MEMIS Madrasah MPO Sheet: মাদ্রাসা এমপিও শীট দেখার নিয়ম

MEMIS Madrasah MPO Sheet: মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ওয়েবসাইট (www.dme.gov.bd) থেকে এমপিভুক্ত বেসরকারি মাদ্রাসা শিক্ষকদের এমপিও শীট সংগ্রহ করুন।

এই প্রতিবেদন থেকে আপনি এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীতের বেতন-ভাতার এমপিও শিট সংগ্রহের নিয়ম জানতে পারবেন।

বিঃ দ্রঃ– মাদ্রাসা অধিদপ্তরের বৈশাখী ও ঈদ বোনাসের চেক ছাড়ের খবর জানুন নিচের সবশেষ অনুচ্ছেদ থেকে।

www.memis.gov.bd Madrasah Teacher MPO Sheet: মাদ্রাসা শিক্ষকদের এমপিও শীট

এমপিওভুক্ত মাদ্রাসার (দাখিল, আলিম, ফাজিল, কামিল ও ইবতেদায়ী) প্রতি মাসের বেতন-ভাতা, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে অনুদান বণ্টনকারী ব্যাংকে প্রেরণ করা হয়।

সাধারণত এক মাস পরপর নতুন শিক্ষক/কর্মচারীদের এমপিওভুক্তি, ইনডেক্সধারীদের উচ্চতর গ্রেড, সিনিয়র স্কেল সহ যাবতীয় বেতন-ভাতা প্রদানের কাজ করে মাদ্রাসা অধিদপ্তর।

আর এই এমপিও শীট প্রস্তুতে সহায়তা করে অধিদপ্তরের অধিন, Madrasah Education Management Information System (MEMIS) নামক প্রতিষ্ঠানটি।

মাদ্রাসা অধিদপ্তরের MEMIS Cell, প্রতি মাসের এমপিও শীট প্রস্তুতের কাজটি করে থাকে। যেখানে শিক্ষক-কর্মচারীদের প্রাপ্ত বেতনের মোট অর্থের পরিমান, অবসর-কল্যাণ ভাতার কর্তন ও অন্যান্য ভাতার প্রাপ্তির তথ্য থাকে।

এছাড়া এমপিও শীট হতে প্রতিটি প্রতিষ্ঠানের মোট বেতন-ভাতার অর্থের হিসাব সম্পর্কে জানা যায়। মূলত MEMIS প্রণীত এমপিও শীটে শিক্ষক-কর্মচারী ও প্রতিষ্ঠানের নামে ব্যাংকে প্রেরিত অর্থের খাতওয়ারি হিসাব উল্লেখ করা থাকে।

বেসরকারি এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের প্রতি মাসের বেতন-ভাতা অনুদান বণ্টনকারী ব্যাংক থেকে উত্তোলন করতে এই এমপিও শীটের প্রয়োজন পড়ে।

এই প্রতিবেদনে কীভাবে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট হতে এমপিও শীট সংগ্রহ করা যাবে, তার বিস্তারিত নির্দেশনা দেওয়া হবে।

নিচের নির্দেশনা ভালোভাবে অনুসরণ করলে সহজেই মাদ্রাসার এমপিও শিট সংগ্রহ করা যাবে।

এছাড়া নিচের অনুচ্ছেদে মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের চলতি মাসের চেক ছাড়ের আপডেট তথ্য পাওয়া যাবে।

আরো জানুন:

এমপিও নীতিমালা ও জনবল কাঠামো (সংশোধিত): স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি

মাদরাসা এমপিও শীট সংশোধন আবেদনে অধিদপ্তরের নতুন নির্দেশনা

এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের এমপিও শীট সংগ্রহ করবেন যেভাবে

এমপিও শীট সংগ্রহ প্রক্রিয়ার আগে, চলতি মাসের এমপিও ও বেতন-ভাতা হস্তান্তর হয়েছে কীনা- তার তথ্য আগে জানতে হবে।

এমপিও আপডেট ও বেতনের চেক হস্তান্তরের বিষয়ে জানা যাবে, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ওয়েবসাইটের নোটিশ বোর্ড হতে।

