Home » ভর্তি » একাদশ শ্রেণির কলেজ চয়েস এডমিশন রেজাল্ট দেখুন ২০২৪

একাদশ শ্রেণির কলেজ চয়েস এডমিশন রেজাল্ট দেখুন ২০২৪

একাদশ শ্রেণির কলেজ চয়েস এডমিশন রেজাল্ট ২০২৪

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ২য় ধাপের কলেজ চয়েস এডমিশন রেজাল্ট প্রকাশ করা হবে ৪ জুলাই সন্ধায়। একই সাথে পছন্দক্রম অনুযায়ী ১ম মাইগ্রেশনের ফলাফল প্রকাশিত হবে।

কলেজ মাদ্রাসার এইচএসসি আলিম একাদশ শ্রেণির ভর্তির প্রকাশিত ২য় মেধাতালিকা ফলাফল দেখার নিয়ম জানুন।

একাদশ শ্রেণির কলেজ চয়েস এডমিশন রেজাল্ট ২০২৪ (২য় মেধাতালিকা দেখুন)

সকল শিক্ষা বোর্ডের আওতাধীন একাদশ শ্রেণির ২য় ধাপের কলেজ চয়েস রেজাল্ট প্রকাশ করা হবে ৪ জুলাই রাত ৮টার সময়।

একাদশের ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ঘরে বসে অনলাইনে ও মোবাইল এসএমএস-এর মাধ্যমে কলেজ চয়েস এডমিশন রেজাল্ট দেখতে পারবেন।

বাংলাদেশ শিক্ষা বোর্ডের ভর্তি ওয়েবসাইট থেকে একাদশের সরাসরি দেখা যাবে। এছাড়াও একাদশে ভর্তি আবেদনকারীদের মোবাইল নম্বরে কলেজ চয়েস রেজাল্টের মেসেজ স্বয়ংক্রিয়ভাবে পৌঁছে দেওয়া হবে।

নিচের অনুচ্ছেদ থেকে ২০২৪ সালের একাদশের ২য় মেধাতালিকার ভর্তিচ্ছু শিক্ষার্থীদের কলেজ চয়েস ভর্তি রেজাল্ট দেখার নিয়ম জানুন।

আরো জানুন:

কলেজের একাদশ শ্রেণির মেধা তালিকার ভর্তি ফলাফল জানার নিয়ম

একাদশ শ্রেণির ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪: আবেদন ও রেজাল্ট তারিখ

মোবাইল মেসেজে একাদশের রেজাল্ট দেখার নিয়ম

মোবাইল এসএমএস-এ একাদশের ভর্তি রেজাল্ট দেখতে, আবেদনের সময় দেওয়া মোবাইল নম্বরটি সচল রাখুন।

একাদশের ভর্তি রেজাল্ট প্রকাশের পরপরই, মেসেজের মাধ্যমে আপনি কোন কলেজে নির্বাচিত হয়েছেন তা জানানো হবে।

অনলাইনে একাদশ শ্রেণির মেধাতালিকার ভর্তি রেজাল্ট দেখার নিয়ম

অনলাইনে সরাসরি একাদশ শ্রেণির প্রকাশিত ভর্তি রেজাল্ট দেখতে, শিক্ষা বোর্ডের ভর্তি বিষয়ক নিচের ওয়েবসাইটে যেতে হবে।

https://xiclassadmission.gov.bd/

কয়েজ চয়েস রেজাল্ট প্রকাশের পর, উপরের ঠিকানাটি কপি করে ব্রাউজারের অ্যাড্রেসবারে পেস্ট করে ব্রাউজ করুন। বোর্ডের ভর্তি ওয়েবসাইটের হোমপেজ দেখতে পাবেন।

এবার এখানে ভালোভাবে লক্ষ্য করলে, লগইন বাটন দেখতে পাবেন। এই ব্রাউনে ক্লিক করলে শিক্ষার্থীর প্রোফাইল ড্যাশবোর্ডে লগইন করার পেজ পাবেন। এখানে শিক্ষার্থীর এডু আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে ভর্তি রেজাল্ট দেখা যাবে।

২য় দফার একাদশ ভর্তির কলেজ নিশ্চায়নের তারিখ

একাদশের ২য় মেধাতালিকায় নির্বাচিত শিক্ষার্থীদের ৫ থেকে ৮ জুলাই তারিখের মধ্যে অবশ্যই কলেজ ভর্তির প্রাথমিক নিশ্চায়ন করতে হবে।

উল্লেখ্য, ৩৩৫/= টাকা দিয়ে নিশ্চায়ন না করলে কলেজ নির্বাচন বাতিল করা হবে। এ বিষয়ে বিস্তারিত জানুন নিচের প্রতিবেদন থেকে।

একাদশ শ্রেণির ভর্তি নিশ্চায়ন ও বোর্ড রেজিস্ট্রেশন যাচাই পদ্ধতি

২০২৪ শিক্ষাবর্ষের দ্বিতীয় দফার একাদশ শ্রেণির কলেজ চয়েস এডমিশন রেজাল্ট দেখতে অনুবিধা হলে আমাদের জানান।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

একাদশ শ্রেণির ভর্তি আবেদনের ফলাফল ২০২৪: রেজাল্ট দেখুন

নটরডেম কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪-২০২৫ (আবেদনের যোগ্যতা)

তথ্যসূত্র-

XI Class Admission System.

7 Comments

    1. এসএসসি পাসের ট্রান্সক্রিপ্ট, প্রসংশাপত্র, রেজিস্ট্রেশন কার্ড, প্রবেশপত্র সহ ছবি। এছাড়া সংশ্লিষ্ট প্রতিষ্ঠান আরো কিছু ডকুমেন্টস চাইতে পারে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।