Home » এমপিও সংবাদ » MEMIS Madrasah MPO Sheet: মাদ্রাসা এমপিও শীট দেখুন

MEMIS Madrasah MPO Sheet: মাদ্রাসা এমপিও শীট দেখুন

MEMIS Madrasah Teacher MPO Sheet

MEMIS Madrasah MPO Sheet: মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ওয়েবসাইট (www.dme.gov.bd) থেকে এমপিভুক্ত বেসরকারি মাদ্রাসা শিক্ষকদের এমপিও শীট ডাউনলোড করুন।

এই প্রতিবেদন থেকে আপনি এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীতের বেতন-ভাতার এমপিও শিট দেখার নিয়ম জানতে পারবেন।

বিঃ দ্রঃ– মাদ্রাসা অধিদপ্তরের জুন মাসের চেক ছাড় ও এমপিও শিট ডাউনলোডের খবর জানুন নিচের সবশেষ অনুচ্ছেদ থেকে।

www.memis.gov.bd Madrasah MPO Sheet: মাদ্রাসা শিক্ষকদের এমপিও শীট দেখুন

এমপিওভুক্ত মাদ্রাসার (দাখিল, আলিম, ফাজিল, কামিল ও ইবতেদায়ী) প্রতি মাসের বেতন-ভাতা, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে অনুদান বণ্টনকারী ব্যাংকে প্রেরণ করা হয়।

সাধারণত এক মাস পরপর নতুন শিক্ষক/কর্মচারীদের এমপিওভুক্তি, ইনডেক্সধারীদের উচ্চতর গ্রেড, সিনিয়র স্কেল সহ যাবতীয় বেতন-ভাতা প্রদানের কাজ করে মাদ্রাসা অধিদপ্তর।

আর এই এমপিও শীট প্রস্তুতে সহায়তা করে অধিদপ্তরের অধিন, Madrasah Education Management Information System (MEMIS) নামক প্রতিষ্ঠানটি।

মাদ্রাসা অধিদপ্তরের MEMIS Cell, প্রতি মাসের এমপিও শীট প্রস্তুতের কাজটি করে থাকে। যেখানে শিক্ষক-কর্মচারীদের প্রাপ্ত বেতনের মোট অর্থের পরিমান, অবসর-কল্যাণ ভাতার কর্তন ও অন্যান্য ভাতার প্রাপ্তির তথ্য থাকে।

এছাড়া এমপিও শীট হতে প্রতিটি প্রতিষ্ঠানের মোট বেতন-ভাতার অর্থের হিসাব সম্পর্কে জানা যায়। মূলত MEMIS প্রণীত এমপিও শীটে শিক্ষক-কর্মচারী ও প্রতিষ্ঠানের নামে ব্যাংকে প্রেরিত অর্থের খাতওয়ারি হিসাব উল্লেখ করা থাকে।

বেসরকারি এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের প্রতি মাসের বেতন-ভাতা অনুদান বণ্টনকারী ব্যাংক থেকে উত্তোলন করতে এই এমপিও শীটের প্রয়োজন পড়ে।

এই প্রতিবেদনে কীভাবে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট হতে এমপিও শীট সংগ্রহ করা যাবে, তার বিস্তারিত নির্দেশনা দেওয়া হবে।

নিচের নির্দেশনা ভালোভাবে অনুসরণ করলে সহজেই মাদ্রাসার এমপিও শিট সংগ্রহ করা যাবে।

এছাড়া নিচের অনুচ্ছেদে মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের চলতি মাসের চেক ছাড়ের আপডেট তথ্য পাওয়া যাবে।

আরো জানুন:

এমপিও নীতিমালা ও জনবল কাঠামো (সংশোধিত): স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি

মাদরাসা এমপিও শীট সংশোধন আবেদনে অধিদপ্তরের নতুন নির্দেশনা

মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের এমপিও শীট দেখার নিয়ম

এমপিও শীট সংগ্রহ প্রক্রিয়ার আগে, চলতি মাসের এমপিও ও বেতন-ভাতা হস্তান্তর হয়েছে কীনা- তার তথ্য আগে জানতে হবে।

