Home » আলিম পরীক্ষার ফরম ফিলাপ ২০২৪: Alim Form Fill-up 2024

আলিম পরীক্ষার ফরম ফিলাপ ২০২৪: Alim Form Fill-up 2024

Alim Exam Form Fill-up 2024

২০২৪ সালের মাদ্রাসা বোর্ড আলিম পরীক্ষার ফরম পূরণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আলিম ফরম ফিলাপ চলবে ১৬ থেকে ৫ মে তারিখ পর্যন্ত (বর্ধিত সময়)।

আলিম বিজ্ঞানের ফরম পূরণ ফি ৩১২০/= টাকা, সাধারণ ও মুজাব্বিদ মাহির বিভাগের শিক্ষার্থীদের ২৩৪০/= টাকা (কেন্দ্র ও চতুর্থ বিষয় সহ)।

Alim Form Fill-up 2024 (আলিম পরীক্ষার ফরম ফিলাপ তারিখ ও ফি ২০২৪)

মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে, ২০২৪ সালের এইচএসসি সমমান আলিম পরীক্ষার ফরম ফিলাপ-এর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

মাদ্রাসা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মুহম্মদ মাহাবুব হাসান স্বাক্ষরিক এক বিজ্ঞপ্তিতে, আলিম পরীক্ষার ফরম পূরণের সময়সূচী, পরীক্ষার ফি সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছে।

আলিম পরীক্ষার অনলাইন ফরম-ফিলাপ (ইএফএফ) বিজ্ঞপ্তি ২১ মার্চ ২০২৪ খ্রি. তারিখে মাদ্রাসা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত হয়।

আলিম পরীক্ষার ফরমপূরণ শুরু হয়েছে ১৬ এপ্রিল তারিখ থেকে। বর্ধিত সময়ে আলিমের ফরম পূরণ চলবে ৫ মে ২০২৪ খ্রি. তারিখ পর্যন্ত।

আরো জানুন:

Alim Short Syllabus 2025: আলিম পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস

২০২৪ সালের আলিম পরীক্ষার ফরম পূরণের শেষ তারিখ

বোর্ডের ওয়েবসাইটে অনলাইনে সম্ভাব্য পরীক্ষার্থীদের তালিকা প্রদর্শন করা হবে ৪/৪/২০২৪ খ্রি. তারিখে।

অনলাইনে পরীক্ষার্থীদের তালিকা পাওয়া যাবে www.ebmeb.gov.bd ঠিকানায়।

আলিম ফরমপূরণ করা যাবে ১৬/০৪/২০২৪ তারিখ হতে ০৫/০৫/২০২৩ খ্রি. তারিখ পর্যন্ত (বর্ধিত সময়)।

১০০/= টাকা বিলম্ব ফি দিয়ে ফরম ফিলাপ করা যাবে ০৭/০৫/২০২৪ থেকে ১২/০৫/২০২৪ খ্রি. তারিখ পর্যন্ত।

নিয়মিত, অনিয়মিত, আংশিক বিষয়ে অকৃতকার্য, জিপিএ উন্নয়ন সহ প্রাইভেট পরীক্ষার্থীদের অবশ্যই ফরমপূরণ করতে হবে।

বর্ধিত সময়ের আলিম পরীক্ষার ফরম ফিলাপের সংশোধিত নোটিশ দেখুন।

মাদ্রাসার আলিম ফরম পূরণের নোটিশ ২০২৪

আলিম পরীক্ষার ফরম ফিলাপ ফি

২০২৪ সালের আলিম বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীদের কেন্দ্র ও চতুর্থ বিষয় সহ ফি সহ ৩১২০/= টাকা, সাধারণ ও মুজাব্বিদ মাহির বিভাগের শিক্ষার্থীদের ২৩৪০/= টাকা পরিশোধ করতে হবে।

একজন নিয়মিত আলিম পরীক্ষার্থীদের খাতওয়ারি পরীক্ষার ফি-

আলিম পরীক্ষার্থীদের প্রতি পত্র/বিষয়ে ১১০/- টাকা হরে ফি পরিশোধ করতে হবে। ব্যবহারিক বিষয়ের ফি প্রতি পত্রে ২৫/- টাকা। একাডেমিক ট্রান্সক্রিপ্ট ফি প্রতি পরীক্ষার্থী ৫০ টাকা, সনদ ফি প্রতি শিক্ষার্থীর ১০০/- টাকা, রোভার স্কাউট ফি ১৫/- টাকা ও জাতীয় শিক্ষা সপ্তাহ ফি ৫/- টাকা প্রদান করতে হবে।

