প্রাথমিক নিয়োগের তৃতীয় ধাপের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। তৃতীয় ধাপের (ঢাকা ও চট্টগ্রাম বিভাগ) নিয়োগের ফল ২১ এপ্রিল তারিখ দুপুরের সময় প্রকাশ করা হয়েছে। প্রাথমিক নিয়োগ পরীক্ষার রেজাল্টের পিডিএফ কপি দেখুন।

তৃতীয় ধাপের প্রাথমিক শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় ধাপের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা ২৯ মার্চ ২০২৪ খ্রি. তারিখে অনুষ্ঠিত হয়েছে। ৩য় ধাপে অনুষ্ঠিত নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল ২১ এপ্রিল তারিখে প্রকাশ করা হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত প্রাথমিক শিক্ষক নিয়োগ ফলাফল প্রকাশের বিষয়টি নিশ্চিত করেছেন।

২১ এপ্রিল ২০২৪ খ্রি. তারিখে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে, শিক্ষক নিয়োগ ফল প্রকাশের নোটিশ প্রকাশ করা হয়েছে।

৩য় ধাপের দুই বিভাগের প্রার্থীদের মধ্যে থেকে লিখিত পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩ লাখ ৪৯ হাজার ২৯৩ জন।

উল্লেখ্য, প্রাথমিকের লিখিত পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন, তাদের মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। মৌখিক পরীক্ষার দিন-তারিখ পরে জানানো হবে বলে অধিদপ্তর থেকে জানানো হয়েছে।

৩য় ধাপের প্রাথমিক শিক্ষক নিয়োগ রেজাল্ট দেখার নিয়ম

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে প্রাথমিক শিক্ষক নিয়োগের ৩য় ধাপের রেজাল্টের পিডিএফ কপি দেখা যাবে। নিচের লিংক থেকে উত্তীর্ণ প্রার্থীদের তালিকা দেখা যাবে।

  • প্রাথমিক অধিদপ্তর থেকে শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার রেজাল্ট দেখতে এখানে ক্লিক করুন

২০২৪ সালের ২১ এপ্রিল প্রকাশিত ৩য় ধাপের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার রেজাল্ট দেখতে সমস্যা হলে জানান।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো জানুন:

প্রাথমিক শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ pdf [ রংপুর বরিশাল সিলেট]

তথ্যসূত্র-

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

Teacher News BD এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

মন্তব্য করুন