তাই আগে মাদ্রাসা অধিদপ্তরের নোটিশ বোর্ড হতে বেতনের চেক ছাড়ের তথ্য জেনে নিন। আপনি নিচের যুক্ত নোটিশ বোর্ডের লিংক থেকে, সাম্প্রতিক মাসের বেতনের চেক হস্তান্তরের তথ্য জানতে পারবেন।

লিংক: www.dme.gov.bd/site/view/notices

চলতি মাসের বেতনের চেক ছাড়ের তথ্য প্রকাশিত হলে, এবার এমপিও শীট সংগ্রহের পদক্ষেপ গ্রহণ করুন।

প্রথমতঃ মোবাইল অথবা কম্পিউটারে একটি ব্রাউজার ওপেন করে, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটের হোমপেজ ব্রাউজ করুন।

হোমপেজের ঠিকানা: www.dme.gov.bd

আশা করি অধিদপ্তরের হোমপেজে অবস্থান করছেন। এবার নিচের ছবির মত এম.পি.ও (M.P.O) সংক্রান্ত লেখা অপশনটি খুঁজে বের করুন।

এখানে চলতি মাসে প্রকাশিত এমপিও শীট সংগ্রহের লিংক পাওয়া যাবে।

www.memis.gov.bd Madrasah Teacher MPO Sheet

উপরের ছবির মত অংশে এবতেদায়ী থেকে শুরু করে, এমপিওভুক্ত সকল মাদ্রাসার এমপিও শীট সংগ্রহের লিংক পাওয়া যাবে।

এমপিওভুক্ত দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদ্রাসা শিক্ষকদের প্রতি মাসে এমপিও শিট প্রকাশ করা হয়। আর এবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের প্রতি তিন মাস পরপর এমপিও শীট আপডেট করা হয়।

এবার আপনার প্রয়োজনীয় এমপিও শীটের লিংকে ক্লিক করুন। নতুন পাতায় অধিদপ্তরের গুগল ড্রাইভ ফোল্ডার ওপেন হবে।

মাদ্রাসা অধিদপ্তরের গুগল ড্রাইভে, ব্যাংকের নাম লেখা এমপিও শীটের ফোল্ডার পাওয়া যাবে। আপনার প্রতিষ্ঠান যে ব্যাংক হতে বেতন-ভাতা উত্তোলন করে, সে ব্যাংকের ফোল্ডারে ক্লিক করুন।

এখানে কয়েকটি শিক্ষা অঞ্চলের নাম লেখা ফাইল পাওয়া যাবে। আপনার প্রতিষ্ঠান যে অঞ্চলে অবস্থিত, সে অঞ্চলের ফাইলে আপনার প্রতিষ্ঠানের এমপিও শীট খুঁজে বের করুন।

আরো পড়ুন:

মাদ্রাসার এমপিও শীট সংশোধন (পদবী ও বিষয়) আবেদন প্রেরণ

মাদ্রাসা এমপিও আবেদন করার সময়সূচি ও কাগজ পত্রের তালিকা

MEMIS Madrasah MPO Salary Sheet সংগ্রহের নির্দেশনা

মাদ্রাসা অধিদপ্তরের এমপিও শিটের গুগল ড্রাইভের ফোল্ডারে, এমপিও শীটের পাশাপাশি  ভাউচার ও টপশীট পাওয়া যাবে।

ভাউচারে অনুদান বণ্টনকারী ব্যাংকের নামে, থানা ভিত্তিক প্রতিটি প্রতিষ্ঠানের প্রাপ্য মোট অর্থের পরিমান উল্লেখ করা থাকবে।

আর টপশীট হতে থানা ভিত্তিক এমপিওভুক্ত মাদ্রাসায় প্রেরিত মোট অর্থের পরিমান উল্লেখ করা থাকবে।

এমপিও শীট পিডিএফ ফাইলে প্রকাশিত হয়। তাই এই ফাইল দেখতে আপনার মোবাইল/কম্পিউটারে পিডিএফ ফাইল পড়া যায় এমন অ্যাপস/সফটওয়ার প্রয়োজন হবে।