এমপিও আপডেট ও বেতনের চেক হস্তান্তরের বিষয়ে জানা যাবে, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ওয়েবসাইটের নোটিশ বোর্ড হতে।

তাই আগে মাদ্রাসা অধিদপ্তরের নোটিশ বোর্ড হতে বেতনের চেক ছাড়ের তথ্য জেনে নিন। আপনি নিচের যুক্ত নোটিশ বোর্ডের লিংক থেকে, সাম্প্রতিক মাসের বেতনের চেক হস্তান্তরের তথ্য জানতে পারবেন।

লিংক: www.dme.gov.bd/site/view/notices

চলতি মাসের বেতনের চেক ছাড়ের তথ্য প্রকাশিত হলে, এবার এমপিও শীট সংগ্রহের পদক্ষেপ গ্রহণ করুন।

প্রথমতঃ মোবাইল অথবা কম্পিউটারে একটি ব্রাউজার ওপেন করে, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটের হোমপেজ ব্রাউজ করুন।

হোমপেজের ঠিকানা: www.dme.gov.bd

আশা করি অধিদপ্তরের হোমপেজে অবস্থান করছেন। এবার নিচের ছবির মত এম.পি.ও (M.P.O) সংক্রান্ত লেখা অপশনটি খুঁজে বের করুন।

এখানে চলতি মাসে প্রকাশিত এমপিও শীট ডাউনলোডের লিংক পাওয়া যাবে।

www.memis.gov.bd Madrasah Teacher MPO Sheet

উপরের ছবির মত অংশে এবতেদায়ী থেকে শুরু করে, এমপিওভুক্ত সকল মাদ্রাসার এমপিও শীট সংগ্রহের লিংক পাওয়া যাবে।

এমপিওভুক্ত দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদ্রাসা শিক্ষকদের প্রতি মাসে এমপিও শিট প্রকাশ করা হয়। আর এবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের প্রতি তিন মাস পরপর এমপিও শীট আপডেট করা হয়।

এবার আপনার প্রয়োজনীয় এমপিও শীটের লিংকে ক্লিক করুন। নতুন পাতায় অধিদপ্তরের গুগল ড্রাইভ ফোল্ডার ওপেন হবে।

মাদ্রাসা অধিদপ্তরের গুগল ড্রাইভে, ব্যাংকের নাম লেখা এমপিও শীটের ফোল্ডার পাওয়া যাবে। আপনার প্রতিষ্ঠান যে ব্যাংক হতে বেতন-ভাতা উত্তোলন করে, সে ব্যাংকের ফোল্ডারে ক্লিক করুন।

এখানে কয়েকটি শিক্ষা অঞ্চলের নাম লেখা ফাইল পাওয়া যাবে। আপনার প্রতিষ্ঠান যে অঞ্চলে অবস্থিত, সে অঞ্চলের ফাইলে আপনার প্রতিষ্ঠানের এমপিও শীট খুঁজে বের করুন।

আরো পড়ুন:

মাদ্রাসার এমপিও শীট সংশোধন (পদবী ও বিষয়) আবেদন প্রেরণ

মাদ্রাসা এমপিও আবেদন করার সময়সূচি ও কাগজ পত্রের তালিকা

MEMIS Madrasah MPO Sheet download

মাদ্রাসা অধিদপ্তরের এমপিও শিটের গুগল ড্রাইভের ফোল্ডারে, এমপিও শীটের পাশাপাশি  ভাউচার ও টপশীট পাওয়া যাবে।

ভাউচারে অনুদান বণ্টনকারী ব্যাংকের নামে, থানা ভিত্তিক প্রতিটি প্রতিষ্ঠানের প্রাপ্য মোট অর্থের পরিমান উল্লেখ করা থাকবে।

আর টপশীট হতে থানা ভিত্তিক এমপিওভুক্ত মাদ্রাসায় প্রেরিত মোট অর্থের পরিমান উল্লেখ করা থাকবে।

এমপিও শীট পিডিএফ ফাইলে প্রকাশিত হয়। তাই এই ফাইল দেখতে আপনার মোবাইল/কম্পিউটারে পিডিএফ ফাইল পড়া যায় এমন অ্যাপস/সফটওয়ার প্রয়োজন হবে।

