Home » মাদ্রাসার এমপিও শীট সংশোধন (পদবী ও বিষয়) আবেদন প্রেরণ

মাদ্রাসার এমপিও শীট সংশোধন (পদবী ও বিষয়) আবেদন প্রেরণ

মাদ্রাসার এমপিও শীট সংশোধন আবেদন

মাদ্রাসার এমপিও শীটে শিক্ষক-কর্মচারীদের নাম ও পদবী সংশোধন/সংযোজন আবেদন দ্রুত প্রেরণের নির্দেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।

এমপিও শীট সংশোধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে এই আবেদন, উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা অফিসারের মাধ্যমে অধিপ্তরের প্রেরণ করতে হবে।

মাদ্রাসার এমপিও শীটে শিক্ষক-কর্মচারীদের পদবী ও বিষয় সংশোধন আবেদন প্রেরণের নির্দেশ

এমপিওভুক্ত মাদ্রাসার এমপিও শীটে পদবী ও বিষয় সংযোজন/সংশোধনের জন্য, মাদ্রাসা ভিত্তিক আবেদন প্রেরণ করতে নির্দেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।

মাদ্রাসা থেকে এমপিও শীটের পদবী ও বিষয় বিহীন সকল শিক্ষক/কর্মচারীর আবেদন একত্রে প্রেরণ করতে বলা হয়েছে। কিন্তু কিছু মাদ্রাসা তা না করে, ভিন্ন ভিন্ন ভাবে পদবী ও বিষয় সংযোজন/সংশোধনের আবেদন করছেন যা অনভিপ্রেত বলছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।

এর ফলে একই মাদ্রাসার ভিন্ন ভিন্ন সময়ে দাখিলকৃত আবেদন নিস্পত্তি করতে একদিকে সময়ের অপচয় হয়, অন্যদিকে মাদ্রাসার বিষয় ভিত্তিক পদ/পদবীর প্রাপ্যতা নির্ধারণ, নিয়োগ যাচাই, এমপিওভুক্তি ও অন্যান্য তথ্যাদি নিশ্চিতকরণ পূর্বক আবেদন নিষ্পত্তিতে জটিলতার সৃষ্টি হয়।

এনসিটিবি প্রণীত নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে প্রতিটি মাদরাসার শিক্ষকদের পদবী ও বিষয় নির্ধারনের প্রয়োজনীয়তা রয়েছে। তাই প্রতিটি মাদ্রাসার এমপিও শীট সংশোধনের জন্য দ্রুত আবেদন করতে নির্দেশ দিয়েছে মাদ্রাসা অধিদপ্তর।

আরো জানুন:

MEMIS Madrasah MPO Sheet: মাদ্রাসা এমপিও শীট দেখার নিয়ম

মাদরাসা এমপিও শীট সংশোধন আবেদনে অধিদপ্তরের নতুন নির্দেশনা

মাদ্রাসার এমপিও শীট সংশোধন আবেদনের জন্য যেসব তথ্য প্রয়োজন হবে

পদবী ও বিষয় সংশোধনের আবেদন সহজে নিস্পত্তির লক্ষ্যে, জনবল কাঠামো অনুযায়ী প্রাপ্যতা এবং শিক্ষা সনদের ভিত্তিতে পদবী ও
বিষয় নির্ধারণ করতে হবে।

এরপর মাদ্রাসার সকল শিক্ষক কর্মচারীর স্বাক্ষরযুক্ত সর্বশেষ এমপিও শীটের অনুরুপ কপি গভর্নিং বডি/ম্যানেজিং কমিটির রেজুলেশনে সুপারিশসহ প্রেরণ করতে হবে।

উল্লেখ্য যে, পদবী ও বিষয় সংশোধনের আবেদনের ক্ষেত্রে সর্বশেষ এমপিও শীটের পদবী (কলাম-১) ও বিষয় কেলাম-৪) ব্যতিরেকে অন্যান্য কলাম অপরিবর্তিত রাখতে হবে।

এমপিভুক্ত মাদ্রাসা সমূহের এমপিও শীটে শিক্ষক-কর্মচারীদের পদবী ও বিষয় সংযোজন/সংশোধনের জন্য নিচের কাগজপত্র প্রয়োজন হবে।

সংশ্লিষ্ট পদ ও বিষয়ের পত্রিকার বিজ্ঞপ্তির কপি।

নিয়োগ বোর্ডের সুপারিশ ও ফলাফল শীট, গভর্নিং বডি/ম্যানেজিং কমিটির অনুমোদন।

নিয়োগ পত্র, যোগদান পত্র, পদবী ও বিষয় সংশ্লিষ্ট একাডেমিক ও পেশাগত সনদ।

মাদ্রাসার হালনাগাদ শিক্ষক-কর্মচারীর তালিকা ও বেতন বিলের কপি।

সংশোধন বিষয়ে গভর্নিং বডি/ম্যানেজিং কমিটির রেজুলেশন।

প্রয়োজনীয় আনুষঙ্গিক কাগজপত্র/ডকুমেন্ট যথাযথ সত্যয়নপূর্বক এমপিও শীটের পদবী ও বিষয় বিহীন সকল শিক্ষক/কর্মচারীর পদবী ও বিষয় সংযোজন/সংশোধনের আবেদন করতে হবে।

এসব শিক্ষক-কর্মচারীদের আবেদন একত্রে জেলা শিক্ষা অফিসার/উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা অফিসারের মাধ্যমে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে প্রেরণের নির্দেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।

এ বিষয়ে বিস্তারিত জানুন নিচের বিজ্ঞপ্তি থেকে।

মাদ্রাসার এমপিও শীট সংশোধন আবেদন

এমপিওভুক্ত মাদ্রাসার এমপিও শীট সংশোধন আবেদন প্রেরণ সম্পর্কে আরো জানতে আমাদের কাছে লিখুন।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

মাদ্রাসা এমপিও আবেদন করার সময়সূচি ও কাগজ পত্রের তালিকা

এমপিও নীতিমালা (সংশোধিত): স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠান

তথ্যসূত্র-

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।