ইবতেদায়ী মাদ্রাসার বেতন ভাতা হস্তান্তর (এপ্রিল-২০২৪)
ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের এপ্রিল-২০২৪ মাসের বেতনের চেক ছাড় করা হয়েছে। ৬ জুন থেকে বেতন-ভাতার টাকা উত্তোলন করা যাবে।
স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের বেতন ভাতা হস্তান্তর (এপ্রিল-২০২৪)
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এর অধিন অনুদানভুক্ত বেসরকারি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের এপ্রিল মাসের আর্থিক অনুদানের সরকারি অংশের চেক ছাড় দেওয়া হয়েছে।
৪ জুন তারিখে ইবতেদায়ী শিক্ষকদের, এপ্রিল মাসের বেতন-ভাতার হস্তান্তরের বিজ্ঞপ্তি মাদ্রাসা অধিদপ্তরে প্রকাশ করা হয়।
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (অর্থ) মোঃ আবুল বাসার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে, বেতন ছাড়ের তথ্য নিশ্চিত করা হয়েছে।
ইবতেদায়ী শিক্ষকগণ ০৬/০৬/২০২৪ খ্রি. তারিখের পর থেকে সংশ্লিষ্ট শাখা ব্যাংক হতে, আর্থিক অনুদানের সরকারি অংশ উত্তোলন করতে পারবেন।
নিচের বিজ্ঞপ্তি হতে এবতেদায়ী এপ্রিল মাসের বেতনের স্মারক নম্বর দেখুন।
স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার এমপিও শিট
এবতেদায়ী মাদ্রাসার বেদন-ভাতার এমপিও শিটের কপি অধিদপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাবে। নিচের লিংক থেকে এমপিও শিটের কটি সংগ্রহ করা যাবে।
https://drive.google.com/drive/folders/1cTmS6htyyri2FWF_lyyX-2uLEuS2bU5H?usp=sharing
ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের বেতন ভাতা সম্পর্কে কোন তথ্য জানার থাকলে আমাদের কাছে লিখুন।
তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।
আরো জানুন:
MEMIS Madrasah MPO Sheet: মাদ্রাসা এমপিও শীট দেখার নিয়ম
মাদ্রাসার ছুটির তালিকা ২০২৪ pdf (সরকারি-বেসরকারি মাদ্রাসা)
২০২৪ সালের ব্যাংক ছুটির তালিকা (সরকারি-বেসরকারি)
তথ্যসূত্র-
সাদিপাটি মধ্যপাড়া ইসলামিয়াস্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা
salary to increase hocca na ebtedayee teacher dar…..but kno??