Home » কারিগরি এইচএসসি সিলেবাস ২০২৪ (বিএমটি ভোকেশনাল ডিপ্লোমা)

কারিগরি এইচএসসি সিলেবাস ২০২৪ (বিএমটি ভোকেশনাল ডিপ্লোমা)

কারিগরি এইচএসসি সিলেবাস ২০২৪ (বিএম, ভোকেশনাল ও ডিপ্লোমা)

২০২৪ সালের কারিগরি শিক্ষা বোর্ড এইচএসসি সমমান পরীক্ষার পুনর্বিন্যাসকৃত সংক্ষিপ্ত সিলেবাস অনুসারে অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করা হয়েছে।

এই প্রতিবেদন থেকে কারিগরির বিএমটি, ভোকেশনাল ও ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষার একাদশ-দ্বাদশ শ্রেণির ফাইনাল পরীক্ষার সিলেবাস সংগ্রহ করুন।

কারিগরি বোর্ড এইচএসসি বিএমটি ভোকেশনাল ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস ২০২৪

২০২৪ সালের কারিগরি প্রতিষ্ঠানের এইচএসসি সমমান বিএমটি, ভোকেশনাল ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষার জন্য পুনর্বিন্যাসকৃত সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করেছে কারিগরি শিক্ষা বোর্ড।

কোভিড-১৯ পরিস্থিতির জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে, ২০২৪ সালের কারিগরির এইচএসসি সমমানের একাদশ-দ্বাদশ শ্রেণির পরীক্ষা পুনর্বিন্যাসকৃত সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হবে।

কারিগরি বোর্ডের দাপ্তরিক ওয়েবসাইটে ৯ অক্টোবর ২০২৩ খ্রি. তারিখে, এইচএসসি সমমানের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি প্রকাশ করা হয়।

বোর্ডের পরিচালক (কারিকুলাম) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে, কারিগরি প্রতিষ্ঠানের সংক্ষিপ্ত পাঠ্যসূচি প্রকাশের তথ্য নিশ্চিত করা হয়েছে।

করোনায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে, এই পুনর্বিন্যাসকৃত সিলেবাসের আলোকে ২০২৪ সালের এইচএসসি সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে।

কারিগরি বোর্ডের দাপ্তরিক গুগল ড্রাইভ ফোল্ডার থেকে এইচএসসি সমমানের সিলেবাস সংগ্রহ করা যাবে। এছাড়া নিচের অনুচ্ছেদে প্রদত্ত লিংক থেকে এই সিলেবাসের পিডিএফ কপি সরাসরি সংগ্রহ করা যাবে।

আরো জানুন:

কারিগরি ছুটির তালিকা ২০২৩ (বিএমটি, ভোকেশনাল ও ডিপ্লোমা শিক্ষাপঞ্জি)

কারিগরি বোর্ডের এইচএসসি সমমানের সংক্ষিপ্ত সিলেবাস সম্পর্কে আরো জানুন বোর্ড ওয়েবসাইটে প্রকাশিত সিলেবাস প্রকাশের বিজ্ঞপ্তি থেকে।

বিএম বিএমটি ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষার সিলেবাস ২০২৪

Technical Board Syllabus 2024 PDF (BMT Vocational Diploma in Commerce)

এইচএসসি বিএমটি, ভোকেশনাল ও ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষার জন্য পুনর্বিন্যাসকৃত সংক্ষিপ্ত সিলেবাস (পাঠ্যসূচি) সংগ্রহ করতে হবে বোর্ডের গুগল ড্রাইভ ফোল্ডার থেকে।

নিচের অনুচ্ছেদের লিংকে পিডিএফ (PDF) ফাইলে তিন কোর্সের সকল বিষয়ের একাদশ ও দ্বাদশ শ্রেণির সংক্ষিপ্ত (শর্ট) সিলেবাস সংরক্ষিত আছে।

  • ২০২৪ সালের এইচএসসি বিএমটি, ভোকেশনাল ও ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষার পুনর্বিন্যাসকৃত সংক্ষিপ্ত সিলেবাস সংগ্রহ করতে এখানে ক্লিক করুন

২০২৪ সালের এইচএসসি (বিএমটি-ভোকেশনাল-ডিপ্লোমা) সংক্ষিপ্ত পুনর্বিন্যাসকৃত সিলেবাস সংগ্রহ করতে অসুবিধা হলে আমাদের জানান।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

ভোকেশনাল ছুটির তালিকা ২০২৩ (জেএসসি, এসএসসি ও দাখিল বর্ষপঞ্জি)

BTEB Notice (Technical Board Admission Exam Result)

তথ্যসূত্র-

কারিগরি শিক্ষা বোর্ড

সবশেষ আপডেট: ১১/১০/২০২৩ খ্রি. তারিখ ১১:৩২ পূর্বাহ্ন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

24 Comments

  1. Rayhan বলেছেন:

    How can I download BM College short syllabus?

    1. কারিগরি বোর্ড ওয়েবসাইটে খোঁজ করুন।

    2. atqiya ibnat বলেছেন:

      ডিজিটালটেকনোলজিইন বিজনেস ১ সিলেবাস ২০২২

    3. Md Mehedi Hasan বলেছেন:

      Hsc 2023 short silebus

  2. Md Hasibul Islam বলেছেন:

    1: বিএম শাখার বই(Apps)বানা বানা হোক
    2:একাদশ, দ্বাদশ শ্রেণির সেলেভাস আলেদা আলেদা করে # কোন Appsএর
    সাহায্য, ছাড়ই সেলেভাস seach দিলে
    যেন Google পাওয়া যায়
    3:প্রতিটি sabject এর selevas সম্পর্কে একটি ক্লাস করা হোক
    4:যে সালের সেলেভাস শুধু সেই সাল থাকবে
    5:কোন মাস, সালে পরিক্ষা হতে পারে তা বসানো

    1. মতামতের জন্য ধন্যবাদ।

    2. Ali Hossen বলেছেন:

      ইন্টার ফাস্ট ইযারের বি এম টি সিলেবাস

    3. ২০২২ সালের সংক্ষিপ্ত সিলেবাসে ২০২৩ সালের পরীক্ষা হবে। তাই এই প্রতিবেদনে দেওয়া লিংক থেকে, ২০২২ সালের বিএমটি সিলেবাস সংগ্রহ করলেই ২০২৩ সালের পরীক্ষা দেওয়া যাবে।

  3. Roni বলেছেন:

    আমায় বিএম একাদশ শ্রেণী অল বুক লাগবে

    1. ফাহিম বলেছেন:

      বিএম বই লাগবে

  4. মামুন বলেছেন:

    বিএম শাখার বই ভানো হক

  5. মামুন বলেছেন:

    বিএম শাখার বই এপস বানানো হক

    1. মন্তব্যের জন্য ধন্যবাদ।

  6. আরিফুল ইসলাম বলেছেন:

    বর্তমান বিএম একাদশ শ্রেণী 2022 পরীক্ষার সিলেবাস প্রয়োজন হচ্ছে।

  7. নাঈম বলেছেন:

    কোন কোন বিষয়ে কোন কোন গল্প থাকবে

  8. Niloy বলেছেন:

    বই লাগবে হিউমেন ও ডিজিটাল

  9. anwer বলেছেন:

    বই লাগবে হিউমেন ও ডিজিটাল

    1. কানিু বলেছেন:

      হ্যা

    2. ফাহিম বলেছেন:

      bmt পিডিএফ লাগবে

  10. Hisam বলেছেন:

    Digital technology in business ar sajason dien

    1. না, আমরা গাইড বা নোটবুক প্রসারে কাজ করি না।