তবে আপনার গুগল ক্রোম/ফায়ার ফক্স ব্রাউজারে এমন অ্যাপস সংযুক্ত থাকে। তাই এসব ভালো মানের ব্রাউজার দিয়ে ব্রাউজ করুন।

এমপিও শীট সংগ্রহের ক্ষেত্রে ইন্টারনেটে দক্ষ এমন ব্যাক্তি বা প্রতিষ্ঠানের সাহায্য নেওয়া যেতে পারে।

মাদ্রাসার জুন মাসের বেতনের চেক ছাড়ের খবর

সদ্য সংবাদ: এমপিওভুক্ত বেসরকারি মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের জুন মাসের বেতনের চেক ছাড়ের খবর জানতে নিচের প্রতিবেদনটি পড়ুন।

MEMIS Madrasah MPO Sheet: মাদ্রাসা এমপিও শীট সংগ্রহ করতে অসুবিধা হলে আমাদের জানান।

আর তথ্যটি অন্য সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

Non-Govt. Teacher MPO: Monthly Pay Order News Update

MPO News: Teacher Monthly Pay Order Notice: এমপিও সংবাদ

তথ্যসূত্র-

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর

62 Comments

    1. এত পুরোনো এমপিও শিটের কপি খুব সম্ভবত অনলাইনে সংরক্ষিত নেই। আপনি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে খোঁজ নিতে পারেন। সেখানে প্রতি মাসের এমপিও শিট সংরক্ষিত থাকার কথা। ধন্যবাদ।

    1. মাদ্রাসা অধিদপ্তর প্রতি মাসের এমপিও শিটের লিংক প্রদান করে। কিন্তু এক সাখে বছরের এমপিও শিট সংগ্রহের লিংক পাওয়া যাবে বলে মনে হয়না।

  1. আমার ফেব্রুয়ারি মাসের মাদ্রাসার এম,পি,ও শিট লাগবে কিন্তু কোথাও খুজে পাচ্ছি না,,,,,,,দয়া করে এই… পাঠালে খুসি হবো।

  2. মে মাসের ২৬তারিখ একজন সহকারী মৌলভী মারা যান। ইতিমধ্যে মে মাসের এম পিও ছাড় হয়েছে। প্রশ্ন হলো মে মাসের বেতন বিলে কে স্বাক্ষর করবে? শুধু ২৬দিনের বেতন পাবে নাকি পুরো মে মাসের বেতন পাবে?জানালে উপকৃত হবো।

    1. আপনি এ বিষয়ে সঠিক পরামর্শ পেতে আপনার উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসারের সাথে কথা বলুন।

    1. এমপিও প্রকাশ হলে এমপিও সীটে দেখা যাবে। আর এমপিও আবেদনের প্রসেস দেখা যাবে এমইএমআইএস ড্যাশবোর্ড থেকে।

    1. আমার 11 গ্রেড থেকে 10 গ্রেড এ উত্তীর্ণ হওয়ার পরে 11 গ্রেডের কোন ইনক্রিমেন্ট যোগ হয়নি। এর কারণ কি?

  3. 2021সালে scale ছিল 16000টাকা।ইনক্রিমেন্ট পেলাম 800 । 2022 সালে বেসিক হল16800 টাকা।increment পাব(800+840)=1640 টাকা।কিন্তু mpo sheet এ দেখি মাত্র 840 টাকা।এখন আমি কি করব!

  4. বর্তমানে মাদ্রাসার এমপিও শীটে পদবী সিরিয়াল গুলো এলোমেলো, পদবী সিরিয়াল ম্যানুয়েল অনুযায়ী যেমন- ১.সুপার ২. সহ সুপার ৩. সহকারী মৌলভী ( ক)৪.,(খ,)৫(গ),৬(ঘ) ৭. সহকারী শিক্ষক,,,,, এভাবে করার ব্যাবস্থা নিলে ভাল হয়।

  5. স্কুলের শিক্ষক ভাইদের 9ম গ্রেড থেকে 8ম গেডে দ্বিতীয় উচ্চতর স্কেল। ইনক্রিমেন্ট সহ 29370টাকা কতন করে 27933দিচ্ছে। কিন্তু মাদ্রাসার শিক্ষকরা কেন পাচ্ছে না।জানালে উপকৃত হবো।

