একাদশ কলেজ চয়েস এডমিশন রেজাল্ট ২০২২ (মেধাতালিকা ও মাইগ্রেশন)

২০২২-২০২৩ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির কলেজ চয়েস এডমিশন রেজাল্ট প্রকাশ করা হচ্ছে ১৮ জানুয়ারি রাত ৮টার সময়। এইচএসসি ভর্তির প্রকাশিত ৩য় মেধাতালিকা ও ২য় মাইগ্রেশন ফলাফল দেখুন।

২০২২-২০২৩ শিক্ষাবর্ষের একাদশ কলেজ চয়েস এডমিশন রেজাল্ট (৩য় মেধাতালিকা ও মাইগ্রেশন ফলাফল)

সকল শিক্ষা বোর্ডের আওতাধীন একাদশ শ্রেণির কলেজ চয়েস রেজাল্ট প্রকাশ করা হবে ১৮ জানুয়ারি ২০২৩ খ্রি. তারিখ রাত ৮টার সময়। এ সময় একাদশের ভর্তির ৩য় মেধাতালিকার রেজাল্ট ও ২য় কলেজ মাইগ্রেশন ফলাফল প্রকাশ করা হবে।

একাদশের ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ঘরে বসে অনলাইনে ও মোবাইল এসএমএস-এর মাধ্যমে কলেজ চয়েস এডমিশন রেজাল্ট দেখতে পারবেন।

বাংলাদেশ শিক্ষা বোর্ডের ভর্তি ওয়েবসাইট থেকে একাদশের সরাসরি দেখা যাবে। এছাড়াও একাদশে ভর্তি আবেদনকারীদের মোবাইল নম্বরে কলেজ চয়েস ও মাইগ্রেশন রেজাল্টের মেসেজ স্বয়ংক্রিয়ভাবে পৌঁছে দেওয়া হবে।

নিচের অনুচ্ছেদ থেকে ৩য় মেধাতালিকার ভর্তি রেজাল্ট ও ২য় মাইগ্রেশনে পরিবর্তিত কলেজ নির্বাচনের ফলাফল দেখার নিয়ম জানুন।

আরো জানুন:

কলেজের একাদশ শ্রেণির মেধা তালিকার ভর্তি ফলাফল জানার নিয়ম

একাদশ শ্রেণির ৩য় মেধাতালিকা ও ২য় মাইগ্রেশন রেজাল্ট দেখার নিয়ম

অনলাইনে সরাসরি একাদশ শ্রেণির প্রকাশিত ভর্তি রেজাল্ট দেখতে, শিক্ষা বোর্ডের ভর্তি বিষয়ক নিচের ওয়েবসাইটে যেতে হবে।

http://xiclassadmission.gov.bd/

উপরের ঠিকানাটি কপি করে ব্রাউজারের অ্যাড্রেসবারে পেস্ট করে ব্রাউজ করুন। বোর্ডের ভর্তি ওয়েবসাইটের হোমপেজ দেখতে পাবেন।

এবার এখানে ভালোভাবে লক্ষ্য করলে, View Result লেখা একটি বাটন দেখতে পাবেন। এই ব্রাউনে ক্লিক করলে ভর্তি রেজাল্ট সার্চ পাতা ওপেন হবে।

ভর্তির সার্চ পাতায় একাদশে ভর্তিচ্ছু আবেদকারীর এসএসসি সমমান পরীক্ষার তথ্য দিয়ে রেজাল্ট সার্চ করুন। কিছু সময়ের মধ্যে কাঙ্খিত কলেজ চয়েসের রেজাল্ট দেখতে পাবেন। এখানে ২য় মাইগ্রেশনের কলেজ পরিবর্তনের রেজাল্টও জানা যাবে।

মোবাইল এসএমএস-এ একাদশের ভর্তি রেজাল্ট দেখতে, আবেদনের সময় দেওয়া মোবাইল নম্বরটি সচল রাখুন। রেজাল্ট প্রকাশের পরপরই মেসেজের মাধ্যমে আপনি কোন কলেজে নির্বাচিত হয়েছেন তা জানানো হবে। মাইগ্রেশনে কলেজ পরিবর্তন হলে তাও জানা যাবে।

একাদশের ৩য় মেধাতালিকায় নির্বাচিত শিক্ষার্থীদের ১৯-২০ জানুয়ারি তারিখের মধ্যে অবশ্যই কলেজ ভর্তির নিশ্চায়ন করতে হবে।

উল্লেখ্য, ৩২৮/= টাকা দিয়ে নিশ্চায়ন না করলে কলেজ নির্বাচন বাতিল করা হবে। এ বিষয়ে বিস্তারিত জানুন নিচের প্রতিবেদন থেকে।

একাদশ শ্রেণির ভর্তি নিশ্চায়ন ও বোর্ড রেজিস্ট্রেশন যাচাই পদ্ধতি

২০২২-২০২৩ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির কলেজ চয়েস এডমিশন রেজাল্ট দেখতে অনুবিধা হরে আমাদের জানান।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

তথ্যসূত্র-

XI Class Admission System.

One Comment

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।