Home » বাউবি এইচএসসি পরীক্ষার রুটিন ২০২৩ (BOU HSC Routine 2023)

বাউবি এইচএসসি পরীক্ষার রুটিন ২০২৩ (BOU HSC Routine 2023)

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বাউবি এইচএসসি পরীক্ষার রুটিন ২০২৩

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ করেছে। BOU HSC Exam Routine Download 2023.

এই প্রতিবেদন থেকে সরাসরি বাউবি এইচএসসি পরীক্ষার সময়সূচি সম্বলিত রুটিনের পিডিএফ কপি সংগ্রহ করা যাবে।

বাউবি এইচএসসি পরীক্ষার রুটিন ২০২৩ (BOU HSC Exam Routine Download 2023)

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার সময়সূচি সম্বলিত রুটিন প্রকাশ করেছে। ১২ জুলাই বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক ওয়েবসাইটে বাউবির এইচএসসি প্রোগ্রামের রুটিন প্রকাশ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক স্বাক্ষরিত উচ্চমাধ্যমিক পর্যায়ের প্রোগ্রামের পরীক্ষার সময়সূচি বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। এছাড়া শিক্ষার্থীদের সুবিধার্থে এই প্রতিবেদনের নিচের অনুচ্ছেদে এইচএসসির রুটিনের ইমেজ কপি সংযুক্ত করা হয়েছে।

বাউবির এইচএসসি পরীক্ষা শুরু হবে ২৫/০৮/২০২৩ খ্রি. তারিখ শুক্রবার হতে। ব্যবহারিক বিষয় ছাড়া তত্ত্বীয় পরীক্ষা চলবে ৩০/০৯/২০২৩ খি. তারিখ শনিবার পর্যন্ত।

সকালের পরীক্ষা চলবে ৯টা থেকে ১২টা পর্যন্ত। বিকালের পরীক্ষার আরম্ভ হবে বেলা ২টা থেকে, চলবে বিকাল ৫টা পর্যন্ত।

ব্যবহারিক পরীক্ষা শুরু হবে ৩১/০৯/২০২৩ হতে। ব্যবহারিকের পরীক্ষা শেষ হবে ০৭/১০/২০২৩ খ্রি. তারিখে।

বাউবি এইচএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা চলাকালীন সময়ে ১৩টি বিশেষ নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে। এই প্রতিবেদনের নিচে অনুচ্ছেদ থেকে এইচএসসি পরীক্ষার রুটিন সংগ্রহ করা যাবে।

আরো জানুন:

এইচএসসি পরীক্ষার রুটিন ২০২৩ (HSC Routine 2023 pdf)

আলিম পরীক্ষার রুটিন ২০২৩ (Alim Routine PDF 2023)

BOU HSC Exam Routine PDF Download 2023: উন্মুক্ত বিশ্ববিদ্যালয় রুটিন ২০২৩

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) এইচএসসি প্রোগ্রামের চুড়ান্ত পরীক্ষার সময়সূচি নিচের রুটিন থেকে জানা যাবে। এই রুটিনের শেষ অংশে পরীক্ষার্থীদের জন্যে বিশেষ কয়েকটি নির্দেশনা দেওয়া হয়েছে। পরীক্ষা চলাকালীন সময়ে এসব নির্দেশনা মেনে চলতে হবে।

এইচএসসি পরীক্ষার রুটিন ও পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা জানুন নিচের সংযুক্ত বাউবি রুটিন থেকে।

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বাউবি এইচএসসি পরীক্ষার রুটিন ২০২৩

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশাবলী

কোভিড-১৯ অতিমারির কারণে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রশ্নপত্রের উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষা শুরুর ৩০ (ত্রিশ) মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদেরকে পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে।

প্রথমে বহুনির্বাচনী ও পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষা বিরতিহীন ভাবে প্রশ্নপত্রে বর্ণিত সময় অনুযায়ী চলবে । এসসিকিউ এবং সিকিউ উভয় অংশের পরীক্ষার মধ্যে কোন বিরতি থাকবে না।

পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা চলাকালীন শিক্ষার্থীদের মোবাইল ফোন, ব্যাগ বা কোন ইলেকট্রনিক্স ডিভাইস সাথে রাখা ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ

পরীক্ষা শুরুর ৩০ (ত্রিশ) মিনিটের মধ্যে পরীক্ষা কক্ষ ত্যাগ করা যাবে না।

মুল আইডি কার্ড ব্যতীত কোনো শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।

শিক্ষার্থীদেরকে নিজ নিজ স্টাডি সেন্টারে যোগাযোগ করে পরীক্ষা কোন কেন্দ্রে অনুষ্ঠিত হবে তা জেনে নিতে হবে।

ব্যবহারিক সম্বলিত বিষয়ে তত্ত্বীয়, বহুনির্বাচনী ও ব্যবহারিক অংশে পৃথকভাবে পাস করতে হবে।

কোনো কারণ দর্শানো ব্যতীত বাউবি কর্তৃপক্ষ পরীক্ষার সময়সূচি পরিবর্তন করতে পারবে।

২০২৩ সালের বাউবি এইচএসসি পরীক্ষার রুটিন সম্পর্কে কোন প্রশ্ন থাকলে আমাদের লিখে জানান।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

বিএম (বিএমটি) পরীক্ষার রুটিন ২০২৩: HSC BM Routine 2023

ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষার রুটিন ২০২৩ pdf (একাদশ-দ্বাদশ শ্রেণি)

কারিগরি এইচএসসি সিলেবাস ২০২৩ (বিএমটি, ভোকেশনাল ও ডিপ্লোমা)

তথ্যসূত্র-

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।