Home » ভর্তি » একাদশ শ্রেণির আবেদনের ফলাফল দেখার নিয়ম (এসএমএস ও অনলাইন)

একাদশ শ্রেণির আবেদনের ফলাফল দেখার নিয়ম (এসএমএস ও অনলাইন)

একাদশ শ্রেণির ভর্তি ফলাফল দেখার নিয়ম ২০২৪

একাদশ শ্রেণির ভর্তি আবেদনের ফলাফল ৪ জুলাই ২০২৪ খ্রি. তারিখ বৃহস্পিতবার সন্ধায় প্রকাশ করা হবে। এদিন ২য় দফার ভর্তি আবেদনকারী ও ১ম দফায় নির্বাচিতদের মাইগ্রেশন ফলাফল প্রকাশিত হবে।

আবেদনকারী শিক্ষার্থীরা ঘরে বসে নিজ নিজ ভর্তি রেজাল্ট জানতে পারবেন। মোবাইল এসএমএস ও অনলাইনে (xiclassadmission.gov.bd) একাদশের ভর্তি রেজাল্ট দেখা যাবে।

এসএমএস ও অনলাইনে একাদশ শ্রেণির ভর্তি আবেদনের ফলাফল দেখুন

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ২য় দফার ভর্তির আবেদনের রেজাল্ট ৪ জুলাই বৃহস্পতিবার রাত ৮টার সময় প্রকাশ করা হবে।

ভর্তি ওয়েবসাইটে প্রকাশিত এক নোটিশে, এইচএসসি আলিম একাদশ শ্রেণির ভর্তি আবেদনের রেজাল্ট প্রকাশের তথ্য নিশ্চিত করা হয়েছে।

মোবাইল এসএমএস ও অনলাইনে একাদশ ভর্তির রেজাল্ট দেখা যাবে। রেজাল্ট প্রকাশের পর হতে দুই মাধ্যমে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ফল জানতে পারবেন।

নিচের অনুচ্ছেদে মোবাইল মেসেজ ও অনলাইনে একাদশ শ্রেণির ভর্তি আবেদনের ফলাফল দেখার নিয়ম নিয়ে আলোচনা করা হলো।

আরো জানুন:

একাদশ শ্রেণির ভর্তির কলেজ চয়েস এডমিশন রেজাল্ট ২০২৪

মোবাইল মেসেজে একাদশ শ্রেণির ভর্তি রেজাল্ট দেখার নিয়ম

মোবাইলে এইচএসসি আলিমের ভর্তি রেজাল্ট দেখতে কেবলমাত্র আবেদনের সময় দেওয়া মোবাইল নম্বরটি সচল রাখতে হবে।

স্বয়ংক্রিয়ভাবে মেসেজ দিয়ে যে কলেজে সিলেকশন পেয়েছেন, তার নাম বোর্ড থেকে জানিয়ে দেওয়া হবে।

অনলাইনে একাদশ শ্রেণির ভর্তি রেজাল্ট দেখার নিয়ম

অনলাইন একাদশ শ্রেণির ২য় দফার আবেদনকারীদের ভর্তি রেজাল্ট ও ১ম মাইগ্রেশনের তথ্য দেখতে ভর্তি ওয়েবসাইটে যেতে হবে।

নিচের ঠিকানা থেকে সরাসরি একাদশের ভর্তি ফল জানা যাবে।

https://xiclassadmission.gov.bd/

উপরের ঠিকানা ব্রাউজ করলে একাদশের ভর্তি ওয়েবসাইটের হোমপেজ আসবে। একানে লগইন লেখা একটা বাটন থাকবে। এখানে ক্লিক করে শিক্ষার্থীর নিজ এডু আইডি ও পাসওয়ার্ড দিয়ে নিজ প্রোফাইল ড্যাশবোর্ডে প্রবেশ করতে হবে। প্রোফাইলে ভর্তি রেজাল্টের বিস্তারিত দেখা যাবে।

উল্লেখ্য, ২য় দফায় নির্বাচিত শিক্ষার্থীদের ৫ থেকে ৮ জুলাই তারিখের মধ্যে ৩৩৫/= টাকা দিয়ে কলেজ নিশ্চায়ন  করতে হবে।

২০২৪ সালের একাদশ শ্রেণির এইসএসসি আলিম একাদশ শ্রেণির ভর্তি রেজাল্ট দেখতে সমস্যা হলে জানান।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

একাদশ শ্রেণির ভর্তি নিশ্চায়ন ও কলেজ রেজিস্ট্রেশন যাচাই পদ্ধতি

তথ্যসূত্র-

XI Class Admission System.

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।