এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাসের চেক ছাড়
এমপিওভুক্ত বেসরকারি মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের পবিত্র ঈদ-উল_আযহার ঈদ বোনাসের চেক ব্যাংকে ছাড় করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।
এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের ঈদ-উল_আযহার ঈদ বোনাসের চেক ছাড়
দেশের বেসরকারি এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের পবিত্র ঈদুল আযহার উৎসব বোনাসের চেক ছাড় করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।
মাদ্রাসা অধিদপ্তরের উপ-পরিচালক (অর্থ) মোহাম্মদ শামসুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ঈদ বোনাসের চেক ছাড়ে তথ্য নিশ্চিত করা হয়েছে।
২৮ জুন ২০২২ খ্রি. তারিখে মাদ্রাসা অধিদপ্তরের দাপ্তরিক ওয়েবসাইটে, ঈদ বোনাসের চেক হস্তান্তরের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
এমপিও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীগণ ঈদ বোনাসের টাকা ব্যাংকে থেকে উত্তোলন করতে পরবেন ০৫/০৭/২০২২ খ্রি. তারিখ পর্যন্ত।
মাদ্রাসা অধিদপ্তরের নিচের বিজ্ঞপ্তি হতে ঈদ বোনাসের স্মারক নম্বর দেখুন।
আরো জানুন:
২০২২ সালের এসএসসি-দাখিল স্থগিত পরীক্ষার নতুন রুটিন ঈদের পর
২০২২ সালের মাদ্রাসার ছুটির তালিকা (সরকারি-বেসরকারি মাদ্রাসা)
২০২২ সালের মাদ্রাসার ঈদ-উল-আযহার এমপিও শিট
মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাসের এমপিও শিটের সফট কপি অধিদপ্তরের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। এখান থেকে এমপিও শিটের কপি সংগ্রহ করে ব্যাংক থেকে বেতন-ভাতা উত্তোলন করা যাবে।
নিচের লিংক থেকে সরাসরি এমপিও শিটের কপি সংগ্রহ করা যাবে।
https://drive.google.com/drive/folders/10rCZmugQIG2YJhkJH2zg82Diq0rOBzMf?usp=sharing
২০২২ সালের ঈদ-উল-ফিতরের বোনাসের আর তথ্য জানতে আমাদের কাছে লিখতে পারেন।
তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।
আরো দেখুন:
MEMIS Madrasah MPO Sheet: মাদ্রাসা এমপিও শীট দেখার নিয়ম
এমপিও নীতিমালা (সংশোধিত): স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠান
তথ্যসূত্র-