তবে আপনার গুগল ক্রোম/ফায়ার ফক্স ব্রাউজারে এমন অ্যাপস সংযুক্ত থাকে। তাই এসব ভালো মানের ব্রাউজার দিয়ে ব্রাউজ করুন।

এমপিও শীট সংগ্রহের ক্ষেত্রে ইন্টারনেটে দক্ষ এমন ব্যাক্তি বা প্রতিষ্ঠানের সাহায্য নেওয়া যেতে পারে।

মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ও ঈদ বোনাসের চেক হস্তান্তর

সদ্য সংবাদ: এমপিওভুক্ত বেসরকারি মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতা ও ঈদ বোনাসের চেক ছাড় করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানতে নিচের প্রতিবেদনটি পড়ুন।

এমপিও শিক্ষক-কর্মচারীদের বৈশাখী উৎসব ভাতার চেক ছাড়

এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাসের চেক ছাড়

MEMIS Madrasah MPO Sheet: মাদ্রাসা এমপিও শীট সংগ্রহ করতে অসুবিধা হলে আমাদের জানান।

আর তথ্যটি অন্য সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

Non-Govt. Teacher MPO: Monthly Pay Order News Update

MPO News: Teacher Monthly Pay Order Notice: এমপিও সংবাদ

তথ্যসূত্র-

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর

সবশেষ আপডেট: ১৪/০৪/২০২৩ খ্রি. তারিখ ০১:১২ অপরাহ্ন।

34 Comments

  1. Atiqur rahman বলেছেন:

    আমি২০১৩ সালের MPO সিট দেখতে ছাই।কিভাবে দেখব।plese……

    1. এত পুরোনো এমপিও শিটের কপি খুব সম্ভবত অনলাইনে সংরক্ষিত নেই। আপনি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে খোঁজ নিতে পারেন। সেখানে প্রতি মাসের এমপিও শিট সংরক্ষিত থাকার কথা। ধন্যবাদ।

    2. তেররশিয়া মহিলা দাখিল মাদরাসা বলেছেন:

      মার্চ2022 মাসের এমপিও সিট এমপিও নম্বর 1247122120 দেখতে চাই

    3. এটা খুব সময় সাপেক্ষ বিষয়। আপনি কম্পিউটার দোকানে গিয়ে এমপিও শিট দেখতে পারেন।

  2. Lavelu বলেছেন:

    মহিলা কোটা বিষয়ে ধারণা চাই । গণিতে মহিলা কোটা কি শিথিলযোগ্য । ১৪ জন শিক্ষকের মধ্যে দুইজন মহিলা হলে এমপিও হবে কি ।

    1. এবিষয়ে সঠিক পরামর্শ পেতে আপনার উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার এর সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ।

  3. মুহাম্মদ মুজিবুল হক বলেছেন:

    ২০২০ সালের সব কয়টি MPO সিটের প্রয়োজন অনলাইনে কিভাবে পেতে পারি।

    1. মাদ্রাসা অধিদপ্তর প্রতি মাসের এমপিও শিটের লিংক প্রদান করে। কিন্তু এক সাখে বছরের এমপিও শিট সংগ্রহের লিংক পাওয়া যাবে বলে মনে হয়না।

  4. Juiechompa বলেছেন:

    মাদ্রাসায় প্রভাষক পদে এমপিও আবেদনের কতদিনের মধ্যে ইনডেক্স নম্বর পাওয়া যায়???

    1. এটা আমাদের পক্ষে নিশ্চিত করে বলা সম্ভব নয়।

  5. MASUD BIN MAHABUB বলেছেন:

    আমার ফেব্রুয়ারি মাসের মাদ্রাসার এম,পি,ও শিট লাগবে কিন্তু কোথাও খুজে পাচ্ছি না,,,,,,,দয়া করে এই… পাঠালে খুসি হবো।

    1. Md Kamruzzaman বলেছেন:

      পাশাপাশি মাদ্রাসায় দেখুন।

  6. মোহাম্মদ আবুল কাশেম বলেছেন:

    মে মাসের ২৬তারিখ একজন সহকারী মৌলভী মারা যান। ইতিমধ্যে মে মাসের এম পিও ছাড় হয়েছে। প্রশ্ন হলো মে মাসের বেতন বিলে কে স্বাক্ষর করবে? শুধু ২৬দিনের বেতন পাবে নাকি পুরো মে মাসের বেতন পাবে?জানালে উপকৃত হবো।

