মাদ্রাসার এমপিও শীটে শিক্ষক-কর্মচারীদের নাম ও পদবী সংশোধন/সংযোজন আবেদন দ্রুত প্রেরণের নির্দেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।
এমপিও শীট সংশোধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে এই আবেদন, উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা অফিসারের মাধ্যমে অধিপ্তরের প্রেরণ করতে হবে।
মাদ্রাসার এমপিও শীটে শিক্ষক-কর্মচারীদের পদবী ও বিষয় সংশোধন আবেদন প্রেরণের নির্দেশ
এমপিওভুক্ত মাদ্রাসার এমপিও শীটে পদবী ও বিষয় সংযোজন/সংশোধনের জন্য, মাদ্রাসা ভিত্তিক আবেদন প্রেরণ করতে নির্দেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।
মাদ্রাসা থেকে এমপিও শীটের পদবী ও বিষয় বিহীন সকল শিক্ষক/কর্মচারীর আবেদন একত্রে প্রেরণ করতে বলা হয়েছে। কিন্তু কিছু মাদ্রাসা তা না করে, ভিন্ন ভিন্ন ভাবে পদবী ও বিষয় সংযোজন/সংশোধনের আবেদন করছেন যা অনভিপ্রেত বলছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।
এর ফলে একই মাদ্রাসার ভিন্ন ভিন্ন সময়ে দাখিলকৃত আবেদন নিস্পত্তি করতে একদিকে সময়ের অপচয় হয়, অন্যদিকে মাদ্রাসার বিষয় ভিত্তিক পদ/পদবীর প্রাপ্যতা নির্ধারণ, নিয়োগ যাচাই, এমপিওভুক্তি ও অন্যান্য তথ্যাদি নিশ্চিতকরণ পূর্বক আবেদন নিষ্পত্তিতে জটিলতার সৃষ্টি হয়।
এনসিটিবি প্রণীত নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে প্রতিটি মাদরাসার শিক্ষকদের পদবী ও বিষয় নির্ধারনের প্রয়োজনীয়তা রয়েছে। তাই প্রতিটি মাদ্রাসার এমপিও শীট সংশোধনের জন্য দ্রুত আবেদন করতে নির্দেশ দিয়েছে মাদ্রাসা অধিদপ্তর।
আরো জানুন:
MEMIS Madrasah MPO Sheet: মাদ্রাসা এমপিও শীট দেখার নিয়ম
মাদরাসা এমপিও শীট সংশোধন আবেদনে অধিদপ্তরের নতুন নির্দেশনা
মাদ্রাসার এমপিও শীট সংশোধন আবেদনের জন্য যেসব তথ্য প্রয়োজন হবে
পদবী ও বিষয় সংশোধনের আবেদন সহজে নিস্পত্তির লক্ষ্যে, জনবল কাঠামো অনুযায়ী প্রাপ্যতা এবং শিক্ষা সনদের ভিত্তিতে পদবী ও
বিষয় নির্ধারণ করতে হবে।
এরপর মাদ্রাসার সকল শিক্ষক কর্মচারীর স্বাক্ষরযুক্ত সর্বশেষ এমপিও শীটের অনুরুপ কপি গভর্নিং বডি/ম্যানেজিং কমিটির রেজুলেশনে সুপারিশসহ প্রেরণ করতে হবে।
উল্লেখ্য যে, পদবী ও বিষয় সংশোধনের আবেদনের ক্ষেত্রে সর্বশেষ এমপিও শীটের পদবী (কলাম-১) ও বিষয় কেলাম-৪) ব্যতিরেকে অন্যান্য কলাম অপরিবর্তিত রাখতে হবে।
এমপিভুক্ত মাদ্রাসা সমূহের এমপিও শীটে শিক্ষক-কর্মচারীদের পদবী ও বিষয় সংযোজন/সংশোধনের জন্য নিচের কাগজপত্র প্রয়োজন হবে।
সংশ্লিষ্ট পদ ও বিষয়ের পত্রিকার বিজ্ঞপ্তির কপি।
নিয়োগ বোর্ডের সুপারিশ ও ফলাফল শীট, গভর্নিং বডি/ম্যানেজিং কমিটির অনুমোদন।
নিয়োগ পত্র, যোগদান পত্র, পদবী ও বিষয় সংশ্লিষ্ট একাডেমিক ও পেশাগত সনদ।
মাদ্রাসার হালনাগাদ শিক্ষক-কর্মচারীর তালিকা ও বেতন বিলের কপি।
সংশোধন বিষয়ে গভর্নিং বডি/ম্যানেজিং কমিটির রেজুলেশন।
প্রয়োজনীয় আনুষঙ্গিক কাগজপত্র/ডকুমেন্ট যথাযথ সত্যয়নপূর্বক এমপিও শীটের পদবী ও বিষয় বিহীন সকল শিক্ষক/কর্মচারীর পদবী ও বিষয় সংযোজন/সংশোধনের আবেদন করতে হবে।
এসব শিক্ষক-কর্মচারীদের আবেদন একত্রে জেলা শিক্ষা অফিসার/উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা অফিসারের মাধ্যমে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে প্রেরণের নির্দেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।
এ বিষয়ে বিস্তারিত জানুন নিচের বিজ্ঞপ্তি থেকে।
এমপিওভুক্ত মাদ্রাসার এমপিও শীট সংশোধন আবেদন প্রেরণ সম্পর্কে আরো জানতে আমাদের কাছে লিখুন।
তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।
আরো দেখুন:
মাদ্রাসা এমপিও আবেদন করার সময়সূচি ও কাগজ পত্রের তালিকা
এমপিও নীতিমালা (সংশোধিত): স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠান
তথ্যসূত্র-