Home » একাদশ শ্রেণির ভর্তির কলেজ চয়েস এডমিশন রেজাল্ট ২০২৩

একাদশ শ্রেণির ভর্তির কলেজ চয়েস এডমিশন রেজাল্ট ২০২৩

একাদশ শ্রেণির কলেজ চয়েস এডমিশন রেজাল্ট ২০২৩

২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ৪থ ধাপের কলেজ চয়েস এডমিশন রেজাল্ট প্রকাশ করা হবে ১১ অক্টোবর রাত ৮টার সময়। একই সময় ৩য় অটো মাইগ্রেশন ফলাফল প্রকাশ করা হবে।

অনলাইনে কলেজ মাদ্রাসার এইচএসসি আলিম একাদশ শ্রেণির ভর্তির প্রকাশিত ৪র্থ মেধাতালিকা ফলাফল দেখার নিয়ম জানুন।

একাদশ শ্রেণির ভর্তির কলেজ চয়েস এডমিশন রেজাল্ট ২০২৩ (৪র্থ মেধাতালিকা)

সকল শিক্ষা বোর্ডের আওতাধীন একাদশ শ্রেণির ৪র্থ ধাপের কলেজ চয়েস রেজাল্ট প্রকাশ করা হবে ১১ অক্টোবর ২০২৩ খ্রি. তারিখ সন্ধার সময়।

একাদশের ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ঘরে বসে অনলাইনে ও মোবাইল এসএমএস-এর মাধ্যমে কলেজ চয়েস এডমিশন রেজাল্ট দেখতে পারবেন।

বাংলাদেশ শিক্ষা বোর্ডের ভর্তি ওয়েবসাইট থেকে একাদশের সরাসরি দেখা যাবে। এছাড়াও একাদশে ভর্তি আবেদনকারীদের মোবাইল নম্বরে কলেজ চয়েস রেজাল্টের মেসেজ স্বয়ংক্রিয়ভাবে পৌঁছে দেওয়া হবে।

নিচের অনুচ্ছেদ থেকে ২০২৩ সালের একাদশের ৪র্থ মেধাতালিকার ভর্তিচ্ছু শিক্ষার্থীদের কলেজ চয়েস ভর্তি রেজাল্ট দেখার নিয়ম জানুন।

আরো জানুন:

কলেজের একাদশ শ্রেণির মেধা তালিকার ভর্তি ফলাফল জানার নিয়ম

একাদশ শ্রেণির ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩: ভর্তি রেজাল্ট ১১ অক্টোবর

একাদশ শ্রেণির ৪র্থ মেধাতালিকার ভর্তি রেজাল্ট দেখার নিয়ম

অনলাইনে সরাসরি একাদশ শ্রেণির প্রকাশিত ভর্তি রেজাল্ট দেখতে, শিক্ষা বোর্ডের ভর্তি বিষয়ক নিচের ওয়েবসাইটে যেতে হবে।

http://xiapp4.xiclassadmission.gov.bd/board/viewResult23_24

কয়েজ চয়েস রেজাল্ট প্রকাশের পর, উপরের ঠিকানাটি কপি করে ব্রাউজারের অ্যাড্রেসবারে পেস্ট করে ব্রাউজ করুন। বোর্ডের ভর্তি ওয়েবসাইটের হোমপেজ দেখতে পাবেন।

এবার এখানে ভালোভাবে লক্ষ্য করলে, View Result লেখা একটি বাটন দেখতে পাবেন। এই ব্রাউনে ক্লিক করলে ভর্তি রেজাল্ট সার্চ পাতা ওপেন হবে।

ভর্তির সার্চ পাতায় একাদশে ভর্তিচ্ছু আবেদকারীর এসএসসি সমমান পরীক্ষার তথ্য দিয়ে রেজাল্ট সার্চ করুন। কিছু সময়ের মধ্যে কাঙ্খিত কলেজ চয়েসের রেজাল্ট দেখতে পাবেন।

মোবাইল এসএমএস-এ একাদশের ভর্তি রেজাল্ট দেখতে, আবেদনের সময় দেওয়া মোবাইল নম্বরটি সচল রাখুন। রেজাল্ট প্রকাশের পরপরই মেসেজের মাধ্যমে আপনি কোন কলেজে নির্বাচিত হয়েছেন তা জানানো হবে।

একাদশের ৪র্থ মেধাতালিকায় নির্বাচিত শিক্ষার্থীদের ১২ থেকে ১৩ অক্টোবর তারিখের মধ্যে অবশ্যই কলেজ ভর্তির প্রাথমিক নিশ্চায়ন করতে হবে।

উল্লেখ্য, ৩২৮/= টাকা দিয়ে নিশ্চায়ন না করলে কলেজ নির্বাচন বাতিল করা হবে। এ বিষয়ে বিস্তারিত জানুন নিচের প্রতিবেদন থেকে।

একাদশ শ্রেণির ভর্তি নিশ্চায়ন ও বোর্ড রেজিস্ট্রেশন যাচাই পদ্ধতি

২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের চতুর্থ দফার একাদশ শ্রেণির কলেজ চয়েস এডমিশন রেজাল্ট দেখতে অনুবিধা হলে আমাদের জানান।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

একাদশ শ্রেণির ভর্তি আবেদনের ফলাফল ২০২৩: রেজাল্ট দেখুন

নটরডেম কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩-২০২৪ (আবেদনের যোগ্যতা)

তথ্যসূত্র-

XI Class Admission System.

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

3 Comments

  1. মোহাম্মদ শাফায়াত বলেছেন:

    কলেজ চয়েস রেজাল্ট আসার পর কলেজে ভর্তি হতে কি কি নিয়ে যেতে হবে?

    1. এসএসসি পাসের ট্রান্সক্রিপ্ট, প্রসংশাপত্র, রেজিস্ট্রেশন কার্ড, প্রবেশপত্র সহ ছবি। এছাড়া সংশ্লিষ্ট প্রতিষ্ঠান আরো কিছু ডকুমেন্টস চাইতে পারে।