অনিয়মিত শিক্ষার্থী যারা ইতোপূর্বে পরীক্ষায় অংশগ্রহণ করেনি বা করেছে, তাদের অনিয়মিত ফি ১১০/- টাকা অতিরিক্ত প্রদান করতে হবে।

জিপিএ উন্নয়ন ও প্রাইভেট পরীক্ষার্থীদের অতিরিক্ত অনুমতি/তালিকাভুক্তি ফি ১১০/-টাকা পরিশোধ করতে হবে।

কেন্দ্র ফি ব্যবহারিক পরীক্ষা নেই তাদের ৪৫০ টাকা ও যাদের ব্যবহারিক পরীক্ষা আছে তাদের ৪৫০+ ব্যবহারিক বিষয় প্রতি ২৫ টাকা হারে ফি পরিশোধ করতে হবে।

Madrasah Board Alim Exam Online (eff ) Form Fill-up Notice 2024

২০২৪ সালের আলিম পরীক্ষার ফরম-ফিলাপের আগে নিচের বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে নিন। এখানে কারা এইবারে ফরম পূরণ করতে পারবে এবং কি পরিমান ফি প্রদান করতে হবে তার বিস্তারিত তথ্য দেওয়া আছে।

আলিম পরীক্ষার ফরম ফিলাপ নোটিশ ২০২৪

Alim Form Fill-up Notice 2024

আলিম পরীক্ষার ফরম ফিলাপ ফি 2024

Alim Exam Online (eff ) Form Fill-up Notice 2024

আলিম পরীক্ষার ফরম পূরণ বিজ্ঞপ্তি ২০২৪

বিঃ দ্রঃ– উপরের যুক্ত আলিমের ফরম পূরণ বিজ্ঞপ্তি দেখতে না পেলে, বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত ফরম ফিলাপ নোটিশ দেখুন এখান থেকে

২০২৪ সালের আলিম পরীক্ষার ফরমপূরণ সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে জানাতে পারেন।

লেখাটি অন্য জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

আলিম পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস ২০২৪ (Alim Short Syllabus 2024)

এইচএসসি ফরম ফিলাপ ২০২৪: HSC Form Fill-up 2024

তথ্যসূত্র-

মাদ্রাসা শিক্ষা বোর্ড

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

31 Comments

  1. Md Haiul mia বলেছেন:

    amra ki mobile a applay korhea parbo

    1. আলিম ফরমপূরণ বিজ্ঞপ্তি পড়ে দেখুন। মোবাইলে মেসেজ আসার পর পরীক্ষার্থীদের ফরম পূরণের টাকা পরিশোধ করতে হবে। ধন্রবাদ।

    2. Md Redwan বলেছেন:

      হ্যাঁ আরও কিছু সময় দেওয়া হোক ফর্ম ফিলাপ এর জন্য।
      এখনো অনেক শিক্ষার্থী বাকি আছে।
      যারা পরীক্ষা দেওয়ার জন্য আগ্রহী

  2. দেলওয়ার হোসেন বলেছেন:

    চান্দগ্রাম আনোয়ারুল উলুম ফাযিল ডিগ্রি মাদ্রাসা, বড়লেখা,মৌলভী বাজার।
    আমি আলিম পরিক্ষার্থী ২০২১ আমাদের কাছ থেকে ২০০০ টাকা নেয়া হয়েছে ফরম ফিলাফের জন্য

    1. রায়হান বলেছেন:

      ফরম পুরণের সময় বারানোর জন্য ধন্যবাদ

  3. Md Haiul mia বলেছেন:

    Amader madrasaha tekea 2500 taka nethasea, onlinea 1070 taka dewoar poro atho taka nethasea ceno.

