q6wGoKflSODRC0EPR2FQs?usp=sharing

২০২৩ সালের এপ্রিল-জুন মাসের ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের বেতন ভাতা সম্পর্কে কোন তথ্য জানার থাকলে আমাদের কাছে লিখুন।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো জানুন:

MEMIS Madrasah MPO Sheet: মাদ্রাসা এমপিও শীট দেখার নিয়ম

ব্যাংক ছুটির তালিকা ২০২৩ (সরকারি-বেসরকারি ব্যাংকের বন্ধের দিন)

তথ্যসূত্র-

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর

One Comment

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।