২০২৪ সালের এইচএসসি ভোকেশনাল পরীক্ষার রুটিন প্রকাশ করেছে কারিগরি শিক্ষা বোর্ড। ভোকেশনাল একাদশ ও দ্বাদশ শ্রেণির চূড়ান্ত পরীক্ষার সময়সূচি দেখুন।
এইচএসসি ভোকেশনাল পরীক্ষার রুটিন ২০২৪: HSC Vocational Routine PDF 2024
২০২৪ সালের এইচএসসি ভোকেশনাল পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে। ১৬ এপ্রিল ২০২৪ খ্রি. তারিখে কারিগরি বোর্ডের ওয়েবসাইটে ভোকেশনালের একাদশ ও দ্বাদশ শ্রেণির চুড়ান্ত পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়।
কারিগরি বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ কেপায়েত উল্লাহ স্বাক্ষরিত রুটিনে, এইচএসসি ভোকেশনাল পরীক্ষার দিন-তারিখ ও সময়সূচি প্রকাশ করা হয়েছে।
কারিগরির এইচএসসি ভোকেশনাল শিক্ষাক্রমের একাদশ ও দ্বাদশ শ্রেণির চুড়ান্ত পরীক্ষা শুরু হবে ৩০ জুন ২০২৪ খ্রি. তারিখ রবিবার থেকে।
তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা পর ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। ব্যবহারিক পরীক্ষা শুরু হবে ১৯ জুলাই ২০২৪ খ্রি. তারিখ থেকে।
আরো জানুন:
বিএম (বিএমটি) পরীক্ষার রুটিন ২০২৪: HSC BM Routine 2024
ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষার রুটিন ২০২৪ pdf (একাদশ-দ্বাদশ শ্রেণি)
এইচএসসি ভোকেশনাল একাদশ ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার রুটিন (HSC Vocational Routine PDF 2024)
২০২৪ সনের এইচএসসি (ভোকেশনাল) একাদশ ও দ্বাদশ শ্রেণির চূড়ান্ত পরীক্ষা ৩০/০৬/২০২৪ খ্রি. তারিখ থেকে শুরু হতে যাচ্ছে।
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন দেশের ৯৩ টি সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ কেন্দ্রে একযোগে নিন্মোক্ত সময়সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এইচএসসি ভোকেশনালের তত্ত্বীয় পরীক্ষার পর ব্যবহারিক পরীক্ষা শুরু হবে। ব্যবহারিক পরীক্ষার সময়সূচি ও অন্যান্য তথ্য নিচের যুক্ত রুটিন থেকে জানা যাবে।
এছাড়া কারিগরি বোর্ড এইচএসসি ভোকেশনাল পরীক্ষার্থী ও কেন্দ্র সচিবদের পরীক্ষার সময় পালনীয় ৯টি বিশেষ নির্দেশনা প্রদান করেছে।
পরীক্ষার্থীদের সুবিধার্থে নিচের অনুচ্ছেদে এইচএসসির ভোকেশনাল পরীক্ষার রুটিনের কপি যুক্ত করা হলো। এখান থেকে পরীক্ষার সময়সূচি দেখা যাবে।
২০২৪ সালের এইচএসসি ভোকেশনাল পরীক্ষার্থীদের জন্য নির্দেশাবলি
পরীক্ষার্থী ও সংশ্লিষ্ট কেন্দ্রের সচিবদের নিম্নোক্ত নির্দেশনা মেনে চলতে বলেছে কারিগরি শিক্ষা বোর্ড।
১। পরীক্ষা শুরু হওয়ার ৩০ মিনিট পূর্বেই পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে হবে।
২। উল্লিখিত পরীক্ষার দিনে কোন কারণবশত সাধারণ ছুটি ঘোষিত হলে এ দিনের পরীক্ষা স্থগিত থাকবে এবং পরবর্তীতে পরিবর্তিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে।
৩। পরীক্ষার্থীকে নিজ উত্তরপত্রে তার পরীক্ষার রোল ও রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি সম্বলিত লিখো কোড তথ্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করতে হবে।
কোন অবস্থাতেই লিথো যুক্ত অংশে লেখা, দাগ দেওয়া বা উত্তরপত্র ভাজ করা যাবে না। পরীক্ষার্থী বর্ণিত বৃত্তগুলো সঠিকভাবে পূরণ করেছে কিনা তা নিশ্চিত হয়ে কক্ষ পরিদর্শকের স্বাক্ষর করতে হবে ।
৪। প্রত্যেক পরীক্ষার্থী তার প্রবেশপত্রে বর্ণিত বিষয় বা বিষয় সমূহ ব্যতিত অন্য কোন বিষয়ের পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারবে না।
৫। পরীক্ষার্থীগণ পরীক্ষায় সায়েন্টিফিক ক্যালকুলেটর (নন প্রোগ্রামেবল) ব্যবহার করতে পারবে।
৬। পরীক্ষার্থীগণ স্ব-স্ব প্রতিষ্ঠানের প্রধানের নিকট হতে নিজ প্রবেশপত্র সংগ্রহ করবে ।
৭। পরীক্ষা চলাকালীন সময়ে শুধুমাত্র কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাধারণ ফিচারের মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন ।
৮। পরীক্ষা চলাকালীন সময়ে কোন হল পরিদর্শক মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না।
৯। কোন পরীক্ষার্থী হলে মোবাইল ফোন, বু-টুথ বা টেলিযোগাযোগ করা যায় এরূপ ইলেক্ট্রনিক্স ডিভাইস সঙ্গে আনতে পারবে না।
২০২৪ সালের সালের এইচএসসি ভোকেশনাল পরীক্ষার রুটিন সম্পর্কে কোন প্রশ্ন থাকলে আমাদের কাছে লিখুন।
তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।
আরো দেখুন:
আলিম পরীক্ষার রুটিন ২০২৪ (Alim Routine PDF 2023)
তথ্যসূত্র-