    1. প্রতিষ্ঠানের পাওনা হতে পারে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানের সাথে যোগাযোগ করে তথ্য জেনে নিতে পারেন। ধন্যবাদ।

  4. Mohaiminulislam বলেছেন:

    আমি 2021 সালের আলিম পরীক্ষার্থী আমার কাছে আলিম পরীক্ষা ফরম ফিলাপের জন্য 3470 টাকা চাইছে কি করতে পারি

    1. আলিম ফরমপূরণ বিজ্ঞপ্তিতে ফরমপূরণে বেশী অর্থ আদায় করতে পারবে না বলে নির্দেশনা দেওয়া আছে। আপনি চাইলে বোর্ডে অভিযোগ করতে পারেন। ধন্যবাদ।

  5. Md.Mutasim Billah বলেছেন:

    আমি 2021 সালের আলিম পরীক্ষার্থী আমার কাছে আলিম পরীক্ষা ফরম কিলাপের জন্য 3470 টাকা চাইছে কি করতে পারি

    1. বোর্ড ও কেন্দ্র ফি এর পাশাপাশি প্রতিষ্ঠানের পাওনা যুক্ত করে মোট টাকা চাচ্ছে কিনা তা দেখুন। বোর্ড ফি বেশী নিলে প্রয়োজনে বোর্ডে বা স্থানীয় প্রশাসনে অভিযোগ করুন। ধন্যবাদ।

  6. Md Zobayer Galib বলেছেন:

    ১৩০০ টাকা নিচ্ছে

    1. এবিষয়ে প্রতিষ্ঠান প্রধানের সাথে কথা বলুন। ধন্যবাদ।

  7. md Moniruzzaman বলেছেন:

    আমার মাদ্রাসা আমার কাছে থেকে অতিরিক্ত নেওয়ায় আমি অভিযোগ করতে চাই
    অভিযোগ এর নম্বর টা

    1. আলিম ফরমফিলাপ বিজ্ঞপ্তির শেষের দিকে নম্বর দেওয়া আছে। এছাড়া স্থানীয় উপজেলা প্রশাসনে লিখিত অভিযোগ করতে পারেন। ধন্যবাদ।

  8. Riaz Uddin বলেছেন:

    পারিবারিক কিছু সমস্যার কারণে আমি এখনো ফরম ফিলাপ করতে পারিনি,
    আমি এখন কি ভাবে ফরম ফিলাপ করতে পারি যদি কারু ওয়ে জানা থাকে দয়া করে আনাকে একটু বলবেন

    1. আলিমের ফরমপূরণের বর্ধিত সময় শেষ। এখন আর ফরমপূরণ করা যাকে বলে মনে হয়না। তার পরেও প্রতিষ্ঠানে যোগাযোগ করে দেখতে পারেন। ধন্যবাদ।

  9. MD Shamim hossin বলেছেন:

    আরো বাড়িয়ে দেয়া হক ফরম পূরণের তারিখ

    1. মতামতের জন্য ধন্যবাদ।

  10. MD Taufiqur Rahman বলেছেন:

    ফর্ম ফিলাপ এর সময় আরো বাড়িয়ে দেয়া হোক,,সারা বাংলাদেশে এখনো অনেক শিক্ষার্থী বাকী ফর্ম ফিলাপ এর।

    1. আপনার মতের সাথে একমত পোষণ করছি। আশা করছি ফরমপূরণের সময় বাড়ানো হবে।

  11. শাহেদ বলেছেন:

    সময় বাড়ানো হোক এখনো অনেক বাকী আছে

  12. jahid hasan rohan বলেছেন:

    somoy barano hok akono onek student baki ace

    1. আলিম ফরম ফিলাপ শুরু ৮ জুন থেকে। চলবে ২২ জুন পর্যন্ত।

  13. M Jahedul Islam বলেছেন:

    আলিম পরিক্ষা ২০২৩ এর পরম পূরণের টাকা সোনালী ব্যাংকে জমা দিতে কি কি করতে হবে?

    1. ফরম ফিলাপ নোটিশ পড়ুন।

  14. M Jahedul Islam বলেছেন:

    কোন কোন প্রকাশনীর সাজেশন থেকে প্রশ্ন আসতে পারে?

    1. Ibrahim বলেছেন:

      ১৭ তারিখকে ফরম ফিলাপ করতে পারবো

    2. Ibrahim বলেছেন:

      আমি কি ফিলাপ করতে পারবো ১৭\০৭\২৩ʼ তারিখে আলিম পরীক্ষা ফরম ফিলাপ করতে পারবো স্যার

    3. ১৭ তারিখ পর্যন্ত ফরম ফিলাপ করতে পারেবেন।