একাদশ শ্রেণির ভর্তি আবেদনের রেজাল্ট ২০২৩: ফলাফল দেখুন

২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ৪র্থ দফার ভর্তি আবেদনের ফলাফল প্রকাশ করা হবে ১১ অক্টোবর সন্ধার সময। একই সময় নির্বাচিত শিক্ষার্থীদের ৩য় মাইগ্রেশন ফল প্রকাশ করা হবে।

আবেদনকারী শিক্ষার্থীরা ঘরে বসে নিজ নিজ ভর্তি রেজাল্ট জানতে পারবেন। মোবাইল এসএমএস ও অনলাইনে একাদশের ভর্তি রেজাল্ট দেখুন।

একাদশ শ্রেণির ৪র্থ দফার ভর্তি আবেদনের রেজাল্ট ২০২৩: ফলাফল দেখুন

২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ৪র্থ দফার ভর্তির আবেদনের ফলাফল ১১ সেপ্টেম্বর তারিখ সন্ধার পরে প্রকাশ করা হবে।

ভর্তি ওয়েবসাইটে প্রকাশিত এক নোটিশে, এইচএসসি আলিম একাদশ শ্রেণির ভর্তি আবেদনের ফলাফল প্রকাশের তথ্য নিশ্চিত করা হয়েছে।

মোবাইল মেসেজ ও অনলাইনে একাদশ ভর্তির ফলাফল দেখা যাবে। রেজাল্ট প্রকাশের পর হতে দুই মাধ্যমে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ফল জানতে পারবেন।

নিচের অনুচ্ছেদে মোবাইল মেসেজ ও অনলাইনে একাদশ শ্রেণির ভর্তি আবেদনের ফলাফল দেখার নিয়ম নিয়ে আলোচনা করা হলো।

আরো জানুন:

একাদশ শ্রেণির ভর্তির কলেজ চয়েস এডমিশন রেজাল্ট ২০২৩

মোবাইল মেসেজে একাদশ শ্রেণির ভর্তি রেজাল্ট দেখার নিয়ম

মোবাইলে এইচএসসি আলিমের ভর্তি রেজাল্ট দেখতে কেবলমাত্র আবেদনের সময় দেওয়া মোবাইল নম্বরটি সচল রাখতে হবে। বোর্ড থেকে স্বয়ংক্রিয়ভাবে মেসেজ দিয়ে যে কলেজে সিলেকশন পেয়েছেন তার নাম জানিয়ে দেওয়া হবে।

অনলাইনে একাদশ শ্রেণির ভর্তি ফলাফল দেখার নিয়ম

অনলাইন একাদশ শ্রেণির ৪র্থ দফার ভর্তি ফলাফল ও ৩য় মাইগ্রেশন রেজাল্ট দেখতে ভর্তি ওয়েবসাইটে যেতে হবে।

নিচের ঠিকানা থেকে সরাসরি একাদশের ভর্তি ফল জানা যাবে।

http://xiapp4.xiclassadmission.gov.bd/board/viewResult23_24

উপরের ঠিকানাটিতে ক্লিক কররে নিচের ছবির মত ভর্তি রেজাল্ট সার্চ পাতা আসবে।

এইসএসসি আলিম ভর্তি ফলাফল ২০২৩

উপরের ছবির মত ভর্তি ফলাফল সার্চ পাতায় ভর্তিচ্ছু আবেদনকারীর এসএসসি সমমান পরীক্ষার তথ্য দিয়ে ভিউ রেজাল্ট বাটনে ক্লিক করলে ভর্তি ফল দেখা যাবে।

উল্লেখ্য, ৪র্থ দফায় নির্বাচিত শিক্ষার্থীদের ১২-১৩ অক্টোবর তারিখের মধ্যে ৩৩৮/= টাকা দিয়ে কলেজ নিশ্চায়ন  করতে হবে।

২০২৩ সালের একাদশ শ্রেণির ৪র্থ দফার এইসএসসি আলিম ভর্তি ফলাফল দেখতে সমস্যা হলে জানান।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

একাদশ শ্রেণির ভর্তি নিশ্চায়ন ও কলেজ রেজিস্ট্রেশন যাচাই পদ্ধতি

তথ্যসূত্র-

XI Class Admission System.

Teacher News BD এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

মন্তব্য করুন