Home » সিলেবাস » এইচএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা ও আসন বিন্যাস ২০২২

এইচএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা ও আসন বিন্যাস ২০২২

এইচএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা ২০২২

২০২২ সালের এইচএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা ও আসন বিন্যাস প্রকাশ করেছে ঢাকা শিক্ষা বোর্ড। সকল বোর্ডের এইচএসসি সমমান পরীক্ষা একই সাথে ৬ নভেম্বর থেকে শুরু হচ্ছে।

২০২২ সালের এইচএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা ও আসন বিন্যাস প্রকাশ

ঢাকা শিক্ষা বোর্ড ২০২২ সালের এইচএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা ও পরীক্ষার্থীদের আসন বিন্যাস (সিট প্লান) প্রকাশ করেছে।

১১ অক্টোবর ২০২২ খ্রি. তারিখে বোর্ডের দাপ্তরিক ওয়েবসাইটে, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার কেন্দ্রসমূহের তালিকা প্রকাশ করা হয়।

বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ জাহিদ বক্ত চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এইচএসসির কেন্দ্র তালিকা প্রকাশের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সংশিষ্ট কলেজের অধ্যক্ষের নিকট থেকে কেন্দ্র ফি এর টাকা গ্রহণ করে গোপনীয় কাগজপত্র জেলা প্রশাসকের মাধ্যমে, সাদা উত্তর পত্র অন্যান্য কাগজপত্র ঢাকা শিক্ষা বোর্ড থেকে সংগ্রহ করে পরীক্ষা পরিচালনা করবেন ।

প্রতিদিন পরীক্ষা শেষে সন্ধ্যা ৭ টার মধ্যে ডাক যোগে ওএমআর এর প্রথম অংশ ঢাকা শিক্ষা বোর্ড কম্পিউটার কেন্দ্রে এবং উত্তরপত্র সমূহ পরীক্ষা পরিচালনা নীতিমালা মোতাবেক পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর প্রেরণ করতে বলা হয়েছে।

ভ্যেনু কেন্দ্রসমূহ মূল কেন্দ্র থেকে টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র গ্রহণ করে পরীক্ষা পরিচালনা করবেন এবং পরীক্ষা শেষে এতদসংক্রান্ত যাবতীয় কাগজপত্র মূল কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট জমা দিবেন।

জেলা সদরে জেলা প্রশাসক এবং উপজেলায় উপজেলা নির্বহী অফিসার পরীক্ষা কেন্দ্রের তত্ত্বাবধায়ক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এইচএসসি পরীক্ষা কেন্দ্র হিসেবে নির্বাচিত কলেজের অধ্যক্ষ/ভারপ্রাপ্ত অধ্যক্ষ বা স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত কর্মকর্তা হবেন অধ্যক্ষ/ভারপ্রাপ্ত অধ্যক্ষ বা কলেজের সিনিয়র কোন অধ্যাপক।

আরো জানুন:

এইচএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস ২০২২ (পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি)

এইচএসসি পরীক্ষার মানবণ্টন ২০২২ (প্রশ্নের নম্বরবণ্টন নির্দেশিকা)

ঢাকা বোর্ডের এইচএসসির কেন্দ্র ও আসন বিন্যাসের তালিকা দেখুন

উচ্চমাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা-২০২২ এর কেন্দ্র তালিকা, কেন্দ্রের কোড নম্বর, কেন্দ্রের আওতাধীন কলেজের নাম, কলেজের কোড নম্বর, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা, তত্ত্বাবধায়ক কর্মকর্তার তালিকা নিচের লিংক থেকে পাওয়া যাবে।

ঢাকা বোর্ডের কেন্দ্র ও আসনবিন্যাস দেখুন এখান থেকে

উপরের লিংকে ক্লিক করলে ৩২ পৃষ্ঠার পিডিএফ কপিতে, বোর্ডের সকল কেন্দ্র ও পরীক্ষার্থীদের আসন বিন্যাসের তালিকা দেখতে পাবেন।

২০২২ সালের এইচএসসির কেন্দ্র তালিকা ও আসনবিন্যাস দেখতে সমস্যা হলে আমাদের লিখে জানান।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

এইচএসসি পরীক্ষার রুটিন ২০২২ (HSC Riutine PDF 2022)

আলিম পরীক্ষার রুটিন ২০২২ (Alim Routine PDF Download)

বাউবি এইচএসসি পরীক্ষার রুটিন ২০২২: BOU HSC Routine 2022

তথ্যসূত্র-

ঢাকা শিক্ষা বোর্ড

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।