এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়

এমপিওভুক্ত বেসরকারি মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের পবিত্র ঈদ-উল-আজহার ঈদ বোনাসের চেক ব্যাংকে ছাড় করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।

১১ জুন তারিখে বোনাসের চেক হস্তান্তর করা হয়েছে। মাদ্রাসার শিক্ষকদের ঈদ বোনাসের টাকা ১২ জুন থেকে উত্তোলন করা যাবে।

এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের ঈদ বোনাসের চেক ছাড়

দেশের বেসরকারি এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের পবিত্র ঈদুল আজহার উৎসব বোনাসের চেক ছাড় করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।

মাদ্রাসা অধিদপ্তরের উপ-পরিচালক (অর্থ) মোঃ আবুল বাসার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ঈদ বোনাসের চেক ছাড়ের তথ্য নিশ্চিত করা হয়েছে। ১১ জুন তারিখে মাদ্রাসা অধিদপ্তরের দাপ্তরিক ওয়েবসাইটে, ঈদ বোনাসের চেক হস্তান্তরের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

এমপিও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীগণ ঈদ বোনাসের টাকা ব্যাংকে থেকে ১২/০৬/২০২৪ তারিখের পর থেকে উত্তোলন করতে পরবেন।

ঈদ বোনাসের আদেশের স্মারক নম্বর : ৫৭.২৫.০০০০.০১১.০৬.০০২.২১-৩৬৫, তারিখ: ১১.০৬.২০২৪।

মাদ্রাসা অধিদপ্তরের বিজ্ঞপ্তি হতে ঈদ বোনাসের চেক ছাড়ের বিষয়ে বিস্তারিত জানুন।

ঈদ বোনাসের চেক ছাড়ের নোটিশ ২০২৪

আরো জানুন:

মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের মে মাসের বেতনের চেক ছাড়

২০২৪ সালের মাদ্রাসার ছুটির তালিকা (সরকারি-বেসরকারি মাদ্রাসা)

২০২৪ সালের মাদ্রাসার ঈদ-উল-আজহার এমপিও শিট

মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাসের এমপিও শিটের কপি অধিদপ্তরের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। নিচের লিংক থেকে এমপিও শিটের কপি সংগ্রহ করা যাবে।

https://drive.google.com/drive/folders/1b0weduuxhlzco_K5CDj7ZgerLxC38ev1?usp=sharing

২০২৪ সালের মাদ্রাসার ঈদ-উল-আজহার বোনাসের আর তথ্য জানতে আমাদের কাছে লিখতে পারেন।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

MEMIS Madrasah MPO Sheet: মাদ্রাসা এমপিও শীট দেখার নিয়ম

এমপিও নীতিমালা (সংশোধিত): স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠান

তথ্যসূত্র-

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর

মন্তব্য করুন