কারিগরি এইচএসসি সিলেবাস ২০২২ (বিএম, ভোকেশনাল ও ডিপ্লোমা-ইন-কমার্স)
২০২২ সালের কারিগরি বোর্ড এইচএসসি সমমান বিএম, ভোকেশনাল ও ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষার একাদশ-দ্বাদশ শ্রেণির ফাইনাল পরীক্ষার পুনর্বিন্যাসকৃত সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছে।
কারিগরি বোর্ড এইচএসসি বিএম, ভোকেশনাল ও ডিপ্লোমা-ইন-কমার্স পুনর্বিন্যাসকৃত সংক্ষিপ্ত সিলেবাস ২০২২
২০২২ সালের কারিগরি প্রতিষ্ঠানের এইচএসসি সমমান বিএম, ভোকেশনাল ও ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষার জন্য পুনর্বিন্যাসকৃত সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করেছে কারিগরি শিক্ষা বোর্ড।
কোভিড-১৯ পরিস্থিতির জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে, ২০২২ সালের কারিগরির এইচএসসি সমমানের একাদশ-দ্বাদশ শ্রেণির পরীক্ষা পুনর্বিন্যাসকৃত সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হবে।
কারিগরি বোর্ডের দাপ্তরিক ওয়েবসাইটে ৫ জানুয়ারি ২০২২ খ্রি. তারিখে, এইচএসসি সমমানের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি প্রকাশ করা হয়।
বোর্ডের পরিচালক ফরিদ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে, কারিগরি প্রতিষ্ঠানের সংক্ষিপ্ত পাঠ্যসূচি প্রকাশের তথ্য নিশ্চিত করা হয়েছে।
কোভিড-১৯ পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে, এই পুনর্বিন্যাসকৃত সিলেবাসের আলোকে ২০২২ সালের এইচএসসি সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে।
কারিগরি বোর্ডের দাপ্তরিক গুগল ড্রাইভ ফোল্ডার থেকে এইচএসসি সমমানের সিলেবাস সংগ্রহ করা যাবে। এছাড়া নিচের অনুচ্ছেদে প্রদত্ত লিংক থেকে এই সিলেবাসের পিডিএফ কপি সরাসরি সংগ্রহ করা যাবে।
আরো জানুন:
Vocational Syllabus (SSC-Dakhil) 2022: ভোকেশনাল দশম শ্রেণীর সংক্ষিপ্ত সিলেবাস
কারিগরি ছুটির তালিকা ২০২২ (বিএমটি, ভোকেশনাল ও ডিপ্লোমা শিক্ষাপঞ্জি)
কারিগরি বোর্ডের এইচএসসি সমমানের সংক্ষিপ্ত সিলেবাস সম্পর্কে আরো জানুন বোর্ড ওয়েবসাইটে প্রকাশিত সিলেবাস প্রকাশের বিজ্ঞপ্তি থেকে।
Technical Board HSC Short Syllabus 2022 PDF (BM, Vocational and Diploma-in-Commerce)
এইচএসসি বিএম, ভোকেশনাল ও ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষার জন্য পুনর্বিন্যাসকৃত সংক্ষিপ্ত সিলেবাস (পাঠ্যসূচি) সংগ্রহ করতে হবে বোর্ডের গুগল ড্রাইভ ফোল্ডার থেকে।
নিচের অনুচ্ছেদের লিংকে পিডিএফ (PDF) ফাইলে তিন কোর্সের সকল বিষয়ের সংক্ষিপ্ত (শর্ট) সিলেবাস সংরক্ষিত আছে।
- ২০২২ সালের এইচএসসি বিএম, ভোকেশনাল ও ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষার পুনর্বিন্যাসকৃত সংক্ষিপ্ত সিলেবাস সংগ্রহ করতে এখানে ক্লিক করুন।
এইচএসসি (বিএম-ভোকেশনাল-ডিপ্লোমা) সংক্ষিপ্ত পুনর্বিন্যাসকৃত সিলেবাস সংগ্রহ করতে অসুবিধা হলে আমাদের জানান।
তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।
আরো দেখুন:
এসএসসি-এইচএসসি ২০২২ সমমান পরীক্ষা অনুষ্ঠানের হালনাগাদ খবর
BTEB Notice (Technical Board Admission Exam Result)
ভোকেশনাল ছুটির তালিকা ২০২২ (জেএসসি, এসএসসি ও দাখিল বর্ষপঞ্জি)
তথ্যসূত্র-
সবশেষ আপডেট: ০৬/০৫/২০২২ খ্রি. তারিখ ১১:৫০ পূর্বাহ্ন।
How can I download BM College short syllabus?
কারিগরি বোর্ড ওয়েবসাইটে খোঁজ করুন।
1: বিএম শাখার বই(Apps)বানা বানা হোক
2:একাদশ, দ্বাদশ শ্রেণির সেলেভাস আলেদা আলেদা করে # কোন Appsএর
সাহায্য, ছাড়ই সেলেভাস seach দিলে
যেন Google পাওয়া যায়
3:প্রতিটি sabject এর selevas সম্পর্কে একটি ক্লাস করা হোক
4:যে সালের সেলেভাস শুধু সেই সাল থাকবে
5:কোন মাস, সালে পরিক্ষা হতে পারে তা বসানো
মতামতের জন্য ধন্যবাদ।
ইন্টার ফাস্ট ইযারের বি এম টি সিলেবাস
২০২২ সালের সংক্ষিপ্ত সিলেবাসে ২০২৩ সালের পরীক্ষা হবে। তাই এই প্রতিবেদনে দেওয়া লিংক থেকে, ২০২২ সালের বিএমটি সিলেবাস সংগ্রহ করলেই ২০২৩ সালের পরীক্ষা দেওয়া যাবে।
Oek sundor