    1. আপনি আপনার প্রতিষ্ঠানে পেতে পারেন
      অথবা যে ব্যাংকে আপনার বেতন আসে ঐ ব্যাংকেও যোগাযোগ করতে পারেন।

    1. মাদ্রাসা অধিদপ্তরের ওয়েবসাইটে এমপিও শিপের কপি সংগ্রহের লিংক দেওয়া আছে। প্রতিবেদনের নির্দেশনামতো সেখান থেকে সংগ্রহ করুন।

    1. আসসালামু আলাইকুম। আমিএকটি দাখিল মাদ্রাসার ই বি কারি পদে আছি।
      ২০২৩ মার্চ মাসে আমরা শিক্ষকগণ এমপি ও ভুক্ত হয়েছি। গত জুলাই ২০২২ এ এমপিও ভুক্ত হয় আমাদের মাদ্রাসাটি।
      পিছনের মাসগুলো বকেয়া বেতনগুলো আমি পাইনাই। অর্থাৎ জুলাই ২০২২ হতে ফেব্রুয়ারি ২০২৩ পর্যন্ত কি করনীয়? আমি কি ফাইভ পার্সেন্ট প্রণোদনা ইনক্রিমেন্ট পাব? যদি জাতীয়করণ হয় তাহলে সংযুক্ত দাখিল মাদ্রাসার ইবতেদায়ী শিক্ষকগণও কি জাতীয়করণের অন্তর্ভুক্ত হবে ?
      জানতে পারলে উপকৃত হতাম ধন্যবাদ।

  6. আসসালামু আলাইকুম। স্যার,আমি একটি মাদ্রাসায় নিরাপত্তা কর্মী পদে মার্চ ২০২৩ এমপিও পেয়েছে। এখন প্রায় ১৮ মাস পর মাত্র একটি ইনক্রিমেন্ট লাগালো। স্যার আমি কি তাহলে ১৮ মাসে একটি ইনক্রিমেন্টই পাব। জানতে পারলে উপকৃত হতাম ধন্যবাদ।

    1. প্রতিবছর ৫% হারে ইনক্রিমেন্ট ও ৫% হারে বিশেষ সুবিধা প্রণোদনা পাবেন। তবে বিশেষ সুবিধা প্রণোদনা পরবর্তীতে তুলে নেওয়া হতে পারে।

  7. গত ফেব্রুয়ারী 2021-আমার MPO হয়েছে এবং গত জুন 2023 আমার ব্যাৎসরিক ইনঞিম সেলারির সাথে যোগ হয়েছে এবং সেই ইনঞিম পরের মাস জুলাই 2023-এ-আমার সেলারি হতে কেটে নিছে আমি এখন ব্যাংসরিক ইনঞিম পাওয়ার জন্য কি করতে পারি জানালে উপকিত হব ৷

    1. আপনার উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার এর সাথে কথা বলে দেখতে পারেন। তিনি হয়তো এ বিষয়ে পরামর্শ দিতে পারবেন।

  8. অধিদপ্তরের ওয়েবসাইটের হোম পেজ এ শুধু সাম্প্রতিক ২-৩ মাসের MPO পাওয়া যায়। তার আগের মাসের MPO গুলো চেক করার কোনো উপায় থাকলে জানাবেন। ধন্যবাদ।

  9. বিসমিল্লাহির রাহমানির রাহিম আসছালামুআলাইকুম ২০০৪সালের মাচ মাসের মাদ্রাসা এমপিও সিট কিভাবে পেতে পারি জানাবেন খুবেই দরকার । ধন্যবাদ

  10. জুন মাসের মাদ্রাসা শিক্ষকদের বেতন কবে ছাড়বে জানানোর অনুরোধ করছি অলিউর রহমান সহকারী অধ্যাপক৷ সাইটবাড়ীয়া আলিম মাদ্রাসা কালিগঞ্জ ঝিনাইদহ।

    1. আপনার মন্তব্যের জবাব দেওয়া পর্যন্ত বেতন ভাতা ছাড়ের তথ্য পায়নি। তথ্য পেলে জানানো।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।