    1. আপনি এ বিষয়ে সঠিক পরামর্শ পেতে আপনার উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসারের সাথে কথা বলুন।

  7. মোঃ শুকুর আলী বলেছেন:

    ২০২১ সালের মার্চ এর এমপিও কপি কিভাবে পেতে পারি? জানাবেন প্লিজ স্যার।

    1. সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে পেতে পারেন।

  8. Helal Uddin বলেছেন:

    ব্যক্তিগত এম পি ও কিভাবে দেখা যাবে

    1. এমপিও প্রকাশ হলে এমপিও সীটে দেখা যাবে। আর এমপিও আবেদনের প্রসেস দেখা যাবে এমইএমআইএস ড্যাশবোর্ড থেকে।

  9. বদরুল আলম বলেছেন:

    ইন্ক্রিমেন্ট কেটে নেওয়ার কারণ কী? দয়া করে জানাবেন।

  10. MD.RUSTAM ALI বলেছেন:

    2021সালে scale ছিল 16000টাকা।ইনক্রিমেন্ট পেলাম 800 । 2022 সালে বেসিক হল16800 টাকা।increment পাব(800+840)=1640 টাকা।কিন্তু mpo sheet এ দেখি মাত্র 840 টাকা।এখন আমি কি করব!

    1. এই রকম অনেকে হয়েছে। আপনি মাধ্যমিক শিক্ষা অফিসে গিয়ে বিষয়টি নিয়ে আলোচনা করতে পারেন।

  11. মোহাম্মদমুসলিমউদ্দীন বলেছেন:

    বর্তমানে মাদ্রাসার এমপিও শীটে পদবী সিরিয়াল গুলো এলোমেলো, পদবী সিরিয়াল ম্যানুয়েল অনুযায়ী যেমন- ১.সুপার ২. সহ সুপার ৩. সহকারী মৌলভী ( ক)৪.,(খ,)৫(গ),৬(ঘ) ৭. সহকারী শিক্ষক,,,,, এভাবে করার ব্যাবস্থা নিলে ভাল হয়।

    1. মতামতের জন্য ধন্যবাদ।

  12. Akm বলেছেন:

    স্কুলের শিক্ষক ভাইদের 9ম গ্রেড থেকে 8ম গেডে দ্বিতীয় উচ্চতর স্কেল। ইনক্রিমেন্ট সহ 29370টাকা কতন করে 27933দিচ্ছে। কিন্তু মাদ্রাসার শিক্ষকরা কেন পাচ্ছে না।জানালে উপকৃত হবো।

    1. এই বিষয়গুলোর ব্যাখ্যা অধিদপ্তর দিতে পারবে।

  13. Monirujjaman বলেছেন:

    অনেক আগের যেমন 2001 সালের কোন মাসের এমপিও শীট কিভাবে পাওয়া যাবে?

    1. শিক্ষা প্রতিষ্ঠানে যোগাযোগ করুন।

  14. Wais বলেছেন:

    সিলেট অঞ্চলের সেপ্টেম্বর ২০২২ এর এমপিও dme এর দেওয়া লিংকে তো পাইনি?

    1. মাদ্রাসা অধিদপ্তরের ওয়েবসাইটে এমপিও শিপের কপি সংগ্রহের লিংক দেওয়া আছে। প্রতিবেদনের নির্দেশনামতো সেখান থেকে সংগ্রহ করুন।

  15. দর্গাহপুর ফাজিল মাদ্রাসা বলেছেন:

    ভাল

  16. মেনহাজুলহক বলেছেন:

    অক্টবর২০২২ এম পি ওদেখতে ছাই

  17. mesba বলেছেন:

    1984may jun, 1985 may, jun, sep, MPO Sheets of a maderash
    need. How can I collect.

    1. এত পুরাতন এমপিও সীটের কপি অনলাইনে পাওয়া যাবে না। আপনি সংশ্লিষ্ট প্রতিষ্টানে খো৭জ নিয়ে দেখুন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।